Bengal to celebrate Golden Jubilee Year of International Literacy Day

The Bengal Mass Education and Library Services department will celebrate the golden jubilee year of International Literacy Day  at Rabindra Sadan today. The State Panchayat and Rural Development and PHE Minister Subrata Mukherjee will deliver the inaugural lecture on the occasion.

On the occasion a padayatra with over 1000 participants will also be organised on the same day.

The West Bengal government is planning to reduce illiteracy by ten per cent within the next five years. The Government has identified nine districts in the state upon which special attention is being given. The districts include CoochBehar, Jalpaiguri, North and South Dianjpur, Malda, Murshidabad, Birbhum, Bankura and Purulia.

Besides implementing the State-funded Literacy Programme, the Mass Education department is also running Social Welfare Homes, providing education and training for the disabled students, running the Shramik Vidyapith, Kolkata as well as the People’s (Janata) Government College, Banipur, North 24 Parganas and People’s (Janata) Government College at Kalimpong.

 

 

আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের স্বর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন করবে বাংলা

আজ রবীন্দ্র সদনে দি বেঙ্গল মাস এডুকেশন এন্ড লাইব্রেরি সার্ভিস ডিপার্টমেন্ট দ্বারা আয়োজিত হতে চলেছে সাক্ষরতা দিবসের স্বর্ণ জয়ন্তী বর্ষ  অনুষ্ঠান।  রাজ্য পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন এবং জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী শ্রী সুব্রত মুখোপাধ্যায় উদ্বোধনী বক্তৃতা দেবেন।

এই উপলক্ষে একই দিনে একটি পদযাত্রার আয়োজন করা হয়েছে, প্রায় ১০০০ জনেরও বেশি লোক অংশগ্রহণ করবেন।

রাজ্য সরকার আগামী পাঁচ বছরের মদ্ধ্যে আরো দশ  শতাংশ মানুষকে শিক্ষিত করার লক্ষমাত্রা স্থির করেছে। এর জন্যে বিশেষ করে নয়টি জেলা কে চিহ্নিত করা হয়েছে ও তাদের ওপর বিশেষ নজর দেওয়া হবে।  জেলাগুলি হল – কুচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়া।

সরকার নিহিত সাক্ষরতা কার্যক্রম ছাড়াও গন শিক্ষা দফতর সমাজ সংস্কারি  হোম, ছাত্রদের প্রশিক্ষণ দেওয়া, কলকাতা শ্রমিক বিদ্যাপীঠ, উত্তর ২৪ পরগনার বানীপুর ও কালিম্পঙে সরকারি কলেজ চালনা করছে।

 

Bengal excels in providing drinking water to villages, control pollution

Adding another feather in its cap Bengal now excels in providing drinking water to the villages as well as in controlling pollution by technical means.

The State Public Health Engineering department has now requested for a package of Rs 10,000 Cr for carrying out a project to provide arsenic and fluoride-free drinking water to all the villages in the State.

Incidentally, Bengal has been the first and only State to start using the mobile app to pinpoint water sources for drinking water and map it with Geo-tag, which was devised by the Central Ministry.

The State PHE department has installed 217 laboratories to constantly check the quality of ground water. Also, all tube wells are being pinpointed by GI mapping. The laboratories have been given smart phones to do the mapping through the mobile app. Incidentally, Bengal also holds the first place in creating the number of laboratories to research on water quality.

 

দূষণমুক্ত পানীয় জল সরবরাহের জন্য সারা দেশে নজির গড়ল বাংলা

বাংলার মুকুটে যোগ হল আরও একটি পালক। গ্রামে গ্রামে পানীয় জল পরীক্ষাগারে প্রযুক্তির ব্যবহার ও দূষণ নিয়ন্ত্রণে এগিয়ে থাকার সুবাদে অন্য রাজ্যের তুলনার এগিয়ে বাংলা।

রাজ্যকে আর্সেনিক ও ফ্লোরাইড দূষণমুক্ত করতে জনস্বাস্থ্য কারিগরি দফতরের প্রতিনিধিরা ১০ কোটি টাকার একটি প্রেজেন্টেশন দেবে।

