Sukanya project participants to represent India in kickboxing World Cup

Sukanya, the dream project of Chief Minister Mamata Banerjee to provide self defence training to girl students, has reached a new height with five of its participants selected to represent India in Kick Boxing World Cup 2016 to be held in Russia.

Sukanya was initiated in 2014 by the Kolkata Police in collaboration with Women Development and Social Welfare department. On Friday, 2,500 girls, who underwent training on self defence in the third year of the project, received their certificates.

The five students who have been selected to represent India in the Kick Boxing World Cup are from four schools and one college in the city. Priya Das, a first year student of Behala College, Class X student Sahisnuta Sinha of Brahmo Balika Shikshalaya, Anushka Nath of Taki Government Girls’ High School, Dipanita Roy of Surah Kanya Vidyalaya and Alisha Khan of St Thomas’ Girls’ School were felicitated for success in Friday’s programme.

The Sukanya project had started with 646 students in some schools in the city. The number had gone up to 2,248 in the second year and in the third year some students from some colleges have joined the programme besides the school goers which took the number of participants to 2,500.

 

বাংলার ‘সুকন্যা’রা যোগ দেবে কিকবক্সিংয়ের বিশ্ব চ্যাম্পিয়নশিপে

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের স্বপ্নের সুকন্যা প্রকল্পের মাথায় নতুন পালক। এই প্রকল্পের আওতায় আত্মরক্ষার প্রশিক্ষণপ্রাপ্ত পাঁচ কন্যা কিকবক্সিং বিশ্বকাপে দেশের প্রতিনিধিত্ব করবে।

বেহালা কলেজের প্রথম বর্ষের ছাত্রী প্রিয়া দাস, ব্রাহ্ম বালিকা শিক্ষালয়ের দশম শ্রেণীর ছাত্রী সহিষ্ণুতা সিনহা, টাকি গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের অনুষ্কা নাথ, শুঁড়া কন্যা বিদ্যালয়ের দীপান্বিতা রায়, সেন্ট থমাস গার্লস স্কুলের আলিশা খান রাশিয়ায় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

রাজ্যের নারী কল্যাণ দপ্তরের সহযোগিতায় কলকাতা পুলিশের উদ্যোগে ২০১৪ সালে শুরু হয় সুকন্যা প্রকল্পটি। গত শুক্রবার এই প্রকল্পের তৃতীয় ব্যাচের ২৫০০ ছাত্রীকে শংসাপত্র দেওয়া হয়। প্রথম বছরে কলকাতার কয়েকটি স্কুলের ৬৪৬ জন ছাত্রীকে নিয়ে পথ চলা শুরু এই প্রকল্পের। দ্বিতীয় বর্ষে সেই সংখ্যা পৌঁছায় ২২৪৮য়ে আর তৃতীয় বর্ষে কলেজ পড়ুয়ারাও যোগ দেওয়ায় এখন মোট সুকন্যার সংখ্যা ২৫০০।

Consumer Protection Fair begins in Kolkata

Bengal government has always been proactive in protecting the rights of the consumers and ensuring they are not duped by any company. To that effect, a three-day Consumer Protection Fair began in Kolkata on Thursday.

The three-day fair was inaugurated at Netaji Indoor Stadium yesterday. It will be open for public from 2 PM to 8 PM everyday. Cultural functions and seminars will be held everyday to spread more awareness among people.

 

কলকাতায় শুরু হল ক্রেতা সুরক্ষা মেলা

জনসাধারণের স্বার্থ রক্ষায় সর্বদা তত্পর পশ্চিমবঙ্গ সরকার। জনসাধারণ যাতে কোনো ভাবে প্রতারিত বা বঞ্চিত না হন তার জন্য ক্রেতা সুরক্ষা দফতর সাফল্যের সঙ্গে কাজ করে চলেছে। সেই লক্ষ্যেই প্রতি বছরের মতো এবছরও শুরু হলো ক্রেতা সুরক্ষা মেলা।

গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধন হলো তিন দিন ব্যাপী এই মেলার। এই মেলা চলবে প্রতিদিন দুপুর দুটো থেকে রাত নয়টা অবধি। মেলায় প্রতিদিন দুপুরে সেমিনার ও সন্ধ্যে বেলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

নানা বিষয়ে চলবে সেমিনার জনগণকে আরো সচেতন করতে।

Boost for infrastructure in Goaltore

A day after Mamata Banerjee offered 1,000 acre land for setting up of a factory either by Tata/BMW or any other car manufacturing company at Goaltore in West Midnapore, the district authorities have started chalking out places on war footing to develop the area.

