Bengal Govt to train medical students in martial arts

In a first-of-its-kind intuitive, the Bengal Government has decided to provide training in the 2,000-year-old martial art of taekwondo to medical students studying in the government medical colleges.

Earlier, certain all-India institutions did provide martial arts training to its students, but this is the first time that a State Government would be providing the training.

Not just medical students, any health worker, nurse or official posted in these medical colleges can attend the taekwondo classes. There are 13 medical colleges in Bengal.

Martial arts not only teaches self-defence but along with it, self-confidence, stress management, showing respect to others, communication, etc., and it is these other aspects that are being looked into as equally important lessons for the students.

These aspects are essential for becoming a well-rounded person, and service to people being the essential motto of doctors, these are of equal importance along with professional skill.

রাজ্যের সব মেডিকেল কলেজে মার্শাল আর্ট শেখানোর সিদ্ধান্ত

 

দেশের মধ্যে প্রথম রাজ্য হিসাবে বাংলার সমস্ত সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে দু’হাজার বছরের পুরানো মার্শাল আর্ট তাইকোন্ডো শেখানোর সিদ্ধান্ত নিল রাজ্য স্বাস্থ্য দপ্তর।

এর আগে ভারতের সেরা স্বাস্থ্য প্রতিষ্ঠান অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এইমস) ছাড়াও আইআইটি কানপুর, আইএসআই কলকাতা, আইআইটি রুরকি সহ দেশের একাধিক শীর্ষ মেধা প্রতিষ্ঠানে তাইকোন্ডো শেখানো শুরু হলেও, দেশের কোনও রাজ্য সরকার সুর্নির্দিষ্টভাবে নিজের কোনও দপ্তরের অধীনস্থ সব প্রতিষ্ঠানে এটি শেখানোর সিদ্ধান্ত নেয়নি। যা প্রথম নিল বাংলা। শুধু চিকিৎসক বা হবু ডাক্তাররাই নন, চাইলে রাজ্যের ১৩টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালের যে কোনও স্বাস্থ্যকর্মী, নার্স, প্রশাসনিক কর্তা- সকলেই শিখতে পারবেন এই মার্শাল আর্ট।

এ ধরনের মার্শাল আর্টে আত্মরক্ষার কৌশল শেখানো হয় ঠিকই, পাশাপাশি আত্মবিশ্বাস, স্ট্রেস ম্যানেজমেন্ট, অপরকে সৌজন্য দেখানো, সম্মান প্রদর্শন, জনসংযোগ ইত্যাদিও শেখানো হয়। এগুলি আজকের দিনে একজন যথার্থ মানুষ ও চিকিৎসক হয়ে ওঠার পক্ষে খুবই জরুরি।
Source: Bartaman

Bengal Govt to set up centres of National Institute of Virology

The Bengal Government is going to set up centres for testing of viruses in collaboration with the National Institute of Virology, Pune.

The decision was taken after it was found that cases of acute encephalitis went down due to effective testing of the blood samples sent to national institutes like National Institute of Virology, Pune, but reports from which places take three to four days to reach hospitals in the state.

With the setting up of the centres here, the State Government will get reports of blood samples of affected persons within 24 hours.

 

ভাইরাস গবেষণা কেন্দ্র তৈরী হবে রাজ্যে

পুনের ন্যাশানাল ইন্সটিটিউট অফ ভাইরোলজি সহযোগিতায় এবার রাজ্যে তৈরী হবে ভাইরাস গবেষণা কেন্দ্র।

মুখ্যমন্ত্রী বলেন, পুনেতে রক্তের নমুনা পরীক্ষা করতে পাঠানোর পর রিপোর্ট হাতে পেতে তিন থেকে চার দিন সময় লেগে যায়। এখানে এরকম একটি কেন্দ্র তৈরি হলে এই রিপোর্ট এক দিনের মধ্যে পাওয়া যাবে।

এই কেন্দ্র তৈরীতে পুনের ন্যাশানাল ইন্সটিটিউট অফ ভাইরোলজি সবরকম প্রযুক্তিগত সহায়তা করবে।

রাজ্য সরকার গত ছ’বছরে প্রচুর উদ্যোগ নিয়েছে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে ঢেলে সাজাতে। এই নবতম উদ্যোগটিও সাধুবাদযোগ্য।
Source: Millennium Post

Bengal Government to provide food packs for malnourished mothers and their kids

In a unique initiative, the state Food and Supplies department has tied up with the Health department to distribute free food grains among mothers and their newborns suffering from malnutrition.

Under this new scheme, the Food Supplies department will distribute various food grains including rice, pulses, wheat and soyabean among mothers and their children on the basis of the list provided by the state 2.

The State Food and Supplies Minister said that a pack weighing around 9 kg of food grains will be supplied for the mothers and their babies suffering from malnutrition every month. They would be able to avail the service for one year since a mother gives birth to a child and suffers from malnutrition. One packet will be distributed among each family in a month and they will be able to avail the benefits for one year.