ঘটনাচক্রে, বাংলাই প্রথম রাজ্য যারা কেন্দ্রের গ্রামীণ জলসরবরাহ মন্ত্রকের তৈরি মোবাইল অ্যাপ ব্যবহার করে। জলের উৎস চিহ্নিত করে তা অ্যাপের মাধ্যমে আপলোড করে দিলে টা আপনাআপনিই অক্ষাংশ ও দ্রাঘিমাংশ এবং ছবি তোলার তারিখ ও সময় সহ জিও ট্যাগ করে নেবে।

রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর রাজ্যব্যাপী ২১৭ টি ল্যাবরেটরির মাধ্যমে প্রতিনিয়ত পানীয় জলের গুনমান পরীক্ষা করে চলেছে। এছাড়া প্রতিটি নলকূপকে ভৌগলিকভাবে চিহ্নিত করে তাঁর জি আই এস ম্যাপিং করা হচ্ছে এবং রাজ্যের প্রতিটি ব্লকে সমস্ত নলকূপকে পর্যবেক্ষণের আওতায় আনা হচ্ছে। প্রতিটি ল্যাবরেটরিকে স্মার্ট ফোন দেওয়া হয়েছে সার্ভে করার জন্য। ঘটনাচক্রে, পানীয় জল পরীক্ষাগারের সংখ্যার বিচারেও দেশে প্রথম বাংলা।

 

“Come to Bengal and invest”: Mamata tells investors in Munich

West Bengal Chief Minister Mamata Banerjee today made an impassioned plea to investors, both foreign and those in the country, to invest in the state and assured them that her government would pull out all the stops to help and support.

“We will help. Give us the choice, we will give you all options. If you want to set up industry, the state government will give land from the land bank. Our land bank, land policy is ready. If you come, we will be happy,” Banerjee said while addressing a business meeting in Munich.

Mamata Banerjee, who led a business delegation to Munich to explore investment opportunities, urged the German auto major BMW to consider investing in the state and said, “We have enough opportunities in transport sector. You will see with your own eyes the opportunities in Bengal,” she said.

“If you think about India, first think about Bengal. Bengal is the gateway to Bangladesh, Bhutan, Nepal. If you invest, you will get a ready market,” she told the investors.

“If you want to invest, you have to set up one unit. Only ancillaries (industries) will not serve the purpose,” she said.

Giving a personal touch to her fervent plea, the Chief Minister said, “please consider me as your sister. Consider Bengal as your home. Bengal is the destination”.

State finance minister Amit Mitra, who had a meeting yesterday with senior management of the BMW in Munich had described it as a productive meeting.

“We told BMW that all options are open for them to invest in Bengal,” he had stated.

 

জার্মানিকে বাংলায় লগ্নির ডাক মমতার

বাংলা পূর্ব এশিয়ার প্রবেশপথ। এখানে কারখানা করলে পশ্চিমবঙ্গ তো বটেই, ভারত এবং দক্ষিণ এশিয়ার বাজার পাবেন। আমাদের ল্যান্ডব্যাঙ্ক রয়েছে, বিনিয়োগের উপযুক্ত জায়গা রয়েছে। আপনাদের কোনও অসুবিধা হবে না। বুধবার মিউনিখে এভাবেই বি এম ডব্লু–কে বাংলায় বিনিয়োগ করার আবেদন জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

গাড়ি শিল্পের পাশাপাশি বাংলায় ম্যানুফ্যাকচারিং শিল্প গড়তেও জার্মান শিল্পোদ্যোগীদের আহ্বান জানিয়েছেন। জার্মান শিল্পপতি ও উদ্যোক্তাদের উদ্দেশে মিউনিখের সিটি সেন্টারে শিল্প সম্মেলনে মমতা বলেন, শুধু কারখানাই নয়, অনুসারী শিল্প করতেও আসুন।

