State’s hired cars scheme gets overwhelming response

The initiative of the state Transport department to make self-driven hired cars available in Kolkata has become immensely successful with all cars being booked within five days of its launch.

The private company that was given permit to facilitate the service decided to add more cars to its fleet before the Puja.

The state Transport Minister, had inaugurated the service on October 28. Within the past few days, all the cars have been booked and curiosity among people about the service has gone up.

The service was launched with a fleet of 15 cars of different classes. But with all the cars being booked from Shasthi onwards, the service provider has decided to add another 10 cars to their fleet.

It is believed that this scheme will give a boost to tourism as tourists can hire a car and visit tourism destination in the State without hassles.

‘Airawat’ mobile squads to tackle man-tusker conflict

To deal with human-elephant conflicts in West Bengal, the state forest department on Monday flagged off four specialised squad vehicles to boost the ground staff’s mobility to tackle the issue.

Four specialised vehicles have been procured and retrofitted and are being deployed to make the ground staff more equipped to deal with the situation and to increase their mobility. These vehicles are called ‘Airawat’ and these high quality vehicles with four-wheel drive can move into difficult terrains and are equipped with modern gadgets and accessories.

There will be equipment such as tranquilizer guns, medicines, capture nets and communication equipment to the staff, and (the vehicle) comes with independent power supply as well.

 

 

জনবসতিতে হাতির হানা রুখতে গঠিত হল ‘ঐরাবত’ বাহিনী

মানুষ ও হাতির সংঘাত এড়াতে রাজ্য বন দফতর সোমবার একটি বিশেষ বাহিনী গঠন করেছে। এই বাহিনীর নাম দেয়া হয়েছে ঐরাবৎ।

এই বাহিনীতে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা যাতে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারে সেই জন্য বেশ কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে।

রাখা হয়েছে অত্যাধুনিক পদ্ধতিতে তৈরী ৪টি বিশেষ গাড়ি, এই গাড়িগুলিতে থাকবে ঘুম পাড়ানো বন্দুক, ওষুধ, জাল, যোগাযোগের যন্ত্রপাতি, এই গাড়িগুলি “ফোর হুইল ড্রাইভ” পদ্ধতিতে তৈরী যাতে অমসৃণ রাস্তাতেও সমানভাবে চলতে পারে।

 

Be on your toes this festive season: CM instructs Ministers

Chief Minister Mamata Banerjee asked all ministers to be present in their respective Assembly constituencies and districts to avoid any untoward incident during Durga Puja and Muharram.

Banerjee gave the direction to the ministers during a Cabinet meeting in Nabanna on Monday. Every minister has been directed to be present in their own Assembly constituencies. At the same time they have to be aware of the situation in their respective district.

Chief Minister had given a message to the people of the state urging to maintain peace and harmony during festive season. She had said: “There are some people who try to create trouble. Thus I would like to urge people from all communities, clubs and youngsters to ensure peace and harmony during Durga Puja and Muharram. There are the brothers and sisters of Bengal to stop miscreants if they find anyone trying to play spoilsport.”

 

 

পুজোর সময় মন্ত্রী-বিধায়কদের নিজেদের এলাকায় থাকতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

পুজোর সময় মন্ত্রি-বিধায়ক সহ সকল জনপ্রতিনিধিদের নিজের জেলায় নিজেদের এলাকার মানুষের পাশে থাকার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসবের সময় কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে সব রকম ভাবে প্রশাসন মানুষের পাশে রয়েছে।

সোমবার নবান্নে মন্ত্রীসভার বৈঠকে মন্ত্রীদের এই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। উৎসবের সময় সব ধর্মের মানুষের সম্মেলন হয় গোটা রাজ্যে, এ অবস্থায় কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। প্রত্যেক জন প্রতিনিধিদের সচেতন থাকার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

উৎসবের মরসুমে শান্তি ও সম্প্রীতি বজায় রাখার অনুরোধ জানিয়ে জনগণের কাছে একটি বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কিছু কিছু মানুশজন আছেন যারা সমস্যা তৈরি করার চেষ্টা করে। আমি সব ক্লাব, পুজো কমিটি সহ সকল সম্প্রদায়ের মানুষের কাছে দুর্গাপূজা ও মহরমের সময় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আবেদন করব”।

 

Didi inaugurates community Durga Pujas during the weekend

Bengal Chief Minister and Trinamool Chairperson Mamata Banerjee inaugurated several community Durga Pujas throughout the weekend.