 

অপুষ্টিতে আক্রান্ত মা ও শিশুদের ফুড প্যাক দেবে রাজ্য সরকার

একটি অভিনব উদ্যোগে রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তর জোট বেঁধেছে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যাতে করে অপুষ্টিতে আক্রান্ত মা ও শিশুদের খাদ্য সরবরাহের পরিকল্পনা করা যায়। এই নতুন প্রকল্পে, খাদ্য সরবরাহ দপ্তর চাল, ডাল, গম, সোয়াবিন বিতরণ করবে মা ও শিশুদের রাজ্য সরকারের তৈরি করা লিস্ট অনুযায়ী।

খাদ্য মন্ত্রী বলেন, ৯ কিলো ওজনের একটি ফুড প্যাক দেওয়া হবে প্রতি মাসে মা ও শিশুদের। ওই পরিবারগুলি এই পরিষেবা পাবে ১ বছর। স্বাস্থ্য দপ্তর খাদ্য ও সরবরাহ দপ্তরকে একটি লিস্ট দেবে যেখানে অপুষ্টিতে আক্রান্ত মা ও শিশুদের নাম নথিভুক্ত থাকবে, যার ওপর ভিত্তি করে এই প্যাকেজ তৈরি করা হবে।

এই প্যাকে থাকবে ১কিলো চাল, ২কিলো ডাল (দুরকম), ১কিলো সোয়াবিন, ১কিলো গম। এই প্যাক তৈরিতে সরকারের খরচ হবে ৪৫০টাকা। মন্ত্রী বলেন, আরও একটি নতুন প্রকল্প আসবে সোনাগাছির যৌনকর্মীদের জন্য, এইচআইভি আক্রান্ত, কুষ্ঠ পীড়িতদের জন্য। এদেরও বিনামুল্যে খাদ্য শস্য প্রদান করা হবে। একটি স্পেশ্যাল টিম তৈরি করা হবে যারা এদের বাড়ি বাড়ি গিয়ে ফুড প্যাক বিতরণ করবে।

Bengal CM inaugurates Sister Nivedita’s house

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated the restored house of Sister Nivedita on October 23 to commemorate her sesquicentennial birth anniversary.

Sister Nivedita, then Margaret Elizabeth Noble, was born on October 28, 1867, at Dungannon in Ireland. It was at 16 A Bosepara Lane in Bagbazar that she opened her school for girls coming from middle-class families in November 1898 in the presence of Sri Sarada Devi and Swami Vivekananda.

The century-old two-storeyed building was in a shambles when the State Government acquired it and handed it over to the Sarada Math. The Kolkata Municipal Corporation (KMC) declared it as a Grade I heritage building. Sri Sarada Math proposes to set up a museum where many articles used by the Sister will be exhibited.

The building is a historical place. It was here that Sister Nivedita set up her school and took the trouble of visiting every household requesting parents to send their daughters there. Sister Nivedita stayed in the house and carried out massive social work when the Plague broke out in Bagbazar and its neighbourhood.

Swami Vivekananda and his followers often visited the house that became a centre of intellectual exercise and people like Rabindranath Tagore, Jagadish Chandra Bose and his wife Abala, Abanindranath Tagore, Nandalal Bose, SK Ratcliffe, the then editor of The Statesman and his wife, Gopal Krishna Gokhale and Dinesh Chandra Sen were frequent visitors. The house played an important role in the socio-cultural movement in Bengal.

 

Highlights of the Chief Minister’s speech during the inauguration function:

  • I pay my respects to Sarada Math. I am grateful to them for the upkeep and maintenance of this place.
  • I had requested Kolkata Municipal Corporation (KMC) to help in the renovation of this place. They took over this house, and after completing the renovation, handed it over to Sarada Math.
  • Roy Villa in Darjeeling was also handed over to Ramakrishna Mission and declared a heritage site. Sister Nivedita had breathed her last there.
  • Sister Nivedita’s name is associated with Maa Sarada, Swami Vivekananda and Ramakrishna Paramhansa.
  • Sister Nivedita was a foreigner who inherited our culture. She was impressed by the ancient Indian and Hindu culture.
  • Her untimely death was a huge tragedy and brought a wave of gloom.
  • Sister Nivedita rushed to service during any emergency – from plague to any disease to any cause.
  • She dedicated her life to service. She embraced India as her mother.
  • We have set up Nivedita Girls’ College. She had laid stress on educating the girl child and we want to follow her vision.
  • A committee has been formed to commemorate Sister Nivedita’s 150th birth anniversary.
  • Icons like Sister Nivedita are immortal. They will forever live in our memories, through the work that they have done.

 

 

সংস্কারের পর আজ ভগিনী নিবেদিতার বাড়ির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

 

বাগবাজারে ভগিনী নিবেদিতার বাড়ির সংস্কারের কাজ শেষ; আজ সেই বাড়িটি উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৮শে অক্টোবর ওনার জন্মসার্ধশতবর্ষ উপলক্ষে এই উদ্যোগ।

ভগিনী নিবেদিতার আসল নাম মার্গারেট এলিজাবেথ নোবেল। তাঁর জন্ম হয় ১৮৬৭ সালে ২৮শে অক্টোবর আয়ারল্যান্ডে।

স্বামী বিবেকানন্দ ও শ্রী সারদা মার উপস্থিতিতে তিনি বাগবাজার অঞ্চলে একটি স্কুল খোলেন ১৮৯৮ সালের নভেম্বর মাসে। ১৬ এ বোসপাড়া লেনে মধ্যবিত্ত পরিবারের মেয়েদের জন্য এই স্কুলটি খোলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার এই বাড়িটি অধিগ্রহণ করে ও সারদা মঠের হাতে তুলে দেয়।

কলকাতা পুরসভা এই বাড়িকে গ্রেড ১ হেরিটেজ তকমা দেয়। এই বাড়িতে ভগিনী নিবেদিতার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র নিয়ে একটি সংগ্রহশালা গড়া হবে।

