Bengal Govt to start distributing wheat under food security schemes from July

State Food and Supplies department will start distributing wheat among beneficiaries under the food security scheme from July.

Wheat will be procured after floating a tender. It is expected that the processes of distributing wheat will be started from July. The department has decided to distribute wheat as it has a demand among the people

Meanwhile, ration shops are being set up at Dooars of North Bengal. In the first, phase ration shops will be set up at 126 locations. The state Food and Supplies mMinisterJyotipriya Mullick has recently held a meeting at Uttarkanya in Siliguri in this regard.

The Bengal government had decided to distribute free ration to mothers with newborn babies across the state so that they do not suffer from malnourishment and for this, the department will distribute coupons to around 30,000 mothers across the state. The department has also chalked out a detailed plan to bring more number of pregnant women under the scheme. Mothers can now show the coupons at ration shops where they will be supplied with rice, wheat, gram and lentils. They would be given the coupons at the time when the leave the government hospitals or sub-centres, after their deliveries. One of the main purpose of this initiative was to bring down malnutrition.

The department has already instructed the ration shops to provide five kg of rice, 2.5 kg of wheat and 1 kg of lentil every month to the mothers against the coupons.

 

খাদ্য সাথী প্রকল্পের আওতাভুক্তদের গম বিতরণ করবে রাজ্য সরকার

আগামী জুলাই মাস থেকে খাদ্য সাথী প্রকল্পের আওতাভুক্তদের গম বিতরণ করবে রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তর।

একটি টেন্ডারের পরই এই প্রক্রিয়া শুরু হবে। আশা করা হচ্ছে যে জুলাই থেকে এই প্রক্রিয়া শুরু হয়ে যাবে। জনসাধারণের মধ্যে চাহিদা আছে বলে দপ্তর এই গম বিতরণ করার সিদ্ধান্ত নিয়েছে। উত্তরবঙ্গের ডুয়ার্সেও রেশন দোকান গড়ে তোলা হচ্ছে। প্রথম দফায়, ১২৬ টি জায়গায় রেশন দোকান হবে। সম্প্রতি এই নিয়ে শিলিগুড়ির উত্তরকন্যায় একটি বৈঠক করেন খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক।

এদিকে, উত্তর বঙ্গের ডুয়ার্সে রাশির দোকান চালু করা হচ্ছে। প্রথমত, ১২৬ টি স্থানে ফেজ রাশির দোকান স্থাপন করা হবে। রাজ্য খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মুলিক সম্প্রতি শিলিগুড়িের উত্তরাণকানায় একটি বৈঠক করেছেন।

রাজ্যের নবজাতক শিশুরা যাতে অপুষ্টির শিকার না হয় তাই ফ্রি রেশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। প্রায় ৩০ হাজার মায়েদের এই কুপন দেওয়া হবে।

এই স্কিমের অধীনে গর্ভবতী মহিলাদের আনারও পরিকল্পনা করা হচ্ছে। ওই কুপনগুলি রেশন দোকানে দেখালেই তাদেরকে চাল, গম, ডাল সরবরাহ করা হবে। প্রসবের পর সরকারি হাসপাতাল থেকে ছুটির দিন মায়েদের এই কুপনগুলি দেওয়া হবে।

দপ্তরের নির্দেশে কুপনের পরিবর্তে রেশন দোকানগুলি প্রতি মাসে ৫ কেজি চাল, ২.৫ কেজি গম এবং ১ কেজি ডাল  দেবে।

 

Mamata Banerjee reacts to NDA’s candidate for Presidential election

Bengal Chief Minister Mamata Banerjee’s statement regarding NDA’s candidate for Presidential election:

“In order to support someone, we must know the person. Candidate should be someone who will be beneficial for the country. Opposition will meet on 22nd June, then only we can announce our decision.

I am not for a moment saying that the Bihar Governor Ram Nath Kovind is unfit to be the President. I have spoken to 2 or 3 other Opposition leaders, they are also surprised. There are other big Dalit leaders in the country. Just because he was the leader of Dalit Morcha of BJP they have made him the candidate.

The office of President is a key post. Someone of the stature of Pranab Mukherjee, or even Sushma Swaraj or Advani ji may have been made the candidate.”

