51 enclaves in Bengal to get solar-based water pumping units for agriculture

In a bid to ensure that residents of “chitmahals” can channelise water for agriculture using “free of cost” power, The West Bengal Government is setting up solar based water pumping units in all the 51 enclaves that came under India.

The step is aimed to make the people residing in the enclaves self dependent. The project is a brainchild of Chief Minister Mamata Banerjee and the state irrigation department has taken necessary initiatives to let people get benefitted as early as possible.

A total of 212 units will be set up in the enclaves in phase-I, benefitting 6360 families. Each of the units has the capacity of channelising water on 80 to 100 bighas of land.

They can also fill up small plots of low lands in the area using the units to initiate pisciculture.

 

৫১টি ছিটমহল এবার কৃষিকাজের জন্য সৌর ভিত্তিক পাম্পিং ইউনিট পাবে

ছিটমহলবাসীরা যাতে কৃষিকাজের জন্য পর্যাপ্ত জল পেতে পারে সেজন্য ৫১টি ছিটমহল এলাকায় সৌরভিত্তিক পাম্পিং ইউনিট চালু করছে রাজ্য সরকার।

ছিটমহলবাসীদের স্বনির্ভর করাই আসল উদ্দেশ্য। প্রকল্পটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার এই স্বপ্নের প্রকল্পটি বাস্তবায়ন করার জন্য রাজ্য সেচ দপ্তর বেশ কিছু প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এর ফলে এলাকার মানুষ খুব শীঘ্রই উপকৃত হবে।

প্রথম দফায় ২১২টি ইউনিট স্থাপন করা হবে এর ফলে প্রায় ৬৩৬০ পরিবার উপকৃত হবে। প্রতিটি ইউনিটের ৮০-১০০ বিঘা জমিতে জল দেওয়ার ক্ষমতা থাকবে।

মাছ চাষের জন্য তারা ছোট ছোট জমিগুলো ব্যবহার করতে পারে।

WB Govt to create comprehensive database on soil nature to help farmers

For the first time in the history of West Bengal, the state government has taken a step to create a “comprehensive” database of the nature of soil by conducting 6.5 lakh soil sample tests in the current fiscal. This database will let farmers know the correct measures which are needed to be taken for a better yield.

The state agriculture department has decided to introduce new updated machines for soil testing. The initial process is already over and the new machines will be introduced in villages, soon.

The updated machine of soil testing will get more tests done within a short span of time and will be in place after analysing the results by trial and error method.

West Bengal had received the Krishi Karman award in agriculture for four consecutive years after Mamata Banerjee led Maa, Mati, Manush government assumed office.

Sabujshree: WB Govt to name saplings after every newborn girl child

West Bengal has created another milestone by introducing a scheme in which a sapling will be named after a new born girl child. The State Government has decided to plant a sapling with the birth of every girl child in the State.

How the scheme works

The Forest department has already talked to the chief medical officers of health in the districts for the smooth implementation of the project. Saplings would be given to the family of a new born girl child during their release from the hospitals. The baby’s parents would be urged to name the sapling on the name of the newly born girl.

Initially, the saplings would be distributed to girl child but later they would also be given to the mothers of a boy child as well. An awareness campaign has also been undertaken by the forest department officials at block level.

Benefits of the scheme

As per the available data, nearly 15 lakh girl children are born in the state in a year. If a family gets a sapling from the forest department and nurtures it after naming it by the name of their baby, around 15 lakh saplings could be planted throughout the state every year.

