Bengal Govt’s Sukanya programme to be introduced in three commissionerates

After its immense success in Kolkata, Chief Minister Mamata Banerjee’s dream project, Sukanya, which provides self-defence training to girls, is going to be introduced in the Bidhannagar, Howrah and Barrackpore police commissionerates.

Kolkata Police had introduced the project following the direction of the Chief Minister. Besides giving lessons in taekwondo, judo, kickboxing and aikido to make school girls self-reliant for their protection, the initiative has provided an international platform to the girls – they have won five golds, two silvers and two bronze medals in the 2016 Kickboxing World Cup held in Russia.

The same project will now be replicated in the three commissionerates. Initially, girl students from 25 schools from the three commissionerates will be given training. For example, 10 schools have been selected in Howrah, and 40 students from each school in two batches will be trained in the first six months. On completion of training, the girls will get a certificate.

রাজ্য সরকারের সুকন্যা প্রকল্প এবার তিন কমিশনারেটেও

কলকাতায় অভূতপূর্ব সাফল্যের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের সুকন্যা প্রকল্প এবার তিন কমিশনারেটেও – বিধাননগর, বারাকপুর ও হাওড়া – শুরু হবে। এই প্রকল্পে মেয়েদের আত্মসুরক্ষার প্রশিক্ষণ দেওয়া হয়।

কলকাতা পুলিশ এই প্রকল্প শুরু করেন মুখ্যমন্ত্রীর নির্দেশে। তাইকোন্ডো, কিকবক্সিং, জুডো, আইকিডো শেখানো হয় এই প্রকল্পে।

বাংলার সুকন্যারা পৌঁছেছে আন্তর্জাতিক স্তরে। সুকন্যা প্রকল্পে প্রশিক্ষণ প্রাপ্ত বাংলার মেয়েরা পাঁচটি সোনা, দুটি রুপো, দুটি ব্রোঞ্জ পদক জিতেছে ২০১৬ কিকবক্সিং বিশ্ব কাপে। এই বিশ্ব কাপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় রাশিয়াতে।

প্রাথমিক পর্যায়ে ২৫টি স্কুলের মেয়েদের এই প্রশিক্ষণ দেওয়া হবে। যেমন, হাওড়ায় ১০টি স্কুলে ৪০জন করে ছাত্রীকে দুটি ব্যাচে ছয় মাস ধরে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষ হলে তারা পাবে শংসাপত্র।

Source: Millennium Post

Bengal Govt to augment the tourism infrastructure at Henry’s Island

The Bengal Government is going to enhance the facilities for tourists at Henry’s Island, a popular destination in Sunderbans in South 24 Parganas district.

A centre for making people aware of, and appreciate, the unique mangrove zone of the Sundarbans, named Sundarban Interpretation Centre is being set up. The centre would house pictures and models accompanied by write-ups describing the floral and faunal features of the region.

The State Government has also taken up an initiative for the operation of environment-friendly battery-run cars to transport people to the the beach in Henry’s Island. Normal passenger vehicles are banned from the beach zone to prevent the destruction of the soft sand under the impact of tyres. They have to be parked at a distance.

Other measures being taken up to create a tourist and environment-friendly area include a sanctuary for migratory birds, restaurants along the main road to the beach and Wi-Fi zones across the island; some such zones have already been set up. Cubicles for bathing on the beach are also already there.

The model for Henry’s Island is also being replicated at nearby destinations like Bakkhali and Fraserganj in order to facilitate a Henry’s Island Tourism Circuit. Similar facilities are being developed – for example, bathing cubicles on the beach and a big parking lot in Bakkhali, and lighting up Fraserganj.

হেনরিজ আইল্যান্ডের সৈকতে ব্যাটারি গাড়ি ও ওয়াইফাই পরিষেবা

হেনরিজ আইল্যান্ড, ফ্রেজারগঞ্জ এবং বকখালি অঞ্চল জুড়ে গড়ে উঠছে ভ্রমণার্থীদের স্বপ্নের পর্যটন সার্কিট। রাজ্য পর্যটন উন্নয়ন নিগমের তৎপরতায় কাজ চলছে জোর কদমে। পৃথিবীর সেরা বিচগুলির প্রবেশপথে যেভাবে ‘ব্যাটারি অপারেটেড’ গাড়ি চালানো হয়ে থাকে, হেনরিজ আইল্যান্ডেও সেই ব্যবস্থা করা হচ্ছে। তবে বিশেষ আকর্ষণ কেন্দ্র হিসেবে হেনরিজ আইল্যান্ডে গড়ে উঠছে, ‘সুন্দরবন ইন্টারপ্রিটেশন সেন্টর’। ঠিক সুন্দরবন কী এবং কেন এই সকল তথ্য প্রদান নয়। দক্ষিণ ২৪ পরগনা থেকে সুন্দরবন অঞ্চলে প্রবেশ করতে গেলে পর্যটকদের কোন পথে প্রবেশ করতে হবে? কী ধরনের ভেসেল পর্যটকদের পছন্দ থেকে শুরু করে গোটা সুন্দরবনের ঐতিহ্যের ইতিহাস এক লহমায় পর্যটকদের চোখের সামনে উঠে আসবে এই সেন্টার থেকে।