মুখ্যমন্ত্রী বলেন, বাংলায় অনেক জায়গা আছে যেখানে জল, বিদ্যুৎ, আলো প্রচুর আছে। আপনাদের কোনও অসুবিধা হবে না। বাভারিয়া প্রদেশের আইনমন্ত্রী উইনফ্রেইড হাউসব্যাককে পাশে বসিয়ে মমতা বলেন, আমাদের ল্যান্ডব্যাঙ্ক আছে। বাংলায় কর্মসংস্কৃতি ফিরেছে। এখন আমাদের রাজ্যে আর কোনও কর্মদিবস নষ্ট হচ্ছে না। বাংলায় রেডি মার্কেট পাবেন। আপনাদের পণ্যের জন্য নতুন করে বাজার খুঁজতে হবে না। বাংলা এখন বিনিয়োগ করার জন্য উপযুক্ত জায়গা। আপনারা আসুন।

এদিনের শিল্প সম্মেলনে রাজ্যের ২৯ জন শিল্পপতির একটি দল যোগ দিয়েছেন। সম্মেলনে বাংলার শিল্পপতিদের অনেকে গত ৫ বছরে পশ্চিমবঙ্গে এই সরকারের কাজের ভূয়সী প্রশংসা করেছেন। বলেছেন, তাঁদের এই সরকারের সময়ে কাজ করতে কোনও অসুবিধা হয়নি। সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সবরকম সহযোগিতা তাঁরা যখনই চেয়েছেন, পেয়েছেন। জানা গেছে, এদিন শিল্প সম্মেলনে জার্মানির কয়েকটি শিল্প সংস্থার প্রতিনিধিরা বাংলায় বিনিয়োগ করার কথা ভাবছেন বলে জানিয়েছেন।

জার্মান শিল্পপতিদের সঙ্গে বাংলার আত্মিক যোগের কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কবিগুরু রবীন্দ্রনাথ, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা উল্লেখ করেন। বলেন, জার্মানির সঙ্গে ভারতের মৈত্রী বন্ধন গড়ে তুলেছিলেন ম্যাক্সমুলার। বলেন, জার্মান ও বাংলার সম্পর্ক দীর্ঘজীবী হোক।

মুখ্যমন্ত্রী বলেন, গাড়ি শিল্পই হোক আর ম্যানুফ্যাকচারিং— বাংলায় বিনিয়োগ করলে আপনারা সবরকম সহযোগিতা, সমর্থন পাবেন। বাংলার তরুণ প্রজন্ম রয়েছে। তাঁদেরকেও আপনারা কাজে লাগাতে পারবেন। জার্মান শিল্পোদ্যোগীদের উদ্দেশে মমতা বলেন, আপনারা এসেছেন। আমি গর্বিত। আপনারা আমাকে সম্মান দিয়েছেন। ২০ ও ২১ জানুয়ারি কলকাতায় গ্লোবাল বিজনেস সামিট হবে। আপনারা আসুন।

মুখ্যমন্ত্রী বলেছেন, আমি বিশ্বাস করি কাজ বেশি কথা কম। এভাবেই চলি। এদিনের বৈঠকে সিমেন্সের সুনীল মাথুর উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী বলেন, বিশ্ব–ফুটবল চ্যাম্পিয়ন জার্মানি। আর বাংলার মানুষ ফুটবল–পাগল। রাত জেগে বিশ্বকাপ ফুটবল দেখে। আমিও রাত জেগে দেখি। জার্মানির অনেক জিনিস আমরা কলকাতায় ব্যবহার করি। আপনারা যখনই আসবেন, বাংলায় কোনও বাধা পাবেন না। সবরকম সমর্থন, সহযোগিতা আপনারা পাবেন। বাংলায় বিনিয়োগ করলে এশিয়ার অন্য দেশগুলিতেও আপনাদের পণ্যের বাজার পাবেন। পূর্ব এশিয়ার গেটওয়ে পশ্চিমবঙ্গ। আমাদের পরিবহণ ব্যবস্থা ভাল। ল্যান্ডব্যাঙ্ক আছে।

Bengal Youth Hostels start online booking

The Department of Youth Services, Government of West Bengal has decided to go online for the booking of accommodation facilities at Youth Hostels across the State. This step will attract more tourists, especially students from other States who often prefer cheaper accommodations. Thus, now, accommodations can be applied for from the comfort of one’s home. Payments can also be made online using debit card, credit card, or NEFT/internet banking payment facilities.