Upbeat with the CM’s announcement, as many as 100 labourers working in the Goaltore state seed farm started clearing the shrubs in the area. Garbeta-II BDO went to visit the spot. “We are in the process of preparing the land,” the BDO said.

The Midnapore zilla parishad has already taken up a proposal to give a blacktop to the road leading to the project site. A proposal for setting up a 132 kV power substation has also been submitted.

 

 

গোয়ালতোড়ে জমি প্রস্তুতির কাজ শুরু হয়ে গেল

বৃহস্পতিবার সকাল থেকেই গড়বেতা-২ ব্লকের বিডিও নিজে উপস্থিত থেকে শ্রমিক লাগিয়ে ওই জমিতে আগাছা পরিষ্কারের কাজ শুরু করেন৷  বিডিও জানিয়েছেন, এখানে পাশে জলের জন্য খাল রয়েছে৷ ১০ কিমির মধ্যে শিলাবতী ও কংসাবতী নদী রয়েছে, হাইওয়ে হচ্ছে, বিদ্যুতের সংযোগ শুরু হচ্ছে৷ সব মিলিয়ে শিল্পের উপযুক্ত জমি এটি৷ সেটাকেই শিল্পের জন্য তৈরি করা হচ্ছে৷

Tata Metaliks to set up a Skill Development Centre in Bengal

Tata Metaliks Ltd, a subsidiary of Tata Steel, today signed a memorandum of understanding with Paschim Banga Society for Skill Development (PBSSD) to set up a Skill Development Centre (SDC) in Paschim Medinipur district of West Bengal.

As part of corporate social responsibility and affirmative action initiative, it has signed the MoU with PBSSD, a Tata Metaliks Ltd (TML) statement said here. The MoU was signed by Sanjiv Paul, Managing Director, TML and PBSSD in the presence of Chief Minister Mamata Banerjee at Nabanna, the State’s administrative headquarters.

According to the statement, the Chief Minister expressed her happiness on the occasion and assured full support for the success of the skill development centre.

The statement further said that this initiative will equip the underprivileged youths of the local community in and around TML’s plant in Kharagpur with skills that will enable them to earn a sustainable livelihood either through employment or as entrepreneurs.

The centre will operate from a building belonging to PBSSD located within the campus of an ITI in the district. TML will train 1,000-1,200 youths annually through a reputed National Skill Development Corporation (NSDC)-approved training partner in short-term vocational courses.

The initial focus will be on plumbing, electrical work, carpentry, beauty and wellness, hospitality and security courses. The trainees will also be provided soft skills and basic computer training.

 

দক্ষ মানবসম্পদ গড়তে রাজ্যের সঙ্গে গাঁটছড়া বেঁধে প্রশিক্ষণ দেবে টাটা

রাজ্যে দক্ষ মানবসম্পদ তৈরি করতে এ বার প্রশিক্ষণ দেবে টাটা গোষ্ঠীর সংস্থা টাটা মেটালিক্স।

কারিগরি শিক্ষা দফতরের সঙ্গে হাত মিলিয়ে এই প্রশিক্ষণ দেওয়া হবে মেদিনীপুরের আইটিআই শিক্ষা প্রতিষ্ঠানে। প্রতি বছর ১২০০ জনকে প্রশিক্ষণ দিয়ে চাকরির উপযুক্ত করে গড়ে তুলবেন সংস্থা কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে টাটা মেটালিক্সের সঙ্গে এই প্রশিক্ষণ নিয়ে একটি সমঝোতা চুক্তি হয় রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের। যেখানে শিল্পমন্ত্রী অমিত মিত্র ছাড়া ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং কারিগরি শিক্ষামন্ত্রী অসীমা পাত্র।

