Bengal Govt to provide Chhitmahal dwellers with rice, wheat at Rs 2 per kg

The state government has decided to give subsidised rice and wheat at Rs 2 per kg to the people of enclaves in North Bengal. The state Food and Supplies department will open six ration shops for this purpose and has prepared a detailed report.

Chief Minister Mamata Banerjee has given her clearance for the scheme. The state Finance department has also given its nod. The state Food and Supplies department has prepared a detailed report after a survey. The report submitted to the Chief Minister’s Office hinted at the poor condition of the enclave dwellers.

According to the Food and Supplies department, rice would be given at a subsidised rate to around 2,867 people living in various enclaves. According to sources, around 35 kg of rice and 15 kg of wheat would be given to the enclave dwellers every month.

Around 200 families – who are reluctant to go to the enclave which now belongs to Bangladesh – would also be distributed rations free of cost. Additional one kg rice would be given to the families having more than 5 members. Three camps have been opened at Haldibari, Dinhata and Mekhligung.

The Food and Supplies department will open 6 ration shops for this purpose. The enclave dwellers had faced problems after the enclaves came under Indian Territory as they did not have voter cards and as a result of this they were unable to avail rice, wheat and other food grains at subsidised rate.

The state food supply department distributed ration cards to these people on an urgent basis so that they can avail the facility.

It may be mentioned that Chief Minister Mamata Banerjee introduced various food security schemes so that the people can avail rice at a subsidised rate. Under the new scheme, 8.5 crore people have been covered. Every cardholder gets 5 kg of cereals every month.

 

রাজ্য সরকার এখন থেকে ছিটমহলেও দেবে দু’টাকা কিলো দরে চাল ও গম

রাজ্য সরকার এখন থেকে ছিটমহলের বাসিন্দাদের কাছেও পৌঁছে দেবে দু’টাকা কিলো দরে চাল ও গম। রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তর জানিয়েছে, এই ব্যাপারে তাদের হাতে বিষদ রিপোর্ট এসে পৌঁছে গেছে, তারা ওখানে এই কাজের জন্য ছ’টি রেসনের দোকান খুলছেন।
মুখ্যমন্ত্রী এই উদ্যোগে পূর্ণ সম্মতি দিয়েছেন। রাজ্য অর্থ দপ্তরও সবুজ সংকেত দিয়েছে। রাজ্য খাদ্য ও সরবরাহ দপ্তর বিভিন্ন ছিটমহলের ২৮৬৭জন বাসিন্দাদের প্রতি মাসে ৩৫ কিলো চাল ও ১৫ কিলো গম দেবে। আনুমানিক ২০০ পরিবার যারা বাংলাদেশের ছিটমহলে যেতে চায় নি, তাদেরকেও বিনামুল্যে রেশন দেওয়া হবে। যেসকল পরিবারে ৫জনের বেশি মানুষ আছেন, সেসকল পরিবারকে অতিরিক্ত এক কিলো চাল দেওয়া হবে।
হলদিবাড়ি, দিনহাটা ও মেখলিগঞ্জে তিনটি ক্যাম্প খোলা হয়েছে।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন খাদ্য সুরক্ষা প্রকল্পের উদ্যোগ নিয়েছেন যাতে ভর্তুকি প্রাপ্ত দরে চাল পাওয়া যায়। এই নতুন প্রকল্পের আওতায় সাড়ে আট কোটি মানুষকে আনা হয়েছে। প্রতি রেশন কার্ড প্রাপ্ত মানুষ মাসে পাঁচ’কিলো করে খাদ্য শস্য পেতে পারেন।

Prime Minister is blind to the sufferings of people: Mamata Banerjee

Maintaining her attack on the Centre over the issue of demonetisation, Bengal Chief Minister Mamata Banerjee today accused the Prime Minister of being blind to the sufferings of common people. She was addressing a public meeting in Bankura.

“Farmers are suffering. People do not have cash to buy supplies. Traders are also suffering but PM fails to see their woes. By the time realisation dawns on him, nation will be destroyed,” she said.

“There are long queues outside banks. Labourers are not getting wages under 100 days work. How will their families run?” the CM said. “Even Venezuela started demonetisation but when they saw people are suffering, the decision was withdrawn,” she added.