The existing spot-booking system has also been improved by introducing the acceptance of debit cards, credit cards and EDC facility. Spot bookings for the youth hostels can also be made at the State Youth Centre in Moulally, Kolkata. All the rules and guidelines for the booking facility have also been provided on the relevant website.

This online booking system will also enable online cancellation, with the refund going back to the bank account automatically. This hassle-free system will immensely help people.

To book, click here (Before that you have to register on the website).

For the rules and regulations, click here.

 

 

পশ্চিমবঙ্গের যুব আবাসগুলিতে অনলাইন বুকিং পরিষেবা চালু হল

সমগ্র রাজ্য জুড়ে যুব ছাত্রাবাসগুলিতে অনলাইন বুকিং পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ যুব কল্যাণ বিভাগ। এই পদক্ষেপের মাধ্যমে পর্যটকরা আরও আকৃষ্ট  হবেন এবং তারা অনেক সস্তায় আবাসন পাবেন।

সকলে তাদের নিজ নিজ জায়গা থেকে বাড়িতে বসেই পশ্চিমবঙ্গের বিভিন্ন যুব হোস্টেল বুকিং-এর জন্য আবেদন করতে পারেন। এমনকি ডেবিট কার্ড / ক্রেডিট কার্ড / এনইএফটি / ইন্টারনেট ব্যাংকিংএর মাধ্যমেও তারা পেমেন্ট করতে পারবেন।

অনলাইন বুকিংএর সুবিধা ছাড়াও রয়েছে ডেবিট / ক্রেডিট কার্ড এবং EDC সুবিধা এবং কলকাতার মৌলালি যুব সেন্টার থেকেও এই বুকিং করা যাবে। বুকিংএর জন্য সব রকম বিধি এবং নির্দেশাবলী দিয়ে দেওয়া হয়েছে।

বুকিং করার সুবিধা ছাড়াও, সাধারণ মানুষ অনলাইনে এই বুকিং বাতিল করতে পারবেন ও নিজেদের ব্যাঙ্ক অ্যাকাউণ্টে সময়মতো টাকা ফেরত পেয়ে যাবেন। এই একটি ঝামেলাহীন প্রক্রিয়া এবং এর মাধ্যমে সাধারণ মানুষের অনেক উপকার হবে।

বুকিং-এর জন্য এখানে ক্লিক করুন

 

Bengal CM to meet German industry houses, seek investments

Bengal Chief Minister Mamata Banerjee will today hold a meeting with representatives of the German business houses at City Centre, Munich. The Chief Minister will be accompanied by the State finance and industry minister Dr Amit Mitra and a business delegation consisting industry captains from Bengal.

A preliminary meeting was held between the Chief Minister and the business delegation from Bengal yesterday. The Chief Minister urged the industry captains to showcase their experience of doing business in Bengal to their German counterparts. It was also decided regarding which sectors should be highlighted in the meeting,

The Bengal Chief Minister had earlier visited Singapore, London, Bhutan and Bangladesh and held industry meets . Under the present Government there has been a complete turnaround by the State regarding work culture and infrastructure development.

লগ্নি টানতে আজ মিউনিখে শিল্প সম্মেলন মুখ্যমন্ত্রীর

বাংলায় জার্মানির লগ্নির প্রত্যাশাকে সামনে রেখে আজ মিউনিখের সিটি সেণ্টারে অনুষ্ঠিত হচ্ছে রাজ্য সরকারের শিল্প সম্মেলন৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত এই নজিরবিহীন শিল্প সম্মেলনে জার্মান শিল্পমহলের শীর্ষস্থানীয় বহু প্রতিনিধি উপস্থিত থাকবেন৷

অটোমোবাইল সংস্থা ও সিমেন্স-সহ বহু সংস্থা আজ রাজ্যের আহ্বানে শিল্প সম্মেলনে যোগ দিতে পারে৷ ইউরোপের মাটিতে এই গুরুত্বপূর্ণ শিল্প সম্মেলনে টাটা গোষ্ঠীর প্রতিনিধি সহ থাকছেন দেশের প্রথমসারির কয়েকজন শিল্পোদ্যোগী৷ টিম বাংলাকে নিয়ে মমতা রোট্যাচ ইগার্ন থেকে মিউনিখে গিয়ে শিল্প সম্মেলনে যোগ দেবেন৷

