Bengal Govt to set up hi-tech silos that can preserve rice for 2 yrs

To be prepared for any natural calamity or emergency situation in Bengal, the State Food and Supplies Department is setting up massive silos at five separate places that will be able to preserve rice for two years. In normal warehouses, rice can be stored for a maximum of seven months. The project will come up at a cost of Rs 800 crore.

Three such silos, which will be temperature-controlled to preserve the rice for long periods, will be located in south Bengal, with Bardhaman being one of the places, and two in north Bengal.

The plan is to conserve 10,000 metric tonnes of rice in each silo. Bardhaman has been selected as the location of one such silo; search is on for the other locations.

These plans were announced by the State Food and Supplies Minister at an interactive session on the achievements of the Khadya Sathi Scheme organised by Bengal National Chamber of Commerce and Industry (BNCCI). Khadya Sathi is a crowning achievement of Chief Minister Mamata Banerjee.

The minister also said that that Bengal produces 10 lakh metric tonnes of paddy in excess annually. Presently, 200 trucks of rice are exported daily to Bangladesh through the Petrapole border outpost.

He further announced that under the instruction of the Chief Minister, the department will send food stock for three months to Darjeeling.

An official at the summit said the department is setting up warehouses with a total capacity of 5 lakh metric tonnes by the end of 2018 for storing foodgrains.

Recently, Rice Tech Expo was held in Bardhaman town where modern technology for preservation of the grain was displayed by representatives from Brazil, Sweden and Norway. The districts of Purba and Paschim Bardhaman comprise the rice bowl of Bengal.

 

ধান আরও বেশি দিন সংরক্ষণে রাজ্যে হবে ৫ আধুনিক ‘সাইলো’

চাল সংরক্ষণে এবার অত্যাধুনিক পরিকাঠামো গড়ে তুলবে রাজ্য। এই ধরনের পরিকাঠামোর পোশাকি নাম ‘সাইলো’। খাদ্যসাথী প্রকল্প নিয়ে ‘বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ আয়োজিত এক আলোচনাসভায় এই খবর জানিয়েছেন রাজ্যের খাদ্যমন্ত্রী।

মন্ত্রীর বক্তব্য, কৃষকদের থেকে সরাসরি ধান কেনা হচ্ছে। কিন্তু আবহাওয়ার পরিবর্তন কিংবা অন্য কোনও কারণে ধান উৎপাদন ব্যাহত হলে যাতে ভাতের অভাব না হয়, তার জন্য এখন থেকেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। আপাতত পাঁচটি সাইলো তৈরির পরিকল্পনা চলছে। তার মধ্যে দুটি হবে উত্তরবঙ্গে। বাকিগুলি হবে দক্ষিণবঙ্গে। এক একটি সাইলোতে ১০ হাজার মেট্রিক টন চাল দুবছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে।

মন্ত্রী বলেন, ধান মজুতের পরিকাঠামোও বৃদ্ধি করা হচ্ছে। বাম জমানার শেষের দিকে ৬২ হাজার মেট্রিক টনের গোডাউন ছিল রাজ্যে। এখন ৬ লক্ষ ১০ হাজার মেট্রিক টনের গুদাম রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যেই আরও তিন লক্ষ পাঁচ হাজার মেট্রিক টনের গুদাম তৈরি হয়ে যাবে। এখানেই শেষ নয়, আগামী দিনে ধান মজুতের পরিকাঠামো আরও বাড়ানো হবে।