হেনরিজ আইল্যান্ড গেট থেকে বিচ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার দূরত্বের রাস্তায় চালানো হবে অত্যাধুনিক ব্যাটারি চালিত গাড়ি। অন্য কোনও ধরনের গাড়ি নিয়ে সোজা বিচে প্রবেশ করা যাবে না। এর জন্য গেটের বাইরেই থাকছে ব্যাটারি চার্জিং সেন্টার। লাগোয়া বিরাট এলাকায় গড়ে উঠছে পার্কিং লট।

দ্বীপ অঞ্চলে বিভিন্ন জায়গায় গড়ে উঠছে ওয়াইফাই জোন। অর্থাৎ সমুদ্র তীরে ফ্রি-ওয়াইফাই-এর সুবিধা পাবেন পর্যটকেরা। আশা করা হচ্ছে আগামী বছরের মধ্যেই কাজ শেষ করতে পারা যাবে। হেনরিজ আইল্যান্ডের বিচে মাঝে রয়েছে একটা ছোট্ট খাল। জমির স্তর উঁচু করে খালের ওপরে একটি ছোট ব্রিজ করার পরিকল্পনাও রয়েছে। বিচে যাওয়ার রাস্তায় কেতাদুরস্ত রেস্তোরাঁ ছাড়াও একটি ‘ইকো এগজিবিশন সেন্টার’ গড়ার উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখিরালয় গড়ে তোলা হবে।

হেনরিজ আইল্যান্ডকে মডেল করেই, বকখালি বিচে স্নান করার জন্য ছোট ছোট কিউবিকেলস, বসার ব্যবস্থা ছাড়াও বকখালিতে বিশাল পার্কিং লট নির্মাণ করা হচ্ছে। একইভাবে ফ্রেজারগঞ্জকেও আলোকোজ্জ্বল ভাবে সাজিয়ে তোলা হচ্ছে। আগামী বছরের ছুটির মরশুমে পর্যটকদের কাছে কাছে প্রধান আকর্ষণের জায়গা হয়ে উঠতে চলেছে ‘হেনরিজ আইল্যান্ড পর্যটন সার্কিট’।

Source: Khabar 365 Din

Image Source: Exciting India

Process of dialogue for restoring normalcy in the Hills has begun: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today held a meeting with political parties from the Hills to end the ongoing impasse in the Darjeeling Hills and restore normalcy in the region.

Four major political parties (GJM, JAP, GNLF and TMC) were present at the meeting.

 

Here is what the Chief Minister said after the meeting:

Today’s meeting was positive and cordial. A dialogue process has been initiated to restore normalcy in the Hills and bring back peace in the region.

Dialogue is a continuous process. Regular interaction will continue. We will meet again on September 12 in Uttarkanya at 3 PM.

We are all in favour of restoring peace and normalcy in the Hills. We requested them (the Hill parties) to withdraw the bandh, as common people are suffering. Tea, tourism, transport sectors have been hampered.

Let them take their time. They have their own political considerations. Government is bound by its constitutional mandate. But the process of dialogue should continue.

We thank the representatives of all the Hill parties who were present today. We want peace and progress in the Hills.

 

 

পাহাড়ের স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে আলোচনা প্রক্রিয়া চলবে: মমতা বন্দ্যোপাধ্যায়

 

পাহাড়ে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে আজ নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাহাড়ের ৪ টি বড় রাজনৈতিক দল (GJM, JAP, GNLF and TMC) আজকের এই বৈঠকে উপস্থিত ছিল।

 

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশ:

আজকের এই বৈঠক ইতিবাচক হয়েছে। আজকের এই বৈঠকের মাধ্যমে একটি আলোচনা প্রক্রিয়া শুরু হয়েছে। পাহাড়ের সমস্যার সমাধান করতে এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনতে আজকের এই বৈঠক।

এখন থেকে নিয়মিত আলোচনা হবে। আগামী ১২ সেপ্টেম্বর বেলা ৩ টেয় উত্তরকন্যায় বৈঠক হবে।

আমারা চাই পাহাড়ে শান্তি ফিরে আসুক, সমস্যার সমাধান হোক। বনধ তুলে নেওয়ার জন্য আমরা ওদের (পাহাড়ের দলগুলিকে) অনুরোধ করেছি। চা বাগান বন্ধ হয়ে গেছে; পর্যটন, পরিবহণ সব কিছুর ক্ষতি হচ্ছে।

পাহাড় নিয়ে আলোচনা শুরু হল, বৈঠক হয়েছে মানেই আলোচনার পথ এগিয়েছে। এবার ওদের (পাহাড়ের দলগুলি) নিজেদের আলোচনা করতে দিন, ওদের কিছু সেট আপ রয়েছে। তবে নিয়মিত আলোচনা হবে।

পাহাড়ের সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের আমার ধন্যবাদ। পাহাড়ের ভাই-বোন ভালো থাকুক, শান্তিতে থাকুক। পাহাড়ের উন্নয়ন হোক।

Under Trinamool Congress Govt, health indicators for children improving rapidly

The health indicators for children in Bengal are improving rapidly under the Chief Minister Mamata Banerjee-led Trinamool Congress Government, according to information gathered from the State Health Ministry. The Chief Minister also holds the health portfolio.