মিউনিখের সফরে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন বাংলার শিল্পোদ্যোগীরা৷ মঙ্গলবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী দেশ থেকে আসা শিল্পোদ্যোগীদের সঙ্গে  শিল্প সম্মেলনের প্রস্তুতি নিয়ে একটি বৈঠক করেন৷ বৈঠকে শিল্পমন্ত্রী অমিত মিত্র, মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়-সহ অন্যান্য সচিবরাও ছিলেন৷ ওই বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, “আমি নয়, আপনারাই রাজ্যের শিল্পের কথা জার্মান শিল্পমহলের কাছে তুলে ধরবেন৷” রাজ্যের শিল্প পরিবেশের কোন দিকগুলি সম্মেলনে তুলে ধরা হবে, তা নিয়েও বৈঠকে আলোচনা হয়৷

২০১৭ বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আগে মিউনিখের এই শিল্প সম্মেলন খুবই গুরুত্বপূর্ণ। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিঙ্গাপুর, লন্ডন, ভুটান ও বাংলাদেশ সফরে গিয়েও শিল্প সম্মেলন করেছেন৷ দেশের মধ্যেও বাণিজ্যনগরী মুম্বই এবং দিল্লিতেও শিল্প সম্মেলন করেছেন তিনি৷‘বদলে যাওয়া’ বাংলায় বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে বিভিন্ন্ শিল্প সংস্থা৷

 

Even in Germany, Bengal CM keeps close watch on State weather situation

She may be away but her heart is in Bengal. In the midst of her busy schedule at Munich in Germany to showcase Bengal as an investment destination, Chief Minister Mamata Banerjee did not forget her responsibility in managing coordination with her cabinet colleagues in Kolkata in view of the flood threat in the state in the backdrop of heavy rain in the last 24 hours.

The Chief Minister called up State irrigation minister Rajib Banerjee on Tuesday morning from Munich and instructed him to interact with Damodar Valley Corporation (DVC) authorities to prevent excessive water release from DVC dams in the state that might worsen the situation.

Within minutes of the Chief Minister’s call from Munich the entire state secretariat of Nabanna got transformed into a virtual war room. The Minister instructed officials of his department to ensure constant watch on the river embankments round the clock till the time the flood threat is completely averted.

“The situation is not that alarming yet. But we are maintaining constant vigil. Now, everything will depend on how far DVC cooperates by showing restraint about water release,” the Minister said.

Besides the state irrigation department, the state disaster management department was also kept on high alert. Department officials were instructed to ensure that different rescue teams be ready for emergency. Relief items like tarpaulin, dry food and medicines have been kept ready in adequate amount, confirmed an officer of the state disaster management department. Leave for the staff and officers of both the state irrigation and disaster management departments have been cancelled till further orders.

 

জার্মানিতে বসেও বাংলার বন্যার খবর নিলেন মুখ্যমন্ত্রী

সশরীরে উপস্থিত না থাকলেও তাঁর মন সারাক্ষণ বাংলাতেই পড়ে থাকে, তিনি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জার্মানির মিউনিখে শিল্প সম্মেলনে ব্যস্ত কর্মসূচীর মধ্যেও তিনি তাঁর দাওিত্ব ভুলে যাননি। প্রতিনিয়ত তিনি গত ২৪ ঘণ্টায় বৃষ্টি ও বন্যা সংক্রান্ত সব রকম পরিস্থিতির ওপর নজর রেখেছেন এবং কলকাতার মন্ত্রীসভার সব মন্ত্রীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে সব খোঁজ-খবর নিচ্ছেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিচ্ছেন।

মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী মিউনিখ থেকে রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন এবং দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসির) কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার নির্দেশ দেন।

মিউনিখ থেকে মুখ্যমন্ত্রীর ফোন আসার কিছু সময়ের মধ্যেই জেলা শাসক ও বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের বন্যা সংক্রান্ত সবরকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