মন্ত্রী জানিয়েছেন, বর্তমানে রাজ্যে ১২৫০টি রাইস মিল রয়েছে। তার মধ্যে ২৫০টি মিল বন্ধ। সেগুলিকে খোলার জন্য তিন সদস্যের কমিটি তৈরি করা হয়েছে। মিল ধরে ধরে আলোচনা করা হবে। বণিক সভার সদস্যদের রাইস মিল তৈরিতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মন্ত্রী বলেন, নতুন রাইস মিল তৈরির জন্য ভর্তুকি দেবে রাজ্য। ট্রাইবাল এলাকায় মিল তৈরি করলে ৭৫ লক্ষ টাকা ভর্তুকি পাওয়া যাবে। অন্য জায়গায় মিল তৈরিতে মিলবে ৫০ লক্ষ টাকা ভর্তুকি।
খাদ্যমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে তিন মাসের বকেয়া খাবার এবার দেওয়া হবে দার্জিলিংয়ে। তার জন্য ব্যাপক প্রচার করা হবে। চা বাগানগুলিতে ফেয়ার প্রাইস শপ করা হবে বলেও জানান তিনি। তিনি বলেন, এই ধরনের ১২৬টি ফেয়ার প্রাইস শপ তৈরির কাজ চলছে। প্রতিটি চা বাগানেই এই শপ খোলা হবে।
Source: Millennium Post

Tram service to cover heritage spots in Kolkata

The State Government has decided to run special trams for tourists from December. Being a heritage mode of transport (introduced by the erstwhile British rulers in 1873), trams are popular especially among foreign tourists.

These trams are going to be jointly run by the Transport and Tourism Departments. One of the routes decided would cover the points of Victoria Memorial, Race Course and Shahid Minar, all holders of a rich historical legacy. This tram would run from Esplanade to Khidderpore, and would see service from December 15, in time for the holiday season.

The trams would have luxurious seating, and would have curtained windows. Snacks would be served inside. Five such trams, which would be non-AC, would be run initially.

 

ভিক্টোরিয়া-রেসকোর্স-শহীদ মিনার দর্শন এবার ট্রামে চেপে

 

সালটা ১৮৭৩। প্রথম ঘোড়ায় টানা ট্রাম কলকাতার পরিবহন ব্যবস্থার মুকুটে নতুন পালক যোগ করেছিল। আজও গণপরিবহনের অন্যতম স্তম্ভ কল্লোলিনী কলকাতার এই ট্রাম।

তিলোত্তমার ইতিহাস আর ঐতিহ্যর সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে গেছে শহরের প্রাচীনতম এই বাহন। জন্মলগ্নে যার গন্তব্য ছিল আর্মেনিয়ান ঘাট থেকে শিয়ালদহ, আজ তা শাখাপ্রশাখা বিস্তার করে পৌঁছে গেছে শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে। তাই শহরকে চিনতে এর জুড়ি মেলা ভার।

এবার ঐতিহ্যের ভিক্টোরিয়া-রেসকোর্স-শহীদ মিনার দেখা যাবে ট্রামে করেই। সৌজন্যে রাজ্য পর্যটন ও পরিবহন দপ্তর। জয় রাইডের জন্যই এই ট্রাম। আগামী ১৫ই ডিসেম্বর থেকে যাত্রা শুরু করবে। প্রথম পর্যায়ে ধর্মতলা থেকে খিদিরপুর পর্যন্ত ট্রাম যাতায়াত করবে।

এই মুহূর্তে দু’কামরার পাঁচটি নন-এসি ট্রাম চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রামে থাকবে আরামদায়ক আসন। ট্রামে থাকবে স্ন্যাক্সের ব্যবস্থা।

ধর্মতলা থেকে যাত্রীদের তুলে রেসকোর্সের সামনে নামিয়ে দেওয়া হবে। ভ্রমনার্থীরা স্থানগুলো ঘুরে দেখতে পারবেন। নির্দিষ্ট সময়ের পর ট্রাম এসে যাত্রীদের নিয়ে যাবে পরের গন্তব্যতে।

 

Source: Khabar 365 Din

WBTC bus drivers and conductors get new uniforms

In order to give them an identity makeover, West Bengal Transport Corporation (WBTC) has introduced a uniform for the drivers and conductors, as well as the inspectors, of its buses.

The shirt is sky blue in colour while the trousers are dark blue. Significantly, the two chest pockets are imprinted with the identifiers of two of the most-recognised projects of the Bengal Government. The right pocket has written on it ‘Safe Drive Save Life’, the government’s landmark and very well-received safe driving project, while on the left pocket is the blue-green-yellow logo of Biswa Bangla, the government’s all-encompassing brand for all things Bengal.