এই বাড়িটির ঐতিহাসিক গুরুত্ব অপিরিসীম। এখানে থেকে ভগিনী নিবেদিতা নানা সমাজসেবামূলক কাজ করেছিলেন। এখানে যাতায়াত ছিল সেই সময়ের নানা মনীষীদের। রবীন্দ্রনাথ ঠাকুর, জগদীশ চন্দ্র বসু, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু, গোপাল কৃষ্ণ গোখলে, দীনেশ চন্দ্র সেন মাঝেমাঝেই এখানে আসতেন।

 

তাঁর বক্তব্যের বিশেষ কিছু অংশঃ

  • আমি সারদা মঠের কাছে আমার শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করছি। কারণ তারা নিবেদিতার এই হেরিটেজ বাড়িটিকে রক্ষা করেছেন ও জনগণের কাছে চিরস্মরণীয় করে রাখার জন্য সচেষ্ট হয়েছেন।
  • আমি কলকাতার মেয়রকে নিয়ে এই বাড়িটিতে এসেছিলাম ও অনুরোধ করেছিলাম যাতে এই বাড়িটি হেরিটেজ হিসেবে রক্ষা করা যায়। এই বাড়িটি অধিগ্রহণ করে সারদা মঠের হাতে তুলে দেওয়া হয়েছিল।
  • রয় ভিলা – দার্জিলিঙের যে বাড়িতে ভগিনী নিবেদিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন – সেই বাড়িটিকেও হেরিটেজ হিসেবে আমরা রক্ষা করেছি।
  • সিস্টার নিবেদিতার নামের সঙ্গে সারদা মা, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেবের নাম ওতপ্রোত ভাবে জড়িয়ে আছে।
  • তিনি আয়ারল্যান্ড থেকে ছুটে এসে ভারতবর্ষকে নিজের জননী হিসেবে স্বীকার করেছিলেন।
  • যে কটা দিন ছিলেন, প্লেগ মহামারিতে থেকে শুরু করে আর্ত লোকেদের কাছে ছুটে গিয়েছেন।
  • সেবার মধ্যে দিয়ে তিনি নিজেকে গড়ে তুলেছিলেন। তিনি ভারতবর্ষকে ভালোবেসেছিলেন।
  • আমরা নিবেদিতা গার্লস কলেজ তৈরি করেছি হেস্টিংসে। নারীশিক্ষা, স্বদেশ চেতনা ও ভারতবর্ষকে ভালোবাসার তাঁর আদর্শ আমরা এগিয়ে নিয়ে যাব।
  • সিস্টার নিবেদিতার এটা সার্ধশতবর্ষ পালিত হচ্ছে। উচ্চশিক্ষা মন্ত্রীর নেতৃত্বে কমিটিও তৈরি হয়েছে।
  • সিস্টার নিবেদিতা চিরকালীন, সার্বজনীন, বিশ্বজনীন। এঁদের মৃত্যু হয় না, এঁরা ছিলেন, আছেন, থাকবেন। কর্মের মধ্যে দিয়ে বাঁচবেন।

 

 

Bengal Govt allots Rs 500 cr for the development of the Hills region

The Bengal Government has allotted Rs 500 crore for the development of the Darjeeling and Kalimpong region.

After the 104-day strike in the Hills, this is a huge relief for the people of the region. All developmental work had been suspended due to the strike. Life in general had been crippled. The Darjeeling and Kalimpong district administrations had sent reports about the destruction of government property. Now things have started looking up.

The State Government has decided to start again all types of public like opening of ration shops, supply of drinking water, repair of roads and bridges, restoration of electricity services, etc. Rs 500 crore has been allotted for these activities, which is going to be released in phases. Activities under the 100 Days’ Work Scheme (MGNREGA Scheme) are being re-started.

The Hills region is an integral part of Bengal and the State Government would do everything possible to bring the situation back to normal.

পাহাড়ে উন্নয়নের জন্য রাজ্য সরকারের বরাদ্দ ৫০০ কোটি

পাহাড়ে ১০৪ দিন বন্ধ থাকায় সেখানকার অর্থনীতি একেবারে ভেঙে পড়েছিল। সমস্ত রকম নাগরিক পরিষেবা বন্ধ থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। অনেক সম্পত্তি ধ্বংস হয়ে গিয়েছে।

রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, অবিলম্বে নাগরিক পরিষেবা স্বাভাবিক করার কাজ যেমন – পানীয় জল সরবরাহ, রেশন দোকান খোলা, রাস্তা মেরামত, সেতু রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ সরবরাহ প্রভৃতির কাজ শুরু হবে। ফের শুরু করা হবে ১০০ দিনের কাজ। এই কাজের মাধ্যমে পাহাড়ের গরিব মানুষ কাজ পাবেন। তাদের আয় হবে।

পাহাড়ের হাল ফেরানোর জন্য ৫০০ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই টাকা ক্ষেপে ক্ষেপে দেওয়া হবে। প্রতিটি কাজের পর ইউটিলাইজেশন সার্টিফিকেটও (ইউ সি) চাওয়া হয়েছে।

জেলা প্রশাসন থেকে রিপোর্ট পাঠিয়ে বলা হয়েছে, পাহাড় স্বাভাবিক হয়ে উঠছে। পর্যটকরা যেতে শুরু করেছেন। দপ্তরে সরকারি কর্মচারীরা ফিরে এসেছেন। নাগরিক পরিষেবার কাজ স্বাভাবিক করার জন্য জিটিএ কে বলা হয়েছে। তার জন্য প্রয়োজনীয় টাকা স্বরাষ্ট্র দপ্তরের অধীনে পার্বত্য বিষয়ক দপ্তরের তহবিল থেকে দেওয়া হবে।

পাহাড় পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অঙ্গ। তার উন্নয়নের জন্য রাজ্য সরকার সবরকম সহযোগিতা করবে।

Source: Bartaman

Bengal Govt introduces special food package for the festive season

The State Food and Supplies Department has introduced special food packages for the festive season. In the first phase, these packages were distributed between September 15-17, on the occasion of Durga Puja.