She also warned against attempts being made to disturb the peace in the State. “Bengal is a land of harmony, peace & progress. Hindus, Muslims, Sikhs, Christians all live together here,” she said.

The CM added that she will continue to work for the people as long as she is alive.

 

মানুষের দুঃখ-দুর্দশা দেখতে পাচ্ছেন না প্রধানমন্ত্রীঃ মমতা বন্দ্যোপাধ্যায়

নোট বাতিল নিয়ে আবারও কেন্দ্রকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বাঁকুড়ায় একটি জনসভায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করে তিনি বলেন সাধারণ মানুষ চরম দুর্ভোগে অথচ প্রধানমন্ত্রী নিশ্চুপ।

তিনি বলেন, “কৃষকরা ভুগছে, তারা চাষের জন্য বীজ কিনতে পারছেন না। সাধারণ মানুষের কাছে টাকা নেই নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার। ক্ষুদ্র ব্যবসায়ীরা সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত, তাদের ব্যবসা বন্ধ, কিন্তু প্রধানমন্ত্রী এসব কিছুই দেখতে পাচ্ছেন না। যখন তিনি বুঝতে পারবেন ততদিনে দেশ ধ্বংস হয়ে যাবে”।

তিনি আরও বলেন, “ব্যাংকে লম্বা লাইন। ১০০ দিনের শ্রমিকরা মজুরি পাচ্ছে না। তারা কিভাবে তাদের সংসার চালাবে? ভেনেজুয়েলা নোট বাতিল করেছিল, কিন্তু যখন তারা দেখেছে সাধারণ মানুষ সমস্যার সম্মুখীন তখন তারা তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছে”।

তিনি বলেন বাংলার শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না। তিনি বলেন, “বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও প্রগতির জায়গা। এখানে হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাই একসঙ্গে থাকে”।

সবশেষে তিনি বলেন, “যতদিন বেঁচে থাকব মানুষের জন্য কাজ করে যাব”।

Bengal CM orders formation of steering committee to monitor solid waste management system

The Bengal government has constituted a steering committee to monitor the solid waste management across the state. Bengal Chief Minister Mamata Banerjee instructed senior bureaucrats and environment experts to form the committee, soon after Kolkata, along with 10 other cities from across the globe, was honoured with the best cities of 2016 award in recognition of its inspiring and innovative programme with regard to solid waste management.

Kolkata is the only Indian city to receive the prestigious award. It received the award during the C40 Mayors’ Summit held in Mexico City.

The committee will soon set up guidelines for Urban Local Bodies (ULBs) as well as Panchayat areas.

 

সলিড ওয়েস্ট মানাজেমেন্টের জন্য স্টিয়ারিং কমিটি গঠন করলেন মুখ্যমন্ত্রী

রাজ্যে সলিড ওয়েস্ট মানাজেমেন্টের আরও আধুনিকীকরণের জন্য একটি স্টিয়ারিং কমিটি গঠন করতে চলেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চপদস্থ আমলা ও পরিবেশবিদদের নির্দেশ দিয়েছেন এই কমিটি তৈরি করতে।

এই কমিটি খুব শীঘ্রই নির্দেশিকা তৈরী করবে পৌরসভা ও পঞ্চায়েতগুলির জন্য।

উল্লেখ্য, সলিড ওয়েস্ট মানাজেমেন্টের ক্ষেত্রে কলকাতা বিশ্বের দশটি সেরা শহরের মধ্যে একটি। মেক্সিকো শহরে অনুষ্ঠিত সি-৪০ মেয়র সমাবেশে এই সম্মান প্রদান করা হয় কলকাতাকে।

 

Bengal CM inaugurates host of developmental schemes for Bankura

Bengal Chief Minister Mamata Banerjee launched the Sabujshree scheme in Bankura district today during a public meeting at Fulkusuma in Raipur block. As part of the scheme, she said, “15 lakh families will get a sapling for every baby born every year”.

The Chief Minister also inaugurated a host of developmental projects for Bankura including power stations, Government buildings, tourism centres, hostels, new roads, bridges and veterinary centres.

From the same stage, she inaugurated SNCUs for Government hospitals in Murshidabad, Malda, Cooch Behar and South 24 Parganas districts, as well as water ATMs at several Government hospitals in Kolkata.