Earlier, the Chief National Spokesperson of the party, Derek O’Brien also took to Twitter to react to the news. He said: “The name was announced at the BJP Press conference. That’s how we got to know. Not even informed. How many of you logged onto Wikipedia today? I did.”

 

বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি

“শুনলাম যার নাম বলা হয়েছে উনি বিহারের রাজ্যপাল। আমি জানি না, চিনি না এবং এই নাম নিয়ে আমাদের সঙ্গে আলোচনা হয়নি। আমরা একটা consensus এরপ্রস্তাব দিয়েছিলাম।

Consensus মানে সবাই মিলে একসাথে করা। রাষ্ট্রপতি একটা গুরুত্বপূর্ণ portfolio এবং সংবিধান ও দেশকে রক্ষা করা তাঁর এক নম্বর কাজ। সুতরাং আমরা ভেবেছিলাম প্রণবদার মত কাউকে করা হবে।

এটা শুনে আমি নিজেই অবাক হচ্ছি, দেশে কি আর কেউ ছিল না? আরও অনেক বড় বড় দলিত নেতা আছেন। এটা একটা political purpose. আমার মনে হয়maturity থাকলে এরকম হয় না।

কিন্তু আমি এখনই কিছু বলব না, ২২ তারিখে আমাদের একটা সর্ব দলীয় বৈঠক আছে। আমাদের সাথে নাম নিয়ে আগে কোন আলোচনা হয়নি। নাম ঘোষণা হয়েযাওয়ার পর যদি কেউ কথা বলতে চায় তাহলে আমরা বলব আমরা জানি না, চিনি না।  এটা consensus candidate বলে আমার মনে হয় না।

যারা সংবিধানকে জানে এরকম কেউ হতে পারত, প্রণবদা, আদবানি জি বা সুষমা জি হতে পারতেন। আমি বলছি না বিহারের রাজ্যপাল সংবিধান জানে না। উনি বিজেপির দলিত শাখার president ছিলেন। যাকে দেশের কাজে লাগবে, যিনি দেশটাকে ভালো চিনবেন তাকেই রাষ্ট্রপতি নির্বাচন করা উচিত”।

এর আগে, দলের জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েনও টুইটারে এই খবরটি নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “বিজেপি সাংবাদিক সম্মেলন করে এই নাম ঘোষণা করেছে। তাই আমরা জানতে পেরেছি। আজ আপনারা কজন উইকিপিডিয়ায় লগ ইন করেছেন? আমি করেছিলাম”।

 

 

 

Bengal CM leaves for The Netherlands today to address UN meet in The Hague

Bengal Chief Minister Mamata Banerjee will address the Public Service Day of United Nations on June 22 at The Hague in The Netherlands.

She is the first Chief Minister from India to address a gathering on the occasion. She is scheduled to leave for Netherlands on Monday morning. “The Future is Now: Accelerating Public Service Innovation for Agenda 2030” is the theme of the 2017 UN Public Service Forum and the Chief Minister will be speaking on this subject.

After Mamata Banerjee became the Chief Minister of Bengal, the state government, under her leadership, had undertaken several projects that benefitted the masses at a large scale and ensured an overall development of the state. The Bengal Chief Minister had introduced several pathbreaking schemes including Kanyashree, Sabuj Sathi, Yuvashree, Aloshree and Sasthya Sathi among others for the benefit of the people in general.

Around 500 dignitaries from different countries will be present in the programme when the Chief Minister addresses it. Dr Amit Mitra, the state Commerce and Industry minister, will be accompanying her.

 

আজ নেদারল্যান্ডস যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়

আগামী ২২ জুন রাষ্ট্রপুঞ্জের আমন্ত্রণে নেদারল্যান্ডসের হেগে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি রাষ্ট্রপুঞ্জের এই সম্মান বাংলার কাছে অন্যতম। দেশের অন্য কোনও মুখ্যমন্ত্রী যা আগে পাননি। আজ সকালে তিনি রওনা হন। আগামী ২২ ও ২৩ জুন ওয়ার্ল্ড অডিটোরিয়ামে রাষ্ট্রসঙ্ঘে ‘পাবলিক সার্ভিস ডে, ২০১৭’ অনুষ্ঠানটি হবে। অনুষ্ঠানটির ফোকাল থিম ‘দ্য ফিউচার ইজ নাও’।