There are 2,347 drivers and 2,398 conductors manning the 1,300 buses of the WBTC. In addition, there are a large number of inspectors. All are required to wear the uniform. Initially, two sets of uniforms are being given to them.

Over the last six years, since the Trinamool Congress Government has been in power, the transport sector of Bengal has seen a marked change. New and state-of-the-art buses, new routes, app for tracking buses, improved social benefits for the workers, and now, new uniforms – it has been good fortune all the way.

রাজ্য সরকারের বাসের ড্রাইভার ও কন্ডাক্টররা পাবেন নতুন উর্দি

এক নতুন পরিচিতি তৈরি করার লক্ষ্যে রাজ্য পরিবহণ নিগম একটি উর্দি দিচ্ছে ড্রাইভার, কন্ডাক্টর ও বাসের ইন্সপেক্টরদের।

জামাটি হবে আকাশী নীল রঙের ও প্যান্ট হবে গাড় নীল রঙের। জামায় বুক পকেটে থাকবে দুটি। এই পকেট দুটিতে রাজ্যের সবচেয়ে বিখ্যাত দুটি প্রকল্প মুদ্রিত থাকবে। ডান পকেটে লেখা থাকবে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ এবং বাম পকেটে থাকবে বিশ্ব বাংলার লোগো।

এই মুহূর্তে ২৩৪৭ জন ড্রাইভার, ২৩৯৮ জন কন্ডাক্টর ১৩০০টি বাস চালান। প্রচুর সংখ্যায় ইন্সপেক্টর আছে, সবাইকে এই উর্দি পরতে হবে। প্রাথমিক ভাবে দু জোড়া উর্দি দেওয়া হবে সবাইকে।

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা পাওয়ার পর আমুল পরিবর্তন এসেছে পরিবহণ দপ্তরে। অত্যাধুনিক বাস, নতুন রুট, বাস ট্র্যাক করার অ্যাপ, কর্মীদের জন্য উন্নত সামাজিক পরিষেবা এবং এবার নতুন উর্দি-এটা সব দিয়েই ভালো দপ্তরের জন্য।
Source: Aajkal

Bengal Govt to earthquake-proof Kolkata’s iconic Town Hall

As part of the ongoing restoration project of the iconic Town Hall, a heritage structure, being undertaken by the Bengal Government, it has been decided to upgrade it to an earthquake-proof building.

The strengthening of the more-than-200-year-old structure is being undertaken keeping in mind the series earthquakes, though of lesser intensity, in the past few years. Experts from IIT Roorkee have prepared a detailed report on restoring the structure, and the decision for earthquake-proofing is based on it.

An official from the Public Works Department (PWD), which is overseeing the restoration, said that as per the planning, fibre-reinforced concrete around the huge pillars in front of Town Hall will strengthen it and at the same time, steel will be used to fix the structure of the roof with the pillars.

At the same time, the lighting arrangements will be done in such a way that they add more elegance to the building’s look.

টাউন হলকে ভূমিকম্প-রোধক বানাবে রাজ্য সরকার

2

ইতিমধ্যেই টাউন হলের সংস্কারের কাজ শুরু করেছে রাজ্য সরকার। এই উদ্যোগের অংশ হিসেবে এই ঐতিহাসিক ভবনটিকে ভূমিকম্প-রোধক বানাবে রাজ্য।

গত কয়েক বছরে কলকাতায় বেশ কয়েকটি ভূমিকম্পের ঘটনা ঘটেছে। যদিও সেগুলির প্রবলতা খুব বেশি ছিল না, তবুও সংশয় থেকেই যায়। ঠিক এই কারণেই, দুশো বছরেরও বেশী পুরনো এই ভবনটিকে ভূমিকম্প-রোধক বানাতে উদ্যোগী সরকার। আইআইটি রুরকির বিশেষজ্ঞরা এই বাড়িটি সংস্কারের বিশদ রিপোর্ট তৈরী করেছে ভূমিকম্পের বিষয়টি মাথায় রেখেই।

পূর্ত দপ্তর এই সংস্কারের দায়িত্বে। ফাইবার-যুক্ত-কংক্রিট দিয়ে এই হলের থামগুলিকে মজবুত করা হচ্ছে। থামের সাথে যুক্ত ছাদের অংশটিতে স্টিল ব্যবহার করা হবে।

এছাড়াও, টাউন হলের শোভাবৃদ্ধির জন্য আলো দিয়ে সাজানোও হবে।

Source: Millennium Post

Advisory council for state’s ST population

The Bengal Government has decided to set up an advisory council for the state’s scheduled tribes (ST). The council will provide suggestions on ways to improve the social, educational, cultural and economic aspects of such people. A chairman would be appointed soon.

