Trinamool workers to hit the streets for three days starting December 14

Trinamool Congress workers and supporters will hold protest rallies in each and every block in the state for three consecutive days from December 14.

Trinamool Congress workers and supporters will hold protest rallies in each and every block in the state for three consecutive days from December 14, demanding the withdrawal of the Centre’s decision to demonetise high value of notes.

Partha Chatterjee, secretary general of Trinamool Congress, said: “Trinamool Congress workers and supporters will hit the street on December 14, 15 and 16 protesting against the demonetisation of notes that led to nothing apart from harassment of common people. People will hit the streets to demand withdrawal of the Centre’s hasty and arbitrary decision of demonetising Rs 1,000 and Rs 500 notes.”

He urged people to join the rally to build up protest against the loss of crores of rupees due to announcement of demonetisation without any proper planning. There will be protest marches in the nooks and corners of the state.

Chief Minister Mamata Banerjee held rallies against demonetisation in Delhi and other places including Lucknow and Patna in the last week of November. She also led a rally from College Square to Esplanade on the same issue. Now, the party has given call to build up protest in the entire state.

He said that people from different parts of the state had been complaining about the daily ordeal which they are passing through due to demonetisation of notes. Condition of farmers is also poor as it was announced at a time when they need good amount of cash in their hands to buy seeds and fertilizers.

The party workers started preparing for the rallies soon after the announcement made by Partha Chatterjee. There will be a major rally on the same issue in the city as well. Senior leaders of the party will head the rally in the city. Besides holding rallies, there will also be street corner meetings all across the state.

It may be recalled that Trinamool Congress had put up posters all across the city protesting against demonetisation of notes by the Centre a few days after it was announced. Now, all the posters would be put up across the state.

নোট বাতিলের বিরুদ্ধে ফের পথে নামছে তৃণমূল 

ফের পথে নামছে তৃণমূল কংগ্রেস৷ নোট বাতিলের জেরে মানুষের দুর্দশার প্রতিবাদে ফের রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দেওয়াহয়েছে৷ আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার রাজ্যজুড়ে চলবে বিক্ষোভ সমাবেশ৷ হবে প্রতিবাদ মিছিল৷ নোট বাতিলের হয়রান হয়েছেন এমন নাগরিকদের সঙ্গে নিয়ে মিছিলে শামিল হবেন নেতারা৷

রবিবার সাংবাদিকদের সামনে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মন্তব্যের কড়া সমালোচনা করেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়৷ দিলীপ ঘোষকে কটাক্ষ করে বলেন, “উনি মানসিক ভারসাম্য হারিয়েছেন৷তৃণমূলকর্মীদের খুনের হুমকি দিচ্ছেন৷ তৃণমূল এই বিষয়টিকে ভাল চোখে দেখছে না৷ তীব্র প্রতিবাদ জানাচ্ছি৷”

মহাসচিব জানান, “এমন ব্যক্তিগত আক্রমণের বিষয়টিকে কোনওভাবেই রেয়াত করা হবে না৷ আসলে উনি প্রধানমন্ত্রীর কাছে নম্বর বাড়াতে চাইছেন৷ খবরের শিরোনামে আসতে চাইছেন৷ বাংলার রাজনৈতিক সংস্কৃতিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকাবে কার সাধ্য? তাঁকে দেশের কোথাও আটকানোর কারও সাধ্য নেই৷”

পাশাপাশি তিনি এও জানান প্রতিবাদ কর্মসূচি চলবেই৷ মানুষের জন্য মানুষকে সঙ্গে নিয়ে পথে নামবে৷ আন্দোলন হবে জেলায় জেলায়, ব্লকে ব্লকে৷

Note ban only helping Modi babu & associates: Mamata Banerjee

West Bengal Chief Minister Mamata Banerjee on Sunday hit back at Prime Minister Narendra Modi for his charge that opposition parties were not treading the path of honesty, saying that the “most corrupt” people were talking about eradicating corruption.

“Demonetisation (has been) done only to help Modi babu and his close associates,” Mamata Banerjee said in retaliation for the Prime Minister’s attack on opposition parties over corruption and disruption of Parliament due to protests against demonetisation.

“The most corrupt people are talking about removing corruption,” she said, joining issue with Modi over his attack on the opposition parties earlier in the day.

“Demonetisation has meant complete demolition of the Indian economy,” Mamata Banerjee said in a series of tweets, continuing her unrelenting attack against the Modi government over invalidation of Rs 1,000 and old Rs 500 notes.

“The arrogant and destructive attitude of this government is trying to destroy the world’s largest democracy,” the Trinamool Congress Chairperson said.

It may be mentioned that the Trinamool Congress Chairperson has always been raising questions on the failure of the Modi government to bring back black money from abroad as he had assured the people of the country during his election campaign.

