Catch the cheaters and black money hoarders but spare the common people: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee, today announced that she will be visiting Delhi tomorrow. Stating that she will be on road, again, protesting against the public distress resulted due to the note ban policy, she said that she is ready to join any political program over the issue.

She will also address rallies in Lucknow, Bihar and Punjab. “I have no personal interests. I am doing this for the sake of the people of the country,” Didi added.

Mamata Banerjee also said that the central government is confused over the demonetisation policy as they have rolled back at least 15 decisions since the implementation of the policy on November 8. She suggested the Centre to come up with a proper plan of action instead of the announcement of changes on a daily basis.

Accusing the Modi-implemented note-ban policy of depriving the common people of their white money, the West Bengal CM said, “Black money has turned more black and the lower middle class, traders, daily wagers, housewives are the worst sufferers.”

“Catch the cheaters and black money hoarders but spare the common people,” she appealed to the Centre.

 

কালো টাকার মালিকদের ধরুন, সাধারণ মানুষকে রেহাই দিন: মমতা বন্দ্যোপাধ্যায়

নোট বাতিলকে কেন্দ্র করে দেশের জনসাধারণকে যে অসীম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে, তারই প্রতিবাদে দিল্লির রাজপথে নেমে আন্দোলনে নামার কথা আজ ঘোষণা করলেন বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এও জানান এই ইস্যুতে তিনি যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে প্রস্তুত। আগামীকাল তিনি দিল্লি পৌঁছাবেন।

দিল্লির পর লখনউ, বিহার ও পাঞ্জাবেও সভা করবেন দিদি। তিনি বলেন “এই আন্দোলনে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই। আমি এই আন্দোলন করছি শুধুমাত্র দেশের মানুষের জন্য।”

নোট বাতিলকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকার যে দিশাহীনতার পরিচয় দিয়েছে, সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, “৮ তারিখ নোট বাতিল ঘোষণার পর থেকে আজ অবধি অন্তত ১৫টি সিদ্ধান্ত তারা বদলে ফেলেছে।” তিনি কেন্দ্রীয় সরকারকে আহ্বান জানান যথাযত পরিকল্পনা গ্রহণ করে তারপর এই সিদ্ধান্ত কার্যকর করতে, প্রতিদিন নিজেদের ঘোষণা না বদলাতে।

মুখ্যমন্ত্রী আরও বলেন, “কালো টাকা আরো কালো হয়ে যাচ্ছে। নিম্ন মধ্যবিত্ত, ব্যবসায়ী, দিন মজুর, গৃহবধূরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন।”

কেন্দ্রীয় সরকারকে তিনি আর্জি জানান, “কালো টাকার মালিকদের ধরুন, সাধারণ অসহায় মানুষকে রেহাই দিন।”

Trinamool MPs protest against ‘financial emergency’ in Parliament

Trinamool MPs from Lok Sabha and Rajya Sabha today protested at the entrance of Parliament today raising slogans against the ‘financial emergency’ unleashed by Centre due to demonetisation.

Wearing placards saying ‘Financial Emergency’ the MPs demanded rollback of demonetisation and asked the Centre to bring back all the black money stashed abroad.

‘Modi Sarkar Financial Emergency Vapas Lo, Vapas Lo’, ‘Tanashahi nahin chalegi’ and ‘Videsh se kala dhan vapas lao, vapas lao’ were some of the slogans raised by the MPs.

 

অর্থনৈতিক অরাজকতার বিরুদ্ধে প্রতিবাদ তৃণমূলের সাংসদদের

কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তের ফলে দেশে যে অর্থনৈতিক জরুরি অবস্থা তৈরী হয়েছে তার প্রতিবাদে প্রতিবাদে তৃণমূল সাংসদরা আজ সংসদের প্রবেশ দ্বারে বিক্ষোভ প্রদর্শন করেন।

সাংসদরা দাবি করেন নোট বাতিলের সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়া হোক ও বিদেশ থেকে সব কালো টাকা ফেরত নিয়ে আসা হোক।

“অর্থনৈতিক জরুরি অবস্থা” লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে তারা “মোদী সরকার ফিনান্সিয়াল ইমার্জেন্সি বাপাস লো বাপাস লো”, “তানশাহী নেহি চলেগি”, “বিদেশ সে কালা ধন বাপাস লাও, বাপাস লাও” সহ আরও অনেক স্লোগান দেন।

 

Demonetisation: Mamata Banerjee pens another poem to protest against the draconian decision

Mamata Banerjee has penned another poem to register her protest against demonetisation and highlight the apathy of the government towards the suffering of the people.

Published on her Facebook Page on Sunday, the poem describes the pain of the poor and questions the necessity of this sudden move. She also criticised the Government for patronizing demonetisation.

She had written another poem earlier on this issue.