২০১১ সালে ক্ষমতায় আসার পর কন্যাশ্রীর মতো প্রকল্প চালু করেছেন তিনি। এরই মধ্যে ইউনেস্কো থেকে কন্যাশ্রীকে স্বীকৃতিও দেওয়া হয়েছে। পাশাপাশি মমতা সবুজসাথী, সবুজশ্রী, শিক্ষাশ্রী, যুবশ্রী প্রকল্প চালু করেছেন।

গোটা পৃথিবী থেকে প্রায় ৫০০ গুরুত্বপূর্ণ ব্যাক্তি এই অনুষ্ঠানে যোগ দেবেন। আলোচনার বিষয়বস্তু হল নাগরিকদের কীভাবে সরকার সুবিধা প্রদান করে। মুখ্যমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন অর্থমন্ত্রী অমিত মিত্র।

 

I will give my blood but not allow conspiracy in the Hills: Mamata Banerjee

Stating that the trouble in the Hills is the handiwork of some hooligans, Bengal Chief Minister Mamata Banerjee said: “I will give my blood, but will not allow anyone to conspire to push Darjeeling into danger.” The state government will bring an end to the hooliganism that is going on in Darjeeling for vested interests of a section of people, she said. She also urged the citizens of the Hills to not listen to the hooligans and throw them out to save the Hills.

While speaking at a felicitation ceremony jointly organised by the Kolkata Police and the West Bengal Police, she said: “There was peace in the Hills. Some hooligans are creating trouble in the Hills. Five years have passed and now some people are carrying out hooliganism.”

“Shops are closed and people have to suffer without any fault of theirs Snatching someone’s livelihood is not politics but hooliganism and we will bring an end to it. We will bring an end to it for the sake of peace in Darjeeling.”

She said that a conspiracy is going on to put Darjeeling in danger but she will not let it happen. There can be no politics of guns or by stopping access to all means of livelihood, she said.

“For the sake of peace, we will surely stop these. We are with the people of the Hills. Those who are creating trouble do not want the good of the Hills – they are destroying Darjeeling. But we will let no harm come to Darjeeling”. She also said, “A plan was hatched to attack the ministers in Darjeeling” during the Cabinet meeting held there, the first in 44 years.

 

আমরা দার্জিলিং-এর কোন ক্ষতি হতে দেব না: মমতা বন্দ্যোপাধ্যায়

বৃহস্পতিবার আলিপুরে পুলিশের অনুষ্ঠান থেকে মোর্চাকেও কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘‌পাহাড়ের মানুষ শান্তি চান। কিন্তু ‌কয়েকটা গুন্ডা মিলে গোলমাল করছে। পাহাড়ে গুন্ডামি বরদাস্ত করব না, গুন্ডামি দমন করবই। পাহাড়কে অশান্ত করার ষড়যন্ত্র করা হয়েছে। সেখানকার সাধারণ মানুষকে বিপদে ফেলার চক্রান্ত চলছে। এই গুন্ডামি বরদাস্ত করা হবে না। পাহাড়ে অশান্তি করলেই শক্ত হাতে তা দমন করবে রাজ্য সরকার”।

তিনি আরও বলেন, “আমরা বনধ সমর্থন করি না। যদি কেউ আইন ভাঙে, তবে আইন তার পথে চলবে। পাহাড়ে গুন্ডামি চলছে। আমার মন্ত্রিসভার সদস্যদের ওপর হামলার পরিকল্পনা করা হয়েছিল। টানা দু’‌ঘণ্টা মলোটোভ ককটেল ছোঁড়া হয়েছিল। চোখের সামনে দেখেছি। মহিলা পুলিসকর্মীদের আক্রমণ করা হয়েছিল। বন্দুক দিয়ে রাজনীতি হয় না, মানুষের রোজগারের পথ বন্ধ করে দিয়ে রাজনীতি হয় না”।

গত বৃহস্পতিবার দার্জিলিঙে মুখ্যমন্ত্রী যখন একটি প্রশাসনিক বৈঠক করছিলেন, সেই সময় মোর্চার তরফে পাহাড়ে প্রথমে বিক্ষোভ এবং পরে হিংসাত্মক ঘটনা ঘটানো হয়। এটা রাজনীতি নয়, গুণ্ডামি, শান্তির স্বার্থে আমরা এসব দমন করবই। আমরা পাহাড়ের মানুষের সাথে আছি, ওরা পাহাড়ের ভালো চায় না। ওরা দার্জিলিং কে ধ্বংস করে দিচ্ছে, দার্জিলিং এর ক্ষতি করার জন্য ষড়যন্ত্র করছে। কিন্তু আমরা দার্জিলিং এর কোন ক্ষতি হতে দেব না।

