We can initiate a discussion on demonetisation today: Sudip Bandyopadhyay | FULL TRANSCRIPT

Madam, there is one more day left before the end of the Session. A discussion could have been initiated, without any Rules. We can continue the debate today and tomorrow. I would request you to convince the govt side to start the debate on demonetisation.

On International Tea Day, Bengal CM appeals to the Centre to extend help to Bengal tea garden workers

On the occasion of the International Tea Day, Bengal Chief Minister Mamata Banerjee again requested the “Centre and RBI to extend a helping hand to the tea garden workers in Bengal.”

Reiterating the fact that the tea garden workers in north Bengal are starving and dying due to demonetisation, she made an appeal to the RBI to immediately restore payments by the Bengal Government through the district magistrates.

Earlier in the day, Trinamool Congress staged a dharna near the statue of Mahatma Gandhi outside the Parliament to protest against demonetisation. The Trinamool MPs of both the Houses were present at the dharna. They highlighted the plight of tea garden and jute workers through slogans.

 

আন্তর্জাতিক চা দিবসে বাংলার চা শ্রমিকদের হয়ে সওয়াল মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক চা দিবস উপলক্ষে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও আর্জি জানালেন, “কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্ককে বাংলার চা বাগানের শ্রমিকদের দিকে সাহায্যের হাত বাড়ানোর অনুরোধ জানাচ্ছি।” 

তিনি আবারও বলেন যে নোট বাতিলের ফলে উত্তরবঙ্গের চা কর্মীরা দুর্দশায়, অনাহারে দিন কাটাচ্ছেন। তিনি  রিজার্ভ ব্যাংকের কাছে আর্জি জানান যত তাড়াতাড়ি সম্ভব জেলাশাসকদের মাধ্যমে চা বাগানগুলিতে অর্থ যোগান দিতে।

অন্যদিকে, আজ সকালে সংসদের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূল কংগ্রেস সাংসদরা নোটবাতিলের বিরুদ্ধে ধর্ণা দেন। তারা স্লোগানের মাধ্যমে চা বাগান ও পাট শিল্পে নিযুক্ত কর্মীদের দুর্দশার কথা তুলে ধরেন।

Bengal Chief Minister to resume her district visits from December 19

Bengal Chief Minister Mamata Banerjee will hold administrative review meetings in Bankura and East Midnapore districts next week. She will inaugurate a bouquet of projects during the district tour.

On December 19, she is scheduled to attend a public meeting at Fulkushna in Bankura where she will be inaugurating various projects and will also launch Sabuj Shree scheme for the district.

She will also visit Mukutmanipur where she would be holding the administrative review meeting for Bankura district.

The Chief Minister is also scheduled to take a stock of the development projects in East Midnapore district. She is slated to visit Digha and Mandarmani to take stock of the progress of various tourism projects.

The administrative meeting for East Midnapore district is scheduled take place in Digha. She will return to Kolkata thereafter.

MLAs and senior officials from each district will be present in these administrative review meetings.

 

১৯ ডিসেম্বর আবার জেলা সফর শুরু করবেন মুখ্যমন্ত্রী

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহে পূর্ব মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় প্রশাসনিক বৈঠক করবেন। তাঁর এই জেলা সফরে মুখ্যমন্ত্রী একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন।

১৯শে ডিসেম্বর তিনি বাঁকুড়া জেলার ফুলকুশনায় একটি জনসভায় যোগ দেবেন। ওখানে তিনি নানা প্রকল্পের উদ্বোধন করবেন; একইসঙ্গে তিনি শুভ সূচনা করবেন বাঁকুড়া জেলার জন্য সবুজশ্রী প্রকল্প। বাঁকুড়া জেলার মুকুটমনিপুরে প্রশাসনিক বৈঠকও করবেন তিনি।

মুখ্যমন্ত্রী এরপর পূর্ব মেদিনীপুর যাবেন ওই জেলায় নানা প্রকল্পের কাজের অগ্রগতির খতিয়ান নিতে। তিনি দিঘা ও মন্দারমনিতেও যাবেন বিভিন্ন পর্যটন প্রকল্পের অগ্রগতি দেখতে। দিঘাতেই পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর; এরপর তিনি কলকাতা ফিরে আসবেন।

এই প্রশাসনিক বৈঠকগুলিতে জেলার বিধায়ক ও আধিকারিকরা উপস্থিত থাকবেন।

 

Trinamool protests outside RBI office in Kolkata against demonetisation

Trinamool Congress legislators staged a demonstration outside RBI office in BBD Bag over the ever-increasing ordeal of common people even after one month of demonetisation of high value notes.