The Pujas include Talbagan and Shitala Mandir in Bosepukur, Kasba, Adi Ballygunge near Bondel Gate, Suruchi Sangha in New Alipore, Ekdalia Evergreen in Gariahat, Tridhara and Ballygunge Cultural near Lake View Road crossing, Naktala Udayan Sangha, Behala Nutan Dal and many others.

On Monday Mamata Banerjee inaugurated Puja mandaps of 74 Palli in Kidderpore, Bhowanipore 76 Palli, Muktadal, Md Ali Park and Badamtala Ashar Sangha in Rashbehari Avenue.

Earlier she had also inaugurated Durga Pujas at Sreebhumi Sporting Club in Lake Town and Ahiritola Sarbojonin in north Kolkata.

Like every year, she performed the ‘Chokkhudan’ of the Durga idol at Chetla Agrani Club. The theme song of the Suruchi Sangha Durga Puja Committee in New Alipore has been penned by Didi.

The Chief Minister urged all the Puja Committees to ensure proper security for all the pandal-hoppers especially during the night and maintain peace and harmony in this festive season.

 

বিভিন্ন পুজো মণ্ডপের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

গত সপ্তাহে বিভিন্ন পুজো প্যান্ডেলের উদ্বোধন করেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তালবাগান, বোসপুকুর শীতলা মন্দির, কসবা, আদি বালিগঞ্জ (বন্দেল গেটের সামনে), নিউ আলিপুর সুরুচি সংঘ, গড়িয়াহাটের একডালিয়া এভারগ্রিন, লেক ভিউ রোডে ত্রিধারা, বালিগঞ্জ কালচারাল, নাকতলা উদয়ন সংঘ, বেহালা নতুন দল সহ আরও অনেক পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।

এর আগে, তিনি লেক টাউনে শ্রীভুমি স্পোর্টিং ক্লাব এবং উত্তর কলকাতার আহিরটোলা সার্বজনীন দুর্গোৎসবের উদ্বোধন করেন।

প্রতি বছরের মত, এবারও তিনি চেতলা অগ্রণী ক্লাবে মা দুর্গার চক্ষুদান করেন। এবারেও নিউ আলিপুরের সুরুচি সংঘের পুজোর থিম সং তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা। এই থিম সংটির শীর্ষক হল ‘পৃথিবী একটাই দেশ’

উৎসবের দিনগুলোতে পুজো প্যান্ডেলগুলিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য পুজো কমিটিগুলোকে বিশেষ আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee pens Durga Puja theme song

Mamata Banerjee has penned the theme song for the Durga Puja 2015 organized by Suruchi Sangha.

Despite her busy schedule, Didi always takes time out to write and paint. She has penned over 50 books till date and her latest book will be released at Kolkata Book Fair, 2017. She had also penned the theme song for Suruchi Sangha in 2016.

The song “Prithibi Ektai Desh” talks about universal brotherhood, harmony and peace.

The music for the song was composed by Jeet Ganguly and sung by Palak Muchhal. The video has been directed by Kaushik Ganguly with creative inputs by Churni Ganguly.

 

Wishing you all Happy Sharodiya!

Lyrics:

Ei prithibir ek ey mati ek ey akash batash

Simana theke simana chariye eki praner bikash

Sneher shikore ek ey je sur bhalobasar gane

Ek ey manush ek ey jibon ek ey sur proti prane.

Esho moner dorja kholo,

Esho ek hoye aalo jwalo.

Amar chokher taray biswa hashe, thonte ek ey bhasa

Sob drishti ek hoye jay amar bhalobasay.

Sob desh ey je sobari desh tofat sudhu naame

Ei prithibi ektai desh, bhatritwer taane.

 

 

দুর্গা পুজোর থিম সং লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

গতবছরের ন্যায় এবারেও সুরুচি সংঘের দুর্গা পুজোর থিম সং লিখলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নানা ব্যস্ততার মধ্যেও দিদি লেখান এবং ছবি আঁকেন। আজ অবধি ওনার ৫০টিরও বেশি বই প্রকাশিত হয়েছে। ওনার লেখা নতুন বই বেরোবে ২০১৭সালের বইমেলায়।

এই থিম সংটির শীর্ষক হল ‘পৃথিবী একটাই দেশ’ – এই গানের মাধ্যমে দিদি বিশ্ব ভাতৃত্ব, সম্প্রীতি ও শান্তির বার্তা দিয়েছেন।

