Amit Mitra asks Centre to come clean on GST

In a letter to Arun Jaitley, West Bengal finance minister Amit Mitra says Centre concealed crucial information on service taxpayer base from states.

While the states had so far been led to believe that the service taxpayer base was 1.1 million, new data supplied to the state finance ministers reveal that it is actually 3.05 million—almost thrice of what was assumed so far. This, Dr Mitra argues, has unfairly influenced the discussions, especially on the sharing of administrative powers between the Centre and states.

The sharing of administrative powers between the Centre and the states for controlling traders and service taxpayers in a GST regime has been a point of contention.

After the first meeting of the GST council, it was concluded that the Centre will control all the existing 1.1 million service tax dealers. In the case of goods, it was agreed that goods traders with an annual revenue threshold of less than Rs 1.5 crore would be administered by states and anything above jointly by the Centre and states.

However, in the second meeting of the GST council, the states demurred, claiming the minutes of the meeting did not adequately reflect what was discussed; this forced the council to go back to the drawing board on the administrative control of both goods and services.

“The minutes of the 1st and the 2nd GST council meeting clearly records a tax base of around 1.1 million for service taxpayers,” Dr Mitra wrote in a letter dated 28 October, before adding, “Suddenly, we find that the service taxpayers number has escalated to 3.05 million out of which 2.64 million are shown as active taxpayers.”

“This implies that the service tax base has grown 3 times over 2 years. What is even more surprising is that even a month ago this fact was not told to the states,” he wrote, adding that the figures seem an afterthought, surfacing only after the issue of dual control was discussed in the last GST council meeting held on 18-19 October.

In his letter, Dr Mitra also pointed out that the disaggregated data of value-added tax (VAT), excise and service tax base based on thresholds of Rs 1.5 crore and Rs 20 lakh had not been shared with the states so far. He also added that the states were likely to get the updated data on the taxpayer base only by 1 November, which left them only a day to deliberate before the GST council meeting. The data shared with states by the GST council secretariat was updated as of 19 January 2016.

 

Mamata Banerjee expresses concern about national integrity and unity

Bengal Chief Minister and Trinamool Chairperson Mamata Banerjee today expressed her concern about national integrity and unity of this great nation.

In a statement posted on Twitter, the Chief Minister wrote, “We do not agree with the so-called encounter theory. Many unanswered questions arise in the minds of the people. This is all happening in the name of political vendetta. Issues like these make me deeply concerned about national integrity & unity of this great nation.”

Here are the tweets:

Sufal Bangla outlets to be set up in 8 more districts

In a prompt reply to the request of the state agriculture marketing department, eight districts’ authorities have so far extended their support by identifying plots to set up outlets of Sufal Bangla to let more people buy fresh vegetables and so that farmers get right price for their produce.

Eight districts including Burdwan, Malda, Nadia, Cooch Behar, Jalpaiguri and Bankura have written to the Bengal Agricultural Marketing department stating that plots have been identified where outlets of Sufal Bangla can be set up. Plots at Siliguri have also been identified.

After Trinamool Congress Government returned to the power for the second term, the agriculture marketing department had set a target of opening at least five outlets in each district. At present, there are around 30 outlets functional in Kolkata, Howrah, Hooghly and Birbhum.

 

আরও আট জেলায় গড়ে উঠবে ‘সুফল বাংলা’ বিপণন কেন্দ্র

রাজ্যের আরও আট জেলায় তৈরী হবে ‘সুফল বাংলা’ বিপণন কেন্দ্র। রাজ্য কৃষি বিপণন দপ্তরের অনুরোধে আটটি জেলার আধিকারিকরা জমি সংক্রান্ত বিষয়ে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

বর্ধমান, নদীয়া, মালদা, কুচবিহার, জলপাইগুড়ি ও বাঁকুড়ার জেলা আধিকারিকরা রাজ্য কৃষি বিপণন দপ্তরকে জানিয়েছেন সুফল বাংলার বিপণন কেন্দ্রের জন্য তারা ইতিমধ্যেই জমি পেয়ে গেছেন। শিলিগুড়িতেও উপযুক্ত জমি রয়েছে।

তৃণমূল কংগ্রেস দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর রাজ্য কৃষি বিপণন দপ্তর প্রতিটি জেলায় অন্তত পাঁচটি করে সুফল বাংলার বিপণন কেন্দ্র খোলার লক্ষ্যমাত্রা স্থির করেছে। কলকাতা, হাওড়া, হুগলি ও বীরভূম জেলাতে এই মুহূর্তে এইরকম ৩০টি কেন্দ্র এই মুহূর্তে চলছে।

Solid waste management project of Bengal’s Hooghly district draws international attention

A solid waste management project of urban bodies in Hooghly district of Bengal has drawn the attention of world’s environment groups. Organic fertilisers of Jibon Jyoti brand, being produced by Uttarpara-Kotrung municipality of Hooghly district, are made from bio-degradable solid waste collected from six municipalities.