The infant mortality rate (the number of infants dying per thousand births) has gone down to 26, from 33 in 2011. The percentage of institutional delivery has risen from 65 per cent to a huge 92 per cent.

These improvements have been the result of a massive thrust on the health infrastructural front. The State Government has set up 307 sick newborn stabilisation units (SNSU), the number of which was zero before the Trinamool Congress Government came to power. Another big improvement has been in the number of sick newborn care units (SNCU), which has increased from six to 67 under the Trinamool Congress Government.

Then, in some remote places, Waiting Huts have been built for mothers to deliver children in. These huts are equipped with proper equipment along with housing doctors and nurses on a permanent basis.

Mother and Child Hubs (MCH) have come up in many hospitals. Plans for 16 more are in the pipeline. Facilities for treatment of children are available in 561 hospitals.

রাজ্যে শিশুমৃত্যুর হার ক্রমশ কমছে

রাজ্যে শিশুমৃত্যুর হার ক্রমশ কমছে। এক বিধায়কের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এদিন বিধানসভায় একথা জানান।

২০১১ সালে এই সংখ্যা ছিল ৩৩। বর্তমানে তা কমে হয়েছে ২৬। প্রাতিষ্ঠানিক প্রসবের হার ৬৫ শতাংশথেকে বেড়ে হয়েছে ৯২ শতাংশ। এছাড়াও ৩০৭টি সিক নিউ বর্ন স্টেবিলাইজেশন ইউনিট তৈরি করা হয়েছে। যা ২০১১ সালের আগে একটিও ছিল না।

সিক নিউ বর্ন কেয়ার ইউনিট ছ’টি থেকে বাড়িয়ে করা হয়েছে ৬৭টি। মা ও নবজাতকের জন্য ওয়েটিং হাব তৈরি করা হয়েছে। ১৬টি মাদার চাইল্ড হাব তৈরিরও পরিকল্পনা রয়েছে।

আর এক বিধায়কের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৫৬১টি হাসপাতালে শিশু চিকিৎসা হয়। শুধুমাত্র শিশুদের চিকিৎসার জন্য রয়েছে বিসি রায় হাসপাতাল।

Source: Bartaman

52 OC-based police stations in Bengal to be upgraded to IC-based ones

The Bengal Government will soon upgrade 52 sub-inspector-based police stations, technically known as officer-in-charge-based (OC-based) police stations, to inspector-in-charge-based (IC-based) police stations.

Over the last six years, the  Government has vastly improved the policing system of the state, from creating more police stations and, for the first time, women police stations to creating police commissionerates for ease of administration. The police force also conducts the Sukanya self-defence course for school girls.

This upgrading of police stations from OC-based to IC-based will improve the quality of response to the different policing requirements of a police station area.

Of the 52 police stations, the South Bengal Zone will have 21, the North Bengal Zone 15, and the Western Zone will have another 15, depending on population density.

Nine of these police stations will be based in South 24 Parganas district that has recently been split into three police districts for the sake of better administration.

Some of the police stations listed for upgradation cover areas of more than 500 square kilometres (sq km). For example, Basanti in South 24 Parganas covers 651 sq km, Rajganj and Malbazar in Jalpaiguri cover 614.82 sq km and 548.86 sq km respectively, while Gazole in Malda covers 513.37 sq km.

৫২টি অফিসার ইন চার্জ থানা রূপান্তরিত হচ্ছে ইন্সপেক্টর ইন চার্জ থানা’য়

মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্য সরকার খুব শীঘ্রই ৫২টি অফিসার ইন চার্জ থানাকে রূপান্তরিত করতে চলেছে ইন্সপেক্টর ইন চার্জ থানা’য়। ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ স্বরাষ্ট্র ও পাহাড় বিষয়ক দপ্তরকে এই প্রস্তাব দেন।

নবান্নে এক পুলিশ আধিকারিক বলেন, এর মাধ্যমে পরিষেবার মানের অনেক উন্নতি হবে। এই থানা গুলোর ন’টি দক্ষিণ ২৪পরগণায় হবে, যে জেলাকে ভালো প্রশাসনের জন্য তিনটি পুলিশ জেলায় ভাগ করা হয়েছে।

দক্ষিণ বঙ্গে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া (গ্রামীণ) ও নদীয়া জেলায় ২১টি পুলিশ স্টেশন আছে। উত্তর বঙ্গে জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় হচ্ছে ১৫টি পুলিশ স্টেশন। পশ্চিম ভাগে আছে পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও পূর্ব বর্ধমান জেলা, এখানে ১৫টি থানা রূপান্তরিত হবে।

উপরোক্ত কয়েকটি থানাকে ৫০০ বর্গ কিঃমিঃ অঞ্চল দেখাশোনা করতে হয়। দক্ষিণ ২৪পরগণার বাসন্তি থানাকে ৬৫১ বর্গ কিঃমিঃ নজর রাখতে হয়। জলপাইগুড়ির রাজগঞ্জ ও মালবাজার থানা ও মালদা’র গাজল থানাকে যথাক্রমে ৬১৪.৮২ বর্গ কিঃমিঃ, ৫৪৮.৮৬ বর্গ ও ৫১৩.৩৭ বর্গ কিঃমিঃ অঞ্চল নজর রাখতে হয়।

Source: Millennium Post

2019 will be a fight for ‘poriborton’ at Centre: Mamata Banerjee at TMCP Foundation Day rally

A rally to commemorate the foundation day of Trinamool Chhatra Parishad was held at Mayo Road in Kolkata today. Like every year, Trinamool Chairperson Mamata Banerjee addressed the students on the occasion.

