Düsseldorf keen to be sister-city of Kolkata

Kolkata Mayor Sovan Chatterjee, who is on a visit to Germay along with the Bengal Chief Minister Mamata Banerjee, today held a meeting with Giesel Thomas, Mayor of North Rhine-Westphalia and invited him to the BGBS in 2017. Chatterjee initiated a dialogue with the city of Duesseldorf for a sister city partnership. Mayor Giesel said that he would take up the matter at the next council meeting and once it is through, a formal agreement would be signed.

The Kolkata Mayor said that steps had been taken to improve the infrastructure of Kolkata by making it greener and cleaner. He mentioned that a number of measures had also been taken to ease doing business in Bengal.

Kunming, the main city of the Yunnan province in China, has a twin city arrangement with Kolkata besides Jersey City, New Jersey, United States.

 

কলকাতার ‘সিস্টার শহর’ হতে ইচ্ছুক ডুসেলডর্ফ

ডুসেলডর্ফ শহরের সঙ্গে কলকাতার মউ স্বাক্ষরের হল। উল্লেখ্য,গতকাল ডুসেলডর্ফ শহরের সঙ্গে তিলোত্তমার ‘সিস্টার সিটি’ হওয়ার বিষয়টি নিয়ে চুক্তি করেন কলকাতার মেয়র ও মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়৷জার্মানি পৌঁছেই ডুসেলডর্ফের মেয়র গিজেল থমাসের সঙ্গে এক প্রতিনিধি দল নিয়ে বৈঠক করেন শোভন৷ আগামী বছর কলকাতায় যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন হচ্ছে সেখানে জার্মান শিল্পপতিদের সঙ্গে নিয়ে আসার জন্য ডুসেলডর্ফের মেয়রকে আমন্ত্রণ জানান বাংলার মেয়র।

কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন কলকাতাকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও সবুজায়ন করার লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকও করছেন তিনি৷ মেয়রের সঙ্গে আসা শিল্পপতিরাও এদিন ডুসলডর্ফে জার্মান বিনিয়োগকারীদের সঙ্গে বাংলায় যৌথ উদ্যোগে প্রকল্প বৈঠক করেন৷ মেয়রের সঙ্গে রয়েছেন শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, ময়াঙ্ক জালান, পার্থ ঘোষ, সুমিত বাজাজ প্রমুখ৷

চীনের ইউনান প্রদেশের প্রধান শহর কুনমিং কলকাতার সঙ্গে একটি টুইন সিটি তৈরি করতে চায়, মার্কিন যুক্তরাষ্ট্রের জার্সি সিটি নিউ জার্সির পাশাপাশি।

 

Bengal CM arrives in Germany, to explore investment opportunities

A high powered official and business delegation from West Bengal, led by Chief Minister Mamata Banerjee is in Germany to promote closer engagement and cooperation in various fields and explore trade and investment opportunities between Germany and Bengal.

The Bengal Chief Minister arrived in Germany on Monday night and she would be addressing an exclusive Interactive Session on September 7 in Munich and a series of meetings with German business leaders are on the cards during her visit between September 5 -9.

State Finance Minister Dr Amit Mitra invited German businessmen on Monday to attend the 3rd Bengal Global Business Summit (BGBS) scheduled to be held in the city on January 20 next year.

Dr Mitra said that the past two editions were particularly successful and had attracted participation from 31 countries while he was addressing a seminar on Business Opportunities in Bengal in  Dusseldorf on Monday.

Gunther Horzetzky, state secretary, Minister of Economic Affairs, Energy, Industry, SMEs and Crafts of the Federal State of North Rhine-Westphalia said that a working group might be formed to take forward the discussions and chalk out a roadmap for closer engagement between the two regions.

Dr Amit Mitra and Kolkata Mayor Sovan Chatterjee along with a 29-member business delegation reached Duesseldorf on Monday where Mitra held a meeting with Norbert Walter Borjans, Finance Minister of North Rhine-Westphalia discussing bilateral issues.