The project has now been selected to compete with similar projects of two first world cities — Milan and Auckland — for an international award on best practices in solid waste management.

The initiative in Hooghly is part of the Rs 170-crore Kolkata Solid Waste Management Improvement Project and covers the civic bodies of Uttarpara-Kotrung, Konnagar, Rishra, Serampore, Baidyabati and Champdani. It has been funded by Japan International Cooperation Agency (JICA).

A drive down the 20-km stretch between Uttarpara and Baidyabati along the west bank of the Hooghly river will show the results of the path-breaking initiative. Any resident of the towns down the road will agree that their neighbourhoods were far from being clean even five years ago.

Secretary of the state’s municipal affairs department and chief executive officer of Kolkata Metropolitan Development Authority (KMDA), is to attend the finale of the competition in New Mexico City, with the chairman of Uttarpara-Kotrung municipality. The awards ceremony is scheduled for December 1.

Bengal Govt to promote science among the young generation

The state government has decided to set up planetariums in all the districts in a bid to generate curiosity about science among the young generation.

State Minister for science and technology said, “Our department has taken some major decisions to attract youngsters in science and technology. We have decided to set up planetariums in the districts of our state. We will also set up science cities.”

Under this initiative, his ministry has started a survey in all districts to find out the appropriate place to set up planetariums, where students and non-students could easily reach.

State government has decided to set up a science city in Burdwan where a planetarium exists, as per official sources. Gradually, planetarium or science cities will be set up in all the districts of the state.

The minister added, “We want to provide more and more facilities to encourage development of science.”

 

নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞান চেতনা প্রসারে উদ্যোগী রাজ্য

নতুন প্রজন্মের মধ্যে বিজ্ঞান চেতনা প্রসারে উদ্যোগী রাজ্য সরকার। রাজ্যের জেলায় জেলায় তারামণ্ডল তৈরী করার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।
রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের মন্ত্রী জানিয়েছেন যে বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন দিকে নতুন প্রজন্মকে আকৃষ্ট করতে এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। বিভিন্ন জেলায় তারামণ্ডলের সঙ্গে তৈরী করা হবে বিজ্ঞান নগরীও।
বিজ্ঞানের প্রসারে আরও নানারকম পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সকার, জানান রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের মন্ত্রী।

The image is representative

Bengal ranks fifth in preferred tourist states

Ranking fifth among the states in terms of foreign tourists’ destination, Bengal is climbing up in the tourism sector.

The State has turned out to be a preferred destination among foreign tourists than domestic tourists. Recording a higher percentage of foreign tourists, Bengal has drawn 6.4 per cent of foreign tourists compared to 4.9 per cent of domestic tourists, according to a report published by the Ministry of Tourism.

Of the 2.06 crore foreign tourists that the country has recorded in a year, 14.8 lakh came to Bengal. Among the top five states, Tamil Nadu has drawn the maximum number of 20.1 per cent foreign tourists.

It has ranked eighth among the top 10 states with 7.01 scrore with Indian tourists visiting Bengal out of the total 119.7 crore domestic tourists visiting the 10 states.

Stressing on the various initiatives that are being taken for promoting Bengal as a prospective destination for tourism in the domestic market, the State Tourism Minister said that roadshows are being conducted regularly in other states.

It is a sustained effort and it will take some more time to get the outcome, the State Tourism Minister said adding that the law and order situation in the state is an added advantage for tourism. Along with promoting Bengal tourism through the website and social networking sites, a series of advertisements featuring brand ambassador Shah Rukh Khan will be released during the Bengal Global Business Summit in January 2017, he said.

The Tourism Department has also prepared pamphlets on 20 prominent tourist spots along with detailed information on accommodation, booking and other essentials. The list of places to visit include the Himalayan delights of Darjeeling, the verdant Dooars, the historic midland of Murshidabad and Malda, colonial structures of Kolkata, mangrove forests of Sundarbans, tribal hinterland of ‘Jangalmahal’.