গানটির সংগীত পরিচালনা করেছেন জিৎ গাঙ্গুলী এবং গেয়েছেন পালক মুচ্চল। ভিডিওটি পরিচালনা করেছেন কৌশিক গাঙ্গুলী এবং বিশেষ উপদেষ্টা চূর্ণী গাঙ্গুলীর।

 

সকলকে জানাই শারদীয়ার শুভেচ্ছা।

 

কথা:

এই পৃথিবীর একই মাটি একই আকাশ বাতাস

সীমানা থেকে সীমানা ছাড়িয়ে একই প্রাণের বিকাশ

স্নেহের শিকড়ে একই যে সুর ভালোবাসার গানে

একই মানুষ একই জীবন একই সুর প্রতি প্রাণে

এসো মনের দরজা খোলো

এসো এক হয়ে আলো জ্বালো

আমার চোখের তারায় বিশ্ব হাসে ঠোঁটে একই ভাষা

সব দৃষ্টি এক হয়ে যায় আমার ভালোবাসায়

সব দেশই যে সবারই দেশ তফাৎ শুধুই নামে

এই পৃথিবী একটাই দেশ ভাতৃত্বের টানে।

Singur landowners to get back land after Durga Puja: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today said landowners in Singur will get possession of land after Durga Puja festival.

“After Puja all land owners will get their land back. It will be fit for agriculture,” Chief Minister said after an administrative review meeting here in Hooghly district.

She said she was happy to be part of the fight of farmers who were getting back their land.

1,768 land owners have so far taken cheques from the government while 10,747 ‘parchas’ (land deeds) have been given so far, Partha Chatterjee said.

 

সিঙ্গুরের চাষীরা পুজোর পরে চাষযোগ্য জমি পাবেন:‌ মমতা

পুজোর পর সিঙ্গুরের জমি চাষযোগ্য করে কৃষকদের ফিরিয়ে দেওয়া হবে। বৃহস্পতিবার চূচূঁড়া ময়দানে এক সভায় একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

হুগলি জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন, ২১ অক্টোবরের মধ্যে সিঙ্গুরের জমি চাষের উপযুক্ত করে তুলতে হবে। এই লক্ষ্যমাত্রা সামনে রেখে সব দপ্তরকেই কাজ জোরদার করতে হবে।

‘‌রাজনৈতিক স্থিরতা মানেই উন্নয়নে গতিশীলতা। আর সবাই ভাল না থাকলে আমি ভাল থাকি না’‌, বলেন মুখ্যমন্ত্রী। সিঙ্গুর প্রসঙ্গ টেনে বলেন, সিঙ্গুরের মানুষ জমি ফিরে পেয়েছেন। তাঁরা পরচা পেয়েছেন, চেকও দেওয়া হয়েছে। পুজোর পরে জমিও ফিরিয়ে দেওয়া হবে। সেখানে তাঁরা চাষ শুরু করতে পারবেন।

Bengal government to develop green spaces in urban areas

The state Municipal Affairs department has taken up several steps for creation and development of green space in urban areas at an estimated cost of around Rs 60 crore. The schemes have been taken up as a part of Chief Minister Mamata Banerjee’s announced programme ‘Green City Clean City.’

The state government has allotted Rs 32 crore to develop 106 parks under green space development project in urban areas. The work will be carried out by the municipal bodies with technical support from Municipal Engineering Directorate.

In 2015, the department took up development of 177 parks in 54 urban towns at an estimated cost of Rs 28 crore. The work is in the final stages and last minute touches are being given. Once these 283 parks are completed and are thrown opened to the public it will cover 470 acre of new green space in urban areas.

Municipal Affairs department has developed 566 parks since 2011.

 

রাজ্যের শহরাঞ্চলে আরও পার্ক বানাবে সরকার

রাজ্যের শহরাঞ্চলে আরও পার্ক বানানোর উদ্যোগ নিয়েছে পুর-বিষয়ক দপ্তর। এর জন্য বরাদ্দ হয়েছে ৬০ কোটি টাকা। মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত ‘গ্রীন সিটি ক্লিন সিটি’ প্রকল্পকে বাস্তবায়িত করতেই এই উদ্যোগ।

শহরাঞ্চলে ১০৬টি পার্ক বানাতে ৩২ কোটি টাকা বরাদ্দ হয়েছে। Municipal Engineering Directorate সহায়তায় পুর-বিষয়ক দপ্তর এই কাজটি করবে।