 

 

মিউনিখে মুখ্যমন্ত্রী, আজ শিল্প বৈঠক

রাজ্যে বিদেশি বিনিয়োগের পাশাপাশি বাংলার পণ্য রফতানির ক্ষেত্র প্রস্তুত করতে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এক প্রতিনিধি বাণিজ্য দল জার্মানি এসেছেন।

সোমবার রাতে জার্মানি পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ৭ সেপ্টেম্বর মিউনিখে তিনি জার্মান ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক একটি বৈঠক করবেন।

বিএমডব্লিউ গাড়ি কোম্পানির সিইও এবং আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী৷ বুধবার মিউনিখে জার্মান শিল্পমহলের সঙ্গে রয়েছে বাংলার প্রতিনিধি দলের বৈঠক৷ এটি এবারের সফরে বাণিজ্যিক দিক থেকে সব চেয়ে গুরুত্বপূর্ণ এবং বিনিয়োগের ক্ষেত্রেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন জার্মানিতে আসা বাংলার শিল্পপতিরা৷

বিমানবন্দরে মুখ্যমন্ত্রীকে জার্মান সরকারের শীর্ষ আধিকারিকরা ছাড়াও স্বাগত জানাতে হাজির ছিলেন বাংলা থেকে আগেই আসা দুই মন্ত্রী অমিত মিত্র ও শোভন চট্টোপাধ্যায়৷

এদিন মিউনিখে শিল্পমন্ত্রী অমিত মিত্র জানিয়েছেন, ৭ তারিখ মিউনিখে ম্যানুফ্যাকচারিং এবং অটোমোবাইল শিল্পের একটি কর্মশালা রয়েছে৷ মিউনিখে মুখ্যমন্ত্রীর শিল্প  সম্মেলনে জার্মানির বিখ্যাত শিল্পপতিদের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে৷ জার্মানির চার শহরে শিল্প বৈঠক রয়েছে৷

মিউনিখ ছাড়াও ডুসেলডর্ফ, বাভেরিয়া, স্টুটগার্টে বৈঠক আছে৷ গাড়ি, আধুনিক প্রযুক্তি, উৎপাদন শিল্পে বিনিয়োগ, কলকাতা থেকে চামড়ার দ্রব্য রফতানি, দক্ষ মানবসম্পদ ও স্বচ্ছতায় জোর, পরিকাঠামো ইত্যাদি একাধিক ক্ষেত্রে বিনিয়োগ আরও মজবুত করতেই বৈঠক হওয়ার কথা৷ মাঝারি শিল্পে আরও গুরুত্ব দেওয়ার জন্য পদক্ষেপ করা হবে৷ মিউনিখে মুখ্যমন্ত্রীর সঙ্গে শিল্প বৈঠকে থাকবেন রাজ্যের বেশ কয়েকটি দফতরের সচিব৷

ডাঃ অমিত মিত্র এবং কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় সহ ২৯ জন সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধি দল সোমবার ডুসেলডর্ফ পৌঁছে জার্মান বিনিয়োগকারীদের সঙ্গে বাংলায় যৌথ উদ্যোগে প্রকল্প বৈঠক করেন৷

 

 

Bengal CM to leave for Germany today

Bengal Chief Minister Mamata Banerjee, who is on a visit to Italy and Germany will be leaving for Germany tonight. The Chief Minister will be accompanied by State Finance and Industries Minister Dr Amit Mitra and a 29-member business delegation.

State Finance Minister Dr Amit Mitra said, “Two leading German chambers of commerce — BVMW and the Association of German Chamber of Commerce and Industry (IHK) — have invited her”.

The business delegation with the CM will include Harshvardhan Neotia, chairman of Ambuja-Neotia Group; Sanjiv Goenka, chairman of R P-Sanjiv Goenka Group; Chandra Kumar Dhanuka, executive chairman of Dhunseri Group of Industries and several other captains of industry.

This will be the first business trip of Mamata Banerjee in her second term as the Bengal Chief Minister.