While speaking on the same issue she had raised allegations that demonetisation is a “big scam” as crores of rupees were deposited in BJP’s bank account and huge tracts of land were purchased by the party a few months ago.

She had even demanded sit probe into the scam by a retired Supreme Court judge.

নোট বাতিল ইস্যুতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় 

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করে বলেছেন, নোট বাতিলের সিদ্ধান্ত শুধু মোদিবাবুকেই নয়, তাঁর ঘনিষ্ঠদেরই সাহায্য করবে। শনিবারইমমতা টুইট করে জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী ভাষণই সর্বস্ব, নোট বাতিল বেলাইন।

রবিবার টুইটে তিনি মোদিকে আক্রমণ করে বলেছেন, এই সরকারের ঔদ্ধত্য ও ধ্বংসাত্মক রাজনীতি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ভারতের  গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা চলছে।এটা মেনে নেওয়া যায় না। ইতিমধ্যে দেশের অর্থনীতিকেও ধ্বংস করা হয়েছে। মমতা মনে করেন, দু্র্নীতিগ্রস্ত লোকেরাই দুর্নীতি মুক্ত করার কথা বলেন।

Trinamool statement released at 1:30 pm: BJP spews dangerous personal threats to Bengal CM

Trinamool statement released at 1:30 pm:
BJP spews dangerous personal threats to Bengal CM

The BJP cannot fight Mamata Banerjee on policy, good governance and her principled stand on DeMonetisation on behalf of millions who are affected. BJP are desperate to silence the voice of the Opposition. So how low do they stoop? The Bengal BJP President spews deeply dangerous, threatening , abusive and completely false personal statements against her. A new low in politics.

Derek O’Brien
Parliamentary Party Leader, Rajya Sabha and
Chief National Spokesperson

Unified West Bengal Transport to adorn Biswa Bangla logo

Biswa Bangla logo will now be the of Calcutta State Transport Corporation (CSTC), which has been renamed West Bengal Transport Corporation (WBTC), the unified entity of three state transport undertakings — CSTC, Calcutta Tram Corporation (CTC) and West Bengal Surface Transport Corporation (WBSTC).

THe branding of unified STUs as WBTC has already started. All buses, trams and vessels will carry this symbol. The process of sharing logistics — like depot and maintenance has also started. This will help in utilizing the workforce far more efficiently to provide better and consistent services.

Already, depots like Santragachhi, airport, Nabanna, Howrah, Sealdah and Joka are being shared among buses on the basis of routes. Gradually, all other depots will follow suit. This will help to rationalize manpower. Like CTC may lack engineers, but WBSTC has them in abundance. So the shortage can be met effectively, now. The three corporations together have over 2,500 buses, 300 trams and over 100 vessels.

Route overlapping that caused unnecessary bleeding of the STUs can be done away with. According to transport officials, clear-cut routes and well-spaced-out timings needed to be worked out so that buses are evenly distributed and they get adequate passengers.

বিশ্ব বাংলা লোগো দ্বারা সজ্জিত হতে চলেছে পশ্চিমবঙ্গ পরিবহন সংস্থার যানবাহনে

এবার থেকে বিশ্ব বাংলা লোগো থাকবে পশ্চিম বঙ্গ পরিবহন সংস্থার যানবাহনগুলিতে। কলকাতা রাষ্ট্রীয় পরিবহন সংস্থা, কলকাতা ট্রাম কোম্পানি ও পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন সংস্থাকে একজোট করে পশ্চিমবঙ্গ পরিবহন সংস্থা তৈরী করা হয়েছে।

সবকটি সংস্থা একছাতার তলায় এসে কাজ করা শুরু করে দিয়েছে। সব ধরনের পরিবহন মাধ্যমে এই লোগো থাকবে। ডিপো ও রক্ষণাবেক্ষণও ভাগাভাগি করে কাজ শুরু করে দেওয়া হয়েছে। এর ফলে উন্নত মানের পরিষেবা দেওয়া সম্ভব।

ইতিমধ্যেই সাঁতরাগাছি, বিমানবন্দর, নবান্ন, হাওড়া, শিয়ালদহ ও জোকার ডিপোগুলো রুট ভিত্তিক ভাগাভাগি করে কাজ শুরু করে দেওয়া হয়েছে। এর ফলে লোকবল ভালোভাবে ভাগাভাগি হবে। যেমন কলকাতা ট্রাম কোম্পানিতে ইঞ্জিনিয়ারের সংখ্যা কম থাকলেও পশ্চিম বঙ্গ পরিবহন সংস্থায় সেই সংখ্যাটি যথেষ্ট। এই তিন সংস্থা মিলিয়ে মোট ২৫০০ বাস, ৩০০ ট্রাম ও ১০০টি জাহাজ আছে।