এ দিনের সমঝোতা চুক্তি অনুষ্ঠানে টাটা মেটালিক্সের ম্যানেজিং ডিরেক্টর সঞ্জীব পল ছাড়া টাটা স্টিল-সহ গোষ্ঠীর অন্য কয়েকটি সংস্থার কর্তারাও উপস্থিত ছিলেন।

চুক্তি অনুযায়ী, প্রশিক্ষণের জন্য শ্রেণিকক্ষ-সহ অন্যান্য পরিকাঠামো তৈরি করে দিয়েছে রাজ্য সরকার। বাকি যন্ত্রপাতি, শিক্ষক-সহ প্রশিক্ষণ পরিচালনার যাবতীয় দায়িত্ব থাকবে টাটা মেটালিক্সের। কল, ইলেকট্রিক, কাঠের মিস্ত্রি-সহ পরিষেবা শিল্প এবং দক্ষ নিরাপত্তা কর্মী হয়ে ওঠার প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী এ দিন জানান, প্রশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের অন্যতম লক্ষ্য। বছরে ছ’ লক্ষ ছেলে-মেয়েকে প্রশিক্ষণ দিয়ে তৈরি করা হচ্ছে। যারা অনেকেই বিভিন্ন সংস্থায় চাকরি পাচ্ছে। সরকারের দাবি, ইতিমধ্যেই বেশ কয়েকটি বড় বেসরকারি সংস্থা বিভিন্ন আইটিআই-এ প্রশিক্ষণ দেওয়া শুরু করেছে। তাদের মধ্যে রেমন্ডস, স্যামসুং, মারুতি রয়েছে। হুন্ডাইও এ রাজ্যে প্রশিক্ষণ দেওয়ায় আগ্রহ দেখিয়েছে।

মুখ্যমন্ত্রী এ দিন জানান, রাজ্যে এখন ১৪৬টি পলিটেকনিক ও ২২৭টি আইটিআই রয়েছে। মেদিনীপুর ছাড়া অন্য আইটিআই-তেও প্রশিক্ষণ শুরু করার জন্য তিনি টাটা মেটালিক্স-সহ বেসরকারি সংস্থাগুলোকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, ‘‘রাজ্যের দিক থেকে যা সাহায্যের প্রয়োজন, তা করা হবে।’’

 

Volvo expresses intention to set up unit in Bengal

A day after West Bengal Chief Minister Mamata Banerjee invited investors to set up automobile unit in the state, Swedish automobile giant Volvo has expressed intention to establish a unit.

“I spoke with Volvo (representatives) today. We will give them 25 acres in Panagarh industrial park,” the CM told reporters. “They will have a setup there. We have given them land,” she said, adding details will be shared later.

Bengal has a land bank and policy ready for investors, she reiterated. The Swedish multinational approached the government for land to set up a base in the state.

The Chief Minister recently visited Germany and Italy seeking investment from global giants like BMW.

 

বাংলায় কারখানা গড়বে ভলভো

সিঙ্গুর দিবসের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বুধবার বিনিয়োগকারীদের গাড়ি শিল্পে বাংলায় লগ্নি করার আহ্বান জানান। তার একদিন পরেই সুইডেনের গাড়ি নির্মাতা ভলভো রাজ্যে একটি কারখানা গড়ার আগ্রহ প্রকাশ করেছে।

“আজ আমার ভলভোর সাথে কথা হয়েছে। আমরা রাজ্যের তরফে তাদের পানাগড়ে ২৫ একর জমি দেব,” জানান মুখ্যমন্ত্রী।

বাংলার নিজস্ব ল্যান্ড ব্যাঙ্ক ও ল্যান্ড ম্যাপ রয়েছে, বলেন মুখ্যমন্ত্রী। সেপ্টেম্বর মাসেই লগ্নির খোঁজে মুখ্যমন্ত্রী জার্মানি সফরে গেছিলেন।

Mamata Banerjee chronicles her Singur andolan in a book

The historic Singur Andolan will now be chronicled in a book which has been written by none other than Mamata Banerjee, who had been at the helm of the mass movement. The movement had lent a voice to millions of the farmers and working-class people who have been fighting for their rights.