 

নোট বাতিলের হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে আবারও কলম ধরলেন মমতা বন্দ্যপাধ্যায়

নোট বাতিলের সিদ্ধান্তে সাধারণ মানুষের যে দুর্ভোগ হচ্ছে, তার প্রতিবাদে আবারও কলম ধরলেন বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একটি কবিতার মাধ্যমে তিনি তাঁর ক্ষোভ প্রকাশ করলেন।

রবিবার ফেসবুকে তিনি যে কবিতাটি ‘পোস্ট’ করেন তাতে সাধারণ মানুষের দুর্ভোগের কথা বলেন এবং কেন্দ্রের জানতে চান নোট বদলের হঠকারী সিদ্ধান্ত নেওয়ার পেছনে কারণ কি?

এই ইস্যুতে এর আগেও তিনি একটি কবিতা লেখেন

 

ছিঃ

নোট বাতিলের বাতুলতা

গরিব মানুষের আকুলতা

মানসিক বিষাদগ্রস্ত মানবিক প্রাণ।

নবান্ন? আসার আগেই

অগ্রহায়ণের বিসর্জন।

জানি না কেন এ হঠাৎ আকাল

কোন বাধ্যতার? সকালেই বিকাল?

উদাস চোখে উষ্ণ তীক্ষ্ণতা

অপেক্ষা জানে না, প্রতীক্ষার একাগ্রতা।

তুমি মহারাজ, ভুগছে জনতা

জ্ঞানের দর্শনে ফুলঝুরি! দাম্ভিকতা

কেউ দেখেনি এ আগ্রাসী উগ্রতা!

ছিঃ ধিক্ সরকার, সর্বনাশের বারতা।

PM equating corruption with anyone who opposes his policy: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee on Sunday said that the Prime Minister was attacking anyone who opposes his policy, retorting to his charge that political leaders behind multi-crore chit fund scams are attacking him  over demonetisation.

“Pradhan Mantriji, you are equating corruption with anyone who opposes your policy. Are you the only magician?” Mamata Banerjee said in a tweet this evening, reacting to Modi’s remarks seen as sharp attack on the Trinamool Congress Chairperson.

“Listen to the voice of the people. Feel their pain. People will not forgive you for this. They are suffering,” she said in another tweet.

She also posted a poem on her Facebook page.

 

প্রধানমন্ত্রীর বিরোধিতা করলেই দুর্ণীতিগ্রস্তের তকমা দেওয়া হচ্ছে: মমতা বন্দ্যোপাধ্যায়

রবিবার নোট বাতিল ইস্যুতে কড়া  ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  যারাই প্রধানমন্ত্রীর বিরোধিতা করেন, তাদের দুর্ণীতিগ্রস্তের তকমা দেওয়া হয়, রবিবার ট্যুইট করে বলেন মুখ্যমন্ত্রী।

কড়া ভাষায় প্রধানমন্ত্রীর নিন্দা করে তিনি বলেন, “প্রধানমন্ত্রী, আপনার সিদ্ধান্তের যারাই বিরোধিতা করছেন তাদের আপনি দুর্নীতিগ্রস্তের তকমা দিচ্ছেন, আপনি কি একাই জাদুকর?”

তিনি আরও বলেন, “”মানুষের কথা শুনুন, তাদের দুঃখ বুঝুন। জনগণ তাদের এই চূড়ান্ত দুর্ভোগের জন্য আপনাকে কখনো ক্ষমা করবে না।”

22nd KIFF ends with the Golden Royal Bengal Tiger Award presented to the best film

The closing ceremony of the 22nd Kolkata International Film Festival (KIFF) on Friday evening at Nazrul Mancha saw Iranian director Nahid Hasanzadeh being handed over the Golden Royal Bengal Tiger Award for her film Another Time by actor Raveena Tandon. Chinese director Yao Tingting was also awarded for her film Cheer Me Up.

While addressing the gathering, Raveena Tandon lauded Chief Minister Mamata Banerjee for her efforts towards the empowerment of women.

Echoing Chief Minister Mamata Banerjee’s words, State Finance Minister Dr Amit Mitra said the city is the cultural capital of the whole world. Great directors like Satyajit Roy, Jean Renoir, Ritwik Ghatak had worked in Kolkata and made films of international standards. He said China was the theme for the film festival, and that “as cinema breaks all barriers of language and culture, people came and enjoyed the Chinese films without knowing the language”.

Senior ministers of the State Cabinet, the Mayor of Kolkata and distinguished guests and cinema lovers from all walks of life were present at the closing ceremony.