একই রুটে অধিক বাস যাওয়ার ফলে যে অসুবিধা হচ্ছিল, সেটাও এবার কমবে। পরিবহন আধিকারিকরা বলেছেন, নির্দিষ্ট রুট ও নির্দিষ্ট সময়ের ব্যাবধানের ফলে বাসগুলি সমানভাবে বণ্টন হবে ও যথেষ্ট যাত্রী পাওয়া যাবে।

Eco Park’s Japanese Garden to open in the last week of December

The Japanese Garden at Eco Park will be opened in the last week of December.
An expert from Japan will visit the park in the third week of December to oversee the final touches that are being given. The Japanese Garden will be the only one of its kind garden in the state.
Eco Park renamed as Prakriti Tirtha by Chief Minister Mamata Banerjee is the most sought after tourist destination of Kolkata in New Town. The footfall of visitors has been more than 53 lakh since its inception, four years ago.
The statues of Buddha brought from Suruchi Sanga and Chetla Agrani will be displayed to decorate the garden which will come up on 3.5 acre of land. It may be recalled that Chief Minister Mamata Banerjee had asked the chairman of Housing Infrastructure Development Corporation’s (HIDCO) chairman Debashis Sen to select a place and display the pieces of art permanently during the great immersion carnival held in October on Red Road.
Work is going on a war footing to give the Japanese garden the final shape. There will be statues of laughing Buddha to welcome the visitors. There will be a three layer pagoda along with a monastery, drawing inspiration from the Ryonji monastery. There will also be a meditation room. To entertain the visitors, there will be a restaurant where Japanese food would be served. It will be run by Café Ekante, a star attraction of Eco Park which has been lauded by the foodies of the city because of its high quality. Talks are on with a chef who is an expert in Japanese food. There will lanterns and lights to give the area the look of mini Japan.
The Eco Park which stands on 480 acre of land with a 104 acre of water body surrounding it was inaugurated by Mamata Banerjee on December 29, 2012. It is divided into three broad areas- ecological zone comprising wetlands, grassland and urban forest, theme garden and open space and urban recreation spaces.
There is a famous toy train of Darjeeling and a replica of Ghoom railway station. The different gardens have attracted the visitors as well as the urban recreation spaces where people can cycle and walk. The houseboat restaurant and Café Ekante also renamed by the Chief Minister have become immensely popular. The USP of Eco Park is cleanliness. People are fined Rs 100 if they throw garbage in the open.

ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ইকো পার্কের জাপানি উদ্যানের উদ্বোধন হতে চলেছে

ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে ইকো পার্কের জাপানি উদ্যানের উদ্বোধন হতে চলেছে। ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহে জাপান থেকে এক বিশেষজ্ঞ দল ইকো পার্ক পরিদর্শন করতে আসবেন শেষ মুহূর্তে সব কিছু পরীক্ষা করতে। এই ধরনের উদ্যান এই দেশে একেবারেই প্রথম।

কলকাতার সব পর্যটন কেন্দ্রের মধ্যে এই মুহূর্তে জনপ্রিয়তম হল ইকো পার্ক যা মুখ্যমন্ত্রী নতুন নামকরন করেছেন প্রকৃতি তীর্থ হিসেবে। মাত্র চার বছরে এখানে ৫৩ লাখেরও বেশি মানুষের সমাগম হয়েছে।

সুরুচি সঙ্ঘ ও চেতলা অগ্রণী থেকে সংগ্রহ করা বুদ্ধমূর্তি দিয়ে সাজিয়ে সাড়ে তিন একরের ওপর গড়ে উঠতে চলা এই উদ্যানের সৌন্দর্য বৃদ্ধি করা হবে। প্রসঙ্গত উল্লেক্ষ্য অক্টোবর মাসের রেড রোডের দুর্গা পুজোর বিসর্জন যাত্রা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিডকোর চেয়ারম্যানকে নির্দেশ দিয়েছিলেন শিল্পকলার নিদর্শনগুলোকে পাকাপাকিভাবে সংরক্ষণ করা হোক ও সেগুলো জনগনের দেখার সুযোগ করে দেওয়া।

যুদ্ধকালীন তৎপরতায় উদ্যানটি তৈরির কাজ শেষ করা হচ্ছে। লাফিং বুদ্ধর মূর্তি দ্বারা পর্যটকদের স্বাগত জানানো হবে। একটি মনেস্ত্রি সহ ত্রিস্তরীও প্যাগোডা থাকবে যা রিওঞ্জি মনেস্ত্রির আদলে তৈরি। অখানে একটি ধ্যান কক্ষ থাকবে, জাপানি খাবার পাওয়া যাবে এমন একটি রেস্টুরেন্টও থাকবে। এই রেস্টুরেন্টটির পরিচালনা করবে ক্যাফে একান্তে, যারা এই শহরের ভোজনরসিকদের কাছে খুবই জনপ্রিয়তা অর্জন করেছে। একজন জাপানি রাধুনির সঙ্গে কথাবার্তা চলছে। জায়গাটি ছোট ছোট লন্ঠন ও আলো দ্বারা সাজানো হবে জাপানের মত পরিবেশ তৈরি করতে।