Mamata Banerjee said youths and students are the future of the country and they have to lead the fight for ‘poriborton’ (change) at Centre in 2019. She also advised them to be active on social media to counter the ‘fake narrative’ of BJP.

 

Highlights of Mamata Banerjee’s speech:

The students are the future of the country. You will be the architects of the nation’s future. You will shape the society. Students must focus on building bonds with people. Leaders of the future will emerge from among the student community.

Becoming a political activist does not make anyone bad. My political career started as a student activist.

Life is not just about education. You have to become good human beings. Swami Vivekananda had said development of character is the most important thing in life.

28 August is a historic day for us. We renew our pledge today to serve the people, to live up to the ideals we fight for.

Students must use social media wisely. Some political parties have turned Facebook into ‘Fakebook’ using money power.

We have struggled for 34 years against the Left. And now the Leftists have bowed down before the Right-Wing. Ram had fought Ravan, not Rahim. ‘Fake’ Ram has come from Delhi and ‘Bam’ (Left) have joined them.

Trinamool-led Bengal Government took a stand in favour of right to privacy and the Supreme Court gave a verdict in favour of that right.

From birth to death, the Centre wants to impose Aadhaar on everything. They will have access to your personal details – what you say, what you do, where you go, what you eat – by linking Aadhaar with phone. What will happen if the data is hacked? What about individual right to privacy?

Some leaders give only bhashan not ration. Where is the achhe din? People cannot even have sweets, thanks to the burden of taxes. We are doing all the work – from building toilets to digitisation – and they are taking all the credit.

The youth and students will have to bring ‘poriborton’ in 2019. You will have to make ‘New India’ by infusing fresh blood.

They have started ‘Beti Bachao, Beti Padhao’ project and the budget for entire country is Rs 100 crore. That means roughly Rs 2.5 crore per State. What is the use? In Bengal, we have ‘Kanyashree’ scheme and have allotted Rs 5000 crore for it.

They are trying to incite violence between Hindus and Muslims in Bengal over Durga Puja. Do not fall prey to their incitement. In our culture, bishorjon never happens on Ekadoshi. Why is the BJP so insistent on having bishorjon on that day? They could not handle the situation in Panchkula. If Ganapati Visarjan and Muharram fall on the same day, can they manage? Let them set their own house in order. Manage Panchkula and Uttar Pradesh first.

In Panchkula, they could not handle one incident. More than 30 people lost their lives. If some incident happens in BJP-ruled State, Army is immediately called in. But no help is offered to non-BJP States.

Trinamool is ‘naram-garam’. In the service of people, we are ‘naram’ but if someone crosses our path, we are ‘garam’.

Our slogan is ‘BJP Hatao, Desh Bachao’. Bengal will show the way.

 

২০১৯ এর লড়াই পরিবর্তন নিয়ে আসুকঃ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ছাত্র পরিষদের সভায়

আজ তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। প্রতি বছরের মত এ বছরও গান্ধীমূর্তির সামনেও সমাবেশ অনুষ্ঠিত হল। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন তিনি বলেন ছাত্ররাই দেশের ভবিষ্যৎ। ২০১৯ এর লড়াই সারা দেশে পরিবর্তন নিয়ে আসবে।

বিজেপি সোশ্যাল মিডিয়ায় যে কুৎসা ছড়াচ্ছে, তার বিরুদ্ধে ছাত্রছাত্রীদের আরও সরব হওয়ার পরামর্শ দেন তিনি।

তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

ছাত্ররাই আমাদের দেশের ভবিষ্যৎ। সবুজের দল কোন বাধা মানে না। এরাই দেশ গড়বে, সমাজ গড়বে। শিক্ষক – ছাত্রছাত্রীদের এই সুদৃঢ় বন্ধন আরও সংগঠিত করতে হবে।

রাজনীতি করলে কেউ খারাপ হয় না। আমার রাজনৈতিক কেরিয়ার ছাত্রজীবন থেকেই শুরু।

শুধু পড়াশোনা করার নাম জীবন নয়। আমরা চাই ছাত্ররা ভালোভাবে সমাজসেবা করুক, ভালো মানুষ হোক, প্রকৃত মানুষ হোক। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, ‘আমি চাই উন্নততর মানুষ’।

২৮ আগস্ট আমাদের কাছে একটি ঐতিহাসিক দিন। এটি ভবিষ্যৎকে পাথেয় করে এগিয়ে যাওয়ার দিন, শপথ নেওয়ার দিন, অঙ্গীকার করার দিন, মানুষকে সঙ্গবদ্ধ  করা দিন।