 

PhD and MPhil scholars to get monthly stipend from the State Govt

The Bengal Government has decided to start a monthly stipend for PhD and MPhil scholars for the full duration of the period of their research work in the various State Government institutions. The stipend is meant for those who have not qualified for the Central Government’s NET Research Fellowship.

This is yet another step by Chief Minister Mamata Banerjee to make Bengal a major centre of academic research. The grant would be given as a part of the Swami Vivekananda Merit-cum-Means Scholarship Scheme.

MPhil scholars would get Rs 5,000 per month for a period of two years while PhD scholars would get Rs 8,000 per month for a period of two years. The amount would be directly debited into the bank accounts of the scholars by the Higher Education Department.

Further information about the scheme would be available on the website of the Bengal Higher Education Department.

 

 

উচ্চশিক্ষায় গবেষকদের মাসিক ভাতা দেবে রাজ্য সরকার

পশ্চিমবঙ্গকে উচ্চশিক্ষার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তুলতে নতুন পদক্ষেপ গ্রহণ করল রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে পূর্ণ সময়ের জন্য এমফিল এবং পইএইচডি স্কলারদের আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।

রাজ্যের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষায় গবেষণাকে উৎসাহ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস্‌ স্কলারশিপ স্কীমের অধীনে দেওয়া হবে এই আর্থিক সাহায্য।

পূর্ণ সময়ের গবেষকদের বিজ্ঞান, হিউম্যানিটিস ও সোশ্যাল সায়েন্সে আর্থিক সাহায্য প্রদাণ করবে রাজ্য সরকার। সরকারি-পোষিত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে গবেষণা করলেই মিলবে এই স্কলারশিপ পাওয়ার সুযোগ।

নেট রিসার্চ ফেলোশিপ-এ অনুত্তীর্ণ এমফিল এবং পিএইচডি স্কলারদের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে। এমফিল স্কলারদের জন্য প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে। অন্যদিকে পিএইচডি স্কলাররা পাবেন মাসিক আট হাজার টাকা ভাতা। দুই ক্ষেত্রেই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। পিইএইচডি স্কলারদের জন্য সেই সময়সীমা চার বছর এবং এমফিল স্কলারদের জন্য দুই বছর।

Bengal CM makes surprise visits to hospitals in Kolkata

Bengal Chief Minister Mamata Banerjee made a surprise visit to Sambhunath Pandit Hospital and Ramrik Harlalka Hospital, located in Bhowanipore in South Kolkata, on her way to attend a function at Uttirnno on Tuesday afternoon.

She took stock of the situation in the hospital premises and spoke to the medical superintendent and hospital staff members regarding the cleanliness. She also interacted with a few patients. Expressing her displeasure over poor waste management she called up the Kolkata Mayor and instructed him to take necessary steps.

The KMC officials often visit the state-run hospitals as part of the anti-larvae drive and if garbage is found, they ask the hospital authorities to remove it.

 

মুখ্যমন্ত্রীর আচমকা কলকাতার হাসপাতাল পরিদর্শন

মঙ্গলবার আলিপুরের উত্তীর্ণ মুক্ত মঞ্চে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে আচমকাই মুখ্যমন্ত্রী পরিদর্শন করেন দু’টি হাসপাতাল। এই হাসপাতাল দু’টি হল দক্ষিণ কলকাতার ভবানীপুরের শম্ভুনাথ পণ্ডিত হাসপাতাল ও রামড়িক হরলালকা হাসপাতাল।

তিনি হাসপাতাল দু’টি সরেজমিনে পরিদর্শন করেন ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সুপারিন্টেনডেন্ট ও অন্যান্য কর্মচারীদের সঙ্গে কথা বলেন। বেশ কিছু রোগীর সঙ্গেও তিনি কথা বলেন। হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি তৎক্ষণাৎ কোলকাতার মহানাগরিককে ডেকে পাঠান ও বর্জ্য পদার্থ ব্যাবস্থাপনায় উপযুক্ত ব্যাবস্থা নিতে বলেন।