ইকো পার্ক যা ৪৮০ একর জমির ওপর তৈরি যার মধ্যে ১০৪ একর জলাশয়, মুখ্যমন্ত্রী ২৯সে ডিসেম্বর ২০১২ সালে উদ্বোধন করেন। পুরো অঞ্চলটি তিন ভাগে বিভক্ত – বাস্তুসংস্থান সংক্রান্ত, থিম উদ্যান ও বিনোদনের জন্য একটি ভাগ রাখা হয়েছে।

এখানে দার্জিলিঙের বিখ্যাত টয় ট্রেন ও ঘুম স্টেশনের প্রতিকৃতিও তৈরি করা হবে। এখানকার বিভিন্ন উদ্যান পর্যটকদের আকর্ষণ করেছে ও সাইকেল চালানোর স্থানটিও। হাউসবোট রেস্টুরেন্টটি ও ক্যাফে একান্তে যেগুলোর পুনঃনামকরন মুখ্যমন্ত্রী করেন, খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। ইকো পার্কের মুখ্য আকর্ষণ হল পরিচ্ছন্নতা, কেউ ওখানে নোংরা ফেললে তাকে ১০০ টাকা জরিমানা দিতে হয়।

Govt not allowing the Opposition to speak in Parliament: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today alleged that the Modi government was not allowing opposition parties to speak on the issue in Parliament, describing it as “most unfortunate”.

“This is most unfortunate. The opposition parties wanted to speak on demonetisation and run the House. Why did the government not allow the opposition to speak? This means the cat is out of the bag. The cashless have now become faceless,” she said in a tweet.

At a press conference on Thursday she had said that the note withdrawal had led to an “economic disaster” in the country and the Prime Minister had “no moral right” to continue.

 

সংসদে বিরোধীদলগুলিকে আলোচনার সুযোগ দিচ্ছে না সরকার: মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ টুইট করে বলেন, মোদী সরকার নোটবাতিল ইস্যুতে বিরোধীদের সংসদে আলোচনা করতে দিচ্ছে না। এই ঘটনাকে তিনি “দুর্ভাগ্যজনক” বলে উল্লেখ করেন।

“খুব দুর্ভাগ্যজনক। বিরোধীরা সংসদ চালাতেও চায় এবং নোটবাতিল নিয়ে আলোচনাও করতে চায়। কিন্তু, সরকার কেন বিরোধীদের কথা বলতে দিচ্ছে না? তার মানে ঝুলি থেকে বিড়াল বেরিয়ে পড়েছে। ক্যাশলেসদের আর কোথাও মুখ দেখানোর জায়গা নেই।” টুইট করে বলেন তিনি।

এক সাংবাদিক সম্মেলনে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন, সাড়া দেশ জুড়ে এই নোটবাতিলের সিদ্ধান্ত ধীরে ধীরে “অর্থনৈতিক অরাজকতায়” পরিণত হয়েছে। সঙ্গে তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আর “নৈতিক ভাবে” ক্ষমতায় থাকার অধিকার নেই।

Trinamool’s dharna against demonetisation gets huge response in Odisha

After Delhi, Lucknow and Patna, Trinamool staged a massive dharna to protest against demonetisation in Baleswar, Odisha. The dharna at the Gandhi Smriti Bhavan Maidan near Kacchari More in Baleswar attracted thousands of common people who raised their voices against the Centre’s whimsical decision.

All India General Secretary of the party, Subrata Bakshi led the charge alongside senior leader Suvendu Adhikari and other leaders from Bengal and Odisha.
At the dharna, the party leadership highlighted the plight of the people across the country. Subrata Bakshi said that after losing the Assembly elections in Delhi, Bengal and Bihar, BJP will be taught a lesson by the people of Uttar Pradesh too.

At the dharna, it was announced on the day that Trinamool will open a party office at Baleswar on January 1, the Foundation Day of the party.