The Chief Minister laid the foundation stones for several developmental projects in the district including solar power stations, bridges, renovations of canals, mini indoor games complexes and road projects, among many others.

Besides inaugurating the Sabujshree scheme for the district, the Bengal Chief Minister distributed benefits under Sabuj Sathi and Kanyashree schemes, and solar lanterns, sports equipments and agricultural pattas.

During the speech, the Chief Minister also harped on communal harmony, and on distributing the fruits of development irrespective of religious denomination. She said, “Over 2,000 burial grounds of Muslims have been fenced. We will renovate the cremation ghats of Hindus also”. Continuing in the same vein, she said, “We have started Samabyathi scheme to offer financial aid to underprivileged people to enable them to perform the last rites of their near and dear ones”.

Among other things, “a water supply project worth Rs 1,100 crore has been taken up”, said the Chief Minister, which is an important scheme for the perennially dry district that Bankura is. Another project initiated to provide relief from the dry condition, she said, is a “project under the Jal Tirtha scheme to irrigate 32,000 hectares of farmland”.

Referring to her Government’s rainbow of developmental schemes, she said, “From Kanyashree to Yuvashree and Sikshashree, we have always made welfare of people our priority”.

Later she held the administrative review meeting for the district with State Government officials.

 

 

বাঁকুড়ায় আজ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

আজ থেকে শুরু হল মুখ্যমন্ত্রীর জেলা সফর। আজ বাঁকুড়ার রাইপুরের ফুলকুসুমায় একটি জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

পাওয়ার স্টেশন, সরকারি ভবন, পর্যটন কেন্দ্র, হোস্টেল, নতুন রাস্তা, সেতু, বাঁকুড়া জন্য সহায়ক কেন্দ্র সহ আরও অনেক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।

একই মঞ্চ থেকে তিনি মুর্শিদাবাদ, মালদহ, কোচবিহার ও দক্ষিণ ২৪ পরগনার সরকারি হাসপাতালে এস এন সি ইউ উদ্বোধন করলেন। এছাড়া কলকাতার সরকারি হাসপাতালগুলির জন্য ওয়াটার এটিএমও উদ্বোধন করলেন।

বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের পাশাপাশি সৌর বিদ্যুৎ কেন্দ্র, সেতু, খাল সংস্করণ, মিনি অন্দর গেম কমপ্লেক্স, সড়ক প্রকল্প সহ বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করলেন মুখ্যমন্ত্রী।

সবুজ শ্রী প্রকল্প চালু করার পাশাপাশি মুখ্যমন্ত্রী সবুজসাথি সাইকেল, কন্যাশ্রী, সোলার লণ্ঠন, কৃষি পাট্টা এসবও বিতরণ করলেন।

পরে তিনি জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকও করলেন।

বক্তব্যের কিছু বিশেষ অংশ –

  • ভোটের আগে আমি কথা দিয়েছিলাম আমি রাইপুরে আসব, আমি আমার কথা রেখেছি
  • সকলের আশীর্বাদ ও ভালবাসার জন্য ধন্যবাদ
  • আগে এখানে শুধু হিংসা ও অশান্তি ছিল। অনেক রক্ত ঝরেছে
  • এখন এই অঞ্চলে শান্তি রয়েছে। আমরা এখানে শান্তি রক্ষা করতে বদ্ধপরিকর
  • আজ এই সভামঞ্চ থেকে আমরা ‘সবুজ শ্রী’ প্রকল্পের উদ্বোধন করলাম
  • ‘সবুজ শ্রী’ প্রকল্পের আওতায় ১৫ লক্ষ পরিবারকে নবজাতক শিশুর জন্মের পর গাছের চারা দেওয়া হল
  • প্রায় ২০০০ কবর স্থান সংস্করণ করা হয়েছে। আমরা হিন্দুদের শশ্মানও সংস্করণ করার প্রকল্প গ্রহণ করেছি
  • আমরা ‘সমব্যাথী’ প্রকল্প চালু করেছি। এর মাধ্যমে গরীব-দুঃস্থ মানুষরা তাদের আত্মীয়দের সৎকারের জন্য আর্থিক সহায়তা পাবে
  • নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমরা সবুজ সাথী প্রকল্প চালু করেছি
  • অনেক গুলো স্বাস্থ্য কেন্দ্র, পলিটেকনিক কলেজ আর কর্মতীর্থ উদ্বোধন হল আজ
  • বাঁকুড়ায় আমরা বিশ্ববিদ্যালয় তৈরী করেছি। এই জেলার ছাত্রছাত্রীরা খুব মেধাবী
  • ন্যায্য মূল্যের ওষুধের দোকান, ডায়গনসটিক সেন্টার তৈরি করা হয়েছে বাঁকুড়া জেলায়
  • ১১০০ কোটি টাকার একটি জল্প্রকল্পের কাজ শুরু করা হয়েছে
  • ৩২০০০ হেক্টর জমি চাষের জন্য আমরা জল তীর্থ প্রকল্প চালু করেছি
  • আমরা একটি রাস্তা তৈরী করছি উত্তর ও দক্ষিণ বঙ্গকে জোড়ার জন্য। বাঁকুড়ায় সংযুক্ত হবে এই রাস্তায়
  • বাংলার সাম্প্রদায়িক শান্তি বিঘ্নিত করার চেষ্টা চলছে, আমরা এটা মেনে নেব না
  • বাংলা সাম্প্রদায়িক শান্তি, সম্প্রীতি ও প্রগতির জায়গা। হিন্দু-মুসল্মান-শিখ-খ্রিষ্টান সকলে এখানে একসাথে থাকে
  • আমি যতদিন বেঁচে থাকব মানুষের জন্য কাজ করে যাব