 

পর্যটনে বাংলা এখন পঞ্চম স্থানে

পর্যটনে রাজ্য এখন দেশের মধ্যে পঞ্চম স্থান অধিকার করেছে। ভারতীয় পর্যটকদের থেকেও বিদেশী পর্যটকদের কাছে বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে আমাদের রাজ্য। পর্যটন মন্ত্রক থেকে পেশ করা এক রিপোর্ট অনুযায়ী বাংলায় বিদেশী পর্যটক আসেন ৬.৪ শতাংশ আর ভারতীয় পর্যটক আসেন ৪.৯ শতাংশ।

এই তালিকার শীর্ষে আছে তামিলনাড়ু যেখানে ২০.১ শতাংশ বিদেশী পর্যটক যায়।

ভারতীয় পর্যটকদের হিসেবে বিচার করলে বাংলার স্থান অষ্টম। ভারতীয় পর্যটকদের এখানে আসার জন্য আরো উত্সাহিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। রাজ্যের পর্যটন মন্ত্রী জানান পর্যটকদের আরও উত্সাহিত করতে বিভিন্ন রাজ্যে রোড-শো করা হচ্ছে।

তিনি আরও জানান, পর্যটনের উন্নতির জন্য রাজ্যের শান্তি শৃঙ্খলা একটি অন্যতম কারণ। ওয়েবসাইট ও সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে বিজ্ঞাপনের পাশাপাশি ২০১৭ সালের জানুয়ারী মাসে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের সময় বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখ খানের ফটো সম্বলিত আরো অনেক বিজ্ঞাপনও প্রকাশ করা হবে।

পর্যটন দফতরের বাছাই করা ২০টি জনপ্রিয় পর্যটন কেন্দ্রের ওপর যাবতীয় সব তথ্য দিয়ে প্যামফ্লেটও তৈরী করা হয়েছে।

 

Bengal Youth Affairs Dept to promote adventure sports

The Bengal Youth Affairs Department is planning to organise a ‘Mountaineers’ Meet’ to discuss the pros and cons of mountaineering and adventure sports in Bengal, after releasing the year-long calendar containing details on training programmes and expeditions.

A plan has also been mooted to encourage more school and college-goers to take part in adventure sports. The participants will include well-known mountaineers who regularly take up expeditions, members from mountaineering clubs from across the state, former mountaineers, school and college-goers.

Eminent climbers and people with experience in the field of adventure sports from other parts of the country would also be present at the meet. The Youth Affairs department is yet to finalise the date, but it is likely to take place at the end of December or the first week of January 2017.

The State Government had taken many steps to promote mountaineering and adventure sports in the state, as it helps in building ‘sportsmanship and a sense of fellow feeling’ among students and the youth. The move resulted in an increase in the number of youth taking part in different expeditions and adventure sports in the State.

The Youth Affairs department will provide financial assistance of Rs 25,000 to mountaineering clubs, if they successfully impart training for adventure sports to at least 20 boys and girls between November and February.
The adventure sports include altitude trekking, river crossing and rafting, mountaineering, rock-climbing jungle safari and hang-gliding. The training takes place mainly in Joychandi, Mathaguru and Gajaguru areas in Purulia and Susunia hills in Bankura.

The release of the year-long schedule of expeditions and training programmes will be another highlight of the meet. It will contain detailed schedule of programmes and events organised for school and college-goers; dates suitable for expedition to different peaks including Mount Everest and coastal trekking; and state and national level competitions for the year 2017.

This is the first time that an initiative to prepare a year-long calendar for mountaineering and adventure sports have been taken up. The Radhanath Sikdar Tenzing Norgay Award to a mountaineer – for those who successfully climb Mount Everest – and Chhanda Gayen Award will be given to an outstanding woman climber on November 23 at Moulali Yuba Kendra. The state government had the introduced Radhanath Sikdar Tenzing Norgay Award in 2013 to motivate young mountaineers.