ছাত্রছাত্রীরাই নিশ্চয়ই সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। কোন কোন রাজনৈতিক দল টাকার জোরে ফেসবুককে ফেকবুকে পরিণত করছে। ছাত্রছাত্রীদের এই ব্যাপারে আরও সতর্ক হতে হবে।

৩৪ বছর ধরে আমরা সিপিএমএর বিরুদ্ধে লড়াই করেছি। এখন ওরা এখন দক্ষিণপন্থী দলের কাছে মাথা নত করছে। রাম রাবণের সাথে যুদ্ধ করেছিলেন, রহিমের সাথে নয়। দিল্লি থেকে এসেছে ‘নকল’ রাম, আর তার সাথে জুটেছে বাম।

আজ মানুষের privacy কেড়ে নেওয়া হচ্ছে। আমরা মাননীয় সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞ যে তারা বলে দিয়েছিলেন – গোপনীয়তা মানুষের মৌলিক অধিকার। তৃণমূল প্রথম stand নিয়েছিল।

একটা বাচ্চার জন্ম হলেই আধার কার্ড বাধ্যতামূলক। আরে, বাচ্চাদের চোখ matured হতে সময় লাগে।  মূর্খের মত সব বলে দিচ্ছে। আপনার সব personal details এর access থাকবে ওদের কাছে। কি বলছেন, কি করছেন, কোথায় যাচ্ছেন, কি খাচ্ছেন – সব জানা যাবে মোবাইল ও আধার লিঙ্ক করলে। মানুষের কোন নিরাপত্তা নেই। যদি সব তথ্য হ্যাক হয়ে যায় তখন কি হবে?

মোহাব্বাত কাম সে হোতা হ্যায়, ভাষনো শে নেহি। কোথায় গেল আচ্ছে দিন? বলছে মিষ্টি খাওয়া বাদ দিন, সিঙ্গারা খাওয়া বাদ দিন, চাকরি বাদ দিন, বেকার বাড়িয়ে দিন, হিন্দু মুসলমান ভাগ করে দিন, সব্বাইকে বাদ দিন। আমরা করলাম ডিজিটাল, রাস্তা পরিষ্কার, বাথরুম নির্মাণ আর ভাষন বাজি দিচ্ছে ওরা।

 ২০১৯ এর লড়াই পরিবর্তন নিয়ে আসুক ভারতবর্ষের বুকে, বাংলা থেকেই ডাক দিতে হবে পুরো ইন্ডিয়াতে পরিবর্তন দরকার আছে। স্টুডেন্ট ও ইউথ জেনারেশন নিউ ব্লাড দিয়ে নিউ ইন্ডিয়া গঠন করবে।

 বলছে বেটি বাঁচাও বেটি পড়াও, এই প্রজেক্ট পুরো দেশে ১০০ কোটি টাকার, আড়াই কোটি করেও একটা রাজ্যের জন্য হবে না।আমাদের কন্যাশ্রী প্রজেক্ট ৫,০০০ কোটি টাকা খরচ করেছি শুধু বাংলায়।

 রাম রহিমের নামে আমাদের এখানে রোজ দাঙ্গা লাগানোর চেষ্টা করে। গণপতি পুজোর বিসর্জন ও মহরম একসঙ্গে পড়লে সামলাতে পারবে তো? পেরেছে কোনোদিনও? একাদশীর দিন আমরা মাকে বিসর্জন দিই? অমাবস্যার দিন দিই? না। কোনও কোনও জেলায় গিয়ে বিজেপির একটা পরিকল্পনা হয়েছে ধর্মীয় সুড়সুড়ি দিয়ে দাঙ্গা লাগানোর।

 আগে পঞ্চকুলা সামলাও তারপর বাংলার দিকে তাকাও, আগে উত্তরপ্রদেশ সামলাও তার পর বাংলার দিকে তাকাও, আগে মধ্যপ্রদেশে কৃষক হত্যা সামলাও তার পর বাংলার দিকে তাকাও।

 একটা রামরহিমকে ঠেকাতে গিয়ে ৩০ জনের ওপর মানুষ মোড়ে গেল একদিনে, কত মানুষ আহত। দার্জিলিঙের জন্যও ৪ ব্যাটেলিয়ান সেনা চেয়েছিলাম,  কোর্টের অর্ডারের পরে পেয়েছি। আর হরিয়ানা পেয়েছে ৪০ ব্যাটেলিয়ান। বিজেপির রাজ্য হলে একরকম, অন্য রাজ্য হলে আরেকরকম।

 তৃণমূল কখনও নরম, কখনও গরম, যখন জনগণের জন্যও প্রয়োজন, তৃণমূল মানবিক, আর কেউ যদি মনে করে দলটাকে শেষ করে দেব, তাকে তৃণমূল কিন্তু রুখে দাঁড়ায়, প্রতিবাদ করে, গর্জন করে।

 বাংলায় স্লোগান উঠবে, “বিজেপি হাটাও, দেশ বাঁচাও”। বাংলাই আগামী দিনে পথ দেখাবে।

 

Bengal Govt’s online system of fire license issuance promoting ease of doing business in a big way

The online issuance of fire license by the Bengal Government has helped industrialists in a big way, according to the Fire and Environment Department.