 

Trinamool showcases achievements of Bengal Govt at Commonwealth Parliamentary Association Conference in London

Trinamool Congress held up the achievements of transforming Bengal under the able leadership of Chief Minister Mamata Banerjee at the Commonwealth Parliamentary Association Conference, held in London earlier this week.

Trinamool’s Deputy Leader of Rajya Sabha, Sukhendu Sekhar Roy and Lok Sabha MP, Dr Kakoli Ghosh Dastidar, at different sessions during the meet, provided information regarding the development of Bengal in the last five years, to delegates from political parties of 53 nations.

The two Members of Parliament informed the delegates about schemes like Kanyashree and Yuvashree, and about measures taken for conserving the environmental by the Bengal Government.

Sukhendu Sekhar Roy participated in a seminar regarding environment where he pointed out that in the third world, policies regarding industrialisation should be taken keeping agriculture and farmers in mind.

Dr Kakoli Ghosh Dastidar held forward the vision of Mamata Banerjee at the inaugural session. She informed the delegates about the success of Kanyashree scheme which has brought down trafficking and under-age marriage.

 

লন্ডনে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনে বাংলার সাফল্য তুলে ধরল তৃণমূল কংগ্রেস

লন্ডনে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজিরবিহীন সাফল্য ও বাংলার পরিবর্তনের ছবি তুলে ধরল তৃণমূল কংগ্রেস।

রাজ্যসভার মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায় ও লোকসভার সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার দুজনেই পৃথক সেশনে ৫৩ টি দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সাংসদদের উপস্থিতিতে বাংলার গত ৫ বছরের সাফল্য ও উন্নয়নের কথা তুলে ধরেন।

বিশেষ করে কন্যাশ্রী ও যুবশ্রীর মত প্রকল্প এবং জলবায়ু ও পরিবেশ সংরক্ষণে রাজ্য সরকারের যে সদিচ্ছা ও বাস্তবায়নের পর উপকৃত লক্ষ লক্ষ মানুষের প্রতিক্রিয়া জানতে উৎসাহী হয়েছেন অন্য দেশের সাংসদরা।

জলবায়ু সংক্রান্ত সম্মেলনে দেশের তরফে বক্তব্য রাখেন সুখেন্দু শেখর রায়, তিনি উল্লেখ করেন, দূষণ রুখতে যে সমস্ত প্রযুক্তি প্রয়োজন তা তৃতীয় বিশ্বের দেশের নেই। শিল্প কারখানাকে অগ্রগতির সোপান ভাবলেও কৃষি ও কৃষকের কথা মাথায় রেখেই সরকারি কর্মসূচি নেওয়া উচিত।

উদ্বোধনী সম্মেলনে কন্যাশ্রী প্রকল্প ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিশন তুলে ধরেন ডাঃ কাকলি ঘোষ দস্তিদার। নারী ক্ষমতায়ন নিয়েও বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,  নারী শিক্ষা ও অগ্রগতিতে কন্যাশ্রী শুধু বাংলা নয় এখন গোটা বিশ্বের মডেল।

 

 

1,100 unemployed youths receive financial assistance under Gatidhara scheme

In the wake of acute unavailability of cash due to the demonetisation policy of the Central Government, the Bengal Government has taken the initiative to provide financial aid to unemployed youths through the Gatidhara scheme.