Distribution for the second phase, to mark the occasion of Chhat Puja and Diwali, has commenced on October 11 and will continue till October 27.

These are the benefits of the special food package:

1. 1 litre mustard oil for Rs 91.5
2. 1 litre rice bran oil for Rs 79.5
3. 500 g subsidised malda for Rs 22/kg
4. 500 g subsidised sugar for Rs 38.5/kg

To know more, log on to www.wbpds.com or call 1967, 18003455505 (8 AM – 8 PM)

 

বিশেষ ফুড প্যাকেজ রাজ্য সরকারের

রাজ্যবাসীদের জন্য সুখবর নিয়ে এল রাজ্য সরকার। খাদ্য সরবরাহ দপ্তর ঘোষণা করেছে উৎসবের সময় স্পেশ্যাল ফুড প্যাকেজ দেবে রাজ্য সরকার।

দুর্গা পুজোকে কেন্দ্র করে প্রথম দফায় এই প্যাকেজ দেওয়া হয় সেপ্টেম্বরের ১৫ থেকে ২৭ তারিখ পর্যন্ত।এবার ছট পুজো উপলক্ষে অক্টোবরের ১১ থেকে ২৫ তারিখ পর্যন্ত দেওয়া হচ্ছে।

উপভোক্তারা এই অতিরিক্ত সুবিধা পাবেন: 
১. ১লিটার সর্ষের তেল ৯১.৫ টাকায়
২. ১ লিটার রাইস ব্র্যান তেল ৭৯.৫ টাকায়
৩. ৫০০ গ্রাম ভর্তুকি দেওয়া ময়দা ২২ টাকা কিলো দরে
৪. ৫০০ গ্রাম ভর্তুকি দেওয়া চিনি ৩৮.৫০ টাকা কিলো দরে

আরও বিশদে জানতে ক্লিক করুন www.wbpds.com কিংবা যোগাযোগ করুন এই নম্বরে – 1967, 18003455505 (সকাল ৮টা থেকে রাত ৮টা)

 

Bengal Govt gears up to celebrate World Food Day

The State Government is going to celebrate World Food Day today. A function to commemorate the event will be held at 11 AM.

From the day she assumed the chair of Chief Minister, Mamata Banerjee has worked towards ensuring food for all. The Food and Supplies Department is working towards fulfilling her dream.

• The Govt has procured record quantity of paddy this year. 39.52 lakh metric tonnes of paddy have been procured from 6.29 lakh farmers at minimum support price.

• Chief Minister Mamata Banerjee initiated the Khadya Sathi food security scheme to provide rice and wheat at Rs 2 per kg to around seven crore people, which is almost 90 per cent of the state’s population, including special packages for the people of Jangalmahal and the Hills, the Cyclone Aaila-affected, the farmers of Singur, workers and non-workers of closed tea gardens, the tribals of Totopara in Alipurduar district, and destitute and homeless people.

• Allocation of foodgrains under PDS has been increased manifold during the last six years

• Special drive in association with the Health and Family Welfare Department to provide free-of-cost nutritional support ( package of 5 kg rice, 2.5 kg wheat, 1 kg masoor dal and 1 kg Bengal gram per month per month ) to approximately 4,000 severely acute malnourished children and their mothers per annum

• Storage capacity of grains distributed through PDS enhanced from 62,000 metric tonnes (MT) to 6 lakh MT

• Special food packages are distributed during festive season (Eid, Durga Puja, Kali Puja, Chhat) to cater to the needs of the people.

The Bengal Government is committed to ensure that every citizen of the State has access to food.

 

আজ বিশ্ব খাদ্য দিবস পালন করা হল রাজ্যে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও খাদ্য ও সরবরাহ দপ্তরের উদ্যোগে আজ বেলা ১১টায় ‘বিশ্ব খাদ্য দিবস’ পালন করা হল।

মাননীয়া মুখ্যমন্ত্রীর আহ্বান ‘সকলের জন্য খাদ্য’। তাঁর এই আহ্বান কার্যকর করার লক্ষ্যে খাদ্য ও সরবরাহ দপ্তর কাজ করে চলেছে।

• চলতি বছরে রেকর্ড পরিমাণ ধান সংগ্রহ করেছে রাজ্য সরকার। চলতি বছরে ৬ লক্ষ ২৯ হাজার কৃষকদের থেকে ন্যূনতম সহায়ক মুল্যে ৩৯ লক্ষ ৫২ হাজার মেট্রিক টন ধান সংগ্রহ করা হয়েছে।

• গত ছয় বছরে রাজ্যের খাদ্য শস্য মজুত ভাণ্ডারের রাখার ক্ষমতা ১০ গুণ বৃদ্ধি করা হয়েছে।যার ফলে বর্তমানে রাজ্যে খাদ্য মজুত ভাণ্ডারের পরিমাণ ৬ লক্ষ ১০ হাজার মেট্রিক টন। বর্তমানে আরও ৩ লক্ষ ৫০ হাজার মেট্রিক টন বাড়ানোর কাজ চলছে।

• চা বাগানের ৮ লক্ষ ওয়ার্কার, নন-ওয়ার্কার রয়েছেন। প্রতি মাসে সেই সমস্ত পরিবার ৩৫ কিলো করে খাবার পান।