আজ সকালে তিনি একই ভাবে আচমকা এসএসকেএম হাসপাতাল পরিদর্শন করেন।

এই মুহূর্তে পুরসভার কর্মচারীরা মাঝে মাঝেই অ্যান্টি লার্ভা ড্রাইভে রাজ্য পরিচালিত হাসপাতালগুলোয় যান ও নোংরা খুঁজে পেলে হাসপাতাল কর্তৃপক্ষকে তা সরিয়ে নিতে জানান।

 

Give blood, save life: Mamata Banerjee on World Blood Donor Day

On the occasion of World Blood Donor Day, Bengal Chief Minister Mamata Banerjee urged everyone to ‘Give Blood, Save Life’.

She said there is an acute shortage of blood during summers and hence the Bengal Government held a fortnight-long blood donation initiative. The Chief Minister had urged police personnel and her party Trinamool Congress workers to organise blood donation camps in the city and across districts to mark the sixth anniversary of her government.

The Chief Minister expressed her gratitude to the administration, police and the Trinamool workers for collecting 60,000 bottles of blood in 15 days.

 

রক্তদান জীবন দান: ‘বিশ্ব রক্তদাতা দিবস’ উপলক্ষে মুখ্যমন্ত্রী

“রক্তদান জীবন দান”-একথা আমরা চিরকাল শুনেছি। এও দেখেছি রক্তের অভাবে বহু তরতাজা প্রান হারিয়ে যায়। এতদিন পর্যন্ত কোনও সরকার রক্তদানের ওপর জোর দেননি।

মা,মাটি, মানুষের সরকারের ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল পুলিশকর্মী ও তৃণমূল সমর্থকদের রক্তদানের জন্য আহ্বান জানান। যেহেতু গ্রীষ্মকালে রক্তের সঙ্কট সব থেকে বেশী হয়, তাই রক্তদানের ওপর জোর দেন মুখ্যমন্ত্রী।

তাঁর এই উদ্যোগ চূড়ান্ত সাফল্য পেয়েছে; মাত্র ১৫ দিনেই ৬০,০০০ বোতল রক্ত সংগ্রহ হয়েছে। আজ ‘বিশ্ব রক্তদাতা দিবস’ উপলক্ষে তিনি টুইটারে ধন্যবাদ বার্তা জানিয়েছেন রাজ্য প্রশাসন, পুলিশকর্মী ও তৃণমূল সমর্থকদের। এছাড়াও তিনি সকলকে আহ্বান জানিয়েছেন রক্তদান করতে।

 

Image source: Daily Mail

Economy in one big mess due to demonetisation – Hard numbers tell the story

Bengal Chief Minister Mamata Banerjee had voiced her concern within an hour of the announcement of ‘demonetisation’ on November 8, 2016, that the country would have to face severe loss of jobs and drastic decline in productivity due to demonetisation. She had been leading the protest ever since. The recent figures announced by the RBI on Wednesday, June 7 are clear indicators that the Bengal Chief Minister had been right:

Here are the figures:

  • Real GVA pegged at 6.6% for 2016-17, lower than second advance estimates released in February 2017. This despite good monsoon and record foodgrain production.
  • Fall in GVA due to underperformance in construction, financial and professional services, and real estate during Q4 (Oct-Dec ’16).
  • Slowdown in activity in both industry and services set in as early as Q1 of 2016-17 and became pronounced in Q4.
  • Components of aggregate demand reflect a contraction in gross fixed investment, and production of capital goods in Q4.
  • Prices of vegetables fell markedly from July and bottomed out in January 2017, with fire sales during the demonetisation period accentuating the fall. RBI is admitting that demonetisation was behind the hardship faced by farmers.
  • All Mandis have reverted back to cash transactions. So what was the point in forcing people to go digital?
  • Monetary Policy Committee noted that effects of demonetisation have lingered on in price formations with respect to fruits and vegetables, pulses and cereals. Farmers not getting proper value for their produce.
  • Manufacturing purchasing managers’ index (PMI) moderated sequentially in May ’17 as employment contracted and new orders, both domestic and exports, slowed down.
  • Sales of commercial vehicles, two-wheelers and three-wheelers contracted.
  • Both steel consumption and cement production sluggish, pointing to continuing weakness in construction activity.