The State Transport Department on Friday handed over financial assistance to 1,100 unemployed youths for buying commercial vehicles at a programme held in Allen Park on Park Street.

Gatidhara is a scheme introduced to inspire the youth of Bengal to explore potentialities in the transport sector by operating (own or otherwise) small/medium vehicles for commercial purposes. The objective of the scheme is to generate both urban and rural self-employment by providing financial assistance job-seekers enrolled with the State Employment Bank.

 

 

গতিধারা প্রকল্পে মাধ্যমে ১,১০০ পরিবার আশার আলো দেখবে

কেন্দ্রের নোট বাতিলের এই হঠকারী সিদ্ধান্তের পর দেশ জুড়ে আর্থিক সংকটের বর্তমান পরিস্থিতিতে রাজ্যের বেকার যুবক যুবতীদের আর্থিক সহায়তা প্রদান করল রাজ্য সরকার।

পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কের অনুষ্ঠানে গতিধারা প্রকল্পের আওতায় প্রায় ১১০০ বেকার যুবক যুবতীদের হাতে গাড়ি কেনার জন্য আর্থিক সহায়তা তুলে দিল রাজ্য সরকার। এর ফলে কর্মসংস্থান হবে।

গতিধারা প্রকল্প

রাজ্যের নিবন্ধীকৃত বেকার যুবক যুবতীর বাণিজ্যিক গাড়ি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা দিয়ে পরিবহনের ক্ষেত্রে জীবিকার সুযোগ করে দিতে সূচনা হয়েছিল গতিধারা প্রকল্পের। এই প্রকল্পে উপভোক্তারা গাড়ির এক্স – শোরুম মূল্যের ৩০ শতাংশ (সর্বাধিক ১ লক্ষ টাকা পর্যন্ত) সরকারের থেকে সহায়তা হিসেবে পাবে।

Full Text of the Memorandum submitted to the President of India

MPs belonging to several Opposition parties today met the President of India, Pranab Mukherjee and apprised him of how they were not allowed to speak in the House.

The delegation that came together to oppose the Government’s demonetisation move included MPs from Congress, Trinamool Congress,  CPI, CPI-M, JDUand RJD.

While the Opposition initially demanded a discussion under an adjournment motion entailing voting, the ruling side was adamant on a debate under Rule 193. However, an understanding was reached and it was decided that a discussion will be held without any Rule. But, the treasury benches disrupted the Parliament in the last week, for which no discussion could take place.

After the meeting with the President, Leader of the Party in Lok Sabha, Sudip Bandopadhyay said, ” The poorest of the poor in the country are suffering. The Government is avoiding a discussion in Parliament,, he said adding that they have not yet categorically explained why the discussion could not take place.”

“We stand by the common people of the country. Today’s delegation is a very powerful delegation to President, Sudip Bandopadhyay added. We expect the government to honour our demands, he maintained.

The MPs submitted a memorandum to the Hon. President in which they detailed how the ruling party did not allow the Opposition to speak in Parliament.

 

FULL TEXT OF THE MEMORANDUM TO PRESIDENT

We would like to bring to your attention the process by which all voices of the Opposition have been continuously stifled throughout this Parliamentary Session. As you are aware, the announcement by the Government on 8th November, 2016 regarding the Demonetization  of 500 and 1000 Rupee notes has had a devastating and crippling effect on the common people across the country. It was our expectation that after such a disastrous decision by the Prime Minister himself, he, as the architect of this announcement, would personally make a Suo Moto statement on the first day of the Parliament regarding this issue, thereby informing all law makers of the rationale behind this announcement, the process of the roll out and the efficacy by which the pain of the common people at large would be alleviated.  We were shocked when no such statement was forthcoming from the Prime Minister, as is the normal convention in Parliamentary procedure.