• রাজ্য সরকারের তৎপরতায় পাহাড়ে ৮ লক্ষ ৭৫ হাজার মানুষকে রেশন ব্যবস্থায় আনা হয়েছে। প্রত্যেকে ১১ কেজি করে খাবার পাচ্ছেন।

• খাদ্য ও সরবরাহ দপ্তর রাজ্যের প্রায় ৮ কোটি ৩৪ লক্ষ অর্থাৎ ৯১ শতাংশ মানুষকে গণবণ্টন প্রক্রিয়ার মাধ্যমে খাদ্যসাথী প্রকল্পের আওতার মধ্যে এনেছে। এই ৯১ শতাংশ মানুষের মধ্যে আছেন জঙ্গলমহল এলাকাবাসী, সিঙ্গুরের অনিচ্ছুক কৃষক পরিবার, আয়লায় ক্ষতিগ্রস্ত পরিবার, বন্ধ চা বাগানের শ্রমিক ও তাঁদের পরিবার এবং পার্বত্য অঞ্চলের বসবাসকারী জনসাধারণ।

• এছাড়াও গম, চিনি, কেরোসিন তেল ও উৎসব মরশুমে (ঈদ, রমজান, দুর্গোৎসব, কালীপুজো, ছট) ভোজ্য তেল, ছোলা, ময়দা, চিনি সরবরাহ করা হয়।

সারা রাজ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের সহযোগিতায় অপুষ্ট শিশু ও তাঁদের মায়েদের ৫ কিলোগ্রাম চাল, ১ কিলোগ্রাম মসুর ডাল, ২.৫ কিলোগ্রাম গম বা পুষ্টিযুক্ত আটা এবং ১ কিলোগ্রাম ছোলা বিতরণ করা হচ্ছে।

Source:- West Bengal Food & Supply Department News Paper Advertisement

Jhargram will have a university soon: Bengal CM

Bengal Chief Minister inaugurated a slew of developmental projects at a public meeting in Jhargram today. She also laid the foundation stones for numerous projects and distributed benefits of various government schemes.

The CM announced that from students can pursue education in Ol-Chiki medium till graduation. She also said a university will be set up in Jhargram district. She also thanked everyone for maintaining peace and harmony during the festive season.

 

Highlights of the CM’s speech:

  • Jhargram is a new district. We have fulfilled a long-standing demand of the people. We are taking every measure possible for the development of this region.
  • Three multi-super-speciality hospitals have been formed in Jhargram, Gopiballavpur and Nayagram.
  • A nursing centre has also been opened along with a unit for children.
  • Three colleges have been set up. We have set up three it is at Binpur I, Binpur II and Nayagram blocks. Foundation stones have been laid for three more ITIs.
  • Our actions speak louder than words.
  • There was a time when fear ruled in this region because of the Maoists. In my tenure as Chief Minister, I I have come to Jangalmahal many times and restored peace.
  • Girls and youths have been empowered. Youths are taking interest in sports. We have started the Jangalmahal Cup; we are encouraging many cultural events in the region.
  • We are empowering folk artistes; we are giving them all cooperation. Our Lok Prasar Prakalpa covers 1.84 lakh folk artistes.
  • We celebrate Tusu Utsav and Karam Puja with equal fervour, like other festivals.
  • Now you can take the West Bengal Civil Service (WBCS) examination in Santhali language.
  • Textbooks in Ol Chiki script are available till class X. From now, we will allow Ol-Chiki to be the medium of instruction till graduation. In the future, a university would be opened where the medium of instruction will be Ol Chiki.
  • We will set up a university in Jhargram district soon.
  • We give loans worth Rs 20 lakh to students to pursue higher education in foreign countries.
  • We have initiated the Kanyashree Scheme which has empowered 41 lakh girls. My best wishes to all girl children on the occasion of International Day of the Girl Child.
  • Under Sabuj Sathi Scheme, 70 lakh bicycles will be distributed by the end of this year.
  • Among other schemes for the young, we have Yuvashree, Sabujshree and Chishyshree.
  • People receive the benefits of various schemes of our government are irrespective caste, creed and religion.
  • 60 lakh families have received direct benefits today. In this district, 90 per cent people have received some form of direct benefit from the government.
  • We have also hiked the remuneration for ICDS health workers even though the Centre had stopped funds for this scheme.
  • We have secured jobs for even contractual workers and have included them in the health insurance scheme, Swasthya Sathi.
  • I had conducted a ‘Janasanjog Yatra’ from Belpahari in 1993. I had seen people so poor that they ate insect eggs. After coming to power, we started giving rice at Rs 2 per kg to people.
  • Students in primary schools receive school uniforms, textbooks, exercise books, shoes and school bags for free.
  • We have the Sabujshree Scheme for newborn babies and on the other, Baitarani Scheme for conducting the last rites/burials of the deceased.
  • We are doing everything possible despite our heavy debt burden. Still some people engage in slander and conspiracies.
  • Where were they when people were afraid to even step out of their homes? Where were they when people didn’t have food to eat?
  • Constructive criticism is welcome, not negativity and slander.
  • Peace has been restored in the Hills. We won’t tolerate attempts to stoke up violence.
  • Students are our assets for the future. We must bring Adivasis to the mainstream. They have a role to play in getting Bengal back its glory, in making Bengal famous all over the world.
  • The administration must focus on reaching out to people. Listen to them and take their feedback, and serve them well.
  • I was always with you. I am with you. And I will continue to be on your side.