 

The image is representative (source)

 

‘সবুজ শ্রী’: শিশু কন্যাদের নামে গাছের নাম রাখার প্রকল্প রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের আরও একটি মাইলস্টোন প্রকল্প চালু হচ্ছে – ‘সবুজ শ্রী’। এই প্রকল্পের মাধ্যমে শিশু কন্যাদের জন্মের পর তাদের নামে একটি করে গাছ রোপণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

প্রকল্পের কার্যকারিতা  

এই প্রকল্পের সার্থক রূপায়নের জন্য বন দপ্তরের আধিকারিকরা ইতিমধ্যেই জেলার মেডিকেল অফিসারদের সঙ্গে কথা বলেছেন। হাসপাতাল থেকে ছাড়ার সময় প্রত্যেক শিশু কন্যার পরিবারকে একটি করে চারা গাছ দেওয়া হবে এবং বাবা-মায়েদের তাদের সন্তানের নামে চারাগাছগুলির নাম রাখার কথা বলা হবে।

প্রাথমিকভাবে, চারাগাছগুলি কন্যা সন্তানদের বিতরণ করা হবে পাশাপাশি পুত্র সন্তানের মায়েদেরও একটি করে চারাগাছ দেওয়া হবে। এছাড়া ব্লক পর্যায়ে বন বিভাগের কর্মকর্তারা একটি সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে।

প্রকল্পের উপকারিতা

তথ্য অনুযায়ী, বছরে প্রায় ১৫ লক্ষ কন্যা সন্তানের জন্ম হয় রাজ্যে। যদি কোন একটি পরিবার বন বিভাগের কাছ থেকে একটি চারাগাছ পায় এবং তাদের শিশুর নাম দ্বারা এটির নামকরণ করে তাহলে  প্রতি বছর রাজ্য জুড়ে প্রায় ১৫ লক্ষ চারা রোপণ করা সম্ভব হবে।

 

WB CM unveils a statue of Mother Teresa in Kolkata

A life size bronze statue of Mother Teresa was unveiled on her 106th birth anniversary by West Bengal Chief Minister Mamata Banerjee at Archbishop’s House in Park Street. The inauguration of the statue comes ahead of her Canonisation on September 4th. Referring it as a land mark day, she said, “It’s a historic moment for all of us.”

The CM said, “I am excited to be a part of the event in Rome. I don’t need a first row seat. I will not go there as a part of State delegation but will be a member of Missionaries of Charity. I will sit with them and witness the moment when Mother will be announced as Saint”.

Remembering her moments with Mother Teresa, Mamata Banerjee said, “I feel lucky and fortunate for having met Mother on several occasions. I specially remember two of my encounters with her. Missionary of Charity had an institution in Mathpukur area in Kolkata. Some hooligans were using their power to encroach the institute. I got a call at 11pm at night, it was Mother on the line saying, Mamata can you come. I went sat there with my people for whole night. We were successful to save the institute. It was like a big victory for me as Mother was happy,” she said.

Revisiting her memories when she and Mother had worked together during 1992 riots the chief minister said, “I along with mother had seen the ugly face of riots in Bengal in 1992. The situation was highly intensified, when Mother saw me on road she had asked me, how I was out on the road when the situation was so intensified. She herself was there on the street serving the people yet she asked me if I was fine. I remember so many incidents that touched my heart and made me a better human being.”

 

কলকাতায় মাদার টেরেসার মূর্তি উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী

মাদার টেরেসার জন্মবার্ষিকী উপলক্ষে পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্ক স্ট্রিটে আর্চবিশপের বাড়িতে মাদার টেরেসার মূর্তি উন্মোচন করলেন।

মুখ্যমন্ত্রী বলেন, “১৯৯২ দাঙ্গার সময় উনি পথে নেমে মানুষের জন্য কাজ করেছিলেন। সমাজের দরিদ্র, নিপীড়িত মানুষের জন্য কাজ করতেন মাদার।”

“মাদারের দূরদর্শিতার জন্য মানুষ ওনাকে মনে রাখবেন,” বলেন মুখ্যমন্ত্রী।

আগামী ৪ সেপ্টেম্বর ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সভাপতিত্বে ক্যাথলিক চার্চে মাদার টেরেসাকে ‘সন্ত’ উপাধি দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলার এক প্রতিনিধি দল সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবে।

মাদার টেরেসা স্মরণে নন্দনে একটি চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। ২৩টি ফিল্ম এখানে দেখানো হবে। ২৬ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত চলবে এই চলচ্চিত্র উৎসব।

 

 

Trinamool Chairperson slams the Centre at TMCP Foundation Day rally

Trinamool Congress Chairperson Mamata Banerjee addressed student activists today at a rally held near the statue of Mahatma Gandhi on Mayo Road.