 

আজ মিউনিখ যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আজ রাতে ইতালি থেকে জার্মানির মিউনিখ সফরে যাচ্ছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র সহ ২৯ জন শিল্প প্রতিনিধিদের একটি দল আজ মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী।

রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন, “জার্মান চেম্বার অফ কমার্সের – BVMW এবং চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি জার্মান এসোসিয়েশনের (IHK) – তরফ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে.”

অম্বুজা নেওটিয়া গ্রুপের চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া, আর পি সঞ্জীব গোয়েনকা গ্রুপের চেয়ারম্যান সঞ্জীব গোয়েনকা এবং চন্দ্র কুমার ধানুকা সহ বিভিন্ন শিল্পপতিরাও আজ মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী।

দ্বিতীয়বার মুখ্যমন্ত্রীর হওয়ার পর এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম বাণিজ্য সফর।

Bengal Govt to introduce mobile app for ‘Sufal Bangla’

The State Agriculture Marketing department will be introducing a cell phone app to ensure home delivery of vegetables from all outlets of Sufal Bangla which would come up by the end of March 2017. The department has set a target of setting up around 80 outlets across the state by this fiscal.

The outlet at New Alipore, which was inaugurated in July, is the only one in the state where order could be placed for home delivery of vegetables either over the phone or by logging into the website of Sufal Bangla.

At present there are 8 outlets of Sufal Bangla including 6 in Kolkata and its outskirts. One is in Singur and other one in is Bolpur. The department has urged all District Magistrates to identify locations for 5 Sufal Bangla stalls in each district.

Earlier meat and milk products were available in the outlets. But Sufal Bangla has gone for collaboration with the State Fisheries Development Corporation to make fishes available in the outlets. Vegetables, fruits, milk-products, fishes and meat are available at reasonable prices here.

 

‘সুফল বাংলা’ মোবাইল অ্যাপ চালু করতে চলেছে রাজ্য সরকার

‘সুফল বাংলা’ থেকে শাক সবজি ইত্যাদি বাড়িতে পৌঁছানোর জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশন চালু করছে রাজ্য কৃষি বিপণন দপ্তর। ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে চালু হবে এই অ্যাপটি। সারা রাজ্যে প্রায় ৮০টি দোকান চালু করার সিদ্ধান্ত নিয়েছে এই দপ্তর।

নিউ আলিপুরে ইতিমধ্যেই চালু হয়ে গেছে ‘‌সুফল বাংলা’‌র স্টল। গত জুলাই মাসে এই স্টলটির উদ্বোধন করা হয়। সুফল বাংলার ওয়েবসাইটে দেওয়া নম্বরে ফোন করে অর্ডার করলেই তা আপনার বাড়িতে পৌঁছে যাবে। ৫০০ টাকার কেনাকাটা করলেই হোম ডেলিভারি পুরোপুরি ফ্রি।

বর্তমানে সারা রাজ্য মিলিয়ে মোট ৮টি ‘‌সুফল বাংলা’‌র স্টল তৈরি হয়েছে । কলকাতায় ৬টি এবং বাকি ২টি স্টল সিঙ্গুর ও বোলপুরে অবস্থিত। জেলা শাসকদের প্রতিটি জেলায় ৫টি করে ‘‌সুফল বাংলা’‌র স্টল তৈরির স্থান চিহ্নিত করার নির্দেশ দিয়েছে কৃষি বিপণন দপ্তর।

আগে মাংস ও দুগ্ধ জাতীয় সামগ্রী পাওয়া যেত। কিন্তু সুফল বাংলা স্টলে এখন মাছও পাওয়া যাবে।  ন্যায্যমূল্যে চাল, ডাল, সবজি, মাংস, দুধ, আইসক্রিম সহ প্যাকেটজাত জিনিসও পাওয়া যাবে এই স্টলে।

 

Bengal Govt to give away Siksha Ratna awards today

With the inspiration of Mamata Banerjee, the Hon. Chief Minister of Bengal, on the occasion of Teachers’ Day, successful teachers will be conferred with Siksha Ratna awards.