 

 

ঝাড়গ্রামে নতুন বিশ্ববিদ্যালয় হবেঃ মমতা বন্দ্যোপাধ্যায়

 

নতুন জেলা ঝাড়গ্রাম সফরের দ্বিতীয় দিনে আজ এক জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রামের রাজ কলেজ মাঠের এই জনসভা থেকে নানা প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন তিনি।

মুখ্যমন্ত্রী আজ সবুজ সাথী সাইকেল প্রদানও করেন। এছাড়াও, কন্যাশ্রী, যুবশ্রী, বাংলার আবাস যোজনা, লোকপ্রসার সহ আরও অনেক পরিষেবা প্রদান করবেন।

 

মুখ্যমন্ত্রীর বক্তব্যের কিছু অংশঃ-

  • ঝাড়গ্রাম নতুন জেলা হয়েছে এপ্রিল মাসে, মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই জেলা।
  • এখানে হাসপাতাল, আই টি আই, ৩ টি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে,লালগড়ে নার্সিং সেন্টার, ৩ টি নতুন কলেজ তৈরি হয়েছে, ঝাড়গ্রাম রাজ মহিলা কলেজে পড়াশুনা শুরু হয়েছে। আজ প্রায় ৪৫০-৫০০ কোটি টাকার প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করা হল।আমাদের সরকার কথা কম বলে কাজ করে বেশি।
  • আগে মানুষ জঙ্গলমহলে আসতে ভয় পেত, আমি নিজে আসতে চাইলে প্রশাসন থেকে বারণ করা হত। বলা হত মাওবাদিরা আছে মেরে ফেলবে।বিপদের দিনে যখন এখানে কেউ ছিল না তখন আমি এখানে বারবার এসেছি।
  • আমরা বলেছিলাম, আমাদের সরকার এলে আমরা শান্তি ফেরাব, আজ ঝাড়গ্রামে শান্তি ফিরে এসেছে। আজ ছাত্র ছাত্রীরা পড়াশোনা করে খেলাধুলো করে, নিরাপদে ঘুরে বেড়াতে পারে। আমরা জঙ্গলমহল কাপ শুরু করেছি। আদিবাসীদের জন্য এখন বিভিন্ন অনুষ্ঠান হয়।
  • আমরা টুসু, ভাদু, করম সব উৎসবই পালন করি। আদিবাসীদের আমরা পেনশন দিই যা আর কোন রাজ্যে দেওয়া হয় না। কেন্দু পাতা সংগ্রহকারীরা ৬০ বছর বয়স হলে পেনশন পায়। আদিবাসীদের ধামসা মাদল দেওয়া হয়েছে। সাঁওতালি ভাষায় পড়ানো হচ্ছে,অল চিকি ভাষা স্কুলে পড়ানো হয়। এখন থেকে স্নাতক স্তর পর্যন্ত অল চিকি ভাষাও পড়ানো হবে।
  • অনেকে অনেক কথা বলেছে, কিন্তু কোন কাজ করেনি। শিক্ষাশ্রী, কন্যাশ্রী, সবুজ সাথী, যুবশ্রী প্রকল্প চালু হয়েছে
  • ৭০ লক্ষ সাইকেল দেওয়া হয়ে গেছে বিনামূল্যে।
  • আজ আন্তর্জাতিক শিশুকন্যা দিবস। সব কন্যা সন্তানদের অভিনন্দন জানাচ্ছি তারা আরও এগিয়ে যাক। প্রায় ৬০ হাজার পরিবার আজ বিভিন্ন সুবিধা পাবে, এই জেলার ৯০ ভাগ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিয়েছে এই সরকার।
  • কেন্দ্র আইসিডিএস, আশা’র টাকা বন্ধ করে দিয়েছে। ১৯৯৩ সালে বেলপাহাড়ি থেকে জন সংযোগ যাত্রা করেছিলাম, তখন মানুষের খাবার ছিল না। আমাদের সরকার ক্ষমতায় আসার পর ২ টাকা কিলো চাল দিচ্ছে, বাচ্চা জন্মালে তাকে একটা গাছ দেওয়া হচ্ছে সবুজশ্রী প্রকল্পে।
  • বিনামূল্যে জুতো,ব্যাগ,খাতা, ড্রেস দেওয়া হচ্ছে।সিপিএমের লক্ষ লক্ষ টাকার দেনা শোধ করতে হয় তা সত্ত্বেও আমরা এত কাজ করেছি। লোক শিল্পীদের কাজ দেওয়া হয়, তারা আর্থিক সাহায্য পায়।
  • বৈতরনি প্রকল্পে শেষকৃত্যের জন্য ২০০০ টাকা দেওয়া হচ্ছে, শশ্মান গুলির সংস্কার করা হচ্ছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্প চালু করেছে এই সরকার। আজ মানুষের নুন্যতম প্রয়োজন সরকার মেটাচ্ছে।
  • তা সত্ত্বেও কিছু লোক মিথ্যা বলে, চক্রান্ত করে, কুৎসা করে। যখন মানুষ রাস্তায় বেরোতে পারেনি, মানুষ খেতে পেত না, তখন এনারা কোথায় ছিলেন?
  • গুজরাটে দলিতরা গিয়েছিল নাচ দেখতে তাদের পিটিয়ে মারা হয়েছে।
  • বাংলায় আদিবাসী দলিত ও সংখ্যালঘু সাধারণ মানুষদের আমরা বুকে আগলে রাখি, এখানে কোন ভেদাভেদ নেই।
  • আপনাদের এখানকার শান্তি রক্ষা করতে হবে আমি আপনাদের পাশে থাকব বন্ধু হিসেবে
    পাহাড় ও জঙ্গল মহল সব জায়গায় আমি যাই।
  • দিল্লির উস্কানিতে পাহাড় অশান্ত হয়েছিল, এখন পাহাড় শান্ত।
  • উস্কানি দিয়ে শান্তি নষ্ট করা যাবে না, আমরা তা মেনে নেব না।
  • আমি মনে করি আদিবাসী ছাত্রছাত্রীদের গুরুত্ব দিয়ে দেখা দরকার।
  • কাউকে চরিত্রহীন বলা, বদনাম করা, কুৎসা করা ঠিক নয়।
  • এই বাংলা মাথা নত করে না, মাথা উঁচু করে চলে; আজ সারা বিশ্বে আপনাদের কদর বেড়েছে এটা আমাদের গর্ব।
  • জঙ্গলমহলের ছেলেমেয়েরা সারা পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে; সেজন্য শান্তি চাই, অশান্তি নয়।
  • ভারতে একটা নতুন রাজনৈতিক দল এসেছে, গৈরিক পতাকা নিয়ে মানুষে মানুষে ভেদাভেদ করছে, হিন্দু মুসলমান আলাদা করছে। আদিবাসীদের জমি কেড়ে নিচ্ছে ঝাড়খণ্ডে।
  • মানুষের কাছে অনুরোধ কোনরকম সমস্যায় পড়লে প্রশাসন কে জানাবেন, প্রশাসনকে মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে হবে।
  • যারা কাজ করে না তারা শুধু বড় বড় কথা বলে। কাজ করাটাই আমাদের কাজ।
  • সকল পুজো কমিটি সহ বাংলার সকল মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ তারা শান্তিপূর্ণ ভাবে পুজো ও মহরম পালন করেছে, সকলকে
  • শুভ বিজয়ার আন্তরিক শুভেচ্ছা।
  • ঝাড়গ্রামে খুব তাড়াতাড়ি একটি বিশ্ববিদ্যালয় তৈরি করবে রাজ্য সরকার।
  • আমি সব সময় আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকব।