Slamming the Centre for interference in State matters, she said if the Centre did not stop interfering in three months, a protest would be held at Delhi. She also condemned the bandh culture of CPI(M) and said no bandh will be allowed in Bengal.

The Chairperson asked the students to maintain discipline and work for nation-building. She urged them to take proactive roles in mass awareness about various schemes and programmes of the government. She announced that Youth Welfare Department of the government will also look after Students’ Welfare from now.

FIVE THINGS MAMATA BANERJEE SAID AT THE RALLY:

On student politics

Politics should be for serving people, for nation-building. All politicians are not bad. If 1 per cent people are bad you cannot blame 99 per cent good people. Our students and youths are the future of the country.

My foundation in politics was through student politics. Those who emerge from student activism they can never become thieves; they work for people. You can either work for a company or create an institution that creates jobs for lakhs for people.

On recruitment of teachers

Government is ready to initiate teachers’ appointment in 65000 vacant positions. Few politicians filed case against teachers’ recruitment and are now demanding why teachers are not getting jobs.

On Centre’s neglect

Centre has stopped giving us funds. They owe us Rs 1700 crore under 100 Days’ Work. Centre used to give 90 per cent funds for ICDS. Now they provide only 10 per cent. Centre wants States to provide 40-50 per cent funds for most schemes. But they will name every scheme after PM.

They have completely destroyed the country. Delhi babus must not forget State governments are also elected by the people. People have the final say in a democracy.

Centre’s budget for Beti Bachao scheme is Rs 100 crore for whole country. Our budget for Kanyashree is Rs 1000 crore. Will Narendra Modi buy a new suit with the money he is saving by stopping funds for welfare schemes?

Our earning is Rs 40000 crore but thanks to the CPM, we have to pay debt instalment worth Rs 50000 crore. We will hit the streets if central interference and debt problem is not solved within 3 months.

On Aadhaar

Centre wants to make Aadhaar card mandatory. But they have not yet finished registration process. There is an order from Supreme Court saying Aadhaar is not mandatory. But Centre has stopped scholarships and pensions.

Centre must not make Aadhaar mandatory for scholarships until 100 percent registration is over. If Centre stops scholarships, student community will protest.

On bandhs

Trinamool does not supports Bandhs. We are ready to debate and discuss the grievances of labourers. CPM believes in dadagiri in the name of bandhs.

Trinamool will not allow bandh in Bengal. We will ensure normalcy of public life. Govt will compensate the properties damaged during bandhs. We will take stern action against bandh enforcers.

Opposition only exists in TV studios. If press stops covering their events, they will give up protests.

 

তৃণমূলের ছাত্র সমাবেশে কেন্দ্রকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূল ছাত্র পরিষদের সভার আয়োজন করা হয়েছিল। সভায় বক্তব্য রাখলেন তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছর ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয়।

তৃণমূল নেত্রী সহ অধিকাংশ তৃণমূল নেতারাই তাদের রাজনৈতিক জীবন শুরু করেছেন ছাত্র জীবন থেকে।

রাজনীতির অর্থ মানুষকে সেবা করা, জাতি গঠন করা। সব রাজনীতিবিদরা খারাপ নন। যদি ১ শতাংশ মানুষ খারাপ হন, তাহলে বাকি ৯৯ শতাংশ ভালো মানুষকে খারাপ বলা উচিত নয়। ছাত্র ও যুবরাই আমাদের দেশের ভবিষ্যৎ, এদিন মঞ্চ থেকে এই বার্তাই দেন নেত্রী।

 নেত্রীর বক্তব্যের কিছু অংশ:  

