Bengal Textile Dept to promote silk marriage sari as alternative to Banarasi

The idea of creating a market competitor of Banarasi – one of the finest wedding-wear for the brides across the nation – is now nurtured by the experts working under Bengal MSME and Textile Department.

‘Silk Marriage Sari’ – will be an alternative for ‘Banarasi Sari’ in West Bengal.

“I have confirmation from the Chief Minister to go ahead with this project. She has instructed us to finish the research work and commence the production as soon as possible,” said MSME and textile minister.

“Our production will be modern and gorgeous. The elegant look, stunning hand-made designs, colours would beat its competitors in wedding sari segment,” said the minister.

The Silk Marriage sari will be showcased in 22 Tantuja showrooms across the State. “We are going to start production at two destinations – Dhatrigram of Burdwan and Fulia of Nadia,” the minister said.

The State Government has hired some expert Banarasi artists, who are presently giving training, teaching and guidance to the Bengal weavers. The promotion and branding, marketing team would be done in a pre-planned way.

 

 

বিয়ের বেনারসির বিকল্প হিসেবে সিল্ক শাড়িকে তুলে ধরবে বস্ত্রদপ্তর

বিয়ের বেনারসি শাড়ির বিকল্প আসতে চলেছে পশ্চিমবঙ্গে। বাংলার তাঁতিরা এই বেনারসি শাড়ির বিকল্প সিল্ক শাড়ি বাংলাতেই তৈরি করবে। পশ্চিমবঙ্গ ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও বস্ত্রদপ্তরের উদ্যোগে শুরু হতে চলেছে এই উৎপাদন।

 

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও বস্ত্রদপ্তরের মন্ত্রী জানান, “এই প্রকল্পের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী থেকে। গবেষণার কাজ শেষ এবং যত তাড়াতাড়ি সম্ভব উৎপাদন আরম্ভ করার নির্দেশ দেওয়া হয়েছে”।

এই সিল্কের শাড়িগুলি তন্তুজর শোরুমে প্রদর্শিত হবে। “তন্তুজর ২২ টি কেন্দ্রে এই সব শাড়ি বিক্রি হবে। বর্ধমানের ধাত্রীগ্রামে এবং নদিয়ার ফুলিয়ায় আমরা আরও দুটি উৎপাদন কেন্দ্র তৈরি করছি।

বাংলার তাঁতিদের প্রশিক্ষণ দিতে বেনারসি শাড়ির বিশেষজ্ঞদের এনেছে রাজ্য সরকার।

Chinese delegation eyes investment in 7 sectors in Bengal

A 21-member Chinese trade delegation on Monday expressed their interest to invest in seven different industrial sectors in the state. The delegation – consisting of chief executive officers, vice-presidents and managing directors of 13 different companies met the local business fraternities on a ‘Business to Business’ gathering to discuss trade and investments in Bengal.

On Monday, Bengal Commerce and Industries Minister Dr Amit Mitra met the Chinese delegates. “They are interested to invest in the sectors of coal machinery and equipments, metallurgy, mining, electrical, chemical productions, pharmaceutical and medical equipments, biological equipments, hydropower and real estate materials,” Dr Mitra said.

The Chinese delegation is interested in manufacturing, infrastructure, real estate and heavy machinery. The scenario of Bengal is business friendly and conducive for investment, the delegation thinks..

The Chinese Vice-President Li Yuanchao had met Chief Minister Mamata Banerjee in November 2015, and assured her to send a business delegation to the state.

“Chinese Vice-President had met Chief Minister Mamata Banerjee and at the time had assured her to send a business delegation. With a focus on investment, the 13 companies from China have come to explore business opportunities in Bengal, whose aggregated turnover is USD 10 billion,” said Dr Mitra, adding that a delegation comprising top bosses of ‘Fortune 500’ companies is set to visit the state in November this year.

Additionally, the Chinese delegation will have discussions with Bengal Industrial Development Corporation (WBIDC) and also visit a manufacturing zone at Burdwan’s Panagarh to get exact knowledge of investment opportunities in the state.

“The Chinese delegation will visit the Matix factory at Panagarh. It will give them genuine knowledge of industrialisation in the state. As the first phase of its Panagarh urea plant is ready for commissioning, Matix Fertilizers plans to invest Rs 6,500 Cr in the second phase of the project,” the State Commerce and Industries minister said.

