Bengal Govt takes initiative to link rural artisans to international markets

The Bengal Self-Help Groups Department has taken an initiative to link artisans from rural parts of Bengal to international markets to let them sell their produce at the right price. This would help them come out of financial estrangement.

The State’s Self-Help Groups and Consumer Affairs Minister said that to fulfil Chief Minister Mamata Banerjee’s dream of transforming Bengal into ‘Biswa Bangla’, it is absolutely necessary to enable the State’s artisans to sell their goods in international markets. This will enable them to earn good money, making them self-reliant, and will also bring global recognition for Bengal’s handicrafts.

 

বাংলার হস্তশিল্প সারা বিশ্বে তুলে ধরতে উদ্যোগ রাজ্যের 

গ্রামবাংলার হস্তশিল্পীরা যাতে বিদেশের বাজারে নিজেদের তৈরী বস্তু সঠিক দামে বিক্রি করতে পারেন, সেই সুযোগ তৈরী করার উদ্যোগ নিল রাজ্য সরকার। স্বনির্ভর গোষ্ঠী বিষয়ক দপ্তরের এই উদ্যোগে রাজ্যের হস্তশিল্পীরা আর্থিকভাবে লাভবান হবেন।
স্বনির্ভর গোষ্ঠী বিষয়ক ও ক্রেতা সুরক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীর বক্তব্য, মুখ্যমন্ত্রী ‘বিশ্ব বাংলার’ স্বপ্ন বাস্তবায়িত করতে রাজ্যের হস্তশিল্পীদের কাজ বিদেশের বাজারে তুলে ধরা আবশ্যক। এতে শিল্পীরাও আর্থিক ভাবে নিজের পায়ে দাঁড়াতে পারবেন, এবং বাংলার হস্তশিল্প পুরো বিশ্বে সমাদৃত হবে।

 

Bengal Govt to set up seven IT parks by 2017

The Bengal Government will open seven Information Technology parks in the state by 2017, with an aim to make it a preferred IT destination in the country, a state minister said on Thursday.

“Seven IT parks will be ready by 2017 and will provide job opportunities to around 20,000 people,” the Bengal IT Minister said today.

The minister said the state is offering the best incentive policies for IT and ITeS (Information Technology enabled Services) companies ranging from interest to training subsidies.

The State Government plans to create infrastructure ahead of demand.

The Minister said three hardware parks were coming up in the state, besides setting up of an institute of data sciences and a cyber security centre of excellence for protection of data.

The Bengal Government is also keen on a start-up action plan, which will be targeted at the youth population in the state.

 

২০১৭-র মধ্যে সাতটি তথ্যপ্রযুক্তি পার্ক তৈরি করতে চলেছে রাজ্য সরকার

তথ্য ও প্রযুক্তি মন্ত্রী জানালেন ২০১৭র মধ্যে দেশের সব থেকে সেরা সাতটি তথ্যপ্রযুক্তি কেন্দ্র এই রাজ্যে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।

তিনি আরও জানান, এই তথ্যপ্রযুক্তি কেন্দ্রগুলি ২০১৭র মধ্যে তৈরি হয়ে যাবে ও প্রায় ২০,০০০ মানুষের কর্মসংস্থান হবে এখানে।
তিনি বলেন, রাজ্য সরকার তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি নির্ভর পরিষেবাগুলোয় সবধরনের সহায়তা করছে রাজ্য সরকার সে সুদের ক্ষেত্রেই হোক বা প্রশিক্ষণের ক্ষেত্রে ভর্তুকিই হোক।

চাহিদার থেকেও বেশী পরিকাঠামো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের।

মন্ত্রী আরও বলেন, তিনটি হার্ডওয়্যার কেন্দ্র গড়ে তলা হচ্ছে পাশাপাশি একটি প্রতিষ্ঠান গড়ে তলা হবে যেখানে ডেটাসায়েন্স ও সাইবার সিকিউরিটির প্রশিক্ষণ দেওয়া হবে।

রাজ্য সরকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে কিছু কর্মসূচী গ্রহন করতে চলেছে।

 

Bengal CM announces formation of committee to check child trafficking

Stating the incident of newborn trafficking as “unfortunate”, Chief Minister Mamata Banerjee announced in the Assembly on Monday that a committee, comprising of both bureaucrats and politicians, will be formed to check child trafficking.

Besides, parliamentary minister Partha Chatterjee will be the chairman and Chief Secretary convener of the committee. Leader of the Opposition Abdul Mannan and CPI(M) MLA Sujan Chakraborty will also be in the committee.

Mamata Banerjee said, “The committee will function in a better way if the members are both from political field and bureaucracy.”

The members of the committee will be discussing the issues related to child trafficking and would take necessary steps to put an end to the trafficking of children. The members of the committee will be meeting once a month and prepare report on the development in the situation.

The Chief Minister said that the incidents of child trafficking was unfortunate and expressed her concern. She said, “It is a social problem and trafficking of children first came to light in 1982. Charge sheet of the case was filed in 1999. It became a cause of concern when the matter resurfaced in 2010. Again, on November 21, CID arrested some people and busted a racket. A total 20 were arrested. Bodies of two children were exhumed and CID officers recovered 10 children from a home at Thakurpukur and three from Sohan Nursing Home. One of the three children was handed over to her parents after necessary verification. We have to be aware and cautious as some nursing homes and NGOs are involved. The licenses of all the three nursing homes were suspended and those will be cancelled as well.”

 

শিশুপাচার কাণ্ডে তদন্ত কমিটি মুখ্যমন্ত্রীর, ডাক বিরোধীদেরও

রাজ্যে শিশুপাচার কাণ্ডে এবার সক্রিয় হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একাধিক শিশুপাচারের ঘটনা যখন সামনে আসছে, তখন পুরো বিষয়টির তদন্তের জন্য বিশেষ কমিটি গঠন করলেন তিনি৷

পুরো বিষয়ের তদন্তের জন্য এবার বিশেষ কমিটি গঠন করলেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যসচিবের নেতৃত্বে তৈরি এই কমিটিতে থাকবেন স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব৷ থাকবেন শিশু ও নারী কল্যাণ দফতরের সচিবও৷

যেহেতু এই কাণ্ড গোটা রাজ্যের উদ্বেগের বিষয়, তাই এই কমিটিতে রাজনৈতিক ভেদাভেদের ছোঁয়া রাখেননি মুখ্যমন্ত্রী৷ বাম ও কংগ্রেসের তরফে সুজন চক্রবর্তীক ও  আব্দুল মান্নানকেও কমিটিতে রাখার প্রস্তাব দেন তিনি৷ মুখ্যমন্ত্রীর এই আবেদনে সাড়াও দিয়েছে বিরোধী শিবির৷

Mamata Banerjee writes a personal tribute to Jayalalitha

An incident of death is always sad. We never want anybody to die. Rather, we wish for a long life. But, truth is to be accepted, however shocking it is.

There are some deaths which not only make us sad, but also rip our heart. Today is the day to talk about one such death.