 

পর্বতারোহীদের নিয়ে অ্যাডভেঞ্চার স্পোর্টসের আয়োজন করছে রাজ্য

রাজ্য যুব কল্যাণ দপ্তর সারা বছরের প্রশিক্ষণ কর্মসূচি ও অভিযানের ক্যালেন্ডার প্রকাশ করার সঙ্গে সঙ্গে পর্বতারোহীদের নিয়ে একটি সমাবেশ করার পরিকল্পনা গ্রহণ করছে, যেখানে পর্বতারোহণের বিভিন্ন বিষয় আলোচনা করা হবে।

এ ছাড়াও বিভিন্ন “অ্যাডভেঞ্চার স্পোর্টস” সম্বন্ধে আলোচনা করা হবে। স্কুল ও কলেজ পড়ুয়াদেরও এই ধরনের খেলায় অংশগ্রহণ করতে উত্সাহিত করার পরিকল্পনা  চলছে। অংশগ্রহণকারীদের মধ্যে থাকবে স্বনামধন্য পর্বতারোহীরা, বিভিন্ন মাউন্টেনিয়ারিং ক্লাবের সদস্য সহ স্কুল কলেজ পড়ুয়ারা। ভিন রাজ্যের পর্বতারোহী ও অ্যাডভেঞ্চার স্পোর্টসে পারদর্শীরাও থাকবেন।

এখনও তারিখ চূড়ান্ত না হলেও মোটামুটি ভাবে ডিসেম্বর মাসের শেষ বা জানুয়ারির গোড়াতেই এটি অনুষ্ঠিত হওয়ার কথা।

ইতিমধ্যেই রাজ্য সরকার পর্বতারোহন ও অ্যাডভেঞ্চার স্পোর্টসকে উন্নত করতে অনেক পদক্ষেপ নিয়েছে কারণ এই ধরনের খেলায় মানুষের মধ্যে আত্মবিশ্বাস, লড়বার মানসিকতা তৈরী হওয়ার পাশাপাশি তাকে সমব্যথীও করে তোলে। ফলস্বরূপ, যুবকরা খুব বেশি পরিমান অংশগ্রহণ করছে এই ধরনের খেলাগুলিতে।

যদি নভেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে কোন মাউন্টেনিয়ারিং ক্লাব অন্তত ২০ জন ছেলে মেয়েকে অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য প্রশিক্ষণ দিতে পারে তাহলে সেই ক্লাবকে ২৫০০০ টাকার আর্থিক অনুদানও দেবে রাজ্য যুব কল্যাণ দপ্তর।

পর্বতারোহন মূলত হিমালয় ও তার পার্শবর্তী অঞ্চলে করা হলেও বাকি অ্যাডভেঞ্চার স্পোর্টসগুলি মূলত হয়ে থাকে পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়।

এই প্রথম এই ধরনের খেলাধুলোর জন্য বার্ষিক ক্যালেন্ডার তৈরী করা হবে যাতে সারা বছর চলতে থাকা অভিযান গুলো একদম তারিখ সহ দেওয়া থাকবে।

রাজ্য সরকার তরুণ পর্বতারোহীদের উত্সাহিত করতে ২০১৩ সালে প্রথম নিয়ে আসেন ‘রাধানাথ সিকদার পুরস্কার’ ও ‘তেনজিং নোরগে পুরস্কার’, যা দেওয়া হয় এভারেস্ট বিজয়ীদের।

‘ছন্দা গায়েন পুরস্কার’  দেওয়া হয় কোনো অসাধারণ মহিলা পর্বতারোহীকে। ২৩ নভেম্বর মৌলালি যুব কেন্দ্রে এই পুরস্কার গুলি  বিতরণ করা হবে।

 

HIDCO to set up a habitat for senior citizens in New Town

West Bengal Housing Infrastructure Development Corporation (WBHIDCO) has planned to set up a habitat for senior citizens in New Town. This is for the first time when such a step has been taken by a state government agency.

Bengal Chief Minister Mamata Banerjee has named the project as Snehadiya. The foundation stone would be laid next week. Mackintosh Burn has been entrusted to construct the building which will come up on 1 acre of land situated opposite Swapno Bhor senior citizen’s park whose name has also been given by the Chief Minister. Altogether 102 rooms will be constructed along with a guest house comprising six rooms.

The time to complete the project is three years. It has been decided that 75 per cent of the price paid on entry will be refunded to the occupant or the heirs in case of a vacancy.  The cost of food and maintenance will be charged on a monthly basis.

This will be for the first time when a hydro therapy unit will be set up for the occupants.

As many elderly people suffer from Arthritis, knee related problems and joint pains, hydro therapy could be of great help as it reduces the pain and helps to regain muscular strength. It also helps to release stress and generates overall well being. Some good gymnasiums in the city have set up hydro therapy units for the members. .