At the Singur Diwas rally, Mamata Banerjee said that she has already started penning a book on Singur.

It was the Singur Land Movement that started a nationwide debate on the draconian 1894 land acquisition act and finally forced the Centre to draft a new legislation.

The new book, which is expected to be released at the Kolkata International Book Fair 2017, will feature the leader’s experiences and thoughts relating to the Singur Movement.

Mamata Banerjee has so far authored 63 books, including ten in English, all of which have been bestsellers.

 

সিঙ্গুর আন্দোলন নিয়ে বই লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায়

সিঙ্গুরের ১০ বছরের ঐতিহাসিক আন্দোলন এবার নথিভুক্ত হবে বইয়ের পাতায়। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক ও শ্রমিদের অধিকার রক্ষার লড়াইয়ের বৃহত্তর আন্দোলন নিয়ে বই লিখবেন।

সিঙ্গুর দিবসের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে, ইতিমধ্যেই সিঙ্গুরের আন্দোলন নিয়ে তিনি একটি বই লিখছেন।

এটি সিঙ্গুরের সেই জমি আন্দোলন, ১৮৯৪ সালের ভূমি অধিগ্রহণ আইন যা নিয়ে দেশব্যাপী বিতর্ক শুরু হয়েছিল এবং পরিশেষে কেন্দ্র একটি নতুন আইন প্রণয়ন করতে বাধ্য করেছিল।

২০১৭ সালের আন্তর্জাতিক কলকাতা বইমেলায় যে নতুন বইটি মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে তা সিঙ্গুর আন্দোলন নিয়েই রচিত হবে।

এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ৬৩টি বই (এর মধ্যে ১০টি ইংরেজি) ইতিমধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছে।

Mamata Banerjee balancing industry and people’s rights: Amit Mitra

On the historic day when Chief Minister Mamata Banerjee handed ‘parchas’ to 9,117 farmers at Singur, state industry and commerce minister Dr Amit Mitra brought out her ‘balance statesmanship’ in which she invited the Tata Group to invest more in the state.

“Chief Minister wants larger margin of investment from the Tata Group. She even had taken two business heads from the Tatas along with her to Munich – a tour to find fresh German investment,” said Dr Mitra at Bengal Chamber of Commerce and Industry meet on Wednesday.

Presenting the growth statistics, Mitra said that the traders’ fraternities of Germany are impressed with the figures. They will come to discuss investment in next Bengal Global Business Summit in January 20-21, 2017.

“We have given jobs to 68 lakh people and the process is still going on,” Mitra said at the BCCI gathering adding the state had largest bank funding in the Micro, Small, and Medium Enterprise (MSME). The MSME contributes 95 per cent of Garman economy. “So, MSME can take a major role in the economy,” Mitra said.

Giving the statistics, Mitra said the present Gross State Domestic Product (GSDP) of the state is Rs 9.5 lakh crore, which was Rs 4.60 lakh crore during the Mamata Banerjee government, had taken the office.

The figure is more than double. The fiscal deficit has reduced from 4.24 per cent to 2.68 per cent, which is an achievement. The revenue deficit of the state has reduced from 3.75 per cent to 1.03 per cent and moving towards zero. The income from state owned taxes have doubled. It was once Rs 21,129 crore, but now figuring at 42,920 crore.

The planned expenditure has increased 3 times; it was around Rs 14,650 crore, but now standing at Rs 54,069 crore. The social expenditure of the state has also grown up 4.5 times from the previous figure.

It has increased 7 times in agriculture, 4 times in physical infrastructure. The capital expenditure have increase from Rs 2,226 crore to Rs 15,947 crore.