Jaya ji could have stayed with us for a few more years. She infused a spirit of dynamism in everyone through her actions. Her passing is somewhat untimely.

While the passing of a lady of her stature is extremely unfortunate, Jaya Ji attained this position for herself through a life of struggle. It takes a lot of time and hard work to create such an illustrious legacy. Specially in ‘public life’. It needs a lot of strength, courage and toughness to to earn the trust of people by working for them and to lead a political party from the grassroots level to achieve success in Assembly as well as Parliamentary elections. Jaya Ji emerged a winner in all spheres – from the court to vote.

Extreme stress during the Lok Sabha elections compounded by the high level of blood sugar led to her subsequent illness. How we wish this final attack could have come years later.

I believe, her health started deteriorating when she was sent to jail in another State. The baggage of dishonour of being sent to prison in another State must have ripped her apart. The shock of dishonour had worn her out. The untimely loss may have been the result of that shock. I tried speaking with Jaya Ji when she was being taken to Bengaluru after being arrested on corruption charges, but could not do so. If that was possible, I would have advised her to take care of her health.

She returned from jail; she returned as a Chief Minister.  But she could not regain her lost health.  The Tamil people lost their Amma, the country lost a mass leader and AIADMK lost its matriarch. An empty space has been created in politics. With Jayalalitha, we have lost an able and courageous administrator.

We have lost a spontaneous, workaholic leader who was always full of fresh ideas. We may have had difference of opinion on ideological matters but I can never deny the perfection of her thoughts. She was always firm on her arguments and never bowed down.

I must share with you something no one knows. Jaya Ji was hospitalised when the demonetisation announcement was made. AIADMK’s Parliamentary Party leader and the present Deputy Speaker M Thambidurai, in personal conversations with Trinamool’s Parliamentary Party leader in the Lok Sabha, Sudip Bandyopadhyay a few days back, said that Jaya Ji supported our movement against demonetisation. She said that the movement taken up by Mamata against demonetisation is on the right track.

I have known about Jayalalitha for a long time. She has been the Chief Minister of Tamil Nadu much earlier than I became the Chief Minister. She is very popular. I knew that after the death of MG Ramachandran, it was she who kept her party united. I came to know her personally much later.

—-

1998. The first NDA government was in power at the Centre. Atal Bihari Vajpayee was the Prime Minister. Trinamool was a newly-formed party back then and we had seven MPs. We were supporting NDA. Jaya Ji played a pivotal role in making Atal Ji the Prime Minister. AIADMK had 29 MPs. Her support was crucial for Atal Ji.

We witnessed her power and influence back then. At NDA meetings, even Atal Ji would wait for Jaya Ji to arrive. He would even leave his chair for her. Only one other leader received such reverence. It was Chandrababu Naidu.

I first met jaya Ji during NDA times. She entered politics after a successful career on silver screen. But she adapted well with the political life with ease. Full-sleeved blouse, a saree covering her full body and a baggy coat. I had spoken with her couple of times after becoming Railway Minister. She spoke less but spoke so well.

After the Nandigram incident, I had visited Kerala with a delegation. During that visit I also dropped in at Chennai to meet Jaya Ji. Although I had heard she generally never meets outsiders at her residence, she called me to her residence. She took great care of us. I had taken a saree for her as a gift. It was a very plain saree. But she was very happy to have received it. She had said, “It is beautiful. The colour is beautiful.”

We had taken the initiative to make Dr APJ Abdul Kalam the President for a second term. I had spoken to her back then.

AIADMK won 39 seats in the 2014 Lok Sabha elections. Trinamool won 34. Together we could have been 73 in Lok Sabha. But that did not come through. Jalay Ji did not join the BJP-led National Democratic Alliance, though. The Deputy Speaker of Lok Sabha is from their party.

I have read the papers from Tamil Nadu at inter-state council meetings. They always made strong arguments. Such clarity of language, too. This is only possible for an able and strong-willed administrator like her. This is what makes ‘Jayalalitha’ what she is today.

Jayalalitha showed us how to command respect despite honouring the constitutional limits of a Chief Minister, solely through her strong will and gravity. It is difficult to match her personality in today’s times. One may not like her but they definitely cannot ignore her. And thus she stands out.

I understand how fighting against all odds feels like. I have been facing a volley of abuses and conspiracies myself for some time now.

Jaya Ji’s struggle is somewhat similar. She emerged a winner solely because of her political wisdom, administrative expertise and strength of character. History will always remember her as a strong female politician.

 

বহু বাধার বিরুদ্ধে লড়েছি, জয়াজির লড়াইটা তাই বুঝি: মমতা বন্দ্যোপাধ্যায়

মৃত্যু সর্বদাই দুঃখের। আমরা কেউ কারও মৃত্যু চাই না। বরং বলি, ‘আরও আরও আরও দাও প্রাণ।’ মানতে না চাইলেও এই অমোঘ সত্যকে তবু  মেনে  নিতেই হয়।

কিছু কিছু মৃত্যু আছে, যা আমাকে শুধু দুঃখই দেয় না, মনকে তোলপাড় করে। আজ তেমনই এক মৃত্যু নিয়ে কথা বলার দিন।

আরও  কয়েকটি বছর অনায়াসে আমাদের সকলের মাঝে থাকতেই পারতেন জয়াজি। তাঁর কাজের মাধ্যমে নতুন প্রাণশক্তি সঞ্চারিত হতো। এ চলে যাওয়া তো কিছুটা অকালেই ঘটল!

অনেক কাজের মধ্য থেকে হঠাৎ এমন হারিয়ে যাওয়া যেমন অতীব দুঃখজনক, তেমনই নিজের জীবনে সেই অবস্থান তৈরি করাও খুব সহজসাধ্য নয়। এইরকম একটি কর্মময় জীবন তৈরি করতে অনেক সময় লাগে। বিশেষ করে তা যদি ‘পাবলিক লাইফ’ হয়। মানুষের জন্য কাজ করতে করতে বিশ্বাসযোগ্যতা অর্জন, একটি দলকে নেতৃত্ব দেওয়া, নিচুস্তর থেকে শুরু করে বিধানসভা-লোকসভা পর্যন্ত তাকে জিতিয়ে আনা, কোর্ট থেকে ভোট সব লড়াই সাহসের সঙ্গে মোকাবিলা করা— এ সবের জন্য যে শক্তি, সাহস ও বলিষ্ঠতা প্রয়োজন জয়াজির তা ছিল।

লোকসভা নির্বাচনের সময় অতিরিক্ত পরিশ্রম, সেই সঙ্গে হাই সুগার মিলে মিশে ভোটের পর থেকেই ক্রমশ অসুস্থ হয়ে পড়তে থাকেন তিনি। এই চরম আঘাতটা হয়তো আরও ক’বছর পরে আসত।