The occupants are automatically eligible to be members of Swapno Bhor and use its library, games as well as take part in cultural activities.

It may be mentioned that Swapno Bhor, the senior citizen’s park is the one of its kind in the state. The two storey building houses a library, cafeteria, games room and an auditorium where cultural programmes and discussions of various topics are frequently held. There is a lush green lawn which is a special attraction and is being used by the morning walkers.

 

নিউটাউনে একটি বৃদ্ধাশ্রম তৈরির সিদ্ধান্ত নিয়েছে হিডকো

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় হিডকো নিউটাউনে একটি বৃদ্ধাশ্রম গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রথম কোন রাজ্য সরকার এই প্রকল্প গ্রহণ করলেন। মুখ্যমন্ত্রী এই প্রকল্পটির নাম রেখেছেন ‘স্নেহাদীয়া’।

আগামী সপ্তাহে এই প্রকল্পটির শিলান্যাস হবে। ম্যাকিনটোশ বার্ন কোম্পানি এক একর জমির ওপর এই প্রকল্পটির নির্মাণের দায়িত্ব পেয়েছেন। মুখ্যমন্ত্রীর নামকরণ করা ‘স্বপ্নভোর’ নামক প্রবীণ নাগরিকদের জন্য করা পার্কটির বিপরীতে এটি গড়ে উঠবে। সব মিলিয়ে ১০২টি ঘর থাকবে এই প্রকল্পতে, অতিথিদের জন্য ৬টি ঘর রাখা হয়েছে।

এই প্রকল্পটি শেষ করতে সময়সীমা ধার্য করা হয়েছে তিন বছর। এখানে যারা থাকবেন, সেই সকল আবাসিকরা যখন তাদের ঘর খালি করে দেবেন, তখন তাদের জমা দেওয়া অর্থের ৭৫ শতাংশ ফেরত পাবেন। তাদের খাওয়া ও বাড়িটির রক্ষণাবেক্ষনের খরচ প্রতি মাসে নেওয়া হবে। এখানে আবাসিকদের জন্য হাইড্রো থেরাপির বন্দোবস্ত থাকবে, এই সুবিধাটিও একেবারে নতুন।

অনেক প্রবীণ নাগরিকরাই বাত ও অন্যান্য নানারকম ব্যাথার স্বীকার হয়ে থাকেন, হাইড্রো থেরাপির মাধ্যমে সেইসব রোগের অনেকটাই উপশম হবে বলে আশা করা যায়। এখানকার আবাসিকরা সরাসরিভাবে স্বপ্নভোর পার্কটির সদস্যপদ লাভ করবেন ও সেখাকার লাইব্রেরি ব্যবহার করতে পারবেন ও ওখানকার সাংস্কৃতিক ও অন্যান্য অনুষ্ঠানেও অংশগ্রহণ করতে পারবেন।

প্রসঙ্গত বলা যেতে পারে, স্বপ্নভোর পার্কটি একেবারে অনন্য। এখানে একটি দ্বিতল বাড়িতে লাইব্রেরি, ক্যাফেটেরিয়া, গেমস রুম ও প্রেক্ষাগৃহ বর্তমান। এই প্রেক্ষাগৃহে প্রায়ই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা আয়োজিত হয়ে থাকে। এখানে বাড়িটির বাইরে চারপাশে একটি সবুজ চত্বর আছে, যেটি এখানকার মুখ্য আকর্ষণ, এখানে প্রাতঃভ্রমণকারী প্রতিদিন ভ্রমণ করতে আসেন।

 

Smart cards to facilitate passengers using Bengal State Transport

In a bid to make traveling in buses convenient, the State Transport Corporation will soon introduce smart card facilities on the lines of Metro Railway. This will be very useful for passengers. Firstly, it will be for the AC buses and then for non-AC ones.

Electronic ticketing through smart cards will provide cashless convenience to passengers with prepaid recharge options. Passengers need to swipe the smart card through Electronic Ticket Machines (ETMs) at the time of boarding buses.

Primarily, bus conductors will have hand-held ETMs which they will use to validate the card. Later on we will try to install validators at the front and rear doors of buses for passengers to swipe the cards

A passenger would be able to verify his smart card holding it close to the ETMs and its validity period, permitted origin and destinations for travel would be automatically displayed on the LCD of the machine, he said adding that ETMs would also have route details.

As these cards are open ended passes, passengers can travel in any bus up to any distance on any day till value is available in it.