 

World-class health facilities for U17 World Cup at Salt Lake Stadium

On the day the FIFA Under-17 World Cup was inaugurated, that is, October 6, a three-bedded critical care unit (CCU) was inaugurated at the Vivekananda Yuba Bharati Krirangan (VYBK). VYBK, popular as Salt Lake Stadium, is the venue of all the 10 matches to be held in Kolkata, including the final on October 28.

The CCU would have all necessary amenities and personnel like critical care specialists, nurses and health workers.

The health facilities for the World Cup at a glance:

· Critical care unit at the stadium

· Twenty beds at the Bidhannagar Subdivisional Stadium, five beds at Bidhannagar Matri Sadan and two emergency beds and five normal beds each at ILS, AMRI Salt Lake and Columbia Asia Hospital

· Five medical college hospitals in Kolkata and their blood banks on high alert

· FIFA Medical Emergency Bag kept at the stadium, which can keep a person alive for at least one hour

· Eight medical kiosks at eight places in the stadium run for spectators, by the State Government, manned by doctors and nurses

· Apollo Gleneagles Hospital’s Sideline Health Team and Players’ Health Unit for players on the ground

· At a maximum 20-minute distance, three advanced life support ambulances and nine basic life support ambulances run jointly by the State Government and Safe Life Foundation

· If the temperature inside the stadium crosses 32 degrees Celsius, players to get two-minute cooling break

 

বিশ্বকাপের কল্যাণে বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থা যুবভারতীতে

যুব হলেও, আখেরে বিশ্বকাপ ফুটবলই। তাই, খেলোয়াড়, ভিআইপি ও দর্শকদের জন্য মজুত স্বাস্থ্যব্যবস্থাও যাতে বিশ্বমানের হয়, তা সুনিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার।

ফিফার নির্দেশিকা মেনে খাস বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গণে তাই একটি তিন শয্যার ক্রিটিক্যাল কেয়ার ইউনিট খুলে ফেলেছে স্বাস্থ্যভবন। জীবনদায়ী পরিষেবা দেওয়ার উপযোগী এই হেলথ ইউনিটটি বিশ্বকাপের উদ্বোধনের দিন খোলা হয়। ক্রিটিক্যাল কেয়ার স্পেশ্যালিস্টদের পাশাপাশি নার্স, স্বাস্থ্যকর্মী এবং যাবতীয় জরুরী পরিকাঠামো সেখানে বিশ্বকাপের শেষ পর্যন্ত মজুত থাকবে।

একনজরেঃ-

· বিধাননগর মহকুমা হাসপাতালে ২০টি, বিধাননগর মাতৃসদনে ৫টি এবং আইএলএস, সল্টলেক আমরি ও কলম্বিয়া এশিয়াতে ২টি করে এমার্জেন্সি শয্যা-সহ মোট ৫টি করে বেড সংরক্ষণ

· হাই অ্যালার্ট জারি করা হয়েছে কলকাতার ৫টি মেডিক্যাল কলেজ ও তাদের ব্লাডব্যাঙ্কগুলিকে

· ডাক্তার নার্স স্বাস্থ্যকর্মী নিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনের মধ্যেই থাকছে ৩ শয্যার একটি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট

· খেলা চলাকালীন মাঠেই থাকছে ‘ফিফা মেডিক্যাল ইমার্জেন্সি ব্যাগ’ যা দিয়ে অন্তত একঘণ্টা জীবনদায়ী পরিষেবা দেওয়া সম্ভব মুমূর্ষুকে