২০১৫ সালে ২৮ কোটি টাকা ব্যয়ে ৫৪টি শহরে ১৭৭টি পার্ক বানানো হয়েছিল। সেগুলির কাজ এখন শেষ পর্যায়ে। এর মধ্যে ২৮৩টি পার্কের কাজ শেষ যার ফলে রাজ্যে সবুজায়ন হয়েছে ৪৭০ একর জমির।

২০১১ সাল থেকে রাজ্যে ৫৬৬টি পার্ক তৈরী ও রক্ষনাবেক্ষন করছে পুর-বিষয়ক দপ্তর।

Bengal govt to award prize money to cleanest district in state

The state Panchayat and Rural development department will give prize worth Rs 10 lakh to the best district in maintaining cleanliness, Chief Minister Mamata Banerjee announced on Thursday.

She also declared Hooghly and North 24 Parganas Open Defecation Free (ODF) district on Thursday. The state government had initiated Nirmal Bangla Mission  on 19 November, 2013.

Nadia became the country’s first ODF district. Burdwan and South 24 Parganas will become ODF by March next year.

 

রাজ্যের সবচেয়ে নির্মল জেলাকে পুরস্কৃত করবে রাজ্য সরকার

রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রক রাজ্যের সবচেয়ে নির্মল জেলাকে ১০ লক্ষ টাকা পুরস্কার দেবে, ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। হুগলী জেলায় প্রশাসনিক বৈঠকের পর একটি জনসভায় তিনি একথা জানান।

বৃহস্পতিবার তিনি হুগলী ও উত্তর ২৪ পরগনা জেলাগুলিকে নির্মল জেলা হিসেবে ঘোষণা করেন। আগামী বছরের মার্চ মাসের মধ্যেই বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনাকেও নির্মল জেলা ঘোষণা করা হবে।

সভায় মুখ্যমন্ত্রী বলেন, ২০১৩ সালের ১৯ নভেম্বর আমরাই প্রথম নির্মল বাংলা গড়ার কথা ঘোষণা করি। এই বাংলাকে নিয়ে গর্ব করব না তো কাদের নিয়ে গর্ব করব!‌ এখানে একটা টিম কাজ করে চলেছে।

 

Mamata Banerjee to inaugurate Durga Puja pandals in Kolkata

With the beginning of Debipakkha, like past years, Bengal Chief Minister will inaugurate the Durga Puja of Chetla Agrani by performing the ‘Chokkhudan’ of the Durga idol. Incidentally, she had inaugurated the Durga Puja of Shreebhumi Sporting Club on September 28 .

The Chief Minister is scheduled to inaugurate Durga Pujas of Naktala Udayan Sangha, Ekdalia Evergreen, Singhi Park, Suruchi Sangha and many other clubs and organisations in the run up the Pujas.

Different schemes and projects like Safe Drive Save Life, Biswa Bangla, Mother Teresa’s canonisation, Mahashweta Devi’s life and works will adorn the themes of different Durga Puja pandals this year.

The Chief Minister has appealed to one and all to maintain peace and harmony during the festivities.

 

আজ থেকে দুর্গা পুজোর  উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

আজ দেবী পক্ষের শুরু। প্রত্যেক বছরের মতই আজ চেতলা অগ্রণী ক্লাবে মা দুর্গার চোখ এঁকে পুজোর উদ্বোধন করবেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোর উদ্বোধন করেন।

এরপর নাকতলা উদয়ন সঙ্ঘ, একডালিয়া এভারগ্রীন, সিংহী পার্ক, সুরুচি সঙ্ঘ সহ আরও অনেক পুজোর উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর।

এবছর বিভিন্ন পুজো মণ্ডপে সেফ ড্রাইভ-সেভ লাইফ প্রকল্প, মাদার টেরেসার সন্তায়ন, মহাশ্বেতা দেবীর জীবন, বিশ্ব বাংলা সহ নানা থিম এবারের পুজো প্যান্ডেল গুলোতে।

সব মিলিয়ে পুজোর দিনগুলিতে সকলকে শান্তি সম্প্রীতি বজার রাখার জন্য আবেদন করেন মুখ্যমন্ত্রী।

 

Bengal Tourism’s Durga Puja packages

West Bengal Tourism Development Corporation Limited (WBTDCL) has unveiled fifteen packages for tourists wanting to experience one of India’s biggest festivals – Durga Puja.