The Parliament was convened on 16 November 2016. The combined Opposition moved an adjournment motion under Rule 56. We were taken aback when the Government did not agree to discuss the matter under Rule 56 in Lok Sabha and thereby created an impasse. This impasse continued over ten days. The combined Opposition was eager to put forward their views on the Floor of the Lok Sabha throughout this period. Realizing that the Government  was not at all interested to resolve this deadlock, the combined Opposition, desirous of an urgent discussion on this issue, suggested a solution by proposing a discussion under Rule 184. This too, was continuously blocked and not accepted by the Government.

Then as a last resort, we suggested a discussion in Lok Sabha setting aside all the Rules.  Even though there had been multiple suggestions by us indicating our fervent desire to initiate the debate, not only was the Government adamant on preventing a discussion, but they did not even approach Opposition Benches to facilitate a discussion to resolve the logjam that the House was confronted with.

The opposition parties considered it their duty to raise a discussion on the adverse fallout of Demonetization and the suffering inflicted on millions of citizens who have been denied access to their own money by banks. The Opposition initiated the discussion on 16 November 2016 in Rajya Sabha and senior leaders of major opposition parties participated in the debate. Unfortunately, the Prime Minister chose not to come to the Rajya Sabha even though the Lok Sabha was adjourned and the Prime Minister was present in the precincts of Parliament. The Opposition parties have been urging upon the Government for the Prime Minister to participate in the debate and answer any queries the Opposition may have regarding the decision, the process and the provisions made for printing of new currency to replace the old, illegal tender. The refusal of the Government and the insistence that the Prime Minister will only ‘intervene’ in the debate, but not respond to questions, led to the stalemate.

It is unfortunate and unprecedented that the Government itself has been deliberately disrupting and forcing adjournments of both Lok Sabha and Rajya Sabha.  This is being done at the behest of senior Ministers. Moreover, the Prime Minister has misled the nation by blaming the Opposition.

We are extremely pained by this trampling of our democratic rights and the suppression of our right to present our views and make our voices heard in Parliament. We are deeply concerned that the Parliamentary democratic system itself is under severe threat.

There is a deep crisis in the country, millions are affected. Small and medium enterprises have been hit hard. Traders are suffering losses in business. Crores of workers in the unorganized sector, e-commerce, leather, jute, textiles, glass, beedi, gems and jewellery sectors, farmers, shopkeepers and daily wage earners under government schemes like MNREGA have either lost jobs or have been seriously affected due to cash crunch. They are facing severe wage-earning problems, leading to starvation in several cases, even leading to deaths. More than 97 people have lost their lives across States while queuing up outside banks and ATMs. Students, housewives and the young generation are bearing the brunt of an ill-conceived policy.

The Demonetization decision has brought about a disastrous situation in the nation.

We beseech you, as the protector of the Constitution, to kindly intervene to save the people from economic disaster.

 

Saugata Roy speaks on The Right of Persons with Disabilities Bill, 2014 | FULL TRANSCRIPT

Madam, I rise to speak on The Rights of Persons with Disabilities Bill, 2014, I am so happy to see the condition of the house today. If only the ruling party had this intention in mind, then the debate on demonetisation could have been held. I am so happy at this situation, Madam, you sitting quietly without getting excited and the Ministers all sitting in their seats; this is an ideal situation, why we could not do it, I lament.

The session is a washout in any case, but, I rise to speak on The Rights of Persons with Disabilities Bill, 2014

First thing I want to mention is that this Bill was brought to Rajya Sabha in 2014. At that time Mr. Arun Jaitley was the Leader of Opposition in Rajya Sabha; he said that this Bill should not be passed urgently; we should send it to the Standing Committee. The Standing Committee submitted its report in 2015 and now the Bill has come in 2016. Of course, it is better late than never; it took more than two years in actually passing of the Bill.

There is no doubt that Bill has very many improved features for which we must commend The Government. For the first time a comprehensive legislation has been brought forward for the aid of those who are disadvantaged – some from birth, some through accidents or, diseases acquired later. They are the really the most unfortunate condemned people in our society.

It is good that the Parliament is one in passing this Bill. Whatever our political differences, we are with the very disadvantaged people. They have shown that much of humanity and compassion which is a good thing in itself.