The Trinamool MLAs, led by party secretary general Partha Chatterjee and senior leaders Firhad Hakim, Sovan Chatterjee and Sobhandeb Chatterjee, marched towards RBI building on BBD Bag. The MLAs held posters and placards highlighting the ordeal of people.

Partha Chatterjee said that one month had lapsed but no relief had been given to the people. Long queues are still seen in front of ATMs and banks and there was shortage of notes. “People are standing in the queues for hours to get their own money. More than 100 people have died and RBI is not informing about the exact amount of notes it has given in different banks in the state. This is most unfortunate. RBI should come out with a statement,” he said.

Trinamool Congress will hold meetings and rallies all over the state for the next three days to protest against demonetisation.

 

নোট বাতিল ইস্যুতে কলকাতায় রিজার্ভ ব্যাঙ্ক অভিযান তৃণমূলের

নোট বাতিলের প্রতিবাদে কলকাতার বুকে রিজার্ভ ব্যাঙ্কের সামনে বিক্ষোভ দেখিয়ে তৃণমূল সুর চড়াল।

বুধবার তৃণমূলের মন্ত্রী ও বিধায়কেরা বিধানসভা থেকে হেঁটে রিজার্ভ ব্যাঙ্কের সামনে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বিক্ষোভ দেখান; অন্যদিকে, বাংলার সব ব্লকে নোটবন্দীর প্রতিবাদে মিটিং–‌মিছিল করেন তৃণমূলের নেতার ও কর্মীরা। তাঁরা স্লোগান তোলেন, মোদি হঠাও, দেশ বাঁচাও। নোট বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে।

বুধবার সকালে বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দল ঠিক করে বিধানসভা থেকে হেঁটে বিধায়কেরা বিক্ষোভ দেখাতে যাবেন রিজার্ভ ব্যাঙ্কের সামনে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এদিনের এই কর্মসূচি নেওয়া হয়। বিধায়কেরা বিধানসভা থেকে হেঁটে যান রিজার্ভ ব্যাঙ্কের সামনে। ব্যাঙ্কের সামনে একটি ছোট লরিও রাখা হয়। সেখান থেকে মাইক্রোফোনে বক্তব্য পেশ করেন পার্থ চ্যাটার্জি, শোভনদেব চ্যাটার্জি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভন চ্যাটার্জি, সুব্রত বক্সি।

বিক্ষোভে উপস্থিত ছিলেন মন্ত্রী পূর্ণেন্দু বসু, শশী পাঁজা, অসীমা পাত্র, বিধায়ক সুজিত বসু, নির্মল ঘোষ, তাপস রায়, নার্গিস বেগম, গুলশান মল্লিক, মালা সাহা, বৈশালী ডালমিয়া–‌সহ অনেকে। স্লোগান দেওয়া হয়।

পার্থ চট্টোপাধ্যায় বলেন, বৃহস্পতিবারও বেলা সাড়ে ১২টা নাগাদ রিজার্ভ ব্যাঙ্কের সামনে একইভাবে বিক্ষোভ দেখানো হবে। তৃণমূল ভবনে খবর এসেছে, বিভিন্ন জেলায় এদিনের কর্মসূচি সফল হয়েছে। বৃহস্পতিবারও এই কর্মসূচি পালন করা হবে। চলবে শুক্রবার পর্যন্ত।‌

 

 

Centre discriminating between tea garden workers of Bengal and Assam: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee Wednesday accused the Narendra Modi government of “discriminating” against the state by depriving tea garden workers of their wages, while providing the same to workers in BJP-ruled Assam.

“It is shocking that the Central government is ruthlessly discriminating against Bengal and its toiling tea garden workers by starving them of cash wages, while giving cash from RBI to workers in BJP-ruled state of Assam,” she said in a series of tweets.