 

 

Tourism Hub to come up in Tiger Hill

Bengal Chief Minister Mamata Banerjee today marked the setting up of a Tourism Hub at Tiger Hill in Darjeeling. The Hub will be a boost to people of the area with more and more tourists being attracted to the place, famous for observing sunrise. Once this Hub is complete, people of the Hills living in the surrounding areas will be financially benefited, directly or indirectly.

The Bengal Government under Mamata Banerjee has provided primary focus on the tourism industry. New infrastructure has been created and as a result, the state has gain an increase in revenue through the increasing number 0f footfalls by the tourists, national and international.

The Bengal Chief Minister is on a visit to the Hills. On Monday, she held a meeting in Mirik and today she will be holding the State Cabinet meeting in the Hills for the first time.

 

পর্যটন হাব হবে টাইগার হিলে

বুধবার টাইগার হিল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে চালু হয়া প্রকল্পগুলির কাজ খতিয়ে দেখার পাশাপাশি নিজের হাতে চারাগাছও রোপণ করেন মুখ্যমন্ত্রী।

এদিন তিনি ঘোষণা করেন পর্যটন হাব হবে টাইগার হিলে । এই হাবটি তৈরী হলে শুধু যে উত্তরবঙ্গ বা রাজ্যের পর্যটন শিল্পে রাজ্যের আয় বাড়বে তাই নয়, পাশাপাশি আর্থিক সচ্ছলতা পাবে মিরিকবাসি ও পাহাড়ের অন্যান্য মানুষ জন যারা প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এই পর্যটন শিল্পে জড়িত।

২০১১ সাল থেকে ক্ষমতায় আসার পর থেকেই সমগ্র পশ্চিমবঙ্গে বিশেষ করে উত্তরবঙ্গে পর্যটন শিল্পে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার ফলস্বরূপ পশ্চিমবঙ্গে পর্যটন শিল্পের মাধ্যমে এসেছে প্রচুর রাজস্ব ও পাশাপাশি দেশী ও বিদেশী পর্যটকের সংখ্যাও এ রাজ্যে উল্লেখযোগ্য ভাবে বেড়েছে। সদ্যসমাপ্ত মিরিকে পৌর নির্বাচনে বোর্ড গড়েছে তৃণমূল কংগ্রেস।

ঠিক তার পরেই মুখ্যমন্ত্রী মিরিকে যান পাহাড়বাসীকে অভিনন্দন জানাতে। গত সোমবার তিনি মিরিকে জনসভা করেন ও মিরিকের উন্নয়নের জন্যও বহু কর্মসূচীর কথা ঘোষণা করেন। পাশাপাশি মিরিকবাসীকে অর্থনৈতিক ভাবে উন্নত করতে  জোর দেন পর্যটন শিল্পে।

 

 

We want development of the Hills: Mamata Banerjee

After holding administrative meetings in different districts across the State, the Bengal Government today held its first Cabinet meeting in the Hills region, in Darjeeling.

From now on, every year, four Cabinet meetings would be held outside Kolkata – two in the Hills and two in Jangalmahal

On May 29, Chief Minister Mamata Banerjee, during a press meet in Nabanna, had said, “Every year, two Cabinet meetings will be held in the Hills and two in different districts of Jangalmahal. Therefore, both the northern and the southern districts will be covered,” she told.

“In Jangalmahal, we will hold the meetings in Birbhum, Bankura, Purulia, Jhargram and Paschim Medinipur districts.”

She met the press after the Cabinet meeting ended.

 

Salient points from the press meet:

  • Today is a historic day – the first Cabinet meeting in the Hills was held today.
  • Every year, two Cabinet meets would be held in the Hills and two in Jangalmahal. The next is in Jangalmahal.
  • A secretariat like the Uttarkanya would be built in the Hills, to be named Tenzing Norgay Bhawan.
  • From now on, all Cabinet meetings in the Hills would be held here.
  • The people of the Hills have been neglected for a long time.
  • The people of the Hills are very nice; we want development of the Hills.
  • A polytechnic college would be built in Mirik.
  • A Skill Development Centre would come up in Mirik, which would train 3,000 youths.
  • A police commissionerate is being set up in Chandannagar; this was finalised today.
  • The period for getting promotion in civil service has been decreased to every eight years.
  • We want that the people of the Hills to live well.
  • We want that Jangalmahal keeps smiling, the whole of Bengal keeps smiling.
  • Today’s Cabinet meeting was the first of the two meetings to be held in the Hills.
  • No one can stop good work from happening.
  • For 34 years nothing was done for the Hills. We should be given respect for the work we have re-started.
  • Students of the Hills can study whatever they want. Bengali has not been made compulsory.
  • The people of the Hills want that we come back again and again.