তবে আমি মনে করি, ধাক্কাটা শুরু হয়েছিল তখন থেকে, যখন তাঁকে জেলে পাঠানো হয়— এক রাজ্য থেকে অন্য রাজ্যে। আমার মনে হয়, নিজের রাজ্য তামিলনাড়ু থেকে অন্য রাজ্যের জেলে নিয়ে যাওয়ার অসম্মানজনক চাপ জয়াজির অন্তরকে দুমড়েমুচড়ে দিয়েছিল। অপমানের সেই ধাক্কায় জর্জরিত হয়ে গিয়েছিলেন তিনি। আজকের এই অকাল পরিসমাপ্তির উৎস বোধহয় সেটাই। জয়াজিকে যখন দুর্নীতির অভিযোগে গ্রেফতার করে বেঙ্গালুরুতে নিয়ে যাওয়া হয়, তখনও তাঁর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম। পারিনি। সম্ভব হলে বলতাম, সুস্থ থাকবেন।

জেল থেকে ফিরেছিলেন তিনি। ফিরেছিলেন ছেড়ে যাওয়া মুখ্যমন্ত্রীর চেয়ারেই। কিন্তু ‘সুস্থ’ হতে পারলেন কই? তামিল জনগণ হারালেন তাঁদের প্রিয় আম্মাকে, দেশ হারাল জননেত্রীকে, এআইএডিএমকে তাদের মাতৃসমাকে। রাজনীতিও রিক্ত হল। জয়ললিতার সঙ্গেই চলে গেলেন এক জন সাহসী দক্ষ প্রশাসক।

আমি হারালাম আমার পরিচিত সাবলীল, সর্বদা কাজ করে চলা, তাজা মনের এক রাজনীতিককে। চিন্তাধারার ভিন্নতা বা অন্য কিছু বিষয়ে পার্থক্য থাকা সত্ত্বেও তাঁর মধ্যে ভাবনার যে উৎকর্ষ দেখেছি, তা অস্বীকার করতে পারতাম না। তাঁর যুক্তিতে তিনি অবিচল থাকতেন, মাথা নত করতেন না, সেটাও লক্ষ্য করতাম।

একটা কথা না বলে পারছি না। এই নোটবন্দির দেশে জয়াজি তখনও হাসপাতালে। তাঁর দলের নেতা, লোকসভার ডেপুটি স্পিকার থাম্বিদুরাই দিন কয়েক আগে আমাদের লোকসভার নেতা সুদীপদাকে (বন্দ্যোপাধ্যায়) ব্যক্তিগত কথাবার্তার সময়ে বলেছেন, মমতা নোট বাতিল নিয়ে যে আন্দোলন করছেন, সেটাই সঠিক পথ। জয়াজির দল এ ভাবেই আমাদের পথে সমর্থন জোগাল।

জয়ললিতার নাম আমি দীর্ঘদিন ধরেই জানতাম। আমি মুখ্যমন্ত্রী হওয়ার অনেক আগে থেকেই তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। খুব জনপ্রিয়। এটাও জানতাম, এম জি রামচন্দ্রনের মৃত্যুর পরে তাঁর দল জয়ললিতাই ধরে রেখেছেন। কিন্তু আলাপ-পরিচয় ছিল না। হল অনেক পরে।

১৯৯৮। কেন্দ্রে প্রথম এনডিএ সরকার। অটলবিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী। নবগঠিত তৃণমূল কংগ্রেসের সাত জন এমপি নিয়ে আমরাও দিল্লিতে। সমর্থন করছি এনডিএ-কে। অটলজিকে প্রধানমন্ত্রী করার ক্ষেত্রে জয়াজির বড় ভূমিকা ছিল সেই সময়ে। ২৯ জন সাংসদ ছিলেন এআইএডিএমকে-র। তাই জয়াজির সমর্থন পাওয়া সে দিন খুব জরুরি ছিল বাজপেয়ীর।

তখন দেখেছিলাম জয়ললিতার দাপট। অটলজি এনডিএ বৈঠকে নিজে কার্যত চেয়ার ছেড়ে দিতেন জয়াজিকে। তাঁর আসার অপেক্ষায় বৈঠক আটকে থাকত। এমনটা পরে আর এক জনের বেলাতেই দেখেছি। অন্ধ্রের চন্দ্রবাবু নায়ডু।

এনডিএ-র সেই আমলেই জয়াজির সঙ্গে আমার প্রথম আলাপ। রুপোলি পর্দা থেকে রাজনীতিতে এসেছিলেন জয়াজি। এসেই পুরোদস্তুর রাজনীতিক। ফুল হাতা ব্লাউজ, গা ঢাকা শাড়ি, ঢোলা কোট। আমি রেলমন্ত্রী হওয়ার পরে কয়েক বার কথাবার্তা হয়েছে। কথা বলতেন কম। অতি সুন্দর বাচনভঙ্গি।

নন্দীগ্রামের ঘটনার পরে সেখানকার এক প্রতিনিধি দল নিয়ে আমরা কেরল গিয়েছিলাম। সেখান থেকে চেন্নাই গিয়ে জয়াজির সঙ্গে দেখা করি। শুনেছি তিনি বাড়িতে সাধারণত বাইরের কারও সঙ্গে দেখা করতেন না। আমাকে অবশ্য বাড়িতেই যেতে বলেছিলেন। খুব যত্ন করেছিলেন। ওঁর জন্য একটি শাড়ি নিয়ে গিয়েছিলাম। সামান্য একটি শাড়ি তাঁর কাছে খুব অকিঞ্চিৎকর। তবু খুশি হয়ে নিলেন। বললেন, ‘‘চমৎকার হয়েছে। খুব সুন্দর রং।’’

এ পি জে আব্দুল কালামকে দ্বিতীয় দফা রাষ্ট্রপতি করার জন্য আমরা উদ্যোগী হয়েছিলাম। তখনও তাঁর সঙ্গে কিছু কথা হয়।

গত লোকসভা নির্বাচনে জয়ললিতার এআইএডিএমকে ৩৯টি আসন পায়। আমাদের তৃণমূল কংগ্রেস ৩৪টি। দুই দল একত্র হলে লোকসভায় সংখ্যাটি ৭৩ হয়। সেটা সম্ভব হয়নি। তবে জয়াজি বিজেপি-র সরকারে যোগ দেননি, সমর্থনও করেননি। লোকসভায় ডেপুটি স্পিকার এখন তাঁর দলের।

আন্তঃরাজ্য পরিষদে তামিলনাড়ুর পাঠানো কাগজপত্র পড়ে দেখেছি। বলিষ্ঠ বক্তব্য। তেমনই ভাষা। যিনি দক্ষ প্রশাসক এবং কাজের ব্যাপারে আত্মপ্রত্যয়ী— এই দৃঢ়তা তাঁর পক্ষেই সম্ভব। আর সেটাই ওঁকে ‘জয়ললিতা’ করেছে।

এক জন মুখ্যমন্ত্রী হিসেবে নিজের সীমাবদ্ধতায় থেকেও দৃঢ় মনোভাব ও গাম্ভীর্য দিয়ে তিনি তাঁর সম্মান আদায় করে নিতে জানতেন। আজকের দিনে এমন ব্যক্তিত্ব ক্রমশ বিরল হয়ে আসছে। কেউ তাঁকে পছন্দ বা অপছন্দ করতেই পারেন। কিন্তু জয়ললিতাকে অস্বীকার করতে পারেন না। এখানেই তিনি আলাদা।

প্রতিকূল শক্তির সঙ্গে লড়াই করে নিজেকে ধরে রাখা যে কতটা কঠিন, আমি তা কিছুটা বুঝি। অনেক আক্রমণ, অনেক কুৎসার বিরুদ্ধে নিজেও তো লড়েছি।

জয়ললিতার লড়াই তো অনেকটা তেমনই। তিনি তাঁর রাজনৈতিক চেতনা, চারিত্রিক দৃঢ়তা ও প্রশাসনিক দক্ষতা দিয়ে লড়াই জিতেছেন। মহিলা রাজনীতিক হিসেবে ইতিহাসে এটা হয়ে থাকবে তাঁর উজ্জ্বল অবস্থান।

Demonetisation is a big scam: Mamata Banerjee at State Assembly

Today, on the second day of the 2016 Winter Session of the West Bengal Assembly, Chief Minister Mamata Banerjee gave an almost 50-minute speech during a discussion on demonetisation.

