May 4, 2017
With an eye on new policy, State Depts engaging in organic farming

With an eye to frame an organic farming policy in Bengal, the State Agriculture Department and the Food Processing Industries and Horticulture Department have started organic farming activities in across the State.
The increasing demand for organic vegetables, especially among urban residents, has convinced the State Government to formulate the organic farming policy.
The Food Processing Industries and Horticulture Department has asked the rural agricultural farms to begin organic farming and assured them of technical assistance in promotion and marketing as well. The department will supply greenhouses and pack houses along with organic fertilizers. It will also provide cars to ferry those farm products to the markets.
The department is also taking up organic farming at its own farms.
The Agriculture Department, on the other hand, has set a target to prepare 32 organic villages across Bengal — especially in the districts of North and South 24 Parganas, Howrah and Hooghly. It has set up 120 clusters, of 50 acres each, where organic farming is taking place. Around 194 farmhouses under the department are also farming organic vegetables separately.
On top of that, under Swanirbhar Krishi Prakalpa, the department is collaborating with private agencies on organic farming.
জৈব চাষের জন্য নতুন নীতি বানানোর উদ্যোগ রাজ্য সরকারের
জৈব চাষের জন্য নতুন নীতি বানানোর উদ্যোগ রাজ্য সরকারের। রাজ্য কৃষি দপ্তর, খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তর ও উদ্যানপালন দপ্তর ইতিমধ্যেই গ্রামীণ এলাকায় জৈব চাষে জোর দিচ্ছে।
খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী বলেন, শহরাঞ্চলে জৈব শাক-সবজি সম্বন্ধে মানুষের আগ্রহ বাড়ছে, সাথে বাড়ছে চাহিদা। তাই সরকারের এই উদ্যোগ।
ইতিমধ্যেই গ্রামীণ কৃষি কেন্দ্রগুলিকে নির্দেশ জৈব চাষ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে; রাজ্য সরকার তাদের সবরকম সাহায্য করবে বলে জানিয়েছেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী।
কৃষি দপ্তর উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া ও হুগলী জেলায় ৩২টি জৈব গ্রাম তৈরির লক্ষ্য নির্ধারণ করেছে।
কৃষি দপ্তর ৫০ একর আয়তনের ১২০ টি ক্লাস্টার তৈরি করেছে যেখানে জৈব চাষ করা হবে। রাজ্যের বিভিন্ন জায়গায় কৃষি দপ্তরের আনুমানিক ১৯৪টি খামারে এই চাষ করা হবে। এখানেই শেষ নয়, স্বনির্ভর কৃষি প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগেও জৈব চাষ করা হচ্ছে।
কৃষিমন্ত্রী বলেন, “আমরা নিজেরা ও পাশাপাশি বেসরকারি সংস্থার সহযোগিতায় কাজ শুরু করেছি। এই কাজের পর্যবেক্ষণ করার পরেই জৈবিক চাষের নীতির খসড়া তৈরি করা হবে।”