মন্ত্রী বলেন, “পরিস্থিতি এখনোও তেমন ভয়ংকর নয়। কিন্তু আমরা প্রতিনিয়ত সতর্ক থাকছি।  ডিভিসি কতটা জল ছাড়ছে তাঁর ওপর পরিস্থিতি নির্ভর করছে”।

রাজ্যের সেচ বিভাগের পাশাপাশি, রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগও উচ্চ সতর্ক ব্যবস্থায় বজায় রাখছে। বিভাগের কর্মকর্তারা বিভিন্ন উদ্ধারকারী দলগুলিকে সবরকম জরুরী অবস্থার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে। পর্যাপ্ত পরিমানে ত্রিপল, শুকনো খাবার ও ওষুধ প্রস্তুত রাখা হয়েছে।

 

Bengal aims to make 12 lakh people literate by 2017

The Bengal Government will take up a special drive to make 12 lakh people literate by January 2017, MoS for Mass Education and Library Science departments said.

The Minister said that as per the 2011 census, 22 per cent of the total population in the state was illiterate. Among them, a majority are poorest of the poor, minorities and dalits. He said his department would launch a massive campaign throughout the state to make more people literate. The department has taken up a scheme to make 10 per cent of the population literate within the next five years.

On September 9, a rally will be taken out in the city from Gandhi Statue to Rabindra Sadan, where a programme to create awareness about the campaign will be held.

The State Library department has taken up a special drive to help students to develop their habits of reading books and going to the library. There are 2,500 state-run libraries in 20 districts. Public Library Day was observed in the state on August 30, where attempts were made to woo students to develop the habit of reading books through programmes, symposiums and discussion.

The State Library Science Minister said it would be his prime duty to make the students aware of the libraries and then develop the habit to go there for studies.

 

২০১৭ সালের মধ্যে বাংলার ১২ লক্ষ মানুষকে সাক্ষর করার লক্ষ্য সরকারের

২০১৭ সালের মধ্যে বাংলার ১২ লক্ষ মানুষকে সাক্ষর করার লক্ষ্যে এক বিশেষ অভিযান শুরু করছে রাজ্য সরকার।

মন্ত্রী বলেন, ২০১১ সালের জনগণনা অনুযায়ী, রাজ্যের মোট জনসংখ্যার ২২ শতাংশ নিরক্ষর ছিলেন। তাদের মধ্যে একটি বড় অংশ ছিল দরিদ্র, সংখ্যালঘু ও দলিত শ্রেণীর মানুষ। তিনি জানান তাঁর দপ্তর সমগ্র রাজ্য জুড়ে মানুষকে সাক্ষর করার জন্য এক অভিনব প্রচার চালাচ্ছে। আগামী ৫ বছরের মধ্যে ১০ শতাংশ মানুষকে সাক্ষর করতে একটি প্রকল্প চালু করেছে দপ্তর।

৯ সেপ্টেম্বর, গান্ধীর মূর্তি থেকে রবীন্দ্র সদন পর্যন্ত একটি সমাবেশের মাধ্যমে প্রচারাভিযান অনুষ্ঠিত হবে,

শিক্ষার্থীদের বই পড়া এবং লাইব্রেরি যাওয়ার অভ্যাস গড়ে তুলতে রাজ্য গ্রন্থাগার বিভাগ একটি বিশেষ পদক্ষেপ নিয়েছে। ২০টি জেলায় রাজ্য পরিচালিত ২,৫০০ টি গ্রন্থাগার রয়েছে। গত ৩০ আগস্ট সাধারণ গ্রন্থাগার দিবস উপলক্ষে রাজ্য সরকার বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করেছিল।

রাজ্যের লাইব্রেরী সায়েন্স মন্ত্রী বলেন, শিক্ষার্থীদের মধ্যে লাইব্রেরি সম্বন্ধে সচেতনতা তৈরি করা এবং তারপর গবেষণার অভ্যাস তৈরি করাই তার মৌলিক দায়িত্ব।

Bengal seeks closer ties with Germany

A high powered official and business delegation from West Bengal, India led by the Hon’ble Chief Minister Mamata Banerjee is in Germany from September 5-9, 2016 to promote closer engagement and cooperation in various fields and explore trade and investment opportunities between the Germany and West Bengal.