“While both states started a similar payment model, suddenly Bengal’s payments were cut off at the end of November. Our workers are starving. I demand that RBI restores payment by our government through our DMs immediately and continue it till March next year,” she added.

 

 

কেন্দ্র নিষ্ঠুর, চা বাগানে উপোসে মানুষঃ মমতা বন্দ্যোপাধ্যায়

বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চা শিল্পের চরম সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। কেন্দ্র বকেয়া টাকা না পাঠালে আগামীদিনে চরম সংকটে তৈরি হবে চা শিল্পে।

টুইটে তিনি কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, “কেন্দ্রীয় সরকার নিষ্ঠুর, আমি অবাক হয়ে যাচ্ছি পরিস্থিতি দেখে। বাংলার চা বাগান ও তাদের শ্রমিকদের সাথে বিমাতৃসুলভ আচরণ করছে কেন্দ্র। শ্রমিকরা মজুরি পাচ্ছে না, তারা অনাহারে রয়েছে”।

তিনি আরও বলেন, “অন্যান্য রাজ্যে সময়মত টাকা পৌঁছে যাচ্ছে তার বেলায় কোন অনিয়ম নেই অথচ বাংলার বকেয়া টাকা দেওয়া বন্ধ রেখেছে কেন্দ্র। বাংলা ও আসাম দুই রাজ্যই বেতন দেওয়ার ক্ষেত্রে একই নিয়ম মানছে তখন হঠাৎ শুধু বাংলাকে বঞ্চনা কেন? আমি দাবি করছি আগামী মার্চ মাস পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক বকেয়া টাকা অবিলম্বে জেলাশাসকদের কাছে পাঠিয়ে দিক”।

Nadimul Haque speaks on the Right of Persons with Disabilities Bill, 2014 | FULL TRANSCRIPT

Sir, firstly on behalf of my party All India Trinamool Congress, and also personally, Sir, I wholeheartedly support this Bill. This is a Bill that has come in the correct time. We see that the the number of categories for physically and mentally challenged people have increased from seven to twenty one. We welcome the move.

There is one thing I would like the Minister to make sure. Reservation given in this Bill to specially abled people is four per cent. I would request you to make sure that none of these vacancies are left unfulfilled. Please make sure that they are fulfilled.

President of India to inaugurate Bengal Global Business Summit 2017

The President of India Pranab Mukherjee will inaugurate the two-day Bengal Global Business Summit (BGBS) on January 20, 2017, state Finance Minister Dr Amit Mitra confirmed. He said business delegations from Japan, Germany, United States of America, Canada, Italy and China would take part in the two-day meeting. It will be held at the Milan Mela ground.

In 2016, the Prime Minister of Bhutan, Tshering Togbe opened the two-day business meet on January 7 to 9 and the proposal for business was Rs 2.50 lakh crore. Bengal Chief Minister Mamata Banerjee had announced on the concluding day of the meet that in 2017, it would be held on January 20 and 21, 2017. The business proposals in 2017 are expected surpass those in previous years.

The chief minister’s relentless drive to bring investment to Bengal has been appreciated throughout the country. Many top businessmen have said Bengal was the right destination to invest in the country. The land bank and township policy announced by the state government have attracted businessmen who have shown interest to invest in the housing sector and set up townships. The state government has earmarked the area of the township which the promoters will have to buy through e-auction. The state government will set up infrastructure up to the boundary wall of the township.

A big logistics hub is coming up at Baidyabati off Dankuni. A memorandum of understanding was signed between the state transport department and Calcutta Goods Transport Association to set up the logistic hub before 2016 BGBS. The association has submitted a DPR to the state transport department which is being studied.

Mamata Banerjee’s fruitful discussion with German and Italian members of the chambers of commerce of both the countries is likely to have its impact on BGBS where representatives of both the countries are likely to be present.

A delegation from Bengal led by Finance minister Amit Mitra had visited BMW factory in Germany and some top bosses of the German car giant may attend BGBS. A Chinese delegation will also attend the BGBS.

Talks are on with a cycle manufacturing company to set up its unit in Bengal. Bengal had opened the country’s first joint venture cycle manufacturing factory Sen Raleigh in Asansol.