The decision to form the council was taken after Chief Minister Mamata Banerjee, during her recent trip to Jhargram for an administrative review meeting, promised to appoint resources for the welfare of tribals and Adivasis.

In a related development, the State Government has decided to bring out advertisements for the appointment of teachers proficient in the Ol Chiki script. Mamata Banerjee has made it one of her missions to make Ol Chiki (the script for Santhali language) a viable medium for students from Santhal communities.

 

পৃথক তপসিলি উপদেষ্টা কাউন্সিল গঠন রাজ্যের

রাজ্যের তপসিলিদের উন্নয়নের লক্ষ্যে তপসিলি উপদেষ্টা কাউন্সিল গড়বে রাজ্য সরকার। এই কাউন্সিল মূলত সামাজিক, শিক্ষা, সংস্কৃতি ও অর্থনৈতিক বিষয়ক উন্নয়নের দিকেই নজর দেবে।

সম্প্রতি ঝাড়গ্রাম সফরে তপসিলি জাতীর উন্নয়নের প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী। তার পরেই এই কাউন্সিল গঠন। এবার থেকে এই কাউন্সিল সব ক্ষেত্রের উন্নয়নের বিষয়টি দেখবে ও রাজ্যের সঙ্গে সংযোগ রক্ষা করবে। শীঘ্রই কাউকে এই কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হবে।

এ রাজ্যে অল চিকি ভাষার শিক্ষকের অভাব আছে। অল চিকি ভাষায় শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তিও শীঘ্রই প্রকাশ করবে রাজ্য।

Source: Dainik Jugasankha

Five more universities to be set up in Bengal

The State government has decided to open five more universities. This was announced by the Education Minister recently.

Under the leadership of Chief Minister Mamata Banerjee, the Trinamool Congress government has improved the education infrastructure of Bengal in a major way. During the last six years, 17 universities and 47 colleges have been established. The number would now go up to 22.

Two of the universities would be located in Purba Medinipur and Jhargram districts. The business school, Indian Institute of Social Welfare and Business Management (IISWBM) would be elevated to a university. The other two universities would be Green University in Hooghly district and Biswa Bangla University in Shantiniketan.

 

রাজ্যে আরও ৫ টি বিশ্ববিদ্যালয়

রাজ্যে আরও ৫টি নতুন বিশ্ববিদ্যালয় হতে চলেছে।

শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, গত ৬ বছরে ৪৭টি কলেজ ও ১৭টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরী হয়েছে। আরও পাঁচটি নতুন বিশ্ববিদ্যালয় হবে। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রামে দুটি বিশ্ববিদ্যালয় হবে।

সেই সঙ্গে Indian Institute of Social Welfare and Business Management (IISWBM) কে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হবে। হুগলীতে গ্রিন ইউনিভার্সিটি ও শান্তিনিকেতনে বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হবে।

Source: Ei Samay

Mamata Banerjee to preside over extended core committee meet today

Trinamool Congress Chairperson Mamata Banerjee is going to preside over a core committee meeting scheduled to be held today at Nazrul Mancha.

All MPs, MLAs, district leaders up to the level of panchayat will be present at the meeting. The meeting gains special significance in view of the Panchayat election scheduled to be held next year.

It may be mentioned that in the administrative review meetings held in different districts in the past six months, Mamata Banerjee has repeatedly asked people’s representatives to build intense contact with the masses. In the recently held administrative review meeting in Jhargram on October 10, she instructed district leaders to cooperate with the administration in giving the best service to the people.