 

 

সেরা সিনেমাকে গোল্ডেন রয়েল বেঙ্গল টাইগার পুরস্কার প্রদানের মাধ্যমে শেষ হল ২২তম কলকাতা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভাল

 

গতকাল ২২তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভালের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল নজরুল মঞ্চে যেখানে ভারতীয় অভিনেত্রী রবিনা ট্যান্ডন পারস্যের চিত্র পরিচালক নাহিদ হাসানজাদেহের হাতে গোল্ডেন রয়েল বেঙ্গল টাইগার পুরস্কার তুলে দিলেন তাঁর Another Time ছবিটি পরিচালনার জন্য। চৈনিক পরিচালক ইয়াও টিংটিংকেও পুরস্কৃত করা হয় তাঁর Cheer Me Up ছবিটি পরিচালনার জন্য।

রবিনা ট্যান্ডন বক্তব্য রাখতে গিয়ে নারী কল্যানে অসামান্য অবদানের জন্য মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন।

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই সুরে অর্থমন্ত্রী অমিত মিত্র বলেন কলকাতা বিশ্ব সংস্কৃতির প্রাণকেন্দ্র। সত্যজিত রায়, জ্যাঁ রেনোয়াঁ, ঋত্বিক ঘটকের মতো বিশ্ববিখ্যাত চিত্র পরিচালকেরা কলকাতায় প্রচুর সিনেমা তৈরী করেছেন।

চীন ছিল এবারের থিম। তিনি বলেন, “যেহেতু সিনেমা ভাষা এবং সংস্কৃতির সব গন্ডি অতিক্রম করতে সাহায্য করে, তাই মানুষ চীনা ভাষা না জেনেও চীনা সিনেমা দেখতে এসেছেন ও আনন্দ পেয়েছেন।”

অনেক মন্ত্রী, কলকাতার মহানাগরিক ও অনেক বিশিষ্ট অতিথিরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

 

Demonetisation: Mamata Banerjee offers ‘concrete suggestions’ to restore normalcy

Bengal Chief Minister today urged the government not to make “anymore faltu, action-less announcements” and offered “some concrete suggestions which will help restore normalcy and help all people who are suffering”.

“We are looking for solutions,” the Chief Minister said. “Govt should allow old Rs 500 notes to remain in circulation along with new notes. Also, Rs 100/50/10 notes must be made easily available. Rs 1000 notes may be withdrawn when circulation improves by December 30. Or at your discretion,” she suggested to the Centre.

“Tea garden workers are not getting their dues. Fishes and vegetables are rotting due to notes crisis. Small businesses are hit. If farmers are not able to purchase and sow seeds, there will be no paddy and wheat production in the country,” the CM said.

“The Govt has not thought about the thousands of villages where there are no post offices and banks. The situation is very grave,” she added.

 

নোট বাতিল: পরিস্থিতি স্বাভাবিক করতে কেন্দ্রকে সমাধান সূত্র দিলেন দিদি

বাংলার মাননীয়া মুখ্যমন্ত্রী আজ কেন্দ্রীয় সরকারকে বার্তা দিয়ে বলেন, “শুধু ভাষণে আর কাজ হবে না, কিছু করে দেখান।”

সাধারণ মানুষের কষ্ট দূর করতে ও পরিস্থিতি স্বাভাবিক করতে তিনি কেন্দ্রকে কিছু সমাধান সূত্র দেন।

তিনি বলেন, “আমরা সমাধান চাই। সরকারের উচিত নতুন নোটের পাশাপাশি ৫০০ টাকার পুরোনো নোট চালু রাখা, সঙ্গে ১০০/৫০/১০ টাকার নোটের যোগান যথেষ্ট পরিমানে মজুদ রাখা। টাকার যোগান স্বাভাবিক হলে, আপনাদের যখন ঠিক মনে আপনারা ১০০০ টাকার নোট প্রত্যাহার করে নিন। ৩০শে ডিসেম্বরেও করতে পারেন।”

তিনি আরও বলেন, “চা বাগানের শ্রমিকরা তাদের বকেয়া মজুরি পাচ্ছে না, শাক সবজি ও মাছ পচে যাচ্ছে ক্রেতাদের কাছে নোটের অভাবের জন্যে। ছোট ব্যবসায়ীরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চাষীরা যদি বীজ কিনতে ও বপন করতে না পারে, সারা দেশ জুড়ে কোথাও ধান ও গমের ফলন হবে না। কেন্দ্রীয় সরকার সেই সকল হাজারো গ্রামের কথা ভাবেননি যেখানে দূর দূর অবধি কোনো পোস্ট অফিস বা ব্যাঙ্ক নেই। পরিস্থিতি খুবই সঙ্কটজনক।”

Sudip Bandyopadhyay demands discussion under Rule 56 to censure government on demonetisation

Madam, we are totally in favor of discussion taking place on the on the floor of the House, but with adjournment motion. Why are you not allowing that? Why is the government not agreeing? The debate happened in Rajya Sabha, why cannot it happen in Lok Sabha? Why not in this House?