This is a part of the State Government’s policy to bring about ease in doing business, as a part of Chief Minister Mamata Banerjee’s grand plans to bring more and more industries to the state.

The online issuance of fire license will not only bring down the time period required for getting such a license but will also, for those setting up industrial units, remove the associated hassles and hardships.

The Bengal Government is not only investing adequate funds in fire prevention but is also in the process of devising a mechanism to make sure a foolproof fire safety system is in place and also that it is being regularly checked.

The government has bought four hydraulic ladders, the tallest among them being 66 metres high.

It is being seen that people are whole-heartedly adopting a culture of fire safety in the state – becoming more safety-compliant and adhering to safety rules more than ever before.

অনলাইনে ফায়ার লাইসেন্সে উপকৃত হচ্ছে ব্যাবসায়ীরা

অনলাইনে ফায়ার লাইসেন্স পাওয়ার পরিষেবা চালু করেছে রাজ্য সরকার। এর ফলে, রাজ্যে ব্যবসা করতে সুবিধা (ease of doing business) হয়েছে বলে খবর দমকল বিভাগ সূত্রে।

অনলাইনে ফায়ার লাইসেন্স পাওয়ার ফলে লাইসেন্স পেতে কম সময় লাগছে; এতে ব্যবসা স্থাপনে যেমন সুবিধা হচ্ছে, অন্যান্য প্রক্রিয়াগত বিলম্বও অনেকটা লাঘব হচ্ছে।

গত ছয় বছরে রাজ্যের অগ্নিনির্বাপণ ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছে রাজ্য সরকার। তৈরী করা হয়েছে পরিকাঠামো। যেহেতু শহরে বহুতলের সংখ্যা বেড়ে চলছে, সরকার ৪টি হাইড্রোলিক সিঁড়ি কিনেছে; সব থেকে উঁচু সিঁড়ি’টির উচ্চতা ৬৬ মিটার। অগ্নিনির্বাপণ ব্যবস্থা ঠিক আছে কিনা সেটা নিয়মিত পরীক্ষণও করা হয়।

পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি মানুষের মধ্যে অগ্নিনির্বাপণ ব্যবস্থা সম্বন্ধে সচেতনতা সৃষ্টিতেও নজর দিচ্ছে সরকার।

Source: Millenium Post

The famed Gobindobhog rice of Bardhaman gets GI tag

The region of Bardhaman (now divided into the districts of Purba and Paschim Bardhaman) is known as the Rice Bowl of Bengal; and what better recognition of that than the Gobindobhog rice, a speciality of the district, getting the much-coveted Geographical Information (GI) status. The State Government had applied for the status on August 24, 2015.

As a result of getting the GI tag, as the certification is also called, rice from other regions or rice of other varieties cannot be branded as ‘gobindobhog’. Hence, the marketability of the rice would be strengthened, for the local, national and international markets.

This variety of rice is primarily cultivated in Purba Bardhaman district, in the southern basin of the Damodar River in the Raina 1, Raina 2 and Khandaghosh blocks. Gobindobhog was cultivated in an area of 35 hectares last year, and of this, 20 hectares were spread over an area of Raina 1 and Raina 2 blocks.

The south Damodar belt has been the traditional area of gobindobhog rice cultivation. The rice has several advantages. It is cultivated late, hence not much affected by rains. It is less prone to pests. The productivity per area is high, and also the price the cultivators get.

 

Source: Khabar 365 Din

 

সীতাভোগ-মিহিদানার পর জিআই পেল বর্ধমানের গোবিন্দভোগ ধান

শস্যগোলা বলে পরিচিত বর্ধমান জেলা। সেই জেলায় এবার সীতাভোগ-মিহিদানার পর জিআই স্বীকৃতি পেল বর্ধমানের গোবিন্দভোগ ধান। ২০১৫ সালে রাজ্য সরকার গোবিন্দভোগ ধানের জিআই রেজিস্ট্রেশনের জন্য আবেদন করেছিলেন।

এই গোবিন্দভোগ ধান চাষ মূলত বর্ধমান জেলার দক্ষিণ দামোদর এলাকার রায়না এক ও দুই ব্লকে ও খণ্ডঘোষে বেশী হয়ে থাকে। পূর্ব বর্ধমান জেলায় এই ধান চাষের ওপর গুরুত্ব দিচ্ছে কৃষি দপ্তর।

দক্ষিণ দামোদর এলাকার মাটি গোবিন্দভোগ চাষের প্রতি উপযুক্ত। এই ধানের চাষ দেরিতে শুরু হয়। রোগপোকার উপদ্রপ কম হয়।ফলে বর্ষাকালে এইসব এলাকায় বন্যার মত পরিস্থিতির সৃষ্টি হলেও সেইভাবে ধানের ক্ষতি হয় না। অন্য ধানের তুলনায় এই গোবিন্দভোগ ধানের ফলন বিঘে প্রতি ভালো হয়।
Source: 365 Din

10 Things Mamata Banerjee said at ‘Desh Bachao’ Rally in Patna

Opposition parties united to protest against the ‘super emergency’ in the country today. Massive crowds gathered at the historic Gandhi Maidan in Patna, protesting the atrocities of the BJP-led Government at Centre.