 

যাত্রীদের সুবিধার জন্য স্মার্ট কার্ড চালু করছে পরিবহন দপ্তর

যাত্রীদের জন্য বাসযাত্রাকে আরো সুবিধাজনক করে তোলার লক্ষ্যে উদ্যোগী হল রাজ্য পরিবহন দপ্তর। শীঘ্রই মেট্রো রেলের মত স্মার্ট কার্ড নিয়ে আসতে চলেছে পরিবহন দপ্তরটি। প্রাথমিক পর্যায়ে বাতানুকূল বাস ও পরবর্তীতে সব বাসের জন্য এই সুবিধা পাওয়া যাবে।

ইলেক্ট্ক্স টিকিটিং পদ্ধতির এই স্মার্ট কার্ডগুলি ব্যবহার করলে যাত্রীদের আর কোনো টাকা পয়সা সঙ্গে নিয়ে ঘুরতে হবে না, তারা প্রিপেড পদ্ধতিতে স্মার্ট কার্ডে টাকা ভরে রাখতে পারবে। বাসে ওঠার সময় এই কার্ডটি ইটিএম মেশিনে প্রবেশ করালেই হবে।

প্রাথমিকভাবে বাস কন্ডাক্টররা ইটিএম মেশিন নিয়ে যাত্রীদের কাছে যাবে, পরবর্তীকালে বাসের দুটি দরজাতেই এই মেশিন বসানো হবে।

এই কার্ডগুলিকে ইটিএম মেশিনের মধ্যে প্রবেশ করালেই ওই কার্ড ও তার গন্তব্য সম্বন্ধে যাবতীয় তথ্য পাওয়া যাবে।  এই কার্ডগুলি ব্যবহার করে যেকোনো দিন যেকোনো রুটের বাসে যেকোনো গন্তব্যে যাওয়া যাবে যতক্ষন কার্ডটিতে টাকা বাকি থাকবে।

Bengal Govt to set up five medical and seven nursing colleges

The Bengal Government on Friday announced setting up of five new medical colleges and seven nursing institutes.

At present, Bengal has 16 medical colleges, including 12 Government-run, three private-run and one central-run institute. With this additional five medical colleges the number will reach 21 and thus fulfilling the MCI criterion. Apart from the proposed five, the state plans to have nine more medical colleges, taking the tally to 26.

The five new medical colleges will come up at Cooch Behar, Raigunj, Rampurhat, Purulia and Diamond Harbour. The nursing institutes would be located at Ghatal, Barasat, Basirhat, Jangipur, Jhargram, Uluberia and Kamarhati.

The new medical colleges will be attached to the district or referral hospitals, with the distance between them being planned to be 10km.

The new nursing colleges will be set up at Ghatal, Barasat, Jangipur, Jhargram, Uluberia, Basirhat and Sagar Dutta Medical College.

 

 

পাঁচটি মেডিক্যাল কলেজ ও সাতটি নার্সিং কলেজ তৈরির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

শুক্রবার আরও পাঁচটি সরকারি মেডিক্যাল কলেজ ও সাতটি নার্সিং কলেজ তৈরির কথা ঘোষণা করল রাজ্য সরকার৷

বর্তমানে বাংলায় ১৬ টি মেডিকেল কলেজ রয়েছে। এর মধ্যে ১২ টি সরকারি, ৩ টি বেসরকারি এবং একটি কেন্দ্রীয় সরকারের। এই পাঁচটি যোগ হলে মোট মেডিকেল কলেজের সংখ্যা হবে ২১। প্রস্তাবিত পাঁচটি ছাড়াও আরও নয়টি মেডিকেল কলেজ তৈরির পরিকল্পনা রয়েছে রাজ্যের।

উত্তরবঙ্গের কোচবিহার ও রায়গঞ্জ এবং রামপুরহাট, পুরুলিয়া, ডায়মন্ডহারবারে তৈরি হবে এই পাঁচটি সরকারি মেডিক্যাল কলেজ ৷

নতুন মেডিকেল কলেজগুলিকে জেলা হাসপাতালগুলির সঙ্গে সংযুক্ত করার জন্য সেগুলি ১০ কিমি দূরত্বে তৈরির পরিকল্পনা করা হচ্ছে।

নার্সিং কলেজগুলি তৈরি হবে ঘাটাল, বারাসাত, বসিরহাট, জঙ্গিপুর, ঝাড়গ্রাম, উলুবেড়িয়া এবং সাগর দত্ত মেডিকেল কলেজে।