 

আজ বর্ধিত কোর কমিটি বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

 

আজ নজরুল মঞ্চে বর্ধিত কোর কমিটি বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

একেবারে পঞ্চায়েত স্তর থেকে সকল নেতা, সমস্ত জেলা সভাপতি, বিধায়ক, সাংসদরা উপস্থিত থাকবেন এই বর্ধিত বৈঠক-এ। আগামী বছরের পঞ্চায়েত নির্বাচনকে মাথায় রাখলে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, গত ছয় মাস ধরে জেলায় জেলায় চলছে প্রশাসনিক পর্যবেক্ষণ বৈঠক। মুখ্যমন্ত্রী সকল জনপ্রতিনিধিদের নির্দেশ দিয়েছেন জনসাধারনের সঙ্গে সুসম্পর্ক তৈরি করতে। অক্টোবর ১০-এ অনুষ্ঠিত ঝাড়গ্রামের প্রশাসনিক বৈঠকে তিনি স্থানীয় নেতাদের নির্দেশ দেন জনগণকে আরও ভালো পরিষেবা দিতে প্রশাসনকে সবরকম সাহায্য করতে।

 

KMC’s post-immersion cleaning efforts earn praise from environmentalists

Like last year, this year too, the Kolkata Municipal Corporation (KMC) did a commendable job of removing the idols from the Hooghly after the Kali Puja immersions. For this work, KMC has earned high praise from environmentalists.

With almost three-and-a-half-thousand immersions taking place, the water would have got polluted if these were not removed. Along with the frames, there are the colours used to paint idols and flowers which lead to pollution too.

At the major ghats where immersions were allowed, KMC had cranes, barges, payloaders and trucks stationed which worked through the nights to remove the idols floating on the river. Immersions had taken place for three days at 17 ghats along the Hooghly.

 

বিসর্জনের পর দূষণ রুখতে দ্রুত প্রতিমার কাঠামো সরালো কলকাতা পুরসভা

 

কালীপুজোর বিসর্জন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সাঙ্গ করে গঙ্গার ঘাটগুলিকে পুরনো অবস্থায় ফিরিয়ে দিয়ে পরিবেশের প্রতি দায়বদ্ধতা ফের প্রমাণ করল কলকাতা পুরসভা। দুর্গাপুজোর পর কালীপুজোতেও সমান দক্ষতার সঙ্গে গঙ্গার দূষণ রুখে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ ও পরিবেশ দপ্তরের প্রশংসাও পেলেন পুরকর্তারা।

শুক্রবার থেকে গঙ্গার ১৭টি ঘাটে প্রায় ৩৫০০ প্রতিমা বিসর্জন হয়েছে। শুধু সুষ্ঠুভাবে ভাসান প্রক্রিয়া সম্পন্ন করাই নয়, পাশাপাশি গঙ্গার দূষণ রোধে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে পুরসভার জঞ্জাল বিভাগের প্রায় শ’তিনেক কর্মী।

বিসর্জনের পর প্রতিটি ঘাট থেকে প্রতিমার কাঠামো, ফুল, বেলপাতা সরিয়ে ফেলা হয়েছে দ্রুততার সঙ্গে। এছাড়া বিসর্জনের পর প্রতিটি ঘাটকে ধুয়ে পরিষ্কার করার জন্য প্রশংসা পেয়েছেন পরিবেশবিদদের। পুরসভার পাশাপাশি গঙ্গা দূষণ রোধে তৎপর ছিল বন্দর কর্তৃপক্ষও।

ক্রেন, ভাসমান বার্জ, পে লোডার, ট্রাক, ছোট ক্রেন রাখা ছিল প্রতি ঘাটে। বিসর্জন খতিয়ে দেখতে পুর আধিকারিকেরা ছিলেন প্রতিটি ঘাটে। তাছাড়া ভাসানের ওপর ছিল পুলিশের করা নজরদারি। শব্দবাজি, ডিজে মিউজিকের ওপর ছিল নিষেধাজ্ঞা। মহিলাদের নিরাপত্তায় দেওয়া হয়েছিল বিশেষ জোর।

 

Source: Sangbad Pratidin
Picture courtesy: ProKerala

Bengal Govt to operate small aircraft to improve regional connectivity

The State Transport Department, in collaboration with private airlines operators, has decided to operate small aircraft to increase regional connectivity.