Trinamool Chairperson and Bengal Chief Minister Mamata Banerjee addressed the rally and gave a clarion call to save India from the current misrule of the central government.

Highlights of Mamata Banerjee’s speech:

1. We express our sympathies for the people of Bihar suffering from floods. Even Bengal is experiencing floods. We are all suffering.

2. In the past I had come to Bihar twice for the swearing-in ceremony of Bihar Government. But it was not for Nitish Kumar but for the love of Bihar

3. We are not afraid. We are ready to fight. We cannot be intimidated. Fight us if you can. We will give our lives but never compromise with principles. People will vote the current Govt out over ‘notebandi

4. There is a ‘Government of the agencies, for the agencies and by the agencies’ at Centre.

5. Send us to jail if you can. Let us see how many leaders you can send to jail. You will not have enough space to accommodate us all.

6. Three years have passed. Where is ‘achhe din’? Unemployment has risen, women are not safe, and farmers are dying. Minorities, Dalits and weaker sections are under threat.

7. In the upcoming elections, Bihar’s populace will leave Nitish-BJP. Bihar is being intimidated. Tamil Nadu is being intimidated. Bengal is being intimidated. India is under threat.

8. RSS and BJP want to trigger riots for political benefits. They could not handle the situation at Panchkula. Army is immediately deployed for BJP-ruled States. But non-BJP States do not get any help.

9. I do not need any certificate of Hinduism from them (BJP-RSS). Tyag ka naam hai Hindu, Iman ka naam hai Musalman. Pyar ka naam hai Isai. Sikh ka naam hai balidan. Ye hai hamara Hindustan.

10. We are ready to sacrifice ourselves but we will not allow the disintegration of India. This rally is just the beginning. People will pack the BJP off.

 

Image: File Photo

 

আমরা জীবন দিয়ে লড়ব কিন্তু নীতির সাথে আপোস করব নাঃ পাটনার জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়

দেশে ‘সুপার জরুরী অবস্থার’ বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য একজোট বিরোধী দলগুলো। পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দানে বিপুল জনসমাবেশ হয়। কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের অপশাসনের প্রতিবাদে এই সভার আয়োজন করা হয়।

তৃণমূলের সভানেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সমাবেশে ভাষণ দেন এবং বর্তমান অরাজকতা থেকে দেশকে বাঁচানোর আবেদন জানান।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের কিছু অংশঃ

বন্যায় পীড়িত বিহারবাসীদের আমার সমবেদনা জানাই। বাংলাতেও বন্যা হয়েছে, আমরাও ভুক্তভোগী।

অতীতেও আমি বিহারে এসেছি শপথ গ্রহণ অনুষ্ঠানে। কিন্তু আমি নীতিশ কুমারের জন্য নয়, বিহারবাসীদের টানে এসেছিলাম।

আমরা ভয় পাই না। আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত। পারলে আমাদের সঙ্গে লড়াই করুন। আমরা জীবন দিয়ে লড়ব কিন্তু নীতির সাথে আপোস করব না। নোটবন্দির জন্য এই সরকারকে মানুষ বিদেয় করবে।

কেন্দ্রের সরকার of the agencies, for the agencies and by the agencies

আপনারা পারলে আমাদের জেলে পাঠান। দেখি আপনারা কতজন নেতাকে জেলে পাঠাতে পারেন।

তিন বছর পার হয়ে গেছে। আচ্ছে দিন কোথায়? যুবকরা বেকার, মহিলারা সুরক্ষিত নয়, কৃষকরা মারা যাচ্ছে। আজ দেশের দলিতরা আক্রান্ত, সংখ্যালঘুরা আক্রান্ত, পিছিয়ে পড়া মানুষরা আক্রান্ত।

আসন্ন নির্বাচনে বিহারের মানুষ নীতিশকুমার ও বিজেপিকে বর্জন করবে। আজ বিহারকে ভয় দেখানো হচ্ছে, তামিলনাড়ুকে ভয় দেখানো হচ্ছে, বাংলাকে ভয় দেখানো হচ্ছে; সারা দেশ সন্ত্রশ্ত।

আরএসএস এবং বিজেপি রাজনৈতিক স্বার্থে দাঙ্গা করতে চায়। ওরা পাঁচকুলার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারল না। বিজেপি শাসিত রাজ্যে তাড়াতাড়ি সেনা নামানো হয়। কিন্তু অ-বিজেপি রাজ্য কোন সাহায্য পায় না।

ওদের (বিজেপি-আর এস এস) থেকে আমার হিন্দুত্বর সার্টিফিকেট চাই না। ত্যাগ কা নাম হ্যায় হিন্দু, ইমান কা নাম হ্যায় মুসলমান, শিখ কা নাম হ্যায় বলিদান, ইয়ে হ্যায় হামারা হিন্দুস্তান।

আমরা জীবন দিতে প্রস্তুত কিন্তু আমরা ভারতকে টুকরো হতে দেব না। এই জনসমাবেশ তো সবে শুরু। মানুষ বিজেপিকে পরাজিত করবে।

 

 

Film on how Govt schemes, including Kanyashree, help girl child to achieve her dreams

After wowing the world at the United Nations Public Service Awards in The Hague last June, the Kanyashree Scheme is now entering the world of celluloid. Not just Kanyashree but Yuvashree, Sabuj Sathi and others are also garnering the attention of everyone – schemes behind most of whose ideations lay the vision of Chief Minister Mamata Banerjee, a vision which has made the governance of Bengal the cynosure of all eyes in India. Film-maker Suman Mukhopadhyay is going to make a film on the scheme.