 

নোট বাতিলের বিরুদ্ধে উড়িষ্যায় তৃণমূলের ধর্ণায় মিলল অভূতপূর্ব সাড়া

দিল্লি, লখলউ ও পাটনার পর উড়িষ্যার বালেশ্বরে নোট কাণ্ডের প্রতিবাদে বিশাল জনসভা করল তৃণমূল কংগ্রেস। বালেশ্বরের কাছারি মোড়ে গান্ধী স্মৃতিভবন মাঠে আয়োজিত হয়েছিল এই প্রতিবাদ সভা। হাজার হাজার মানুষ এদিন এই প্রতিবাদ সভায় অংশ নেন।

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সি, শুভেন্দু অধিকারি সহ বাংলার অন্যান্য নেতারা এদিন ওড়িশার ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন। ধর্নায় নেতারা দেশের মানুষের দুর্দশার কথা তুলে ধরেন। সুব্রত বক্সি বলেন, দিল্লি, বাংলা ও বিহারের বিধানসভা নির্বাচনে হারের পর এবার উত্তর প্রদেশের মানুষ উচিত শিক্ষা দেবে বিজেপিকে ।

এদিনের সভামঞ্চ থেকে ঘোষিত হয় যে, আগামী ১লা জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসে বালেশ্বরে একটি পার্টি অফিস খুলবে তৃণমূল কংগ্রেস।

 

 

India could lose as much as Rs 4.7 lakh crore in its GDP: Amit Mitra

Criticing the governments move to demonetise old Rs 500/1,000 notes, Bengal Finance Minister Amit Mitra on Thursday said India could lose as much as Rs 4.7 lakh crore in its GDP.

The old high denomination notes were demonetised from November 9. Since then long queues are being witnessed at bank branches and outside ATMs for cash withdrawal.

“Just imagine for Rs 400 crore of supposedly fake money, according to the government itself, you kill or demonetise over Rs 14.5 lakh crore or may be Rs 15 lakh crore.

“I mean what kind of policy is this. Another serious question, we recently saw some new fake money, I am told according to reports. What does this mean. This is horrendous,” the West Bengal minister said.

Calling demonetisation “the biggest scam that is about to happen”, Dr Mitra said it will provide no gain, but only acute pain.

“If these figures (deposits of old notes in banks) are right because what it seems to me is if all the money comes back there was not enough black money… This has two serious implications. One, it could be that the government was purely ignorant because it does not consult anybody…or they have in effect facilitated some people from converting black into white, effectively ending up with no RBI surpluses,” he said.

Dr Mitra also slammed the Centre for trying to enforce cashless economy without preparing grounds for it. “Doesn’t the PM know 86% people have no means to go to cashless economy? 92% villages are unbanked as per RBI figures. There are 21000 unorganised mandis in the country, 383 lakh unorganised units in MSME, which obviously use cash. A major part of any big economy is in cash. To move them into cashless economy is a major task. This cannot be done by destabilising the economy,” he said.

The Bengal Finance Minister, who is also the Chairman of the Empowered Committee of State Finance Ministers on GST, said, “The whole tax architecture will have to change, which is a huge challenge in the form of destabilisation. Can we not move GST a little bit on so that when the economy stabilises (and) people come back to normal living conditions, you bring in another disruption?”

 

নোট বাতিলের ফলে ৪.৭ লক্ষ কোটি টাকা ক্ষতি হতে পারে দেশের জিডিপির: অমিত মিত্র

কেন্দ্রীয় সরকারের হঠকারী নোটবাতিলের সিদ্ধান্তের সমালোচনা করে বাংলার অর্থমন্ত্রী আমিত মিত্র বৃহস্পতিবার বলেন, এই তুঘলকি সিদ্ধান্তের ফলে দেশের জিডিপির ক্ষতি হবে চার লক্ষ ৭০ হাজার কোটি টাকা।

৮ই নভেম্বর ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার পর থেকে আজ অবধি প্রতি এটিএম ও বাঙ্কের বাইরে সুদীর্ঘ লাইন দেখা যাচ্ছে টাকা তোলার জন্য।

“ভেবে দেখুন, কেন্দ্রীয় সরকার আনুমানিক ৪০০ কোটি টাকা নকল নোটের জন্য সাড়ে ১৪ বা ১৫ লক্ষ কোটি টাকা বাতিল করল। এটা কি ধরনের সিদ্ধান্ত?” তিনি আরও বলেন যে পরিস্থিতি খুবই ভয়াবহ।

অমিত মিত্র বলেন নোট বাতিল দেশের সব থেকে বড় কেলেঙ্কারি যার ফলে জনসাধারনের অপরিসীম কষ্ট ছাড়া আর কিছুই লাভ হল না।

“যে সংখ্যক পুরোনো নোট বাঙ্কে ফিরে এসেছে, সেই সংখ্যাটি যদি যথাযথ হয়, তার থেকে দুটি ব্যাপার বোঝা যায়। প্রথম, কেন্দ্রীয় সরকারের কাছে এই ব্যাপারে কোনও তথ্যই ছিল না, কারন, তারা কাওর সঙ্গে কোনও আলোচনাই করেননি। অথবা, তারা কিছু মানুষকে কালো টাকা সাদা করার সুযোগ করে দিল যে কারনে রিজার্ভ বাঙ্কের কাছে কোনও অধিক টাকা জমা পড়ে নি।”