Her strongly-worded speech dwelt on the massive mistake committed by the Centre in bringing about demonetisation, as well as the huge loss caused to the economy of the country and the immense hardships borne by the people on a daily basis, that has caused more than 80 deaths (in the almost four weeks since the decision was announced).

To dispel all Opposition allegations, Mamata Banerjee declared at the very onset: “We do not support hoarding of black money. We are against black marketing. We want strict action to be taken against those who have crores of black money”.

She said that as a result of this policy of the Centre, the “economic infrastructure of the country has broken down”. Bengal’s revenue collection “has taken a hit”.

Also, the decision of demonetisation was “taken without planning”, as a result of which the “common people were facing huge a problem”.

She said, “Undeclared financial emergency has been imposed on the country. The Centre is bulldozing all decisions”.

Referring to the fact of people dying all over the country while standing in long queues in front of banks and ATMs, she said that the “Centre is treating people like guinea pigs. Healthy people have been forced into illness”.

Buttressing her point on the people being treated like guinea pigs, she said, “In 21 days they have modified their decision 21 times. Can you believe it? They have no idea what to do”.

She underlined some of the more serious challenges the State is facing as a result of demonetisation: “Farmers are facing problems. Workers and labourers are not getting their wages. Tea and jute workers are not getting salaries. Wages for 100 days’ work cannot be paid”. It is not just about wages – “A lot of man-days have been lost. Production has been hit severely”.

She also came down strongly on the shoddy ways the Centre is now apparently trying to right some wrongs. As an example she said, “Why did the Centre allow cash supply at Big Bazaar outlets? How many areas have Big Bazaars?”

She said the “BJP was well aware of the decision of demonetisation” as “the ruling party had bought land in several states in September and October, right before the announcement of demonetisation”. She demanded a “judicial probe into the financial transactions of BJP just before the announcement of demonetisation”.

Mamata Banerjee rejected downright the Central Government’s contention that demonetisation has resulted in a lot of black money being recovered, instead saying, “White money has been declared black money (as people are not being able to withdraw their own money due to a severe shortage in cash) while some people are easily converting black money into white”.

The Chief Minister asked the BJP what has come of its promise to bring back black money to the country: “How much black money has been brought back from Swiss banks?” She followed it up with the fact that “Global Financial Integrity (GFI), a global research organisation, has said that USD 51 billion was siphoned out of India per annum between 2004 and 2013”.

Mamata Banerjee then went on to lay bare the futility of the Central Government’s contention that demonetisation was all for a good cause. “People are dying in bank queues; daily wagers are losing their livelihood; and the Prime Minister talks of cashless banking”.

Indeed, cashless banking, that the Prime Minister has been harping on ever so frequently since the announcement of demonetisation, is not really meant for a country like India as “without even creating the infrastructure he is trying to forcefully enforce a cashless economy”. Mamata Banerjee also spelt out the dangers lurking in cashless banking, referring to the “nearly 29 lakh debit cards that were hacked, and their data compromised, a few months ago”.

The Chief Minister also came down strongly on the Prime Minister’s showing a lack of morality as he is “busy doing ads for Paytm”, followed by the rhetorical question, “Have you ever seen a PM endorse private companies?” She berated “Modi Babu” for “not having the qualifications to be a Prime Minister”.

The Chief Minister also criticised the Centre for meting out “differential treatment to the States in relation to the supply of new currency notes”. “This is embarrassing,” she said.

She said that people cannot even protest against their miserable condition as the “Centre is letting loose their agencies on anyone raising their voices”.

As possible remedies, Mamata Banerjee said, “We have already requested the Centre to increase circulation of currency notes of smaller denominations. The Centre must allow the use of old Rs 500 notes till the situation is normalised”.

Accusing some prominent BJP leaders of making a mockery of the common people‘s misery, she said, “People are unable to make ends meet and ruling party leaders are having lavish weddings”.

“Demonetisation is a big scandal. It is a big scam. This is a big crime”.

She warned, “If the situation is not addressed, there will be food crisis in future”.

The Chief Minister outlined her plan for protesting: “We have appealed to civil society, to the intelligentsia and especially to women to come forward in protest. This fight will continue. This is a fight for the people”.

She ended her speech by raising her voice for her beloved Bengal once again: “Banglar mati, banglar jol/ Punyo houk hey bhogoban”.

 

 

নোট বাতিলের সিদ্ধান্ত একটি বড় কেলেঙ্কারিঃ বিধানসভায় বললেন মুখ্যমন্ত্রী

 

আজ বিধানসভায় নোটবাতিল ইস্যুতে বক্তব্য রাখেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আমরা কালো টাকার বিরুদ্ধে আমরা কালো বাজারিতে বিশ্বাস করি না।  কিন্তু কোন সিদ্ধান্ত নেওয়ার আগে জনগনের কথা সবার আগে মাথায় রাখা উচিত। তাঁর দাবি, কোটি কোটি কালো টাকা যাদের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক”।

এই তুঘলকি সিদ্ধান্তের ফলে দেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে গেছে। কেন্দ্রের এই হঠকারী সিদ্ধান্তের ফলে রাজস্ব আদায় বন্ধ হয়ে গেছে। সমস্ত উৎপাদন বন্ধ হয়ে গিয়েছে।

মুখ্যমন্ত্রী একজোট হয়ে লড়ার আহ্বান জানিয়ে বিরোধীদের উদ্দেশ্যে বলেন, “এখন রাজনীতি করার সময় নয়, সকলে মিলে এই নোট সংকটের মোকাবিলা করতে হবে। দেশ জুড়ে আর্থিক বিপর্যয় নেমে এসেছে, অঘোষিত জরুরি অবস্থা জারি হয়েছে, বিরোধী ও সাধারণ মানুষের সব কিছু বুলডোজ করা হচ্ছে”।