The top school will be honoured with the ‘Best School 2016’ award.

Education Minister Partha Chatterjee will be present at the event to be held at Nazrul Mancha at 1 PM.

After coming to power in 2011, Mamata Banerjee started the tradition of honouring teachers on the occasion of Teachers’ Day.

It may be mentioned that in the last five years, 46 new colleges, 15 new universities have been set up by the Bengal government. Around 3 lakh seats have been created in higher education. 2500 primary and 3500 middle schools have been set up and 1815 high schools have been developed.

 

আজ ‘শিক্ষা রত্ন’ সম্মাননা দিল রাজ্য সরকার

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শিক্ষক দিবস উপলক্ষে আজ কৃতি শিক্ষক শিক্ষিকাদের ‘শিক্ষা রত্ন’ সম্মাননা দেওয়া হল।

শীর্ষস্থানে থাকা স্কুলগুলিকে ‘সেরা বিদ্যালয় ২০১৬’ সম্মাননা দেওয়া হল।

আজ নজরুল মঞ্চে দুপুর ১টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষক দিবসে শিক্ষকদের পুরস্কৃত করার প্রক্রিয়া চালু করেন মমতা বন্দ্যোপাধ্যায় ।

উল্লেখ্য, গত পাঁচ বছরে রাজ্য সরকার ৪৬ টি নতুন কলেজ, ১৫টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি করেছে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে ৩ লক্ষ আসন সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া, ২৫০০টি প্রাইমারি, ৩৫০০টি মিডিয়াম স্কুল স্থাপন করা হয়েছে এবং ১৮১৫টি উচ্চমাধ্যমিক স্কুল উন্নীত করা হয়েছে।

 

Didi provides a touch of Bengal to Mother Teresa’s canonisation at Vatican City

West Bengal Chief Minister Mamata Banerjee provided a touch of Bengal to the Vatican before the canonization ceremony of Mother Teresa. While leading the delegation from Bengal from Rome to Vatican, the Chief Minister and the delegation sang songs of Rabindranath Tagore. The aptly chosen song ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ was on their lips as the delegation paid tribute to the Mother.

The West Bengal Chief Minister is in Vatican on an invitation extended to her by the Missionaries of Charity. On their walk to Vatican the delegation including MPs Sudip Bandopadhyay and Derek O’Brien as well as journalists from Bengal were seen singing Tagore songs which also included “প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে”.

The Bengal delegation led by Chief Minister Mamata Banerjee witnessed the grand occasion of the canonization of Mother Teresa, where she was declared ‘Saint Teresa of Calcutta’ by His Holiness Pope Francis.

 

ভ্যাটিকানে কবিগুরু স্মরণ মুখ্যমন্ত্রীর

তিনি মাদার টেরিজার শহর কলকাতা থেকে এসেছেন- এ কথা জানিয়ে দিতে মরিয়া ছিলেন৷ আর তাই বাংলার নিজস্ব সম্পদ তুলে ধরেই যেন আলাদা করে দিলেন নিজের উপস্থিতি৷ ভ্যাটিকানে কবিগুরুকে স্মরণ করে মুখ্যমন্ত্রী ও বাংলার প্রতিনিধিরা গাইলেন-‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’৷

মুখ্যমন্ত্রীর চেষ্টা ছিল, তিনি যে মাদারের শহর কলকাতা থেকে এসেছেন তা আলাদা করে তুলে ধরা৷ সেই জন্য বাংলার প্রতিনিধিদের জন্য আলাদা ব্যাজেরও ব্যবস্থা করেছেন তিনি৷ রোম থেকে হেঁটে ভ্যাটিকানের পথে তাঁর গলায় তাই উঠে এল বাংলার নিজস্ব সম্পদ-কবিগুরুর গান৷ গলা মেলালেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়ান-সহ বাংলার সাংবাদিকরাও৷ আগুনের পরশমণি থেকে প্রাণ ভরিয়ে, তৃষা হরিয়ে-র সুরে ভাসল ভ্যাটিকানও৷

Mamata Banerjee arrives in Rome to attend Mother Teresa’s canonisation

Chief Minister Mamata Banerjee reached Rome on Friday night; she is on an eight-day tour of Italy and Germany.