আমিত মিত্র ক্যাশলেস ইকোনমির ব্যাপারেও কড়া সমালোচনা করে বলেন, কোনও প্রস্তুতি না নিয়েই সরকার ক্যাশলেস ইকোনমির ওপর জোর দিচ্ছেন। “প্রধানমন্ত্রী কি জানেন না যে ৮৬ শতাংশ মানুষের কাছে ক্যাশলেস ইকোনমির সামর্থ নেই। রিজার্ভ বাঙ্কের নথি অনুযায়ী ৯২ শতাংশ গ্রামে বাঙ্ক নেই। দেশে ২১০০০ অসংগঠিত মান্ডি আছে। ৩৮৩ লক্ষ অসংগঠিত ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান আছে যারা পুরোপুরি ভাবে নগদ টাকায় লেনদেন করেন। এই দেশের সিংহভাগ ব্যাবসাই চলে নোটের ওপর। এই সমস্তকে ক্যাশলেস ইকোনমির দিকে নিয়ে যাওয়া একটি বিশাল কাজ, দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙে সেদিকে এগোনো যায়না,” আমিত মিত্র বলেন।

বাংলার অর্থমন্ত্রী, যিনি অর্থমন্ত্রীদের জিএসটি বিষয়ক এম্পাওয়ার্ড কমিটির চেয়ারম্যানও বটে, আরও বলেন, “জিএসটি লাগু করতে গেলে দেশের কর পরিকাঠামো নতুন করে সাজাতে হবে। নোট বাতিলের জন্য দেশের অর্থনীতি ইতিমধ্যেই সংকটে। তাই, আমরা কি কিছুদিন পরে জিএসটি লাগু করতে পারি না যখন দেশের অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে?”

Govt a salesman, trying to sell plastic cards: Mamata Banerjee

The Centre has turned into a salesman trying to sell plastic cards, Chief Minister Mamata Banerjee said on Thursday, minutes after Union Finance Minister held a press conference advocating digital transactions.

“The Govt is acting like a salesman. They have started selling products. They have started selling plastic cards… This is a desperate attempt to divert from the main issue. They are making more than a blunder a day,” she said in a series of tweets.

Sharpening her attack on Prime Minister Narendra Modi over demonetisation, Mamata Banerjee said he must resign because the move has led to “economic disaster” in the country and he has “no moral right” to continue.

Alleging the country’s growth and business have been hit due to demonetisation, she said the Prime Minister “doesn’t trust” anyone and “doesn’t understand” what is good for the country.

“There is no teamwork. He did not consult experts. It is a one-man dictatorship. It is a one-man made disaster. It is a dangerous tendency,” she told reporters at Nabanna.

 

প্রধানমন্ত্রী থাকার নৈতিক অধিকার হারিয়েছেন মোদি, তোপ মমতার

 

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের ৩০দিন পরও মানুষের ভোগান্তির কোনও শেষ নেই। জোগান নেই পর্যাপ্ত টাকার। এই অবস্থায় বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী ডিজিটাল ট্রানজাকশানের কথা জানানোর পর নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কেন্দ্র এখন প্লাস্টিক কার্ডের বিক্রেতা হয়ে গেছে।

তিনি টুইট করে জানান, “সরকার সেলস ম্যানের মত আচরণ করছে। ওরা জিনিসপত্র বিক্রি করা শুরু করেছে। প্লাস্টিক কার্ড বিক্রি করছে। মূল বিষয় থেকে সরে যাওয়ার একটি মরিয়া প্রচেষ্টা। তাঁরা একদিনে একাধিক ভুল করছে”।

এদিন প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, দেশের অর্থনীতি আজ অন্ধকারে। দেশের প্রধানমন্ত্রী থাকার নৈতিক অধিকার হারিয়েছেন মোদি।

দেশে অর্থনৈতিক জরুরি অবস্থা জারি হওয়ার পাশাপাশি গণতন্ত্রেও জরুরি অবস্থা চলছে বলে অভিযোগ মুখ্যমন্ত্রীর।

তিনি আরও বলেন, নোট বাতিলের এই হঠকারী তুঘলকি সিদ্ধান্তের ফলে দেশের ব্যবসা বাণিজ্য ও উৎপাদনের প্রচুর ক্ষতি হচ্ছে।  প্রধানমন্ত্রী কাউকে বিশ্বাস করেন না, নিজে যা ভালো মনে করেন তাই করেন। এমনকি কি করলে দেশের ভালো হবে তা বুঝতেও চান না।

তিনি নবান্নে সাংবাদিকদের জানান, “কোন দলবদ্ধতা নেই, বিশেষজ্ঞদের সঙ্গে কোন পরামর্শ করা হয়নি। এটি একনায়কতন্ত্র। এটা মানুষের তৈরি করা বিপর্যয়। দেশে ‘ওয়ান ম্যান ডিক্টেরশিপ শো’ চলছে”।

Demonetisation a man-made disaster, Modi looted taxpayers’ money: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee on Thursday again lashed out at Prime Minister Narendra Modi as a month passed since the government announced that old Rs 1,000 and Rs 500 notes will cease to be legal tender.