Hon’ble Chief Minister of West Bengal, Mamata Banerjee would be addressing an exclusive Interactive Session on the 7 September, 2016 in Munich and a series of interactions are being organised on the occasion of her visit.

Seminar on “Business Opportunities in West Bengal”

The first of the interactive sessions, a seminar on “Business Opportunities in West Bengal” was organised by IHK Duesseldorf, Indo-German Chamber of Commerce, Government of West Bengal, Consulate General of India, Frankfurt and Federation of Indian Chambers of Commerce & Industry (FICCI) on 5 September, 2016.

The session was addressed by Dr Amit Mitra, Hon’ble Minister-in-Charge, Finance, Excise, Commerce & Industries, Mr Sovan Chatterjee, Hon’ble Mayor of Kolkata and Minister-in-Charge, Environment and Housing from Govt. of West Bengal. From NRW Ministry, Dr. Günther Horzetzky, State Secretary, Ministry for Economic Affairs, Energy, Industry, SMEs and Crafts of the Federal State of North Rhine-Westphalia addressed the session.

The event had a vibrant interactive session with German participants and members of the official and business delegation from West Bengal, India. The Seminar was attended by nearly 100 participants from across sectors.

The seminar was followed by G2B meetings between Senior Government officials of the State of West Bengal and major German companies including Elga Biotech, Boson Energy (IMBY Company), Oerlikon Barmag and others.

 

 

জার্মানির সাথে আরও নিবিড় সম্পর্ক চায় বাংলা

বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জীর নেতৃত্বে একটি উচচ পর্যায়ের সরকারি ও শিল্প প্রতিনিধি দল জার্মানিতে আছেন ৯ সেপ্টেম্বর, ২০১৬ পর্যন্ত, দুই দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর উদ্দেশ্যে।

আজ মাননীয়া মুখ্যমন্ত্রী মিউনিখ শহরে একটি শিল্প সম্মেলনে উপস্থিত থাকবেন।

গত ৫ই সেপ্টেম্বর “বাংলায় শিল্প সম্ভাবনা” সম্বন্ধে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডুসেলডর্ফ , ইন্দো-জার্মান চেম্বার অফ কমার্স, পশ্চিমবঙ্গ সরকার, কনস্যুলেট জেনারেল অফ ইন্ডিয়া, ফ্রাঙ্কফুর্ট এন্ড ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স & ইন্ডাস্ট্রি দ্বারা আয়োজিত হয়েছিল সভাটি।

উক্ত সভাটিতে বক্তব্য রাখেন মাননীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী অমিত মিত্র , কলকাতার মেয়র এবং আবাসন ও পরিবেশ মন্ত্রী শ্রী শোভন চ্যাটার্জী, মন্ত্রিসভা থেকে স্টেট সেক্রেটারি, অর্থনৈতিক বিষয়ক মন্ত্রী, শক্তি মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, কারু মন্ত্রী, ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রী।

সভা টি তে ১০০ জনের মতো প্রতিনিধি উপস্থিত ছিলেন দুই দেশ থেকে ও সভাটিতে আশাপ্রদ বার্তা বিনিময় হয়।

সভাটিতে পশ্চিমবঙ্গ সরকার ও জার্মানির নামি কোম্পানিগুলির মধ্যে কথাবার্তা চলে। কোম্পানিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল আলগা বায়টেক, বোসন এনার্জি, ওপেরলিকন বারম্যাগ প্রমুখ।

All options open for BMW to invest in Bengal: Amit Mitra

All options open for BMW to invest in Bengal, State Finance, Industries and Commerce Minister Dr Amit Mitra said today. He was addressing the press after a three-hour long meeting with top officials of BMW.

“The officials of BMW made several presentations. The meeting was productive. We will carry the talks forward,” he said. The minister added that Bengal wants a ‘sustained relationship’ with BMW. Stressing the green mobility is the future, Dr Mitra said BMW made presentation on electric cars and bikes.

The minister was accompanied by Chief Secretary, Finance Secretary, Mayor of Kolkata, Lok Sabha MP Sudip Bandyopadhyay and other delegates.