 

 

আমরা পাহাড়ের উন্নয়ন চাইঃ মমতা বন্দ্যোপাধ্যায়

আজ পাহাড়ে মন্ত্রীসভার বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিদ্ধার্থশঙ্কর রায়ের আমলে ১৯৭৪ সালে দার্জিলিঙে রাজ্য মন্ত্রীসভার বৈঠক হয়েছিল। ৩৩ বছর পর আবার শৈলশহরে মন্ত্রীসভার বৈঠক হল।

গত ২৯ মে নবান্নে সাংবাদিক বৈঠকে পাহাড় ও জঙ্গলমহলে মন্ত্রীসভার বৈঠকের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বছরে ২ টি বৈঠক হবে। এছাড়া জঙ্গল্মহলের বিভিন্ন জেলায় প্রশাসনিক বৈঠকও হবে।

আজ দুপুরে দার্জিলিঙের রাজভবনে হয় এই বৈঠক। বিভিন্ন মন্ত্রীসহ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন এই বৈঠকে।

গত ৫ জুন উত্তরেবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী। সেদিন মিরিকে একটি জনসভা করেন মুখ্যমন্ত্রী, সেখানে বিভিন্ন সরকারী পরিষেবা তুলে দেন সাধারণ মানুষের হাতে। আগামী ৯ জুন কলকাতা ফেরার কথা মুখ্যমন্ত্রী।

 

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • আজ পাহাড়ে প্রথম মন্ত্রীসভার বৈঠক হল। আজকের দিনটি ঐতিহাসিক দিন
  • এখন থেকে বছরে পাহাড়ে ২টি এবং জঙ্গলমহলে ২টি বৈঠক হবে, পরবর্তী বৈঠক হবে জঙ্গলমহলে
  • উত্তরকন্যার মত পাহাড়ে নতুন সচিবালয় তৈরি হবে যার নাম হবে তেনজিং নোরগে ভবন
  • এবার থেকে এখানেই মন্ত্রী সভার বৈঠক হবে
  • দীর্ঘদিন ধরে পাহাড়ের মানুষ অবহেলিত
  • পাহাড়ের মানুষ খুব ভাল, আমরা পাহাড়ের উন্নয়ন চাই
  • মিরিকে পলিটেকনিক কলেজ তৈরী হবে
  • মিরিকে একটি স্কিল ডেভেলপমেন্ট সেন্টার তৈরী হচ্ছে যেখানে, ৩০০০ যুবক যুবতীকে প্রশিক্ষণ দেওয়া হবে
  • চন্দননগরে পুলিশ কমিশনারেট হবে – আজকের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত হল
  • সিভিল সার্ভিস পরীক্ষায় পদন্নোতির সময়সীমা কমানো হল। এখন থেকে ৮ বছরেই পদন্নোতি হবে
  • প্রতিযোগিতা হোক উন্নয়নের মধ্যে দিয়ে, কাজের মধ্যে দিয়ে
  • আমরা কোন বিরোধ চাই না, আমরা চাই পাহাড়ের মানুষ ভালো ভাবে থাকুক
  • আমি চাই জঙ্গলমহল ভালো থাকুক, সারা বাংলা ভালো থাকুক
  • আজকের এই বৈঠক দার্জিলিঙের গর্ব
  • ভালো কাজ কেউ রুখতে পারে না
  • ৩৪ বছর কোন কাজ করেনি, আমরা যা কাজ করছি, সেজন্য ওদের তো আমাদের সম্মান করা উচিত
  • পাহাড়ের লোকজনের যা ইচ্ছে তাই নিয়ে পড়াশোনা করবে, বাংলা আবশ্যক করা হয়নি
  • পাহাড়ের মানুষ চায় আমরা বারবার পাহাড়ে আসি