Dr Mitra said the Chinese companies have also shown their interest in the Micro, Small and Medium Enterprises (MSME) sector, which will be given support on behalf of the state government as per the industrial policy. The state has 6,000 acre of land in 23 industrial estates. “The huge trade deficit shows us that we should do more business with China,” Mitra added.

“We have invited the Chinese delegation to attend the Bengal Global Business Summit and I hope they will take a firm decision on investments in the state. Chinese do not take much time. Many countries take time to research, Chinese are not like those. They are always quick to grab the opportunities,” Dr Mitra said.

 

বাংলায় বিনিয়োগে আগ্রহী চিনের প্রতিনিধি দল

গতকাল চিন থেকে ২২ জনের একটি শিল্প প্রতিনিধি দল অমিত মিত্রের সঙ্গে বৈঠক করতে আসেন। বাংলায় শিল্পে বিনিয়োগের আদর্শ পরিবেশ তৈরী হয়েছে মমতা বন্দোপাধ্যায়ের আমলেই, জানালেন শিল্প বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখতে আসা চীন প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা প্রতিনিধিরা।
চিন থেকে আসা প্রতিনিধিরা  জানান যে পশ্চিমবঙ্গ ক্রমশ উন্নতি করেছে। আগের অবস্থার পরিবর্তন ঘটিয়ে রাজ্য বিনিয়োগের উপযুক্ত হয়ে উঠেছে।  রাজ্যের বিভিন্ন শিল্প সম্ভাবনা খতিয়ে দেখতে এসেছেন তারা।  রাজ্যের শিল্পমন্ত্রী  ডঃ অমিত মিত্র এই সভার প্রতিনিধিত্ব করেন। উপস্থিত ছিলেন অর্থ দফতরের বিভিন্ন আধিকারিকরা। চিন থেকে আসা প্রতিনিধি দলের পশ্চিমবঙ্গ সফর নিয়ে উত্সাহী রাজ্যের শিল্পপতি মহল।
ধাতু বিদ্যা, খনিজ সরঞ্জাম এবং উত্পাদন বিষয়ক বিভিন্ন খাতে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছেন দলটি।বাংলায় শিল্প বিনিয়োগের রূপরেখা তৈরী করতে তুমুল উত্সাহী  চিন। এই প্রতিনিধি দলকে উপযুক্ত জমি দেখতে পানাগড় নিয়ে যাওয়া হয়।দুদিন ব্যাপী এই সফরে তাদের চাহিদা অনুযায়ী ল্যান্ড ব্যাংকে থাকা বাকি জমিও দেখানো হবে। ১৩টি শিল্প সংস্থার ১৯ জন প্রতিনিধি এখানে আসেন। এই ১৩টি সংস্থার বার্ষিক আয় ১০০০ কোটি ডলারের বেশি। ফরচুন ৫০০ নথিভুক্ত কয়েকটি চীনা সংস্থাকে নিয়ে আগামী অক্টোবর মাসে এই প্রতিনিধিদল আবার আসবেন। সাংজি এনার্জি গ্রুপের পক্ষ থেকে জলবিদ্যুৎতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করা হয়েছে।
সিচুয়ান চানকে ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে রাজ্যের সঙ্গে মৌ সাক্ষরে আগ্রহ প্রকাশ করা হয়েছে। ক্রাউন ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে রিয়েল এস্টেটে স্থানীয় শিল্পপতিদের সঙ্গে চুক্তিতে আগ্রহ প্রকাশ করা হয়েছে।

 

SpiceJet’s hub in Kolkata to start more flights

Domestic Airlines major Spicejet is going to start new flight services to Silchar, Aizawl, Guwahati, Gorakhpur and Vizag from the city starting October 4, just ahead of the Durga Puja festivals.

From December, the airline would start daily direct flight services from Kolkata to Dhaka and Chittagong in Bangladesh

This was announced after a meeting between the Bengal Chief Minister Mamata Banerjee and the SpiceJet Chairman and Managing Director Ajay Singh.

The Bengal Chief Minister requested the airline to consider connecting the eastern metropolis to Europe with direct flights.

Stating that Bengal is the gateway to north-east India, Nepal, Bhutan, Bangladesh and even the ASEAN countries, she said the government will give all possible support.

The State finance minister Dr Amit Mitra said under a new state government policy, any additional or new flight from Kolkata would attract a 15-per cent tax on aviation turbine fuel, the lowest among all the metros. “The rate is 30 per cent but we have decreased it to 15 per cent. In Delhi, it is 20 per cent and in Mumbai, it is 25 per cent,” he added.