The minister invited his counterpart in the German state of North Rhine-Westphalia to Bengal Global Business Summit, 2017.

বিএমডবলুর বাংলায় বিনিয়োগের জন্য সব দরজা খোলা: অমিত মিত্র

বিএমডবলুর বাংলায় বিনিয়োগের জন্য সব দরজা খোলা, আজ বললেন রাজ্যের অর্থ ও শিল্পমন্ত্রী অমিত মিত্র। বিএমডবলুর উচ্চপদস্থ আধিকারিকদের সাথে তিন ঘন্টার এক বৈঠকের পর তিনি সাংবাদিকদের এই কথা বলেন।

বিএমডবলুর আধিকারিক অনেকগুলি প্রেসেন্টেশন দেখান। আজকের বৈঠক ফলপ্রসূ, বলেন শিল্পমন্ত্রী। তিনি আরও জানান যে বাংলা বিএমডাবলুর সাথে ‘সাস্টেন্ড রিলেশনশিপ’ চায়।

ইলেকট্রিক গাড়ি ও বাইক প্রকল্পে আগ্রহী বি এম ডবলু, বলেন অমিত মিত্র। অর্থমন্ত্রী ছাড়াও বৈঠকে আজ ছিলেন মুখ্যসচিব, অর্থসচিব, কলকাতার মেয়র, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ও অন্যান্যরা।

২০১৭র বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের জন্য জার্মানির রাজ্য নর্থ রাইন-ওয়েস্টফিলিয়ার অর্থমন্ত্রীকে আমন্ত্রণ জানান অমিত মিত্র।

Bengal tourism set to form separate policy for Home Stays

The Bengal Tourism Department is all set to formulate separate policy for Home Stays in the State. The new policy will ensure proper arrangements for stay, food quality as well as security of the guests in the Home Stays.

When the policy is framed, the families which are involved in Home Stays will be brought under Bread & Breakfast Scheme, which will benefit them by having a tie-up with Incredible India. Also, plans are afoot to start community development and organic farming in these places.

Home Stays allow travelers to board and lodge with locals and get a first-hand feel of the regional customs and culture. This gives an opportunity to the residents to earn a livelihood as well.

Several Home Stays have come up in the hamlets in north Bengal, particularly in the Dooars region (the floodplains and foothills of the eastern Himalayas in northeast India around Bhutan). Home Stays are a hit with international tourists.

 

 

নতুন হোম-স্টে নীতি আনতে চলেছে পর্যটন দপ্তর

হোম-স্টে-র ব্যবস্থা জনপ্রিয় হওয়ায় এবার এক পৃথক নীতি প্রণয়ন করছে রাজ্য পর্যটন বিভাগ। আগামী তিন-চার মাসের মধ্যেই সেই নীতি তৈরি হয়ে যাবে। নতুন নীতির মাধ্যমে পর্যটকদের থাকার জন্য যথাযথ ব্যবস্থা, খাদ্যের মান সেইসাথে অতিথিদের নিরাপত্তার সুনিশ্চিত ব্যবস্থা করবে পর্যটন দপ্তর।

নতুন নীতি তৈরির সময় হোম-স্টে-র সঙ্গে যুক্ত পরিবারগুলিকে ব্রেড অ্যান্ড ব্রেকফাস্ট প্রকল্পের আওতায় আনা হবে। সে ক্ষেত্রে ইনক্রেডিবল ইন্ডিয়া-র আওতায় সারা দেশের মানুষের কাছেই তাঁদের কথা পৌঁছাবে। কমিউনিটি ডেভেলপমেন্ট, অর্গানিক ফার্মিংয়ের মত বিষয়গুলিও এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে রাজ্যের।

উত্তরবঙ্গে বিশেষ করে ডুয়ার্স অঞ্চলে (প্লাবনভূমি ও ভুটানের প্রায় উত্তর-পূর্ব ভারতে পূর্ব হিমালয়ের পাদদেশে) প্রায় ১০০টি হোম-স্টে তৈরি হচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে পর্যটকদের কাছে এই হোম-স্টে খুবই আকর্ষণীয়।