Mamata Banerjee, who has been staunchly against the move since the start, on Thursday, claimed that people have been subjected to harassment and financial insecurity in the one month since demonetisation.

Urging the Prime Minister to clarify the situation and take entire responsibility for it, she alleged that ever since demonetisation, government’s every move has been shrouded in mystery.

“Everything is done in huge secrecy, like he (PM Modi) is some Ali Baba. He should realise he is occupying a constitutional post,” the Chief Minister said.

Earlier in the day, she tweeted a list of 90 people who have died due to hardships following demonetisation of high value notes.

“One month of harassment, pain, hopelessness, financial insecurity and utter chaos,” she wrote on her Facebook page, “that is all that the common people has got after the black decision on demonetisation announced a month back on November eight”. “PM must clarify the situation to the nation and take entire responsibility,” she said.

Mamata Banerjee, who has been spearheading protests against demonetisation outside the Parliament termed it a “man made disaster” and “financial emergency”. Hitting out at Modi, she said that he has “looted people’s money”.

“Where is the black money? This is public money that you have taken, without consulting anybody before making the decision,” she said lashing out at Modi. “He (Modi) thinks as if he is a tiger, and the only one who is right,” Mamata Banerjee added in disdain.

Claiming that no black money has been recovered, the Trinamool Congress Chairperson said, “Only white money of the common people has been snatched away.”

Mamata also questioned the motives behind the government’s move, alleging that nobody but the prime minister and his aides have benefited from the scheme.

“Even no black money has been recovered from foreign countries. In the name of recovery of so called black money, the ruling party at the Centre has created assets in the form of land, bank deposits, gold, diamonds and has become more and more capitalist,” the CM said.

She also hit out at the Prime Minister over his absence from the House. “Many prime ministers have assumed office but nobody did this what Narendra Modi has done… Parliament is liable to people. That was not taken into account,” she added.

She said in her statement, “Production has nosedived, agricultural activities have been shattered, buying and selling is down drastically, the economy is in shambles – the entire country is passing through an unprecedented financial emergency.

“Untold sufferings have come down in the lives of farmers, labourers, workers of unorganised sectors, tea garden, beedi and jute workers, employed class, students, sick, old and infirm people,” the chief minister said in her statement.

“The common man is helpless. Mothers and sisters have been forced to give away their small personal savings to run the family in the face of serious cash crunch.”

“No one knows when this unfortunate ordeal will end. No one knows when good senses will prevail to stop this mindless harassment and sufferings of common people. No one knows what good has happened to the country and its people with this big, black decision,” the chief minister said.

Calling for immediate action to restore trust and confidence of the people on banking and financial sectors, Banerjee said, “People must have hassle-free access to their own money and feel secure that their money is safe with banks and financial institutions.”

“We have raised the issue repeatedly in Parliament and in different other platforms. Leading economists have criticized this mindless demonetisation. But there is no response yet,” she added.

 
সাধারণ মানুষের টাকা লুঠ করছে মোদী সরকার: নোট বাতিলের পূর্তিতে বললেন মুখ্যমন্ত্রী

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের যে ঘোষণা প্রধানমন্ত্রী নভেম্বর মাসে করেছিলেন, তার এক মাস পূর্ণ হল আজ। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আবারও এই জনবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে গর্জে উঠলেন।

মুখ্যমন্ত্রী যিনি প্রথম থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করছেন, আজও বলেন নোটবাতিল ঘোষণার এক মাস পরেও জনসাধারণ চরম দুর্ভোগের সম্মুখীন ও অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে।

তিনি প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানান, এই সিদ্ধান্তর ফলে দেশবাসীর যে চরম দুর্ভোগ হয়েছে, তার দায়ভার যেন তিনি গ্রহন করেন। তিনি বলেন, এই নোটবাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর থেকে কেন্দ্রীয় সরকারের প্রতিটি পদক্ষেপই রহস্যে মোড়া।

মুখ্যমন্ত্রী বলেন, সব কিছু গোপনীয়তার সঙ্গে করা হয়েছে, প্রধানমন্ত্রী নিজেকে কোনও আলিবাবা ভাবছেন, তার সঙ্গে এটা ভুলে যাচ্ছেন যে তিনি সাংবিধানিক কোনও পদে আসিন।