Now there are certain – Mr. Venugopal has spoken at length – good features in the Bill, which the Minister has also mentioned. The main thing is that they have included 21 categories as part of disabilities. For instance, for the first time autism, an intellectual problem for learning disorders, has been included. For the first time learning disorders like dyslexia has been included. I did not know for a long time that there was a disease such as dyslexia. Only after seeing Aamir Khan’s Taare Zameen Par, I came to know that there is such a learning disorder. So now that has also been included. And for the first time acid attack victims have been, included.

Madam, the other day during the release of B Mahtab’s book, we were talking of the problems of the old people, senior citizens, the elderly who were hit by geriatric diseases such as Parkinson’s Disease. Now Parkinson’s Disease has also been included as a disability which I strongly commend. Also for the first time, blood disorders – like, thalassemia, haemophilia – have been included, they were not there earlier, we know what problems people with thalassemia and haemophilia havee faced.

Now, I support Mr Venugopal, when he said that reservation should be increased to five per cent instead of four per cent as promised in the Bill. I hope that in this atmosphere of cordiality the Minister will accede to our request. There is no loss of prestige if you accept the Opposition’s recommendation in this very important matter of reservation for the persons with disabilities. Also there is five per cent reservation in land allotments by the Government. So, if there is five per cent reservation there, there should be five per cent reservation in employment.

Now, the Central and State Advisory Boards are being formed and our Parliament will elect members to the Central Board, MLAs will also elect members to the State Advisory Boards. As Mr Venugopal has suggested, I again support him that the District Advisory Boards should also have representatives of the people. If you don’t want MLAs and MPs, at least district ZIlla Parishad members, some people’s representatives should be kept in the District Advisory Boards.

Now, for the first time a national fund for the persons with disabilities is being created and it will mainly depend on Central allotments. I do hope finance ministers in future will allot sufficient fund for the help of the persons with disabilities.

There is also a committee on research on disabilities, which is very good because a lot of these disabilities could be cured if there is proper training.

Now, there are two points in I would like to mention in brief. Our country is not friendly to the specially-abled people. Madam, you travel to the West very often. Every building there has a ramp. Every medium of transport has a ramp for people with orthopaedic problems. We have not been able to introduce that in our trains, in our buses, and even in some of our Government buildings, these ramps have not been put for specially-abled people. This should be strictly implemented.

Madam, I have been working with the specially-abled people for many years. The National Institute of Orthopedically Handicapped is in my constituency, in Bonhooghly. Also, branches of the National Institute of Visually Handicapped and Hearing Impaired are also in the same campus. But, I find that NIOH is very badly maintained and managed. There is a big rush of patients there but not sufficient doctors, particularly doctors who can perform surgery on the orthopedically disabled. I want the Minister to give personal attention.

Madam, many people do not know that the Central Government has a scheme to give free appliances to the handicapped – wheel chairs, tricycles, blind sticks, hearing aids etc. All this is distributed freely. But, we have to organise camps. Now to organise a camps for thousand or two thousand people, it takes a lot of money, there is no help from the Government.

And then again in camps, there is a problem that unless they have the Disability Certificate, they will not get this aid from the Government of India. So, I would request the Minister, to make this provision of having certificate, not compulsory, not mandatory, but optional. Rules for camps need to be made simple.

Madam, we support this Bill wholeheartedly with the 59 amendments. Now there is not much left to amending the Bill accept the reservation. In this context, I would quote from Tagore:

হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছো অপমান
অপমানে হতে হবে তাহাদের সবার সমান |
মানুষের অধিকারে
বঞ্চিত করেছ যারে,
সম্মুখে দাঁড়ায়ে রেখে তবু কোলে দাও নাই স্থান,
অপমানে হতে হবে তাহাদের সবার সমান

[O my unfortunate country, those who have been insulted by you, ultimately the country will be insulted by them. So unless we can do proper justice to the disabled, we shall not be fulfilling our duties as citizens of the country.]

Lastly, the Minister promised that he would bring a Bill on Transgenders (already there is a Private Members’ Bill on the subject). I would request him to also expedite the Bill so that can pass it unanimously again just as we are passing this Right of Persons with Disabilities Bill, 2014 in a Parliament session raked by controversies and disturbed by commotion.

Thank you.

Mamata Banerjee remembers Mujibur Rahman’s contribution in Bangladesh freedom movement

The people of Bengal will never forget the contribution of Sheikh Mujibur Rahman in the freedom movement of Bangladesh, Chief Minister Mamata Banerjee said on Thursday.