তিনি আবারও অভিযোগ তোলেন, পরিকল্পনাহীন ভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং এর ফলে বাস্তব জীবনে মানুষের প্রচণ্ড সমস্যা হচ্ছে, প্রতি মুহূর্তে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে সমসসা হচ্ছে। প্রতিদিন তাদের সব কর্মব্যস্ততার মাঝে অনেক খানি সময় বার করতে হচ্ছে ব্যাঙ্ক ও এটিএম-এ লাইন দেওয়ার জন্য। তাতেও যে তারা সফল হচ্ছেন, তাও না, প্রায়ই অনেকক্ষণ লাইন দেওয়ার পর টাকা না পেয়ে তারা ফিরে আসছেন।

বিজেপির নেতারা আগে থেকে সব জানতেন, এই কথার প্রমাণস্বরূপ তিনি বলেন, “নোট বাতিলের সিদ্ধান্তের ঠিক আগেই বিজেপি নেতারা সেপ্টেম্বর অক্টোবর মাসে অনেক জমি কিনেছে, ওরা  আগে থেকেই এই বিমুদ্রিকরনের সিদ্ধান্ত সম্পর্কে জানতো। নোট বাতিলের সিদ্ধান্তের  আগে বিজেপির আর্থিক লেনদেন এবং জমি সংক্রান্ত তথ্যগুলির তদন্ত হওয়া উচিত এই দাবিও তিনি তোলেন”।

তিনি বলেন, “সাধারণ মানুষকে গিনিপিগের মত ব্যবহার করছে কেন্দ্র। সুস্থ মানুষকে অসুস্থ করে তোলা হচ্ছে।এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের সাদা টাকা কালো হয়ে গেছে আর কালো বাজারিদের কালো টাকা সাদা হয়ে গেছে।

পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, সুইস ব্যাঙ্ক থেকে কত কালো টাকা ফেরত এসেছে? প্রধানমন্ত্রী এখন পে টি এমের বিজ্ঞাপন দিতে ব্যস্ত। কখনো কোন প্রধানমন্ত্রীকে বেসরকারি কোম্পানিকে প্রমোট করতে এর আগে দেখা যায়নি, একথাও তিনি বলেন।

মুখ্যমন্ত্রী বলেন, “প্রদীপের নিচে যে অন্ধকার সেটা কি মোদী বাবু দেখেছেন? মোদী বাবু কি জানেন দেশের কটা গ্রামে ব্যাঙ্ক আছে? আর উনি ক্যাশলেস পেমেন্টের কথা বলছেন”।

মুখ্যমন্ত্রী অসহায় মানুষের অশেষ দুর্গতির বিরুদ্ধে ক্ষোভ উজাড় করে বলেন, “মোদী বাবুর প্রধানমন্ত্রী হওয়ার কোন যোগ্যতাই নেই। ক্যাশলেস অর্থনীতির কোনোরকম পরিকাঠামো তৈরি করার বদলে তিনি গায়ের জোরে ক্যাশলেস অর্থনীতিকে আনার চেষ্টা করছেন”।

এ যাবৎ যে ৮৬ জনের মৃত্যু হয়েছে, সেই কথার উল্লেখ করে তিনি বলেন, “ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে মানুষের মৃত্যু হচ্ছে। মানুষ তাদের স্বাভাবিক জীবনযাত্রার ছন্দ হারিয়ে ফেলেছে আর প্রধানমন্ত্রী ক্যাশলেস ব্যাঙ্কিং এর কথা বলছেন। কেন্দ্রের বৈষম্যমূলক ব্যবহারের কথা উল্লেখ করে বলেন, নতুন নোট সরবরাহের ক্ষেত্রে বিভিন্ন রাজ্যের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম। বিজেপি শাসিত রাজ্যগুলিকে নোট পাঠানো হলেও বাকি রাজ্যগুলিকে পাঠানো হচ্ছে না”।

মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, কয়েক দিন আগেই ২৯ লক্ষ ডেবিট কার্ড হ্যাক হয়েছে, তাহলে কিসের ভরসায় প্রধানমন্ত্রী সবাইকে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড নির্ভর হতে বলছেন? তিনি বলেন, কেন্দ্র নিজেও কতটা দিশাহীন তার প্রমাণ হল, সিদ্ধান্ত নেওয়ার পর কেন্দ্র ২১ দিনে তারা ২১ বার তাদের সিদ্ধান্ত বদল করেছেন। এই সিদ্ধান্ত কি করে বাস্তবায়ন করা যায়,  কি করা উচিত সেই সম্পর্কে কেন্দ্রের কোন ধারণাই নেই।   

প্রধানমন্ত্রী সবাইকে চোর বলে বেড়াচ্ছেন। এইরকম হঠকারী ভাবে নোট বাতিলের সিদ্ধান্ত এখন একটি বড় কেলেঙ্কারি। এটা একটা বড় অপরাধ।

এই তুঘলকি সিদ্ধান্তের ফলে কৃষকরা সমস্যায় পরেছেন। শ্রমিকরা তাদের মজুরি পাচ্ছেন না, চা বাগান, জুট মিলের লোকেরা তাদের বেতন পাচ্ছেন না। ১০০ দিনের কর্মীরা তাদের মজুরি পাচ্ছেন না। কেউ যদি মজুরি না পায় তারা খাবে কি করে? প্রয়োজনীয় জিনিসপত্র কিনবে কি করে?

পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, বিগ বাজারের দোকানগুলোতে টাকা যোগানের অনুমতি কেন দিয়েছে কেন্দ্র? কটা এলাকায় বিগ বাজার আছে? সারা দেশের কটা জায়গায় বিগ বাজার আছে? তাঁর বক্তব্য, যে গরিব মানুষের পক্ষে সওয়াল  করে কেন্দ্রের প্রতিবাদ করছে, কেন্দ্র তার পিছনে এজেন্সি লাগিয়ে দিচ্ছে।  

তিনি কেন্দ্রীয় সরকারকে আবেদন জানান ৫০/১০০ টাকার নোট সরবরাহ বৃদ্ধি করতে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রকে তাঁর পরামর্শ, যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন পুরনো ৫০০ টাকার নোট চালু রাখা উচিত নতুন টাকার পাশাপাশি।

পরিস্থিতি ঠিক না হলে এরপর খাদ্য সংকট দেখা দেবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। তিনি সবশেষে বলেন, আমি সুশীল সমাজ, বুদ্ধিজীবী, বিশেষ করে মহিলাদের এই প্রতিবাদ করতে আহ্বান জানাচ্ছি, এই লড়াই চলবে। এটা মানুষের লড়াই।

 

Why is the Government not ready for discussion with voting on demonetisation: Sudip Bandyopadhyay | FULL TRANSCRIPT

Madam, what we have seen in today’s List of Business, the subject of Demonetisation has been inducted under Rule 193.

All the Opposition parties together made a fervent appeal to the government and to you, Madam, that the discussion be taken up under Adjournment Motion. If not, the Congress has placed a demand for discussion today under Rule 184.

It is my submission that I am prepared to withdraw my Notice under Rule 56 if the Chair accepts this Notice under Rule 184.  Let this discussion take place and kindly don’t create pressure under the Rule 193.