· খেলোয়াড়দের জন্য মাঠেই প্রস্তুত থাকবে অ্যাপোলো গ্লেনিগেলসের ‘সাইডলাইন হেলথ টিম’ ও ‘প্লেয়ার্স মেডিক্যাল ইউনিট’

· দর্শকদের জন্য স্টেডিয়ামের ৮ টি জায়গায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়ে মজুত থাকছে সরকারি মেডিক্যাল কিয়স্ক

· যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে সর্বোচ্চ ২০মিনিটের দূরত্বে থাকছে রাজ্য সরকার ও সেফ লাইফ ফাউন্ডেশনের মোট ৩টি অ্যাডভান্সড লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স ও ৯টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স

· খেলা চলাকালীন মাঠের তাপমাত্রা যদি ৩২ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যায়, তাহলে দু’মিনিটের কুলিং ব্রেক পাবে খেলোয়াড়রা

 

Source: Ei Samay

 

 

Bengal Govt decks up buses, vessels, trams for Under-17 World Cup

The Bengal Government, under special instructions from Chief Minister Mamata Banerjee, is leaving no stone unturned to make the FIFA Under-17 World Cup a grand success. The tournament began on October 6, and Kolkata’s Vivekananda Yuba Bharati Krirangan (VYBK) hosted its first match on October 8.

Kolkata is one of the most important host cities, in a way, as the final, and nine other matches – therefore, 10 matches, which is the maximum number of matches for a city – are going to be held there.

The Transport Department is playing a major role too, as it is responsible for conveying the players and officials to and from the match and practice venues as well as ensuring adequate services for the thousands of tourists – for the matches as well as for sightseeing –converging on to the city.

Hence, the department in a bid to increase the thrill and excitement, is giving a completely new look based on the theme of the World Cup to the exteriors of its buses, vessels and trams, the last one being a heritage of Kolkata, the only city in India to have them.

The vehicles have been repainted and printed with captions like ‘Ebar Khela Jombe Bangla!’ and ‘Biswa Banglae Biswa Cup’, besides the World Cup logo, on the exteriors.

Around 600 buses, mostly air-conditioned, are plying especially for the tournament and have been given a smart makeover. This includes 150 app-based buses, that is, which can be booked through a mobile app. The buses in which students of schools and colleges are brought to the stadium are also being decked up.

Ten trams, plying on the Belgachia-Esplanade, Nonapukur-Esplanade, Tollygunge-Ballygunge and Tollygunge-Esplanade routes, have been decorated. Vessels – operating along and across the river Hooghly, to and from the popular tourist spots of Belur Math and Dakshineswar from jetties in Kolkata and Howrah – have also been decked.

It may be mentioned that FIFA has lauded the State Government for transforming VKBK, popularly known as Salt Lake Stadium, into a world-class facility.

 

অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের জন্য সেজে উঠছে বাস, ট্রাম ও ফেরি

অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ ফুটবলকে সর্বতভাবে সাফল্যমণ্ডিত করতে যা যা করার দরকার সবই করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকার। এই প্রতিযোগিতা শুরু হয়েছে ৬ই অক্টোবর ও কলকাতায় প্রথম খেলা অনুষ্ঠিত হয় ৮ তারিখ বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে।

দেশের যেকটা শহরে এই খেলা হচ্ছে, তার মধ্যে কলকাতার ভূমিকা অগ্রণী কারণ এখানে ফাইনাল, তৃতীয় স্থানের নির্ণায়ক খেলা, কোয়ার্টার ফাইনালের মতো গুরুত্বপূর্ণ খেলা ছাড়াও আরও সাত টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপ চলাকালীন রাজ্য পরিবহণ দপ্তরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিভিন্ন দেশের খেলোয়াড়দের খেলার দিন মাঠে নিয়ে আসা, মাঠ থেকে নিয়ে যাওয়া, অনুশীলনের জন্য মাঠে নিয়ে আসা, মাঠ থেকে নিয়ে যাওয়ার পাশাপাশি অগণিত দর্শকদের নির্বিঘ্নে মাঠে পৌঁছে দেওয়া ও মাঠ থেকে বাড়ি ফেরানোও তাদেরই দায়িত্ব।

প্রতিটি সরকারি বাস, ট্রাম ও ফেরির পুরো রূপ বদলে দেওয়া হচ্ছে খেলার থিমে। নতুন করে রঙ করার পাশাপাশি যানবাহনগুলির বাইরে ব্যানার লাগানো হয়েছে বিশ্বকাপের। লোগো ছাড়াও থাকছে “এবার খেলা জমবে বাংলা” ও “বিশ্ব বাংলায় বিশ্ব কাপ” স্লোগান।

আনুমানিক ৬০০টি বাস যেগুলি এই প্রতিযোগিতার জন্য ব্যবহার করা হবে, তাদের বেশীরভাগই শীতাতপ নিয়ন্ত্রিত। এর মধ্যে ১৫০টি বাস সম্পূর্ণ অ্যাপ-নির্ভর। ১০টি ট্রাম যা চলবে বেলগাছিয়া-এসপ্ল্যানেড, নোনাপুকুর-এসপ্ল্যানেড, টালিগঞ্জ-বালিগঞ্জ, টালিগঞ্জ-এসপ্ল্যানেড রুটে; সেগুলিকেও সাজানো হচ্ছে। হুগলী নদীর ওপর যে ফেরিগুলি চলে, প্রতিটিকে সাজানো হচ্ছে।

প্রসঙ্গত বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের সংস্কারের জন্য ফিফা রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেছে।

Source: Millennium Post