According to the film-maker, the raw material for good Bengali films is taken from real-life events, and there is no bigger reality now than the successful running of such schemes.

Already plays have been staged with the ideas for the stories taken from various the various schemes and their huge positive impacts. Now comes the turn of films. According to the director, the story of the film revolves around a girl named Ichha (meaning ‘wish’) and how the schemes of the government helped her to stand up for herself and become someone of worth to society.

Ichha is the daughter of poor parents living in a village. Despite the tough conditions of her life, she dreams of becoming a doctor. Kanyashree helps her to complete school, where she gets to eat through the Mi-Day Meal Scheme. Her good performances in class result in her getting a bicycle through the Sabuj Sathi Scheme, to travel to school and back. Her father gets work under the 100 Days’ Work Scheme, and the money he gets helps to run the family.

After successfully completing school, she comes to Kolkata to complete higher education and at this stage too, another scheme comes to her help – Yuvashree, through which she gets scholarship. She completes her higher education successfully too, and through the help of her school teacher and a youth leader, she sees the flowering of her dreams. In this way, it would be shown in the film how, at every stage of life, government schemes help Ichha to overcome the adversities of life and achieve success.

 

“কন্যাশ্রী” সিনেমা এবার নেদারল্যান্ডসে

নেদারল্যান্ডসের হেগ শহরে সাড়া বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জনের পর এবার বাংলার সেলুলয়েডের দুনিয়ায় পা রাখতে চলেছে মা মাটি মানুষের সাধের “কন্যাশ্রী”। ইতিমধ্যেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম বাংলায় জায়গা করে নিয়েছে কন্যাশ্রী থেকে যুবশ্রী। তাই বর্তমান সরকারের একাধিক উদ্যোগকে কেন্দ্র করে এবার ছবি তৈরিতে মাঠে নামলেন পরিচালক সুমন মুখোপাধ্যায়। এই ছবির বিষয়ে তিনি জানান, ‘বাংলা ছবিতে মূল রসদ সংগ্রহ করা হয় বাস্তবিক ঘটনার প্রেক্ষাপট থেকেই। বর্তমানে কন্যাশ্রী’র মত সফল বাস্তব সত্য আর কথাও নেই।

ইতিমধ্যেই সরকার কেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ কে নিয়ে রঙ্গমঞ্চে একাধিক নাটক মঞ্চস্থ হয়েছে। তাই এবার কন্যাশ্রীকে সরাসরি সেলুলয়েডের পর্দায় তুলে ধরারই চেষ্টা করছি। বছর দুই আগে থেকেই কন্যাশ্রী বিষয়ের ওপর চলচিত্র বানানোর পরিকল্পনা ছিল। এবার সেই চিন্তাই রুপায়নের পথে’।

ছবির গল্পের বিষয়বস্তু নিয়ে তিনি বলেন, ‘আমি আজ থেকে ১০ বছর এগিয়ে নিয়ে গিয়ে মানুষের কাছে কন্যাশ্রীর সফতলাকে তুলে ধরছি এই গল্পে। এখানে ইচ্ছা নামে একটি মেয়ের জীবনকে কেন্দ্র করেই এই গল্প আবর্তিত হবে। গল্পে একটি গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে ইচ্ছা। বাবা-মা ও তার বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্নকে ঘিরেই তার জীবন। ইচ্ছার কন্যাশ্রীর অর্থে স্কুলে পড়া, সেখানকার মিড ডে মিল খেয়ে খিদে মেটানো, স্কুলে ভালো ফল করায় ‘সবুজ সাথী’র পক্ষ থেকে সাইকেল পাওয়া। এছাড়াও সংসারের অচলাবস্থা কাতাতে ইচ্ছার বাবার ১০০ দিনের কাজে যুক্ত হওয়া। এইভাবেই প্রতিটি স্তরেই তুলে ধরা হবে সরকারি প্রকল্পের বিভিন্ন উদ্যোগকে। তারপর আসতে আসতে স্কুলের গণ্ডি পেরিয়ে কলকাতায় উচ্চশিক্ষার জন্য চলে আসা এবং যুবশ্রী’র অনুদানে পড়া শেষ করে কীভাবে শেষ পর্যায়ে গ্রামের শিক্ষক ও যুবনেতার সাহায্যে নিজের স্বপ্নকে প্রতিষ্ঠিত করার মধ্যে দিয়েই এগোবে চিত্রপট।