They have their brute majority on the floor of the House and I don’t know why they are evading the discussion and voting. What’s wrong in it? It has never been clarified properly.

Madam, our fervent request, let the floor be properly honoured with your consent and the support of the Government.

Intervention during Zero Hour

The real question is who is running away from discussion. Ultimately discussion is not taking place. Whose responsibility is it to ensure that the House runs? There is a Government side and there is an Opposition side. They are in a position of majority; so it is up to them to see that the House runs properly, and they have a brute majority as result of which they can easily start discussion under Rule 184 – what the Congress party has submitted in consultation with others.

I have placed Adjournment Motion, Madam, but I want to withdraw if discussion starts under Rule 184 with voting. So I will request the Government to let there be normal situation in the House and let the debate start; there should be discussion with voting.

 

Whenever I start a movement, there is criticism, I am used to it : Mamata Banerjee Interview

Leading the charge against the Centre’s move to demonetise high-value currency notes, West Bengal Chief Minister Mamata Banerjee spoke about the reasons for her protest and the Army’s presence in her state.

There is a lot of criticism from the BJP and others who are saying that you are seeing conspiracies where there are none. What is your reaction to this?

Whenever I start a movement, there is criticism. I am used to that. When I began the movement against the Left, with Jyoti Basu as Chief Minister, I was criticised. I was attacked by the Left. Later, when I began the movement in Singur, I was similarly attacked and criticised. This is the same thing.

But whatever the common people feel, that is the truth that matters. People know that this move of demonetisation is a black move by a black government. People will respond to note-bandi with vote-bandi.

What is the next step in your protest against demonetisation?

We are going to continue our opposition against the Modi government and demonetisation. I believe in constructive criticism and the opposition needs to be united. But already, the BJP has no one speaking in favour of them. All these economists, it is not like they know me. But they are all speaking out against demonetisation, warning people that this move will ultimately harm the economy. Who is speaking in favour of the government, except some people who don’t have a choice but to — some film stars and some businessmen, who need to speak in favour of the government because they are scared to do otherwise. This is a scheme to ensure loot of common people’s money. The government has started a scheme where they will take money, in old notes, and then say that this is their revenue. They will claim that their revenue has increased. It’s a complete eyewash and dacoity.

Why do say that demonetisation is linked to elections?

The government isn’t releasing Rs 500 notes equally. We have asked the RBI to release the details of how many Rs 500 notes have been sent to which state. They haven’t done that yet. In West Bengal, the demand is far higher than other states. But here we have had almost no Rs 500 notes. Most of the ATM machines haven’t been recalibrated. But in BJP states, there is no such problem. In UP, they are not releasing Rs 500 notes because the BJP wants anger to build against the Samajwadi Party.

The Army has claimed that they had followed protocol regarding deployment in the state, what is your stand?

The Army is being used as a political tool. Whatever they are saying is misinformation and lies. It’s a concocted story. The Army never took permission from the state government. The home secretary has written to the Centre to withdraw the Army from the district. If the Army isn’t withdrawn, we will take legal action. We are being targeted because we have raised the issue of demonetisation.

So what do you think the Centre is attempting to do?

Curb protest. There is no money anywhere and the BJP can’t tolerate anyone’s protest. This has never happened before. The central government is an elected government but with limited mandate, we don’t interfere in their jurisdiction there. The state government has limited jurisdiction. But in this situation, the economy has no money, it’s impossible to give people wages. No one is getting money in hand. What will people do? Now the government is trying to scare you, so that you can’t go to the bank and take out money. This is yet another surgical strike.

The BJP is constantly attempting to weaken the federal structure of the state. They continue to speak directly to our secretaries, bypassing the chief minister. The Prime Minister holds video-conference meetings with the chief secretaries of the state. Why should he do that? There is a system in place and there is a reason for that. The Centre has no right to do so.

 

Written by Aniruddha Ghosal, The Indian Express, December 5, 2016

 

 

 

Bengal Ministers visit various markets to take stock of demonetisation effect on traders

The Bengal Agriculture Minister and the Agriculture Marketing Minister on Thursday visited several wholesale and retail markets in the city to assess the present situation with flow of money yet to improve after 23 days of demonetisation of notes.

The Ministers were also accompanied by the local MLA when they visited Koley Market near Sealdah and Manicktala market near Ultadanga.

After inspecting the markets and speaking to farmers and vegetable traders, the Agriculture Minister said that they would submit a report to the Chief Minister Mamata Banerjee in this regard.

The Ministers spoke to both the farmers who come to the markets from different villages to sell their produce and wholesale traders who import onions and potatoes from other states.

THey said that there is a wide gap between the price at which vegetables were procured from farmers and the rate at which the same is sold by traders in local market.

“A wholesaler said that he is selling capsicum at Rs 12 per kg while we are buying it at Rs 30 per kg in local markets. It shows that there are some middlemen who are playing nasty games. As a result, farmers are getting the minimum price and on the other hand common people are buying the same at a much higher price. Stringent measures would be taken against these middlemen,” the State Agriculture Minister said.

He further said that the Centre’s decision of demonetisation has left a deep impact on the market. Both buyers and sellers are affected due to the cash crunch. Business volume has come down drastically.

“I spoke to an onion wholesaler who procured the vegetable from South India. He said that his per day sale was around 100 kg and now it has gone down to 40 kg. I found stock of comparatively bigger size onions in Koley Market. These onions would perish if not sold within the next few days. The traders would incur huge loss if they cannot clear the stock. Still the price of vegetables are under control, but I apprehend price rise if the situation doesn’t improve soon,” he said, adding that they had also urged the Centre’s representatives, who visited the state in recent time, to visit the markets to get the real picture and to know how people are suffering due to the Centre’s hasty decision.

Besides taking up the issue politically, the State Government is also doing the necessary to let the country know how the people are suffering.

The inspections will continue and the Ministers would often visit the markets in the next few.

The State Agriculture Marketing Minister said: “The visit was essential to know the real picture. Steps would be taken accordingly to reduce the suffering of the farmers.”

 

ব্যবসায়ীদের ওপর নোটবাতিলের প্রভাব দেখতে বিভিন্ন বাজার ঘুরে দেখলেন রাজ্যের মন্ত্রীরা

নোটবাতিলের ২৩দিন পরেও টাকার জোগান কিরকম আসছে ও তার ফলে ব্যাবসায়ীদের মধ্যে কি প্রভাব পড়ছে তা দেখতে শহরের বিভিন্ন পাইকারি ও খুচরো বাজার ঘুরে দেখেন কৃষি মন্ত্রী ও কৃষি বিপনন মন্ত্রী।

স্থানীয় বিধায়করাও ওনাদের সঙ্গে ছিলেন যখন ওনারা কোলে বাজার ও মানিকতলা বাজার পরিদর্শন করেন। চাষি ও সবজি বিক্রেতাদের সঙ্গে কথা বলে কৃষি মন্ত্রী জানান, তিনি বিশদ রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে জমা দেবেন।

দুরের গ্রাম থেকে আসা চাষিদের পাশাপাশি যেসকল পাইকারি বিক্রেতারা আলু ও পেঁয়াজ আমদানি করে থাকেন, তাদের সঙ্গেও আলোচনা করেন।