 

২০১৭ সালের বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

২০১৭ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে চলা বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের উদ্বোধন করবেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। কলকাতার মিলন মেলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলা দুদিন ব্যাপী এই সম্মেলনে অংশ নিতে জাপান, জার্মানি, আমেরিকা, কানাডা, ইতালি, চিন ও অন্যান্য দেশ থেকে প্রতিনিধি দল আসছেন।

২০১৬ সালের সম্মেলন উদ্বোধন করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোগবে; বিনিয়োগ প্রস্তাব আসে ২.৫ লক্ষ কোটি টাকার।

সাড়া দেশ জুড়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শিল্পোদ্যোগ সমাদৃত হচ্ছে। অনেক শীর্ষ বাণিজ্য সংস্থা বলেছেন বাংলা এই মুহূর্তে বিনিয়োগের আদর্শ স্থান। রাজ্য সরকারের ঘোষণা করা ল্যান্ড ব্যাঙ্ক ও আবাসনের নীতি অনেক বিনিয়োগকারীকে আকর্ষিত করেছে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের জার্মান ও ইতালিয়ান চেম্বার অফ কমার্সের কর্তাদের সঙ্গে আলোচনার ফলস্বরুপ তাদের বাণিজ্য প্রতিনিধিদলের এই সম্মেলনে যোগ দেওয়া খুবই আশানুরূপ বলে মনে করা হচ্ছে। ডঃ অমিত মিত্রর নেতৃতে বাংলা থেকে এক বাণিজ্য প্রতিনিধিদল জার্মানির বিএমডব্লিউ কারখানায় যান ও শীর্ষ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন।

চিন থেকেও একটি বাণিজ্য প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছে। একটি সাইকেল প্রস্তুতকারী সংস্থার সঙ্গেও কথা চলছে বাংলায় তাদের একটি শাখা খোলার জন্য। দেশের মধ্যে বাংলা প্রথম আসানসোলে একটি যৌথ উদ্যোগে সাইকেল তৈরির কারখানা খুলেছে।

WB CM inaugurates Bangla Sangeet Mela 2016

Bengal Chief Minister Mamata Banerjee inaugurated the seven-day-long Bangla Sangeet Mela 2016 at Nazrul Mancha today. About 1,800 singers and 300 musicians, including those from USA, UK and Bangladesh, are going to perform during the musical extravaganza, from December 15 to 21.

The Chief Minister also gave away the Sangeet Mahasamman and Sangeet Samman awards to eminent artistes. She also inaugurated the renovated Rabindra-Okakura Bhawan, an auditorium in Salt Lake.

This is the first time when the Bangla Sangeet Mela is being held in four places in north Bengal, including in Kurseong, Kalimpong, Darjeeling and Siliguri, simultaneously.

In Kolkata, the week-long programme will be held at ten different venues, – Rabindra Sadan, Rabindra Sadan Mukta Mancha, Sisir Mancha, Madhusudan Mancha, Madhusudan Mukta Mancha, Hedua Park, Deshapriyo Park, Phani Bhusan Vidyabinode Yatra Mancha, Rabindra-Okakura Bhavan and Moharkunja. The programmes at all the venues will start from 3 pm and end at around 8 pm on all the seven days.

On the eve of Bangla Sangeet Mela, there will also be programmes at 28 schools, colleges and localities under the banner of ‘Para-e Para-e Sangeet Mela’. Eminent artistes whose health didn’t permit them to travel to the 10 venues will be performing in the localities closest to their residences.

There will also be a discussion on the topic ‘Bangla Sangeet-e Biswa Sangeet-er Prabhab’ (effect of international music on Bengali music) on Decemeber 17 at Rabindra Mukta Mancha, an open-air venue situated at the newly beautified area in the Nandan-Rabindra Sadan complex. There will also be an exhibition in the memory of legendary artistes at Gaganendra Pradarshanshala.