  • ছাত্র জীবন থেকেই আমার রাজনীতি শুরু
  • যারা ছাত্রজীবন থেকে সংগ্রাম করে, তারা কখনো চোর হয় না, তারা মানুষের জন্য কাজ করে
  • আপনি কোন কোম্পানির হয়ে কাজ করতে পারেন অথবা কোন প্রতিষ্ঠান ও তৈরি করতে পারেন যার মাধ্যমে অনেক মানুষের কর্মসংস্থান হবে
  • বেশ কিছু রাজনীতিবিদ শিক্ষকদের নিয়োগ বিরুদ্ধে মামলা দায়ের করেছে এবং এখন কেন শিক্ষকরা চাকরি পাচ্ছেন না কাজ দাবী করছে
  • বাম আমলে একটু বৃষ্টিতেই কলকাতায় সারাদিন জল জমে থাকত, এখন জল জমলে তা পাম্প করে তা নামিয়ে দেওয়া হয়
  • মানুষের সেবা করাই আমার কাজ। আমি তাই করব
  • ছাত্র-ছাত্রীদের অসীম দায়িত্ব। আমি বাংলার ছাত্রছাত্রীদের অনুরোধ করব তারা যেন তাদের রাজ্যকে ভুলে না যান
  • আমরা মাল্টি সুপার স্পেশালটি হসপিটাল তৈরি করছি, সেখানে আমাদের অনেক ডাক্তার প্রয়োজন
  • কেন্দ্রের উচিত মেডিকেলের আসন সংখ্যা বৃদ্ধি করা। এতে সব রাজ্যই উপকৃত হবে
  • কেন্দ্র আমাদের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে। ১০০ দিনের কাজে আমাদের ১৭০০ কোটি টাকা বকেয়া রেখেছে
  • আইসিডিএস এর ৯০% টাকা দেওয়ার কথা কেন্দ্রের, এখন তারা ১০% টাকা দিচ্ছে
  • কেন্দ্র চায় রাজ্য অধিকাংশ প্রকল্পের ৪০-৫০% টাকা দিক, কিন্তু সব প্রকল্পের নাম প্রধানমন্ত্রীর নামে
  • সারা দেশে ‘বেটি বাঁচাও বেটি পড়াও’ প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ ১০০ কোটি আর কন্যাশ্রী প্রকল্পে আমাদের বরাদ্দ অর্থ ১০০০ কোটি টাকা
  • আধার কার্ড বাধ্যতামূলক করতে চায় কেন্দ্র। কিন্তু ওরা এখনোও রেজিস্ট্রেশন প্রক্রিয়াই সম্পূর্ণ করেনি
  • যে সব উন্নয়নমূলক প্রকল্পের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে সেই টাকা দিয়ে কি নরেন্দ্র মোদী নিজের পোশাক কিনছেন
  • ওরা দেশটাকে ধ্বংস করে দিচ্ছে
  • দিল্লির বাবুদের একথা ভুলে গেলে চলবে না রাজ্যের সরকার জনগণ দ্বারা নির্বাচিত হয়েছে
  • নারায়ণী সেনাকে প্রশিক্ষণ দিচ্ছে বি এস এফ। কেউ কেউ আবার তা সমর্থন করছে, কি অহংকার
  • ওরা জনগণনা ভুলে গিয়ে গরুগণনা করছে
  • সুপ্রিম কোর্ট বলেছে আধার কার্ড বাধ্যতামূলক করা যাবে না। কিন্তু কেন্দ্র স্কলারশিপ ও পেনশনের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছে
  • গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে
  • ১০০% রেজিস্ট্রেশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আধার কার্ড বাধ্যতামূলক করা উচিত নয় কেন্দ্রের
  • কেন্দ্র স্কলারশিপ দেওয়া বন্ধ করে দিলে ছাত্র সংগঠন তার প্রতিবাদ করবে
  • আমাদের অ্যায় ৪০০০০ কোটি টাকা কিন্তু সিপিএমের দেনায় দায় দায় আমরা বহন করছি, তাই ঋণ দিতে হচ্ছে ৫০০০০ কোটি টাকা
  • কেন্দ্র হস্তক্ষেপ করা বন্ধ না করলে এবং তিন মাসের মধ্যে সমস্যার সমাধান না করলে আমরা রাস্তায় নামব
  • দলিত ও সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে আমরা
  • কংগ্রেস প্রতিবাদের ভাষা ভুলে গেছে
  • কেন্দ্রে যখন কংগ্রেস ক্ষমতায় ছিল, তখন রাজ্যে ক্ষমতায় ছিল সিপিএম, কেউ কোন কাজ করেনি
  • তৃণমূল বনধকে সমর্থন করে না। আমরা শ্রমিকদের সঙ্গে সব রকম আলোচনা করতে রাজি আছি
  • বনধএর নামে দাদাগিরি তে বিশ্বাসী সিপিএম
  • বাংলায় বনধ তৃণমূল বরদাস্ত করবে না, আমরা শান্তিপূর্ণ ভাবে সব খোলা রাখব
  • বনধে যেসব ক্ষতি হবে তার ক্ষতিপূরণ সরকার দেবে। জোর করে বনধ করলে আমরা কঠোর ব্যবস্থা নেব
  • বিরোধীদের শুধু টিভিতেই  দেখা যায়। যদি প্রেস ওদের মিছিলে যাওয়া বন্ধ করে দেয়, ওরা মিছিল করা বন্ধ করে দেবে
  • ৪৬ টি নতুন কলেজ, ৩০০টি আই টি আই ও পলিটেকনিক কলেজ তৈরি হচ্ছে
  • প্রতি বছর ১২ লক্ষ যুবক-যুবতীদের আমরা স্কিল ডেভেলপমেন্ট প্রশিক্ষণ দিচ্ছি
  • যারা নিজেদের বিজনেস খুলতে চায় তাদের জন্য অনলাইন ব্যবস্থা করে দিয়েছি
  • এবার থেকে যুবকল্যাণ দপ্তর ছাত্র কল্যাণ ও দেখবে
  • সরকারের সব সচেতনতামূলক প্রচারে ছাত্রদের সামিল হওয়া উচিত
  • সাংস্কৃতিক কারণে আমরা রাজ্যের নাম পরিবর্তন করতে চাই
  • নতুন নাম কি হওয়া উচিত? বঙ্গ না বাংলা? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন। জনতার উত্তর – ‘বাংলা’
  • বাংলা হবে বিশ্ব সেরা