 

কলকাতা থেকে আরও নতুন বিমান পরিষেবা চালু করবে স্পাইসজেট

অক্টোবর থেকে বেশ কয়েকটি জায়গার সঙ্গে কলকাতাকে আকাশপথে জুড়ে দিচ্ছে স্পাইসজেট।

আগামী ৪ অক্টোবর থেকে কলকাতা-শিলচর, কলকাতা-গুয়াহাটি , কলকাতা-আইজল, কলকাতা-গোরক্ষপুর, কলকাতা-বাগডোগরা এবং কলকাতা-বিশাখাপত্তনম নতুন বিমান পরিষেবা চালু করতে চলেছে স্পাইসজেট।

গতকাল নবান্নে স্পাইসজেটের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব ও পরিহণ সচিব প্রমূখ।সেখানেই নতুন বিমান চালু করা নিয়ে কথা হয়।

মুখ্যমন্ত্রী আরও জানান, কলকাতা থেকে ঢাকা-চট্টগ্রাম উড়ান পরিষেবা চালু করবে এই সংস্থা। কলকাতা-ব্যাংকক এর উড়ান সংখ্যাও বাড়ানো হবে। এছাড়া, কলকাতা থেকে ইউরোপ পর্যন্ত সরাসরি উড়ান পরিষেবা চালু করার জন্য আমরা স্পাইসজেটকে অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন, উত্তরপূর্ব ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ সহ সব এশিয়ান কান্ট্রিগুলির গেটওয়ে বাংলা। পশ্চিমবঙ্গের অণ্ডাল ভারতের প্রথম গ্রিন ফিল্ড এয়ারপোর্ট।

স্পাইসজেটকে নতুন বিমান পরিষেবা চালানোর ব্যাপারে সমস্ত রকম সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

শিল্পমন্ত্রী অমিত মিত্র জানান, নতুন/অতিরিক্ত বিমানগুলিকে ১৫% জ্বালানি কর দিতে হবে যা ভারতের মেট্রো শহরগুলির মধ্যে সবথেকে কম। তিনি আরও বলেন, করের হার ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। দিল্লিতে এই করের হার ২০ শতাংশ এবং মুম্বাইতে এই করের হার ২৫ শতাংশ।

 

 

Mamata Banerjee to go on third north Bengal visit

Bengal Chief Minister Mamata Banerjee will set out for her three-day tour of north Bengal on Wednesday.

This is the third time Mamata Banerjee will be visiting north Bengal, after Trinamool Congress came to power for the second time with a land slide victory in the Assembly election in May.

The Chief Minister will attend a programme at Siliguri where she will be distributing bicycles among school goers under the Sabuj Sathi project.

After attending the programme in Siliguri, she will go to Kalimpong, and will be attending two separate programmes of the Tamang Board and Lepcha Board.

The people of Siliguri and Kalimpong are very eager to welcome the Chief Minister.

 

উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

দ্বিতীয় বার ক্ষমতায় আসার পর তৃতীয়বারের জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। তিন দিনের সফরে তিনি শিলিগুড়ি ও কালিম্পঙে যাবেন।

উনি বুধবার বিকেলবেলা শিলিগুড়িতে একটি অনুষ্ঠানে অংশ নেবেন যেখানে তিনি স্কুলপড়ুয়াদের সবুজ সাথীর সাইকেল বিলি করবেন। তারপর তিনি কালিম্পঙ যাবেন।

কালিম্পঙে তিনি তামাং ও লেপ্চা বোর্ডের অনুষ্ঠানে অংশ নেবেন। শিলিগুড়ি ও কালিম্পঙের মানুষরা মুখ্যমন্ত্রীকে সাদর আমন্ত্রণ জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

 

Centre yet to sanction part of ADB loan to Bengal, Mamata Banerjee alleges ‘neglegence’

This story was first published in The Indian Express on 19 September, 2016

West Bengal finance minister Amit Mitra is likely to take up the issue of Centre’s “delayed clearance” to the second phase of a loan from the Asian Development Bank (ADB), amounting to Rs 2,000 crore.

This, Chief Minister Mamata Banerjee said, is “vital” to Bengal’s development and alleged continued “negligence” on the Centre’s part. The issue threatens to become the next flash point between the two governments.

The loan, said the state government, was approved by the board of ADB almost 11 months ago, after the completion of the first phase — in which West Bengal carried out a slew of “people-centric fundamental reforms.”