“The construction of 10,663 km roads is underway, including 10,000 km rural roads. We have 99 per cent electrification in our states except Sundarbans where two Mouzas are still to be electrified, 6,000 new schools have made, 46 new government colleges have set up, 15 new universities including 8 private universities have come up here,” the industry and commerce minister added.

 

কৃষকদের অধিকার রক্ষা ও শিল্পোন্নয়নের ভারসাম্যের নীতিতেই মুখ্যমন্ত্রীর সাফল্য

কৃষকদের স্বার্থ রক্ষা ও শিল্পোন্নয়ন এই দুইয়ের ভারসাম্য বজায় রেখেই শিল্পকে এগিয়ে নিয়ে যেতে চান মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশ বিদেশের বিভিন্ন শিল্প সংস্থাকে রাজ্যে বিনিয়োগের জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী। কৃষি ও শিল্প দুইয়ের ভারসাম্য বজায় রেখে মুখ্যমন্ত্রী যেভাবে বাংলাকে উন্নয়নের দিশা দেখানোর কাজে এগিয়ে চলেছেন তা এক অর্থে প্রশংসনীয়।

বুধবার বেঙ্গল চেম্বার অফ কমার্সের এজিএম অনুষ্ঠানে এসে শিল্প মন্ত্রী অমিত মিত্র বলেন, “মুখ্যমন্ত্রী চান টাটা গ্রুপ বাংলায় আরও বেশি বিনিয়োগ করুক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সারা দিয়ে টাটার প্রতিনিধি দল জার্মানির মিউনিখে গিয়েছিলেন”।

বৃদ্ধি পরিসংখ্যান উপস্থাপনা করে ডঃ মিত্র বলেন, জার্মানির ব্যবসায়ীরা আমাদের পরিসংখ্যানে খুশি। আগামী বছর ২০১৭ সালের জানুয়ারি মাসে আয়োজিত বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে তারা আসবেন এবং এবিষয়ে আলোচনা করবেন।

“আমরা ৬৮ লক্ষ লোকের কর্মসংস্থান করেছি, প্রক্রিয়া এখনও চলছে। জার্মান অর্থনীতিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান ৯৫ শতাংশ। সুতরাং, MSME অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে,” বলেন অর্থমন্ত্রী।

GSDP পরিসংখ্যান দিয়ে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে রাজ্যের GDP গ্রোথ ৯.৫ লক্ষ কোটি, ২০১১ সালে যা ছিল ৪.৬০ লক্ষ কোটি। অর্থাৎ দ্বিগুনের চেয়েও বেশি। রাজ্যের আর্থিক ঘাটতি ৪.২৪ শতাংশ থেকে কমে হয়েছে ২.৬৮ শতাংশ যা নিঃসন্দেহে একটি সাফল্য। রাজস্ব ঘাটতি শতকরা ৩.৭৫ থেকে কমে ১.০৩ হয়েছে, ক্রমশ তা শুন্যের দিকে এগোচ্ছে। রাজ্যের আয় বেড়ে দ্বিগুন হয়েছে। আগে ছিল ২১.১২৯ কোটি টাকা এবং এখন তা হয়েছে ৪২.৯২০ কোটি টাকা।

পরিকল্পিত ব্যয় ৩ গুণ বেড়ে গেছে; আগে ছিল ১৮.৬৫০ কোটি টাকা, কিন্তু এখন হয়েছে ৫৪.০৬৯ কোটি টাকা। রাজ্যের সামাজিক খাতে আয় প্রায় ৪ গুন বৃদ্ধি পেয়েছে। কৃষিখাতে বৃদ্ধি পেয়েছে ৭ গুন। মূলধনি ব্যয় ২,২২৬ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১৫.৯৪৭ কোটি টাকা।

শিল্পমন্ত্রী আরও জানান, “ ১০,৬৬৩ কিলোমিটার সড়ক নির্মাণের কাজ চলছে এর মধ্যে ১০,০০০ কিলোমিটার গ্রামীণ সড়ক। সুন্দরবন ছাড়া আমাদের রাজ্যে প্রায় সব জায়গায় ৯৯ শতাংশ বিদ্যুতায়ন হয়ে গেছে। ৬০০০ নতুন বিদ্যালয়, ৪৬ টি সরকারি কলেজ তৈরি হয়েছে। ১৫ টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছে, এর মধ্যে ৮ টি বেসরকারি”।

 

 

Farmers laud CM for bringing back their lands

Stating that people’s notion on present generation’s apathy in agriculture is a myth with youths realising that the state is awaiting a boom in the agriculture sector, farmers in Singur lauded the role of the Mamata Banerjee’s government in helping them get back their land within 14 days of the Supreme Court’s verdict.