The aircraft will be operated from Kolkata to Andal, Cooch Behar, Bagdogra, Malda and other small airports. Each aircraft will have seating capacity of 10 to 25 people. Among the airports, Bagdogra, Balurghat and Cooch Behar have been renovated by the government for operating small aircraft.

The State Government has also decided to spend Rs 300 crore for infrastructure development of Kazi Nazrul Islam Airport in Andal near Durgapur including better sewerage and drainage system, transport system as well as for providing better services to air passengers.

আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে সরকার চালাবে ছোট বিমান

 

রাজ্য পরিবহণ দপ্তর সিদ্ধান্ত নিয়েছে আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করতে বেসরকারি বিমান সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে সরকার চালাবে ছোট বিমান।

এই বিমান চলবে কলকাতা থেকে অন্ডাল, কোচবিহার, বাগডোগরা, বালুরঘাট, মালদা ও অন্যান্য ছোট বিমানবন্দরে। প্রতিটি বিমানে থাকবে ১০ থেকে ২৫ জনের বসার জায়গা। এই কারণে, বাগডোগরা, বালুরঘাট, কোচবিহার বিমানবন্দরগুলির সংস্কার করা হয়েছে।

রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে দুর্গাপুরের নিকটস্থ অন্ডাল বিমানবন্দরের পরিকাঠামোগত উন্নয়নের জন্য ৩০০ কোটি টাকা ব্যয় করবে।
Source: The Statesman

Monitoring bodies for the distribution of essential food grains across all districts in Bengal to be set up

The Bengal Food and Supplies department will set up district-level monitoring committees in all the districts of Bengal to monitor the distribution of essential food grains across the state. The committee will also ensure that the people are getting quality food grains.

Bengal Chief Minister’s brainchild ‘Khadya Sathi’ has brought a revolution across the state as 8.34 crore people from Bengal have already been covered under this scheme. Around 91 percent of the state’s total population is getting rice and wheat at a subsidised rate of Rs 2 per kg.

Earlier, the department had a capacity of storing 62,000 metric tonne food grains but many more godowns have come up with a total capacity of holding more than 6 lakh metric tonne of food grains. The department has a target of setting up godowns with a total capacity of 14 lakh metric tonnes.

The state government has also increased the allotment of funds for procuring more food grains.

 

খাদ্যশস্য বণ্টনের ওপর নজরদারি করতে প্রতি জেলায় গড়া হবে মনিটারিং কমিটি

খাদ্যশস্য বণ্টনের ওপর নজরদারি করতে প্রতি জেলায় রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তর গড়বে মনিটারিং কমিটি। খাদ্য ও সরবরাহ মন্ত্রী বলেন, প্রতিটি জেলার সদরে একটি করে মনিটারিং কমিটি গড়া হবে। এই কমিটি নজর রাখবে রেশন ব্যাবস্থার ওপর। বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

খাদ্যশস্যের গুনমানের ওপরেও নজর রাখবে এই কমিটি। রেশন দোকান ও অন্যান্য যেসব কেন্দ্রগুলিতে খাদ্যশস্য বণ্টন করা হয়, সেগুলি পরিদর্শন করবে এই কমিটি।

মুখ্যমন্ত্রীর সাধের ‘খাদ্য সাথী’ প্রকল্পের দৌলতে রাজ্যে বিরাট পরিবর্তন এসেছে। ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় ৮.৩৪ কোটি মানুষ এসেছে। এই প্রকল্পের সুবিধা পাচ্ছে প্রায় রাজ্যের ৯১শতাংশ মানুষ। উপকৃত হয়েছে সিঙ্গুর, পাহাড় ও জঙ্গলমহলের জনসাধারণ। এই প্রকল্পের আওতায় মানুষ ২ টাকা কেজি দরে চাল পায়।

প্রসঙ্গত, উত্তরবঙ্গের টোটো উপজাতিকে সম্পূর্ণ বিনামুল্যে চাল, ডাল ও অন্যান্য খাদ্যশস্য দেওয়া হয়।