তাঁরা জানান চাষিদের থেকে যে দামে সবজি কেনা হয় ও বাজারে বিক্রেতারা যে দামে আনাজ বিক্রি করছেন, তার মধ্যে অনেক তফাৎ আছে।

কৃষি মন্ত্রী বলেন, তিনি এক পাইকারি সবজি বিক্রেতার সঙ্গে কথা বলে জেনেছেন, পাইকারি সবজি বিক্রেতা ১২ টাকা কিলো দরে ক্যাপসিকাম বিক্রি করেন কিন্তু ক্রেতারা খুচরো বিক্রেতাদের থেকে সেটা পাচ্ছে ৩০ টাকা কিলো দরে। তার মানে ফড়েরা খুব বাজে ধরনের পদ্ধতিতে দাম বাড়াচ্ছে, যার ফলে চাষি ও ক্রেতা উভয়ই বঞ্ছিত হচ্ছে।

তিনি আরও বলেন, নোটবাতিলের ফলেও খুব খতিগ্রস্ত হয়েছেন ক্রেতা ও বিক্রেতা উভয়পক্ষ। ব্যাবসার পরিধি অনেক কমে গেছে।

তিনি বলেন, তিনি আর এক আনাজ বিক্রেতার সঙ্গে কথা বলে জানতে পেরেছেন, ওই বিক্রেতা দক্ষিন ভারত থেকে আনাজ আনিয়ে থাকেন, আগে রোজ ১০০ কিলো বিক্রি ছিল যা এখন কমে ৪০ কিলোতে এসে পৌঁছেছে। এইসব আনাজ খুব তাড়াতাড়ি পচে যাবে যদি না সামনের সপ্তাহের মধ্যে বিক্রি করা যায়। সেক্ষেত্রে ব্যাবসায়ীরা বিশাল খতিগ্রস্ত হবেন। মন্ত্রী বলেন, তাও আনাজের দাম নিয়ন্ত্রনের মধ্যে আছে, কিন্তু এই নোটের আকাল আর কিছুদিন চললে পরিস্থিতি বীভৎস রুপ নিতে চলেছে। মন্ত্রী কেন্দ্রীয় প্রতিনিধিদের আবেদন করেন তারা যেন এইসব বাজারগুলো ঘুরে দেখেন ও মানুষের কষ্টের কথা দেখে যান নোট বাতিলের ফলে।

রাজনৈতিক উদ্দেশ্যে না গিয়ে রাজ্য সরকার সারা দেশবাসীকে জানাতে চান এখানে মানুষ কিরকমভাবে প্রতিনিয়ত কষ্টের সম্মুখীন হচ্ছে।

এই পরিদর্শন চলতে থাকবে ও মন্ত্রীরা বাকি বাজারও ঘুরে দেখবেন।

কৃষি বিপনন মন্ত্রী জানান, এই পরিদর্শন খুব জরুরি ছিল আসল পরিস্থিতি জানতে। কৃষকদের দুর্গতি কমাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহন করা হবে।

After tremendous success in retail stores, Tantuja looks to capture e-commerce platform

The huge profits are enough to tell the story of Tantuja, which recently launched a successful partnership with Flipkart and Amazon. Tantuja’s products, especially sarees, are now available on these most popular of e-commerce platforms.

Once ailing due to financial crisis, the organisation under West Bengal State Handloom Weavers Cooperative Society made a record operational profit of Rs 3.5 crore against a turnover of Rs 123.19 crore in the financial year 2015-16.

The profit margin was Rs 2.05 crore in 2014-15 against a turnover of Rs 106.67 crore.

In the current year, that is, 2016-17, the turnover has already crossed crossed Rs 125 crore.

“We have tied up with Amazon. We were selling Tantuja sarees through Flipkart and have clocked sales of Rs 50 lakh”, said state MSME Minister Swapan Debnath. Tantuja, a State Government undertaking, has 48 stores as of now and plans to open at least two more stores in Digha and Mumbai soon.

“We are expanding our stores and also harnessing the multiple e-commerce marketplace portals to expand our reach”, the Minister added.

Biswa Bangla stores at airports and at a few major locations, including the national capital, sell Tantuja products as well. However, Tantuja products will not offer any special discounts in the online marketplace and will maintain the same price strategy for both online and offline stores.

Meanwhile, Tantuja is planning an exclusive line of Banarasi wedding sarees by roping in weavers from Varanasi. These exclusive sarees will cater to niche clientele across the world. This measure will help in raking in higher revenues in the years to come, MSME Department officials believe.

The State Government would consider capex support for expansion of Tantuja, but the Government will not subsidise operational expenses.

Tantuja has been churning out profits over the last three years. The profits have made it one of the best turnaround stories of Bengal. Chief Minister Mamata Banerjee has undertaken a personal endeavour to revitalise the organisation; her Tant Sathi Scheme has played a vital role. An amount of Rs 120 crore has now been allotted to Tant Sathi for paying as compensation to ‘tant’ (handloom) weavers.

Speaking about the use of multiple marketing channels by Tantuja, a senior official at the State secretariat, Nabanna said that the adoption of ‘omni-channel marketing route’ to expand Tantuja’s reach is also the Chief Minister’s brainchild. It will help in reaching out to more customers, besides introducing new products.

Tantuja, set up in 1945, has been awarded the esteemed Images Retail Award by a private organisation in Mumbai.

It has also been acknowledged as the ‘Best Turnaround Story’ by Indian Retail Forum, the biggest retail platform in India. This award was given for Tantuja’s innovative branding, marketing and retailing strategies and for concept building, after having been a loss-making company for the last 25 years.

The erstwhile State Government established Tantuja to give healthy promotion to the weaving and craftsmanship which are a part of Bengal’s unique culture.

However, militant trade unionism and poor work culture turned it into a loss-making entity and eventually became a burden to the Government. Now, it is once again on the path of growth.

 

 

খুচরো ব্যাবসায়ে সাফল্যের পর ইকমার্সেও ঢুকতে চলেছে তন্তুজ

 

ইকমার্সে অন্যতম জনপ্রিয় সংস্থা ফ্লিপকার্ট ও অ্যামাজনের সঙ্গে অংশীদারিতে ব্যাবসার এক নতুন দিক খুলে খুব সাফল্যের সঙ্গে ব্যাবসা করছে তন্তুজ। এই সকল ওয়েবসাইটে তন্তুজর শাড়ি এখন খুবই জনপ্রিয়।

একসময় সরকারের এই সংস্থা ধুঁকতে থাকলেও এই ২০১৫-১৬ অর্থবর্ষে সাড়ে তিন কোটি টাকা লাভ করেছে তন্তুজ। আগের বছর লাভ করে দুকোটি টাকারও বেশি।