 

 

Armed struggle is not expected in democracy: WB CM

“Not armed struggle but all round development is the key issue in the hills”, said Chief Minister Mamata Banerjee after warning people who were engaged in creating disturbance saying that “law will take its own course”.

“Such armed struggle is not expected in democracy and any attempt to weaken law and order situation will be dealt with seriously,” she said before leaving Sukna on her way back to Kolkata.

She said: “I want hill to come forward. But despite wishing for something we cannot do many things. The reason being there is GTA. But we are doing as much as work we can do from outside.”

Taking a dig at the Centre once again, Banerjee said: “Sometimes Delhi also extends support. But I am not in favour of armed struggle. I always favour nothing but development. Often, there were attempts to create such problems in the hills. But we must keep in mind that these are not expected in democracy and law will take its own course.”

সশস্ত্র আন্দোলন কাম্য নয়ঃ মুখ্যমন্ত্রী

যারা আন্দোলন করে পাহাড়ের শান্তি শৃঙ্খলা নষ্ট করছে তাদেরকে সতর্ক করে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সশস্ত্র সংগ্রাম নয়, পাহাড়ের উন্নয়নই মূল লক্ষ”।

এদিন সুকনা থেকে কলকাতা ফেরার আগে মুখ্যমন্ত্রী বলেন,”এই ধরনের সশস্ত্র সংগ্রাম গণতান্ত্রিক দেশে কাম্য নয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার কোনরকম চেষ্টাকে বরদাস্ত করা হবে না”।