She was participating in a programme held to celebrate Bijoy Dibas at Netaji Indoor stadium on Thursday evening. “People of Bengal have special love and affection for Bangladesh and the close ties between the two countries will remain forever,” Mamata Banerjee said.

She extended her best wishes to Bangladesh Prime Minister Sheikh Hasina. “The two countries are politically divided but their cultural affinity has removed all the differences. Just as we cannot divide Rabindranath and Nazrul, the people of these two countries cannot be separated,” she said.

She said that every year, the martyrs were remembered on February 21 which was observed as Language Day. “One of the memorable programmes I have attended was held on February 21 in Bangladesh.”

 

বাংলাদেশ বিজয় উৎসব উপলক্ষে শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ উপ–দূতাবাস আয়োজিত বিজয় দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বক্তব্য পেশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “মুক্তিযুদ্ধে বাংলাদেশের মানুষের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীও কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে। অনেক কাজের মধ্যেও বাংলাদেশের মানুষ দিনগুলিকে ভোলেননি। ৪৫ বছর পরও তাঁরা সেই দিনগুলিকে স্মরণ করেন। আমরা এটা পারি না। বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্ন বাংলাদেশের মানুষ এগিয়ে নিয়ে চলেছে। যাঁরা লড়াই করেন, তাঁদের মৃত্যু হয় না। আমরা তাঁদের স্মরণ করছি”।

তিনি আরও বলেন, “সীমানার কিছু গণ্ডি আছে কিন্তু মনের কোনও গণ্ডি নেই। ভালবাসা সব সীমানাকে হার মানিয়ে দেয়। বাংলা আছে বলেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ছিল, আছে, থাকবে”।

বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “রাজনৈতিকভাবে দুটি দেশ আলাদা হলেও তাদের সংস্কৃতি এক। ঠিক যেমন রবীন্দ্রনাথ ও নজরুলকে বিভক্ত করা যাবে না, তেমনই এই দুই দেশের জনগণকেও আলাদা করা যাবে না।”

তিনি বলেন, “প্রতিবছর ২১ ফেব্রুয়ারি ভাষা দিবস পালন করা হয় উপর মনে হয়। গত বছর এই স্মরণীয় দিন টিতে আমি বাংলাদেশে উপস্থিত ছিলাম”।

Mamata Banerjee inaugurates Kolkata Christmas Festival

Park Street has been lit up for a fortnight-long Christmas celebration which was inaugurated today by Bengal Chief Minister Mamata Banerjee.

Mamata Banerjee flagged off the festival, being organized by the State Tourism department with Apeejay Surendra, by lighting a Christmas tree at Allen Park.

It will include a series of cultural programmes along with food stalls at the city’s party street that will continue till January 2. Every evening, there would be performances by city’s well known bands.

The department is also organising a tour to the colonial churches of Kolkata, Bandel and Chandernagore. The trips will include visits to churches for midnight mass. Those willing to visit the Danish, Portuguese and French churches at Hooghly will have the option of attending the midnight mass at Bandel Church.

 

আজ কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

বড়দিন উপলক্ষে নতুন সাজে সেজেছে পার্ক স্ট্রিট। আজ অ্যালান পার্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে এই আলোকসজ্জার আনুষ্ঠানিক উদ্বোধন হল।

একই সঙ্গে ক্রিসমাস ট্রি আলোকিত করে সূচনা হয়ে গেল ক্রিসমাস ফেস্টিভালের। একগুচ্ছ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন খাবারের স্টল ও থাকছে এই উৎসবে। উৎসব চলবে ২রা জানুয়ারি পর্যন্ত। প্রত্যেক সন্ধ্যায় বিভিন্ন ব্যান্ড পারফর্ম করবে।

ক্রিসমাস ফেস্টিভালের পাশাপাশি প্রথমবার ক্রিসমাস ট্যুরেরও আয়োজন করেছে রাজ্য পর্যটন দপ্তর। ২৪ ডিসেম্বর রাতে কলকাতা, চন্দননগর ও ব্যান্ডেল চার্চ ঘোরানো ও প্রার্থনায় অংশগ্রহণেরও সুযোগ থাকবে এই প্যাকেজে।