নোটবাতিলের ফলে সাধারন মানুষের অবর্ণনীয় কষ্টের কথা তুলে ধরতে তিনি তার কিছুক্ষন আগে টুইট করেন যে ৯০ জন মানুষ এই নোটবাতিলের ফলে মারা গিয়েছেন তাঁদের নামের তালিকা দিয়ে।

তিনি ফেসবুকে লেখেন, “এক মাস ব্যাপী দুর্ভোগ, যন্ত্রণা, আশাহীনতা, অর্থনৈতিক অনিশ্চয়তা ও অরাজকতা, নোটবাতিল ঘোষণার পর এই এক মাসে এটাই মানুষের প্রাপ্তি।”

মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিস্থিতিকে বলেন “ম্যান মেড ডিসাস্টার” ও “অর্থনৈতিক অরাজকতা” আখ্যা দেন। তিনি মোদীর ওপর ক্ষোভ উগরে দিয়ে বলেন, “উনি জনসাধারনের টাকা লুঠ করেছেন।”

“কোথায় কালো টাকা? এটা জনসাধারনের টাকা যেটা আপনি তাঁদের থেকে কেড়ে নিয়েছেন। এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার আগে উনি কারও পরামর্শ নেওয়ারও প্রয়োজন মনে করেন নি।“ মুখ্যমন্ত্রী আরও বলেন, “প্রধানমন্ত্রী নিজেকে বাঘ ভাবেন ও একমাত্র নিজে যা করছেন, সেটাই ঠিক।“

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন কোনও কালো টাকা উদ্ধার হয়নি। তিনি বলেন, “শুধুমাত্র করদাতা ও গরিবমানুষের টাকা তাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে।“ তিনি প্রশ্ন তোলেন এই পদক্ষেপের ফলে কারা লাভবান হয়েছে? একমাত্র প্রধানমন্ত্রী ও তার অনুগতরা ছাড়া আর কাউর কোনও উপকার হয়নি।

মুখ্যমন্ত্রী বলেন, “বিদেশ থেকে কোনও কালোটাকা উদ্ধার হয় নি, কালো টাকা উদ্ধারের নাম করে শাসক দল নিজেদের সম্পত্তি কিনে গেছে, জমি, বাঙ্কের টাকা, সোনা, হিরে আরও কত কিছু, ধনীরা আরও ধনী হয়ে উঠেছে।“

প্রধানমন্ত্রীর সংসদে না থাকার কথাও বলেন, তিনি বলেন,”অনেক প্রধানমন্ত্রী এর আগে অল্পবিস্তর গড়হাজির থেকেছেন, কিন্তু, নরেন্দ্র মোদী যা করছেন, সেটা নজিরবিহীন, সংসদ জনগনের কাছে দায়বদ্ধ, এটা তিনি ভুলে গেছেন।“

তিনি জানান, উৎপাদন প্রায় বন্ধ, চাষের কাজ বন্ধ, কেনা বেচা অসম্ভব কমে গেছে। সারা দেশের অর্থনীতি এক ভীষণ রকম অরাজকতার সম্মুখীন হয়েছে।

কৃষক, শ্রমিক, অসংগঠিত খেত্রের কর্মী, চা বাগানের শ্রমিক, বিড়ি ও পাট শ্রমিক, চাকুরীজীবী মানুষ, ছাত্র, অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, দুর্বল মানুষ সকলের জীবনেই চলছে অবর্ণনীয় কষ্ট।

“সাধারন মানুষ অসহায়, মা-বোনেদের বিপদের সংসারের সময় সামাল দেওয়ার সামান্য পুঁজিও সরকার জোর করে তাদের থেকে কেড়ে নিয়েছে“ তিনি বলেন।

ব্যাঙ্ক ও অর্থনৈতিক সংস্থাগুলোর ওপর থেকে মানুষের হারিয়ে যাওয়া বিশ্বাস ফিরিয়ে আনতে কেন্দ্রর এখনি কোন পদক্ষেপ নেওয়া উচিত বলে তিনি মনে করেন। তিনি বলেন, “মানুষের নিজের টাকার ওপর যথেষ্ট অধিকার থাকা উচিত ও তাদের এটা বোঝা উচিত যে তাদের টাকা ব্যাঙ্ক ও অর্থনৈতিক সংস্থাগুলোয় সুরক্ষিত আছে।“

“আমরা সংসদ ও অন্যান্য জায়গায় এই সিদ্ধান্তের বিরুদ্ধে সওয়াল করেছি, এই সিদ্ধান্তের বিরোধিতা নামকরা অর্থনীতিবিদরাও করছেন, কিন্তু কেন্দ্রের থেকে কোনও সাড়া পাওয়া যায়নি।”