তিনি বলেন, “আমি চাই পাহাড়ের মানুষ মূলস্রোতের সঙ্গে থেকে পাহাড়কে ভালবাসুন, সামাজিক সব কাজে অংশ নিন। পাহাড়ের আরও উন্নয়ন হোক। অনেক কিছু করার ইচ্ছে থাকলেও আমরা তা করতে পারছি না জি টি এ র কারণে। কিন্তু বাইরে থেকে যতটা সম্ভব ততটা কাজ আমরা করছি”।

কেন্দ্র প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, “কখনো দিল্লিও ওদের সমর্থন করছে। কিন্তু আমি সশস্ত্র সংগ্রামের পক্ষে নই। আমি উন্নয়নের পক্ষপাতী। প্রায়ই পাহাড়ে বিভিন্ন সমস্যার সৃষ্টি করা হচ্ছে কিন্তু আমাদের এটা সবসময় মাথায় রাখা উচিত যে এই ধরণের কাজ গণতন্ত্রে এটা আশা করা যায় না। সশস্ত্র আন্দোলন হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে”।

Biswa Bangla scripts the revival of Bengal’s doll art

At a time when the ancient art forms of the world are on the brink of extinction, the West Bengal government has launched an effort to revive the craft of ‘doll’ making.

This exquisite craft, prevalent in rural Bengal, has been passed on for generations. For example, artists make dolls made of palm leaves in Burdwan; in East Midnapore, shellac dolls are still made.

Recently a workshop – organised jointly by the State MSME and I&CA departments – was conducted in Kolkata where around 40 craftsmen from 20 districts participated with more than 50 types of dolls.

Doll Revival Project

A unique collection of 27 types of dolls are being made for the seven Biswa Bangla stores across the country, where these will be showcased.

Biswa Bangla will go for association and tie-ups to promote these dolls. A pilot project has been taken up to understand the demand for these products in the market. The doll revival project has included 50 artisans from various parts of Bengal including places like Nadia, Midnapore, Burdwan, Murshidabad, Bankura among others.

Every doll would come with a written note, narrating its history and place in Bengal’s folklore, the place it comes from and the name of the artist who crafted it.

Some dolls are as cheap as Rs 10; some on the higher side are about Rs 3,000 per piece. Some dolls are made of clay, some in wood, or sponge, palm leaf or jute. The most expensive ones available at the stores will be the dancing ‘beni’ – the local word for braided long hair – dolls of Midnapore.

 

Image source: prokerala.com

বাংলার হারানো পুতুল শিল্প পুনরুদ্ধারে নামল রাজ্য সরকার

ক্রমশ বাংলার পুতুল শিল্প তার নিজস্ব ঐতিহ্য হারিয়ে ফেলছে। এই ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে রাজ্য সরকারের উদ্যোগ বাংলার পুতুল কর্মশালা।

এই নিপুণ হস্তশিল্প গ্রাম বাংলায় পর পর প্রজন্ম ধরে চলে আসছে। উদাহরণস্বরূপ, বর্ধমানের শিল্পীরা তালপাতা দিয়ে বিভিন্নরকম পুতুল নির্মাণ করেন, পশ্চিম মেদিনীপুরে এখনোও লাক্ষা পুতুল তৈরি হয়।

MSME এবং  I&CA দপ্তরের উদ্যোগে যৌথভাবে কলকাতায় একটি ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। ২০টি জেলা থেকে প্রায় ৪০জন হস্তশিল্পী এখানে অংশগ্রহণ করবে,  প্রায় ৫০ রকমের হাতের তৈরি পুতুল এখানে প্রদর্শিত হবে।

পুতুল পুনর্নবীকরণ শিল্প

২৭ রকমের পুতুল তৈরি করা হচ্ছে যা সমগ্র রাজ্যে ৭টি বিশ্ব বাংলা স্টোরের প্রদর্শিত হবে।