 

 

বাংলা সঙ্গীত মেলা ২০১৬-র উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী 

 

আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাত দিন ব্যাপী (১৫ই ডিসেম্বর থেকে ২১সে ডিসেম্বর) সঙ্গীত মেলা ২০১৬র উদ্বোধন করেন নজরুল মঞ্চে। রাজ্যের এই বিশাল সঙ্গীত সমারোহে আমেরিকা, ইংল্যান্ড ও বিভিন্ন দেশের শিল্পী মিলিয়ে প্রায় ২০০০ শিল্পী অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট সঙ্গীতশিল্পীদের সঙ্গীত মহাসম্মান ও সঙ্গীত সম্মান প্রদান করা হয়।

এই প্রথম বার সঙ্গীত মেলা উত্তরবঙ্গের ৪টি স্থানে অনুষ্ঠিত হবে, কার্শিয়ং, কালিম্পং, দার্জিলিং ও শিলিগুড়িতে।

কলকাতায় ১০টি স্থানে অনুষ্ঠিত হবে এই মেলা, রবীন্দ্রসদন, রবীন্দ্রসদন মুক্তমঞ্চ, শিশির মঞ্চ, মধুসূদন মঞ্চ, মধুসূদন মুক্ত মঞ্চ, হেদুয়া পার্ক ও দেশপ্রিয় পার্কে। এই প্রতিটি স্থানেই প্রতিদিন বিকেল ৩টেয় অনুষ্ঠান শুরু হবে ও সন্ধ্যে ৮টায় শেষ হবে। প্রায় ১৮০০ শিল্পী এখানে সঙ্গীত পরিবেশন করবেন। এখানে আমেরিকা, ইংল্যান্ড থেকেও যেমন শিল্পীরা আসবেন, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকেও শিল্পীরা আসবেন।

এই সঙ্গীত মেলা চলা কালীন ২৮টি স্কুল, কলেজ ও বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হবে “পাড়ায় পাড়ায় সঙ্গীত মেলা”। যেসকল স্বনামধন্য শিল্পীরা শারীরিক কারনে কোন মঞ্চে যেতে পারবেন না, তাঁরা তাঁর নিকটবর্তী এই ২৮টি স্থানের কোথাও সঙ্গীত পরিবেশন করতে পারবেন।

নন্দন ও রবীন্দ্র সদনের সদ্য শোভিত রবীন্দ্র মুক্ত মঞ্চে ১৭ই ডিসেম্বর বাংলা সঙ্গীতে বিশ্ব সঙ্গীত শীর্ষক একটি আলোচনা সভারও আয়োজন করা হয়েছে।   গগনেন্দ্র প্রদর্শনশালায়ে কিংবদন্তী শিল্পীদের স্মৃতির উদ্দেশ্যে একটি প্রদর্শনীরও আয়োজনও করা হবে।

Country’s largest indoor sports arena planned in Kolkata

Kolkata may soon get one of the largest indoor sports arenas of the country with a capacity to accommodate upto 15,400 people at one time.

The proposed indoor stadium’s capacity will be 15,400. The capacity of the city’s Netaji Indoor stadium is 12,000.

Keeping in mind West Bengal Chief Minister Mamata Banerjee’s Green City Project, the proposed stadium will have solar power and will come up on ten acres of land near the Deer Park in Eco Park. The facility will have lawn tennis, ‘ kho kho’, ‘kabaddi’, badminton, basket ball and table tennis courts.

The project is in the planning stage. A design has been prepared as per instructions of the Chief Minister. The HIDCO board has passed the design during its recently held meeting and now the design will be forwarded to the state government for approval..

The stadium will have four entrances for vehicles and four entrances for pedestrians with lifts to carry players and VIPs. There will also be two gymnasiums and changing rooms for players, the area under the stadium will be rented out to various offices for commercial purpose aimed at generating revenue.

New Town will also get a state-of-the-art Biswa Bangla Convention Centre. Construction work has already started with a completion target of March 2017 and HIDCO officials claimed the centre will be the largest convention centre in eastern India.

The convention centre, as per our information, will be the largest convention centre of its kind in the country, with the main single conference hall having a capacity to accommodate 3,000 people.

The focus is to create a global network and promote conference tourism in the state. The centre will be more like the convention centres at Hanover and Dusseldorf in Germany. The expositions and conferences that will be held in the centre will generate revenue for the state. The convention centre will have two auditoriums, six banquet rooms, seminar rooms, exhibition area, various types of restaurants, swimming pool, library, board rooms, book shops and spa. The entire unit is spread across ten acres of land and is coming up near the HIDCO Bhawan.