There are three tours within Kolkata named Udbodhani, covering some of the grandest built pandals (pre-Puja whole-night tours on October 5, 6 and 7), and Sanatani-I and Sanatani-II, covering the Durga Pujas in the erstwhile zamindar households (morning tours on October 8, 9 and 10 for both I and II).

Another set of tours covers the traditional Durga Pujas on the outskirts of Kolkata. The different tours are Hooghly Safar, Rarbanger Puja-I, Rarbanger Puja-II, Surul Rajbari in Birbhum, Kashim Bazar Rajbari in Murshidabad and Bijaya Package to Bishnupur, covering the period from October 8 to October 13.

The various north Bengal tours are North Bengal Puja Package-I (pujas of Jalpaiguri and Cooch Behar Rajbari), North Bengal Puja Package-II (pujas of Jalpaiguri and Malbazar, and forest safari in Medhla) and North Bengal Puja Package-III (same as the package-II), from October 8 to October 10.

Besides these, there is a cruise package consisting of Durga Puja on board along with cultural programmes. There are morning and evening trips from October 7 to October 11.

There are also two trips covering the grand spectacles of the immersions of the idols at Babughat (two trips on October 13).

For some of the trips there are options of AC and non-AC buses, and some of the packages include lunch or dinner.

The details of all the trips, along with the prices can be obtained by clicking this link: SHARADOTSAV PACKAGES 2016.

 

দুর্গাপুজো উপলক্ষে পশ্চিমবঙ্গ সরকারের ভ্রমণ প্যাকেজ

পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন কর্পোরেশন লিমিটেড (WBTDCL) দুর্গাপুজোয় পনেরোটি প্যাকেজের ব্যবস্থা করেছে। কলকাতা, কলকাতার উপকণ্ঠে এবং উত্তরবঙ্গের পুজো প্যান্ডেল মিলিয়ে মোট ১৫ টি প্যাকেজ রয়েছে।

কলকাতার মধ্যে তিনটি ট্যুর হবে যার নাম উদ্বোধনী,(৫,৬ ও ৭ অক্টোবর সারা রাত) সনাতনী-১, সনাতনী-২, এর সঙ্গে দেখানো হবে জমিদার বাড়ির পুজোগুলোও (৮,৯ ও ১০ অক্টোবর সকালে)।

এছাড়া কলকাতার বাইরে ঐতিহ্যবাহী দুর্গা পুজোগুলিরও একটি প্যাকেজ রয়েছে। সেগুলি হল হুগলী সফর, রাঢ়বঙ্গের পুজো-১, রাঢ়বঙ্গের পুজো-২, বীরভূমের সুরুল রাজবাড়ি, মুর্শিদাবাদের কাসিম বাজার রাজবাড়ী এবং বিষ্ণুপুরে বিজয়াপ্যাকেজ রয়েছে। ৮অক্টোবর থেকে 13 অক্টোবর পর্যন্ত এই ভ্রমণগুলির সময় নির্ধারণ হয়েছে।

উত্তরবঙ্গের বিভিন্ন ট্যুর প্যাকেজ রয়েছে। যেমন-উত্তরবঙ্গ পূজা প্যাকেজ-১ (জলপাইগুড়ি ও কোচবিহার রাজবাড়ির পূজো)  উত্তরবঙ্গের পূজা প্যাকেজ -২ ও উত্তরবঙ্গ পূজা প্যাকেজ -৩ (জলপাইগুড়ি ও মালবাজার, এবং মেধলার ফরেস্ট সাফারি) ৮ অক্টোবর থেকে ১০ অক্টোবর এর সময় নির্ধারিত হয়েছে।

এসবের পাশাপাশি, একটি ক্রুজ প্যাকেজ ও রয়েছে এবং সেখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। ৭ থেকে ১১ অক্টোবর প্রতিদিন সকাল ও সন্ধ্যায় ট্রিপ হবে।

এছাড়া ১৩ অক্টোবর বাবুঘাটে প্রতিমা বিসর্জনেরও দুটি ট্যুর প্যাকেজ রয়েছে।

কিছু কিছু ট্রিপের ক্ষেত্রে এসি ও নন এসি বাসেরও অপশন আছে এবং প্যাকেজের মধ্যে লাঞ্চ বা ডিনার অন্তর্ভুক্ত।

ভ্রমণের বিস্তারিত বিবরণসহ, প্যাকেজের মূল্য সংক্রান্ত সব তথ্য এই লিঙ্কে ক্লিক করে পাওয়া যাবে: SHARADOTSAV PACKAGES 2016.