But while the Centre had approved the loan in the first phase, the proposal for the second installment is yet to be cleared 11 months after it was sent to the Finance Ministry’s department of Economic Affairs. In this time period, the state finance department had written a number of letters to the Centre.

“We have been waiting for the approval of the loan for months. The Government talks about pro-active governance, but in the case of West Bengal’s development, there is continued negligence,” Bengal Chief Minister Mamata Banerjee said.

The second phase of the loan follows the “successful competition” of the first, in which the state government carried out reforms aimed at transparency and ease of governance.

West Bengal is the only state where payment is completely electronic. West Bengal was the first to use an RBI portal, e-Kuber. All this came out of the ADB’s first phase loan. Also, the State was given the highest award in e-taxation, integrated central finance and for use of information technology by the excise department under the e-abgari loan.

Bengal Tourism to start Houseboat service to attract tourists

The Bengal Tourism department is all set to start Houseboat services likely on River. Like Dal Lake in Kashmir and the backwaters of Kerala, the proposed houseboats will have all the amenities of a star hotel.

The air-conditioned houseboats, costing Rs1.2 Crore each, will have three rooms with all facilities like a kitchen, a common drawing room, etc. The tourists will be able to enjoy moonlit nights, the monsoon of Bengal or the winter chill staying in these floating hotels.

Initially, around five to six houseboats will be put to service. The boats will be anchored near the jetties. Besides setting up the houseboats, around 50 jetties are also being restructured. Security measures are also being scrutinized for the safety of the tourists.

It is expected that the houseboats will be ready in the next six months and be made available for tourists by the end of the year.

 

পর্যটক টানতে হাউসবোট পরিষেবা চালু করছে রাজ্য সরকার

কাশ্মীরের ডাল লেকের মত গঙ্গা, গঙ্গাসাগর ও দীঘায় হাউসবোট নামানোর পরিকল্পনা নিয়েছে রাজ্য পর্যটন দপ্তর। দৃষ্টিনন্দন বাংলাকে পর্যটনের শিখরে তুলতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কাশ্মীদের ডাল লেকে যেমন হাউসবোটে কাটান পর্যটকরা, তেমনিই সুযোগ‌–সুবিধে থাকবে বাংলার হাউসবোটে। একেবারে ফাইভ স্টার হোটেল না হলেও সব পর্যটক যাতে নিজেদের নাগালের মধ্যে বোটে রাত কাটাতে পারেন, সেই রকমই ভাড়া ঠিক করা হবে। চাঁদনি রাতে অথবা বর্ষায়, কনকনে শীতে এই হাউসবোটে থাকার অভিজ্ঞতা অন্যরকম হবে।

গঙ্গা, দক্ষিণে গঙ্গাসাগর অথবা পশ্চিমে দীঘায় থাকবে হাউসবোটগুলি। আপাতত ৫–৬টি হাউসবোট চালু করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই শীতাতপ নিয়ন্ত্রিত বোটগুলি তৈরি করতে প্রতিটির জন্য খরচ হচ্ছে ১.২ কোটি টাকা। প্রতিটি বোটে রান্নাঘর, ড্রয়িং রুম সহ তিনটি করে ঘর থাকবে, এছাড়া থাকবে আরও অনেক রকম সুযোগ-সুবিধা।

আশা করা যায়, আগামী ছয় মাসের মধ্যে এই হাউস বোটগুলি প্রস্তুত হয়ে যাবে এবং এ বছরের শেষ নাগাদ পর্যটকদের জন্য খুলে দেওয়া হবে। এছাড়া ৫০টির মতো জেটির সংস্কার ও সৌন্দর্যায়ন করবে পরিবহণ দপ্তর। প্যটকের নিরাপত্তাও সুনিশ্চিত করা হচ্ছে।

 

 

 

Bengal Govt to felicitate Lata Mangeshkar with Banga Bibhushan

To honour her contributions to Bengali songs, Bengal government will confer this year’s ‘Banga Bibhushan’ to legendary singer Lata Mangeshkar. Chief Minister Mamata Banerjee on Saturday told reporters at the state Secretariat about the decision taken by her government.

“Lata Mangeshkar has sung innumerable memorable Bengali songs. To honour her contribution, we have decided to confer her with the Banga Bibhushan award this year. I have spoken to her and she has agreed to it,” CM Mamata Banerjee said.