 

দেশের বৃহত্তম ইনডোর স্টেডিয়াম পেতে চলেছে কলকাতা

 

১৫,৪০০ আসন বিশিষ্ট দেশের সব থেকে বড় বৃহত্তম ইনডোর স্টেডিয়াম পেতে চলেছে কলকাতা। প্রস্তাবিত এই স্টেডিয়ামটির আসন সংখ্যা হবে ১৫,৪০০, নেতাজী ইনডোর স্টেডিয়ামের আসন সংখ্যা ১২,০০০।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রীন সিটি প্রকল্পের কথা মাথায় রেখে, এই প্রস্তাবিত ক্রীড়াঙ্গনটি তৈরি হবে ইকো পার্কের ডিয়ার পার্কের পাশেই, ১০ একর জমির ওপর এটি গড়ে উঠবে, পুরোপুরিভাবে চালিত হবে সৌরশক্তির দ্বারা। এখানে লন টেনিস, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, খোখো, কাবাডি ও বাস্কেটবল খেলার সুবিধে থাকবে।

আপাতত এই প্রকল্পটি পরিকল্পনার স্তরে আছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী একটি নকশাও তৈরি করা হয়েছে। হিডকোর সাম্প্রতিক মিটিং-এ এটির অনুমোদনও পাওয়া গেছে। এবার রাজ্য সরকারের অনুমোদনের জন্য এই নকশাটি পাঠানো হবে।

এই স্টেডিয়ামে ৪টি প্রবেশদ্বার থাকবে যানবাহনের জন্য ও আরও ৪টি প্রবেশদ্বার থাকবে পথচারীদের জন্য। ওখানে লিফট থাকবে খেলোয়াড় ও বিশেষ অতিথিদের জন্য। ওখানে ২টি ব্যায়ামাগার ও ১টি বিশ্রামাগার থাকবে খেলোয়াড়দের জন্য। স্টেডিয়ামটির নিচের অংশ বিভিন্ন অফিসকে ভাড়া দেওয়া হবে বাণিজ্যিক কারনে ব্যাবহার করার জন্য, যা থেকে স্টেডিয়ামটির আয় আসবে।

নিউ টাউন একটি অনন্য বিশ্ব বাংলা সম্মেলন কেন্দ্র পেতে চলেছে। যেটি তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। লক্ষ্য স্থির করা হয়েছে পুরব ভারতের বৃহত্তম এই সম্মেলন কেন্দ্রটি ২০১৭ সালের মার্চ মাসের মধ্যে এটি তৈরি করার। এটির মুল কনফারেন্স হলে একসঙ্গে ৩০০০ মানুষ বসতে পারবেন।

এটি তৈরি করার মুখ্য উদ্দেশ্য হল বিশ্বের সঙ্গে সম্পর্ক স্থাপন করা ও কনফারেন্স ট্যুরিজ্‌মকে এগিয়ে নিয়ে যাওয়া। এটি মুলত জার্মানির দুসেলদরফের হ্যানোভারের কনফারেন্স সেন্টারের আদলে তৈরি করা হয়েছে। এখানে অনুষ্ঠিত সব অনুষ্ঠান থেকে রাজ্যের আয় বাড়বে। এখানে ২টি প্রেক্ষাগৃহ, ৬টি বাঙ্কোয়েট রুম, সেমিনার রুম, প্রদর্শনী কেন্দ্র, বিভিন্ন রেস্টুরেন্ট, সুইমিং পুল, লাইব্রেরি, বোর্ড রুম, বইয়ের দোকান ও স্পা থাকবে। পুরো জায়গাটি হিডকো ভবনের কাছে ১০একর জমির ওপর তৈরি করা হচ্ছে।

Digital India stands exposed: Mamata Banerjee

West Bengal Chief Minister Mamata Banerjee lashed out at the Centre regarding recent incidents of hacking of accounts of journalists.

“Seeing reports about hacking journalists accounts and bank details. This is not about public interest. It’s about violating privacy… It is an attempt at intimidating and silencing voices. The Government says Go Digital and promises us it is safe. If it’s so safe how are journalists bank A/c details being made public for millions by hackers. Digital India stands exposed, Modi babu.” She said in a statement on Twitter