বাজারে এসব পণ্যের চাহিদার কথা মাথায় রেখে এই পাইলট প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে। বাংলার বিভিন্ন জায়গা যেমন- নদিয়া, মেদিনীপুর, বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া সহ বাংলার বিভিন্ন অংশ থেকে ৫০ জন কারিগরদের নিযুক্ত করা হয়েছে।

প্রত্যেকটি পুতুলের গায়ে তার ইতিহাস, জায়গা, বাংলার লোকসাহিত্য, কোন জায়গা থেকে এটি এসেছে, শিল্পীর নাম সহ বিস্তারিত পরিচয় থাকবে।

কিছু পুতুল খুব কম দামে ১০ টাকায় পাওয়া যাওয়ার পাশাপাশি কিছু কিছু পুতুলের দাম রয়েছে ৩০০০ টাকা। এগুলি তৈরি হয়েছে মূলত মাটি, কাঠ, স্পঞ্জ, তাল পাতা ও পাট থেকে। সবচেয়ে জনপ্রিয় পুতুল হল পশ্চিম মেদিনিপুরের ‘বেণী’।

 

 

Bengal Safari in north Bengal a big hit among tourists

‘Bengal Safari’, a unique open-air zoo in the Baikunthapur forest of Salugara (near Siliguri in Darjeeling district) has become a huge hit among tourists. The Safari, which was inaugurated in January, 2016 by West Bengal Chief Minister, registers an average footfall of around 500 tourists every day.

With more than 1.5 lakh visitors in the last seven months, the tourism department has now decided to procure at least five more 20-seater buses. Thus more tourists can be ferried to the Safari zone in forest every day.

The 700-acre Safari Park will soon feature royal Bengal tigers, cheetahs, Himalayan black bears apart from deer and bison and varieties of birds. A separate zone has been dedicated for alligators and gharials. Elephants will also be a part of the attraction.

 

উত্তরবঙ্গের বেঙ্গল সাফারি পার্ক এখন পর্যটকদের প্রধান আকর্ষণ কেন্দ্র

বেঙ্গল সাফারি পার্ক – খোলা আকাশের নিচে চিড়িয়াখানা। শিলিগুড়ির কাছে সালুগাড়ায় বৈকুন্ঠপুর জঙ্গলের একাংশে বন দপ্তর দেশের প্রথম খোলা আকাশের নিচে চিড়িয়াখানা চালু করেছে, এই বছর জানুয়ারি মাসে এর উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে প্রতিদিনে প্রায় ৫০০ পর্যটকের ঘুরে দেখার ব্যবস্থা রয়েছে।

গত সাত মাসে এই সাফারি পার্কে পর্যটকদের ভিড় প্রায় দেড় লক্ষ ছাড়িয়ে গেছে, তাই এই সাফারি পার্ক পরিদর্শনের জন্য ২০টি আসনের ৫টি বাসের আয়োজন করেছে বন দপ্তর। তা সত্ত্বেও রোজ প্রচুর পর্যটক সাফারিতে যাওয়ার সুযোগ না পেয়ে হতাশ হয়ে ফিরে যান।

প্রায় ৭০০ একর জায়গা নিয়ে তৈরি এই সাফারি পার্কে, খুব শীঘ্রই স্থান পাবে রয়্যাল বেঙ্গল টাইগার, চিতাবাঘ ও হিমালয়ান ব্ল্যাক বিয়ার ছাড়াও হরিণ, বাইসন এবং বিভিন্ন প্রজাতির পাখি। ঘড়িয়াল ও কুমিরের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে। হাতি এই পার্কের আরও একটি আকর্ষণীয় অংশ।

WB Govt goes the extra mile to ensure time-bound service delivery

With an aim to ensure that people get proper services from all the departments of the government within a stipulated time, the West Bengal Right to Public Services Commission (WBRPSC) has upped its vigilance and is conducting inspections at various places.