The award will be conferred to Lata Mangeshkar after the Durga Puja, Banerjee said adding a letter in this regard has already been sent to the singer.

The Trinamool Congress government had started conferring Banga Bibhushan to eminent personalities for their contribution to various fields since 2011.

Several stalwarts like Amala Shankar, Manna Dey, Dwijen Mukhopadhyay, Supriya Debi, Sandhya Mukhopadhyay have been honoured with this award in the past.

 

লতা মঙ্গেশকরকে বঙ্গবিভূষণ রাজ্যের

এবার কিংবদন্তি লতা মঙ্গেশকরকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান দিচ্ছে রাজ্য সরকার৷ পুজোর পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুম্বইয়ে গিয়ে কোকিলকণ্ঠী শিল্পীকে সম্মানিত করবেন৷ আগেই এ ব্যাপারে শিল্পীর সঙ্গে যোগাযোগ করেছিল রাজ্য সরকার৷

মুখ্যমন্ত্রী নিজেও তাঁর সঙ্গে কথা বলেন৷ শনিবার মুখ্যমন্ত্রী নবান্নে বলেন, “লতা মঙ্গেশকরের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল৷ আমি নিজেও যোগাযোগ করেছিলাম৷ উনি রাজি হয়েছেন৷ তাঁকে আমরা বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করব৷”

ক্ষমতায় এসেই প্রবাদপ্রতিম শিল্পী মান্না দে-কে একইভাবে বেঙ্গালুরুতে গিয়ে সম্মান জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ মমতা শনিবার বলেন, “আজই আনুষ্ঠানিকভাবে শিল্পীকে চিঠি পাঠানো হয়েছে৷”

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গবিভূষণ ও বঙ্গভূষণ সম্মাননা প্রদানের রেওয়াজ চালু করেন। অমলা শঙ্কর থেকে শুরু করে সুপ্রিয়া দেবী, মান্না দে, দ্বিজেন মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায় ও অনেক কিংবদন্তি এই সম্মানে ভূষিত হয়েছেন।

Everyone wants to be a part of Mamata Banerjee’s developmental agenda: Abhishek Banerjee

Trinamool Congress on Sunday wrested the Behrampore municipality from the Congress after three decades. Seventeen councillors from INC joined Trinamool in the 28-member strong Behrampore municipality. Trinamool’s strength in the municipality now stands at 18.

Trinamool Youth Congress President and MP Abhishek Banerjee announced the joining of the Congress councilors at Trinamool Bhavan. He said that more councillors of the Congress from two other municipalities will soon join Trinamool Congress.

“People are accepting the ideology of Chief Minister Mamata Banerjee. Congress councillors who joined the Trinamool said that they have full confidence in Banerjee for her initiative to develop the state,” he said.

The TMYC President said that Congress will be nowhere in Murshidabad as people believe that the TMC is the real Congress and Mamata Banerjee is the ideal leader. “The Congress has become a Marxist party,” he said. “The Congress’ decision to align with the CPI-M during the last Assembly polls had proved to be a political suicide as the rank and file of the Congress did not accept the alliance. By the end of this year, there would be no sign of political presence of Congress and CPI-M in Bengal, Abhishek said.

“While people have rejected this unholy alliance, those who are joining TMC want to be part of the development process started by Mamata Banerjee,” he said.

 

সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের যজ্ঞে সামিল হতে চান: অভিষেক বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ তিন দশক পর গত রবিবার কংগ্রেসের হাত থেকে বহরমপুর পুরসভার দখল নিল তৃণমূল। তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ও মাননীয় সাংসদ অভিষেক ব্যানার্জীর উপস্থিতিতে এদিন ১৭ জন কংগ্রেস কাউন্সিলর যোগ দেন তৃণমূলে। ২৮ সদস্যের এই পুরসভায় এই মুহূর্তে তৃণমূলের কাউন্সিলর সংখ্যা হল ১৮ জন।

অভিষেক ব্যানার্জি বলেন মুর্শিদাবাদ জেলার আরও দুটি পুরসভার আরো অনেক কংগ্রেস কাউন্সিলর খুব শীঘ্রই তৃণমূলে যোগ দেবেন।

তিনি জানান, মানুষ মমতা ব্যানার্জীর আদর্শে অনুপ্রাণিত। যে সকল কংগ্রেস কাউন্সিলর তৃণমূলে যোগ দিলেন তাদের পূর্ণ আস্থা আছে মমতা ব্যানার্জীর উন্নয়নমূলক কর্মযজ্ঞে।