Most of the farmers who received the compensation cheques and deed of land from Mamata Banerjee on the dais of Singur Diwas on Wednesday shared the same view saying that at present, the state government is taking several steps to help farmers augment their produce and at the same time stringent steps were taken to ensure maximum profit for farmers. The state government is opening up new avenues in the agriculture sector by introducing need based farming and setting up of more agro-based industries.

“There is no question of using the land that we have got back today (Wednesday) for any other purpose apart from cultivating crops. Earlier there used to be three to four crops a year on the plot that was acquired by the erstwhile Left Front government for setting up of Tata’s Nano project. It may take some time, but we are confident that the land will get back its characteristics,” said Alochaya Manna, who received the compensation and deed of land for her plot.

Manna said that her son, who was the lone earner of the family, had struggled a lot for the past few years in earning livelihood. He had to move from one place to another in search for a job. “So we are eagerly waiting for the day from when my son can start farming on our land for which we had been fighting for a decade,” she said.

A 30-year-old farmer Prosenjit Das, who also received deed of land on Wednesday, said that his father had 4 bigha land that was forcefully taken away by the erstwhile Left Front government.

“Today (Wednesday) I am getting it back. There can be nothing better than getting back the plot as it will help us earn our livelihood and at the same time we can go for tie-ups with agro-based industries,” he said that the Supreme Court’s verdict in favour of farmers is not only the victory of the people of Singur but it has also paved a way for better days for farmers in the entire nation.

 

জমি ফেরত পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সিঙ্গুরের কৃষকরা

বেশির ভাগ কৃষক যারা ঐতিহাসিক সিঙ্গুর দিবসে তাদের ক্ষতিপূরণের চেক ও জমির পরচা ফিরে পেলেন এ কথা মুক্তকণ্ঠে স্বীকার করে নিয়েছেন যে রাজ্য সরকার কৃষকদের সাহায্যার্থে অনেক পদক্ষেপ নিয়েছেন। রাজ্য সরকার।

কৃষিজীবী আলোছায়া মান্না বলেন, “এরপর আর কোনো বাধা রইলো না এই ফেরত পাওয়া জমিতে কৃষিকাজ করতে। আগে এই জমিতে বছরে তিন চার বার ফসল ফলত। আমরা আশাবাদী একটু সময় লাগলেও এই জমি আবার উর্বর হবে।”

জমির পরচা ফেরত পাওয়ার পর আরেক কৃষক প্রসেনজিত দাস বলেন তার বাবার চার বিঘা জমি ছিল যা আগের বামফ্রন্ট সরকার জোর করে কেড়ে নেয়।

“এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। আমরা আবার চাষবাস শুরু করতে পারি ও কৃষি-কেন্দ্রিক শিল্প গুলোর সঙ্গে চুক্তি করতে পারি,” তিনি বলেন।

 

We have 1,000 acres of land in Goaltore for industry: Bengal CM

Stating that industry and agriculture can coexist, Bengal Chief Minister Mamata Banerjee today said that the State has 1000 acres of land in Goaltore ready and any investor – whether it is Tata or BMW – is welcome to set up an automobile manufacturing unit there.

She was speaking at Singur Diwas rally. The Chief Minister said had procedures been followed and land not been taken forcibly, Tatas could have set up industry in Bengal.

“We have a land bank and a land use police. We can give 1,000 acres in Goaltore in West Midnapore. We also have land in Panagarh and Howrah. Our message is clear. We want more IT and manufacturing industries in Bengal,” she added.