In a landmark legislation, the West Bengal Government had promulgated the West Bengal Right to Public Services Act, 2013 to provide time-bound services to the citizens, thereby fixing the accountability of the public servants at various departments. This Act helps common people to avail the notified public services with a specified time.

The State Government is keen on strengthening and improving a transparent delivery mechanism in public service. The Act is applicable to all state government departments and local self government bodies, such as three-tier panchayats, municipalities, municipal corporations or any organisation controlled and financed by the state government.

 

সময়মত জনপরিষেবা দিতে বদ্ধপরিকর পশ্চিমবঙ্গ রাজ্যসরকার

নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্য সরকারের সব বিভাগের কাছ থেকে সাধারণ মানুষ যাতে যথাযথ পরিষেবা পায় তা নিশ্চিত করার লক্ষ্যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন এখন যথেষ্ট তৎপর এবং বিভিন্ন তারা বিভিন্ন স্থানও পরিদর্শন করছেন।

নির্দিষ্ট সময়ে জন পরিষেবা দিতে ২০১৩ সালে পশ্চিমবঙ্গ জন পরিষেবা আইন ২০১৩ চালু প্রণয়ন করে রাজ্য সরকার।সময়মত জনপরিষেবা পেতে এই আইন সাধারণ মানুষদের অনেক সাহায্য করবে।

জনপরিষেবা আরও শক্তিশালী উন্নত ও স্বচ্ছ করার জন্য উৎসাহী রাজ্য সরকার। এই আইন সব সরকারি বিভাগের জন্য কার্যকরী, যেমন- ত্রিস্তর পঞ্চায়েত, পৌরসভা, পৌর কর্পোরেশন বা কোন সংগঠন রাজ্য সরকার দ্বারা নিয়ন্ত্রিত হত।

 

 

 

2,200 new factories came up in Bengal in last 4 years

Chief Minister Mamata Banerjee’s initiative to boost up medium scale industries has resulted in action as around 2,200 new factories have come up in West Bengal in the last four years.

The state government has simplified the process of registration by introducing online submission of fees for the grant and renewal of license through the GRIPS (Government Receipt Portal System) portal of the state Finance department.

These new factories that have come up in last few years are mostly of large and medium scale. During FY 2011-12, there were a total of 15,592 registered factories in the state while in FY 2015-16 the number has gone up to 17,803.

Even the fees collected as registration has gone by a huge margin. The department has altogether collected an amount of around Rs 8.6 crore in 2015-16 as the registration of new factories whereas the figure stood at Rs 1.4 crore in 2011-12.

 

গত ৪ বছরে বাংলায় ২২০০টি নতুন শিল্প কারখানা তৈরি হয়েছে

মাঝারি শিল্পে আরও অগ্রগতি আনতে মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গত ৪ বছরে পশ্চিমবঙ্গে প্রায় ২২০০টি নতুন শিল্প কারখানা তৈরি হয়েছে।

রাজ্য অর্থ দপ্তরের GRIPS পোর্টালের মাধ্যমে অনলাইনে ফি জমা দেওয়া, লাইসেন্স পুনর্নবীকরন ইত্যাদির মাধ্যমে রাজ্য সরকার এই রেজিস্ট্রেশনের প্রক্রিয়া সরলীকরণ করে দিয়েছে।

গত কয়েক বছরে যে নতুন কারখানাগুলি এসেছে সেগুলি মূলত ভারী ও মাঝারি শিল্পে। ২০১১-১২ আর্থিক বর্ষে, মোট নথিভুক্ত কারখানার সংখ্যা ছিল ১৫,৫৯২ এবং ২০১৫-১৬ আর্থিক বর্ষে এই সংখ্যা বেড়ে হয়েছে ১৭,৮০৩।

২০১৫-১৬ আর্থিক বর্ষে দপ্তর কারখানার রেজিস্ট্রেশন ফি হিসেবে মোট ৮.৬ কোটি টাকা সংগ্রহ করেছে; ২০১১-১২ আর্থিক বর্ষে এর পরিমাণ ছিল ১.৪ কোটি টাকা।