অভিষেক বলেন, “মুর্শিদাবাদে কংগ্রেসের অস্তিত্ব থাকবে না, কারণ মানুষ বুঝে গেছেন তৃণমূল হল আসল কংগ্রেস ও মমতা ব্যানার্জী হলেন আদর্শ নেত্রী। কংগ্রেস সিপিএমের দোসরে পরিণত হয়েছে। বিধানসভা ভোটে কংগ্রেসের বামপন্থীদের সঙ্গে জোট করার নীতি আত্মঘাতী ছিল যা কংগ্রেসিরা গ্রহণ করেননি। সিপিআইএম ও কংগ্রেসের অস্তিত্ব বাংলা থেকে মুছে যাবে।”

Bengal to create multiple solar parks

The West Bengal government has decided to create multiple small solar parks.

“We are planning for solar park totalling 500 MW,” State Power Minister Shobhondeb Chatterjee said on the sidelines of an interactive session with the Calcutta Chamber of Commerce.

About five acres of land was required for 1 MW of Solar power, the minister said. The minister said the state government would continue to focus on renewable energy.

The minister said 100 per cent electrification was already complete in 11 districts and by March 2017, work would be complete for the entire state.

He was confident that the 1,000 MW Turga hydel power project would take off shortly once environmental clearances were in place.

 

বাংলায় ছোট ছোট সোলার পার্ক গড়বে রাজ্য সরকার

বাংলাজুড়ে গোড়া হবে বহু সোলার পার্ক, জানিয়েছেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

আমরা মোট ৫০০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন অনেকগুলি ছোট ছোট সোলার পার্ক তৈরী করতে চলেছি, বলেন বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়।

১ মেগাওয়াটের একটি সোলার পার্ক করতে আনুমানিক ৫ একর জমি লাগবে। বিদ্যুৎ মন্ত্রী ও জানান যে রাজ্য সরকার নবায়নযোগ্য শক্তি উৎপাদনে বদ্ধ পরিকর।

তিনি আরও জানান যে ২০১৭ সালের মার্চ মাসের মধ্যেই রাজ্যের সব গ্রামে বিদ্যুৎ পৌঁছে যাবে। তিনি আশাপ্রকাশ করেন যে ১০০০ মেগাওয়াটের তুর্গা হাইডেল পাওয়ার প্রকল্প খুব শিগগিরি শুরু হয়ে যাবে।

State government to give away Biswa Bangla Sharad Samman

The state government will give away ‘Biswa Bangla Sharad Samman’ to the best Durga Puja organisers across the globe. Along with the best pujas of Kolkata and Bengal, the overseas Puja organisers will also get the Biswa Bangla Sharad Samman-2016.

The categories – idol, pandal, theme, lighting, eco-friendly Puja, year’s invention, Puja atmosphere, artists, Dhakishree, Biswa Bangla Branding and the best of the best – will be the categories from which the best competitors will be chosen for the awards.

The prizes will be distributed in next November. The website will give detailed information to the participants.

The application forms can be downloaded from the website, but anybody can collect it from the third floor of Kolkata Information centre at Nandan. The distribution of the forms will start today. The distribution of forms will conclude on September 28.

 

বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান করবে রাজ্য সরকার

প্রতি বছরের ন্যায় এবারেও রাজ্য সরকার প্রদান করবে বিশ্ব বাংলা শারদ সম্মান। কলকাতা ছাড়াও দেশের ও বিদেশের নানা পুজোর সেরাগুলিকে সম্মাননা প্রদান করা হবে এবছর।

এবছরের পুরস্কারের নানা বিভাগ আছে, যেমন – প্রতিমা, মূল ভাবনা, আলোকসজ্জা, পরিবেশবান্ধব পুজো, বছরের সেরা আবিষ্কার, ঢাকিশ্রী, বিশ্ব বাংলা ব্র্যান্ডিং, সেরার সেরা।

বিশ্ব বাংলা শারদ সম্মান প্রদান করা হবে নভেম্বরে। ওয়েবসাইটে পাওয়া যাবে সমস্ত তথ্য।

আবেদন পত্র পাওয়া যাবে ওয়েবসাইট থেকে কিংবা নন্দনে কলকাতা তথ্যকেন্দ্র থেকে। আজ থেকে আবেদন পত্র দেওয়া শুরু হবে, চলবে ২৮শে সেপ্টেম্বর পর্যন্ত।