This has gone beyond the stage of inconvenience: Derek O’Brien on Demonetisation

Yesterday the demonetisation discussion happened in the Rajya Sabha without the prime minister being present. What changed today?

We obviously prefer the prime minister to be there for the discussion. Yesterday was day one of the debate, today is day two. That’s the minimum. Even speeches will not help now. This has now become a people’s movement. Mamatadi has fought many battles for the people. This government has to act.

Today Mamata Banerjee gave the government three days to roll back its move. What will happen after that?

Within one hour of the announcement on November 8 , Mamatadi’s instincts and her understanding of grassroots politics made her respond quickly to the impending calamity. It is time for action now. People are suffering. In the next three days something serious has to be done. Otherwise this people’s movement will intensify. Things could spiral out of control. If you deprive people of money, food and baby food, you could have a civil uprising on your hands.

Is your party going to push for a vote?

We want a vote in both Houses because this is the time to stand up and be counted. We will do all that can be done within the parliamentary mechanism to raise this issue. Some parties want a joint parliamentary committee. They are entitled to their view and we respect their view . Even on Singur a decade ago, our view was our view. Today many parties and even the Supreme Court share our view…

When will Rajya Sabha function?

Different parties have different views on how to approach the subject. The name of my party is Trinamool which means grassroots. Our thinking and actions are guided by what we can do to reduce her suffering, her pain. Restore normalcy. This has gone beyond the stage of “inconvenience”.

Delhi CM Arvind Kejriwal skipped your march, yet West Bengal CM Banerjee went for his meeting.

Nothing like that. This is not some ego battle. Let’s focus on the task at hand: how to restore normalcy after this government rolled out a scheme in haste. The two CMs jointly addressed a huge gathering at the sabzi mandi. Mamata Banerjee is willing to work with all for this cause. She called the CPM general secretary, we walked with parties to Rashtrapati Bhawan. We don’t mind being in the third row. It’s about solving a problem.

 

First published on Indian Express 

 

Demonetisation causing loss of Rs 25,000 crore of GDP per day: Amit Mitra

Echoing Chief Minister Mamata Banerjee’s words, Bengal Finance minister Dr Amit Mitra on Wednesday said that the demonetisation had caused a loss of around Rs 25,000 crore of Gross Domestic Product (GDP) per day from country’s exchequer.

“The country’s GDP per day is around Rs 45,000 crore. The Chief Minister estimated the loss of GDP per day at around Rs 25,000 crore. This is a huge loss. The nation’s economy will be affected by the Centre’s decision of demonetisation,” Dr Mitra said on the sidelines of the Global Mining Summit and International Mining and Machinery Exhibition, organised by the CII and supported by Coal India Ltd, Ministry of Mines, Coal, Steel, and some other stakeholders.

“The loss is increasing day-by-day. Stranded truckers are waiting for solution in border areas, the traders cannot find any way to do business, and fish markets are empty as there are no buyers. Where we are going?” Dr Mitra asked.

 

 

নোট বাতিলের ফলে দেশের জিডিপির দৈনিক ২৫০০০ কোটি টাকা ক্ষতি হচ্ছে: অমিত মিত্র

বাংলার অর্থমন্ত্রী অমিত মিত্র বুধবার জানান, নোট বাতিলের যে হঠকারী সিদ্ধান্ত কেন্দ্র নিয়েছে তার ফলে প্রতিদিন দেশের জিডিপির ২৫০০০ কোটি টাকা করে লোকসান হচ্ছে।

তিনি বলেন, “সারা দেশের দৈনিক জিডিপি প্রায় ৪৫০০০ কোটি টাকা। মুখ্যমন্ত্রীর হিসেব মত, এই নোট বাতিলের ফলে প্রতিদিন প্রায় ২৫০০০ কোটি টাকা ক্ষতি হচ্ছে। দেশের কাছে এটা খুবই বড় একটি ক্ষতি।”

তিনি আরো বলেন “এই ক্ষতি দিন দিন বেড়ে চলেছে। রাজ্যগুলির সীমানায় হাজার হাজার ট্রাক দাঁড়িয়ে আছে শুধু সমাধানের অপেক্ষায়। ব্যবসায়ীরা কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না তাদের ব্যবসা চালানোর। মাছের বাজার পুরো ফাঁকা পড়ে আছে কারণ কোনো ক্রেতা নেই।”

Sudip Bandyopadhyay moves Adjournment Motion on #DeMonetisation issue in Lok Sabha | FULL TRANSCRIPT

Our party has submitted an Adjournment Motion. We want a discussion on that Adjournment Motion because what we feel is that demonetisation of Rs 500 and Rs 1000 notes have caused tremendous difficulties to the poor people, to the common people. They are passing their days with huge difficulties. So, let this decision be temporarily be withdrawn to chalk out a final plan. We should all fight against black money, together.