Nuns of The Missionaries of Charity and representatives of Archbishop of Kolkata greeted her at Rome airport.

She will stay in Italy from September 2 to 5. She will attend the canonisation ceremony of Mother Teresa at Vatican City. The mayor of Rome, Virginia Raggi will host a special reception for her either on September 4 or 5.

From Italy, she will fly to Munich to meet some German industrialists leading major manufacturing businesses.

 

রোম পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শুক্রবার রাতে রোম পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আট দিনের ইতালি ও জার্মানি সফর করবেন তিনি।

রোম এয়ারপোর্টে তাকে অভ্যর্থনা জানানমিশনারিজ অফ চ্যারিটির সন্ন্যাসীনীরা এবং কলকাতার আর্চবিশপের প্রতিনিধিরা।

আগামী ২ থেকে ৫ সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী ইতালিতে থাকবেন। সেখানে ভ্যাটিকান সিটিতে মাদার টেরেসাকে ‘সন্ত ঘোষণা’ অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। রোমের মেয়র ভার্জিনিয়া রাজ্ঞী তাঁকে আগামী ৪ অথবা ৫ সেপ্টেম্বর সম্বর্ধনা জানাবেন।

ইতালি থেকে তিনি যাবেন মিউনিখে, সেখানে তিনি জার্মান শিল্পপতিদের সঙ্গে দেখা করবেন।

 

 

Transport dept introduces Intelligent Transport System

The state transport minister inaugurated the vehicle tracking system and automated fare collection system on Friday. The introduction of the vehicle tracking system will help in monitoring movement of a bus from the command and control centre set up in the office building of CSTC.

The introduction of automated fare collection system at all the eleven depots will help in real time monitoring of revenue collection. From now onwards, fare collection will be done using Electronic Ticketing Machine (ETM). Conductors in buses will be carrying an ETM connected through GPRS with the control room.

Thus an operator sitting in the control room will get real time statics on the exact count of passengers travelling in a bus at a time as well as number of tickets issued in every trip. The same system will be implemented in buses run by other transport corporations as well for “strong vigilance on the fare collection process.

Smart cards will also be introduced for commuters soon. A passenger carrying a smart card just needs to press his or her card on the ETM with the conductor to get a ticket. Passengers who will not be having a smart card will get an ETM generated ticket after paying the fare in cash.

After introducing online tracking system for buses run by Calcutta State Transport Corporation (CSTC), the state transport department is all set to introduce biometric attendance recording system in all its offices and depots with an objective to provide better service to people.

 

 

ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম চালু করছে রাজ্য পরিবহণ দপ্তর

রাজ্য পরিবহণে এবার আধুনিকতার ছোঁয়া। চালু হচ্ছে ইন্টেলিজেন্স ট্রান্সপোর্ট সিস্টেম। সিএসটিসি‌ ভবনে পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী শুক্রবার ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম অ্যান্ড কন্ট্রোল সেন্টারের উদ্বোধন করলেন।

উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন পরিবহণ সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, ডব্লুবিটিসি–‌র চেয়ারম্যান রচপাল সিং, সংস্থার এমডি নারায়ণস্বরূপ নিগম, যুগ্ম অধিকর্তা, বিশেষ সচিব নীলাঞ্জন শাণ্ডিল্য প্রমুখ।

উদ্বোধনের পর মন্ত্রী বলেন, এই পদ্ধতির সাহায্যে সিএসটিসি–র কোথায়, কোন বাস রয়েছে, কত টিকিট কাটা হয়েছে ইত্যাদি অনায়াসে জানা যাবে। ডিপোতে কোন বাস কখন আসবে দ্রুত জানা যাবে তাও।

শীঘ্রই সরকারি বাসগুলির জন্য স্মার্ট কার্ড চালু করবে। যার ফলে মেট্রোর মত নগদে নয়, বাসে উঠে কার্ড দিয়েই টিকিট কাটতে পারবেন নাগরিকরা।