এই বছরের ব্যাবসা ইতিমধ্যেই ১২৫ কোটি টাকা ছাড়িয়ে গেছে।

ওই দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ জানান, আমরা অ্যামাজনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি, ফ্লিপকার্টের মাধ্যমে আমরা ৫০ লাখ টাকার ব্যাবসা করতে পেরেছি। তিনি আরও বলেন, এই মুহূর্তে আমাদের ৪৮তি বিপনন কেন্দ্র আছে, তবে খুব শীঘ্রই আমরা দিঘা ও মুম্বাইতে দুটি কেন্দ্র খুলতে পরিকল্পনা করছি। আমরা আমাদের বিপনন কেন্দ্রের পাশাপাশি আরও ইকমার্সের সংস্থার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের ব্যাপ্তি বাড়াতে।

বিশ্ববাংলার বিপনন কেন্দ্রগুলি যা দিল্লি, বিমানবন্দর ও বিভিন্ন উল্লেখযোগ্য জায়গায় আছে, তারাও তন্তুজর সামগ্রি বিক্রয় করে থাকে। তন্তুজ ইকমার্সে আলাদা কোন ছাড় দেবে না দামের ক্ষেত্রে।

ইতিমধ্যে, কাশীর বেনারসি শাড়ি প্রস্তুতকারক তাঁতিদের সঙ্গে যোগাযোগ করে বেনারসি শাড়িও তৈরি করা শুরু করতে চলেছে। এইধরনের শাড়িগুলি বিশ্বব্যাপী উচ্চবিত্ত মানুষদের উদ্দেশ্য করে তৈরি করা হবে। ওই সংস্থার আধিকারিকরা আশা করেন, এর ফলে সংস্থার বেশ ভাল আয় হবে।

রাজ্য সরকার এই প্রকল্পে কোন ভর্তুকি দেবে না কিন্তু সর্বপ্রকার সাহায্য করবে।

তন্তুজ সবেমাত্র গত তিনবছর ধরে লাভের মুখ দেখছে। মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় তাঁত সাথী প্রকল্প এতে একটি গুরুত্তপূর্ণ ভুমিকা পালন করে। ওই প্রকল্পের মাধ্যমে এখনও পর্যন্ত ১২০ কোটি টাকা দেওয়া হয়েছে তাঁতিদের সাহায্যার্থে।

নবান্নের এক উচ্চপদস্থ সচিব জানান, বিপননের জন্য শুধু বিপনন কেন্দ্রর ওপর ভরসা না করে আরও নানা ভাবে বিক্রয় করার উদ্যোগটিও মুখ্যমন্ত্রীর ভাবনা থেকেই এসেছে। নতুন দ্রব্য তৈরির পাশাপাশি নতুন নতুন ভাবে পণ্য বিক্রয় করলে নতুন অনেক ক্রেতা পাওয়া যাবে।

১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হওয়া এই সংস্থাটি, মুম্বাইয়ের এক বেসরকারি সংস্থার দ্বারা “খুচরো ব্যাবসায়ে সম্মানিত প্রতিচ্ছবির” জন্য পুরস্কৃত।

ভারতীয় খুচরো ব্যাবসায়ী ফোরাম এই সংস্থাকে ভূষিত করেছে “সেরা ঘুরে দাঁড়ানোর রুপকথা” আক্ষায়। টানা ২৫ বছর লোকসানে থাকা সংস্থাটি নিজের প্রচেষ্টায় ঘুরে দাঁড়ানোর জন্য।

বাংলার সংস্কৃতির ধারা অব্যাহত রেখে রাজ্য সরকার প্রধানত তাঁতি ও শিল্পীদের উন্নয়নের জন্যই এই সংস্থাটি গড়ে তোলে।

জঙ্গি শ্রমিক ইউনিয়ন ও কর্মসংস্কৃতি খারাপ থাকার কারনে সময়ের সঙ্গে সঙ্গে এই সংস্থাটি লোকসানের মুখ দেখতে শুরু করে ও আসতে আসতে সরকারের বোঝা হয়ে দাড়ায়। এখন আবার এই সংস্থাটি রাজ্যের কাছে গর্বের বিষয়।

 

Kolkata bags Best City Award for tackling waste management well

Along with 10 cities, Kolkata is the only Indian city to receive the prestigious prize. The awards were announced during the C40 Mayors Summit held in Mexico City. Other cities that won the award are Addis Adaba, Copenhagen, Curitiba, Sydney and Malborne, Paris, Portland, Seoul Shenzhen, and Yokohama.

Held in Mexico City, Kolkata municipal officials received the prestigious award from C40 Chair and Rio de Janeiro Mayor Eduardo Paes.

Municipal officials have visited 50,000 house and have made our people aware about the benefits of solid waste management.

The project involved 100 per cent door to door collection of solid waste, segregation and recycling by way of compositing which is sold in the market. One significant aspect of this project is that rag-pickers were part of it.

Kolkata has been mad a vat-free city. Kolkata Mayor said that West Bengal Chief Minister Mamata Banerjee wanted to make Kolkata ‘Green and Clean’ and that has been made possible. The citizens supported the initiative in a big way, he pointed out.

 

কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় বিশ্বের সেরা শহরগুলির মধ্যে স্থান পেল কলকাতা

কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় বিশ্বের সেরা শহরগুলির মধ্যে স্থান পেল কলকাতা। শুক্রবার মেক্সিকোয় বিশ্বের বিভিন্ন শহরের মেয়রদের নিয়ে ‘সি ৪০ মেয়র্স সামিট ২০১৬’য় এই পুরস্কার জিতে নিল এ শহরের পুরসভা।

তিন দিনের এই শীর্ষ সম্মেলনে ভারত থেকে যোগ দিয়েছিল দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের মতো শহরও। সকলকেই পিছনে ফেলেছে কলকাতা। অন্য বিজয়ী শহরগুলির মধ্যে রয়েছে সিডনি, মেলবোর্ন, প্যারিস, কোপেনহেগেন, ইয়োকোহামা, আদ্দিস আবাবা প্রভৃতি। অনুষ্ঠানে বিশ্বের আরও দশটি শহরের সঙ্গে এই শিরোপায় ভূষিত কলকাতা পুরসভার তরফে পুরস্কার নিতে উপস্থিত ছিলেন রাজ্যের পুর-বিষয়ক সচিব। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার প্রকল্পে একটা বড় ভূমিকা ছিল কাগজকুড়ানিদের। বাড়ি বাড়ি গিয়ে ১০০ শতাংশ বর্জ্য সংগ্রহ এবং পরে তার ব্যবস্থাপনায় সফল কলকাতা।

সম্প্রতি কম্প্যাক্টর যন্ত্র বসিয়ে কলকাতা পুর-এলাকা থেকে খোলা ভ্যাট তুলে দেওয়া হয়েছে। তার জেরে এই দুই সমস্যা থেকে মুক্তি মিলেছে অনেকটাই।

কলকাতার এই সাফল্য প্রসঙ্গে মেয়র বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রিন অ্যান্ড ক্লিন সিটি চেয়েছিলেন। তাঁর অনুপ্রেরণায় এটা করতে পেরেছি আমরা। তাতেই এই সাফল্য। তবে জনগণের সহযোগিতা ছাড়া এটা সম্ভব ছিল না।