Mamata Banerjee made it clear that she was not against industry and mentioned that Bengal has been organising Bengal Global Business Summit for the last few years.

 

সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্প বার্তা

শিল্প ও কৃষি একসঙ্গে সহাবস্থান করবে একথা জানিয়ে বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, রাজ্য শিল্পের জন্য প্রস্তুত এবং কোনো বিনিয়োগকারী যদি ইচ্ছুক থাকেন তারা আস্তে পারেন। গোয়ালতোড়ে ১০০০ একর জমি আছে।  টাটা বা বিএমডব্লিউ যে কেউ সেখানে অটোমোবাইল উৎপাদন ইউনিট স্থাপন করতে পারেন।

এদিন সিঙ্গুর দিবসের সভামঞ্চ থেকে তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসরণ করছে সরকার। জোর করে জমি অধিগ্রহণের বিপক্ষে আমরা। টাটারা বাংলায় কারখানা স্থাপন করতে পারেন।

তিনি বলেন, “আমাদের ল্যান্ড ব্যাঙ্ক এবং ল্যান্ড পলিসি আছে। পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ের ১০০০ একর জমি আমরা শিল্পের জন্য দিতে পারি। পানাগড় এবং হাওড়াতেও আমাদের জমি আছে। আমাদের বার্তা স্পষ্ট। আমরা বাংলায় আরো আইটি এবং উত্পাদন শিল্প চাই।”

গত কয়েক বছর ধরে সরকার বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটের আয়োজন করছে। মমতা বন্দ্যোপাধ্যায় কখনোই শিল্পের বিরুদ্ধে ছিলেন না এদিন সভা মঞ্চ থেকে এই স্পষ্ট বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee hands over land ‘parchas’, cheques to farmers in Singur

Mamata Banerjee on Wednesday handed over land parchas (land deeds) and compensation cheques to farmers in Singur.

Around 9,117 land deeds were handed over. Around 800 compensation cheques – to unwilling farmers – were handed over by the Chief Minister and her Cabinet colleagues.

“In the first lot 9,117 parchas were given. All land will be returned in cultivable form within eight weeks,” she said during her visit to Singur.

The CM said that the government will be setting up check dams and small tube wells for irrigation in Singur. She added that soil testing is going on and all fertilisers for making the land fertile and cultivable will be provided to farmers.

“We will provide Rs 10000 to all farmer families to aid them in farming,” she added.

A Customs Hiring Centre will be set up in Singur to help farmers get loans. A training and demonstration centre for farmers will also be set up here.

 

কথা রাখলেন দিদি, জমি ফেরত দিলেন সিঙ্গুরের কৃষকদের

মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বুধবার সিঙ্গুরের কৃষকদের হাতে জমির পরচা ও ক্ষতিপূরণের টাকার চেক তুলে দেন।

৯১১৭ জনকে জমির পরচা ও ৮০০ জনকে ক্ষতিপূরণের টাকার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সতীর্থরা।

“প্রথম দফায় ৯১১৭ টি পরচা তুলে দেয়া হবে। পুরো জমিটিকেই আগামী আট সপ্তাহের মধ্যে চাষযোগ্য করে ফেরত দেয়া হবে ” সিঙ্গুরে বললেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান সরকার চেক বাঁধ ও টিউবয়েল তৈরী করে দেবে সেচের জন্য। তিনি আরও বলেন যে জমি পরীক্ষার কাজ চলছে এবং সরকারের তরফে সার যোগান দেয়া হবে জমিকে চাষযোগ্য করে তোলার জন্য।

দিদি বলেন যে প্রতি কৃষক পরিবারকে ১০০০০ টাকা করে দেয়া হবে ও সহযোগিতা করা হবে।

তিনি সাথে সাথে ও বলেন যে সিঙ্গুরে একটি Customs Hiring কেন্দ্র স্থাপিত হবেও যেখান থেকে কৃষক রা প্রয়োজনীয় ঋণ পেতে পারবেন। এছাড়াও আরেকটি কৃষক প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলা হবে।