তিনি আরও জানান, ওলা–‌উবেরের মতো অ্যাপস চালু হচ্ছে। মিলেনিয়াম পার্কে টিকিট পাঞ্চিং মেশিন বসছে। স্মার্ট পরিবহণ পরিষেবা চালু করতেই এইসব অভিনব উদ্যোগ নেওয়া হচ্ছে।

 

Trinamool Congress recognised as national party

After winning two consecutive Assembly polls in West Bengal, Mamata Banerjee on Friday added yet another feather to her cap with Trinamool Congress being extended the national party status by the Election Commission.

The Election Commission said the Trinamool Congress has satisfied one of the conditions mentioned in the Election Symbols (Reservation and Allotment) Order, 1968 to be recognised as a national party — having been recognised as a State party in at least four States.

It is a recognised State party in West Bengal, Manipur, Tripura and Arunachal Pradesh.

 

জাতীয় দলের স্বীকৃতি পেল তৃণমূল

জাতীয় দলের স্বীকৃতি পেল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস৷শুক্রবার জাতীয় নির্বাচন কমিশনের তরফে দেওয়া হল এই স্বীকৃতি৷

যে দল জাতীয় দলের মর্যাদা পাওয়ার দাবি জানায়, অন্তত ৪টি রাজ্যে লোকসভায় তাদের আসন থাকতে হবে৷ এই মুহূর্তে বাংলা ছাড়া ত্রিপুরা, মণিপুর ও অরুণাচল প্রদেশে প্রতিনিধিত্ব রয়েছে তৃণমূলের৷ আর তাই এল নির্বাচন কমিশনের এই স্বীকৃতি৷

এই স্বীকৃতি পাওয়ার পর রোম থেকে উচ্ছসিত টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

 

Reacting to the news, Mamata Banerjee tweeted from Rome:

Bengal CM thanks people for putting a bandh to bandhs

Bengal Chief Minister Mamata Banerjee today thanked the people of the State for putting a bandh to bandhs. She briefed mediapersons at Dubai airport on her way to Rome.

“I congratulate the people of Bengal for putting a bandh to bandhs. Thank you to all,” said the Chief Minister. She also announced that those who came to work today will get an extra holiday during Durga Puja.

At Nabanna, Education Minister Partha Chatterjee thanked the people of Bengal for defying the bandh. He said people have shown their support towards Mamata Banerjee’s agenda of development. He said Mamata Banerjee has been working hard to restore the work culture in Bengal.

“The transport service was normal today. On a normal day 1800 buses ply on the roads. Today 2300 buses were available. There were 90 trams on the roads instead of 80. There were 37 water vehicles,” he added.

 

বনধকে বন্ধ করার জন্য রাজ্যবাসীকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী

আজ বামফ্রন্ট ট্রেড ইউনিয়নের ডাকা বনধকে ব্যর্থ করার জন্য রাজ্যের মানুষকে ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুবাই থেকে রোমের বিমানে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, “বনধকে বন্ধ করার জন্য বাংলার মানুষকে আমার শুভেচ্ছা। সকলকে অনেক ধন্যবাদ”। যারা আজ কাজে যোগদান করেছেন তারা দুর্গা পূজার সময় একদিন অতিরিক্ত ছুটি পাবেন বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

নবান্নে সাংবাদিক বৈঠক করে স্বতঃস্ফূর্ত ভাবে এই বনধকে সমর্থন না করার জন্য মানুষকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মসূচীকে মানুষ সমর্থন করছে। বাংলায় কাজের সংস্কৃতি ফিরিয়ে আনতে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক পরিশ্রম করেছেন। 

তিনি আরও জানান, “সাধারণ দিনে রাস্তায় ১৮০০ বাস চলে, আজ ২৩০০ টি বাস চলেছে। সাধারণত দিনে ৮০টি ট্রাম চলে, আজ সেই সংখ্যা ৯০। ৩৭টি জলযান চলেছে আজ”।