April 18, 2016
Will quit politics if CPI(M) can list 10% of developmental work done in 34 years: Abhishek Banerjee

Trinamool Youth Congress President Abhishek Banerjee on Sunday slammed the Congress-CPI(M) alliance in a election campaign rally held at Karunamoyiee in Bidhannagar.
In Karunamoyee, Abhishek Banerjee threw an open challenge to the CPI(M) saying that if the CPI(M) can even list 10% of the development they have done in the last 34 years, he’ll quit politics.
He added that the people of Bengal have witnessed the development brought by Mamata Banerjee. ‘Congress have been tortured by the CPI(M). In many places around the State, CPI(M) workers had cut off hands of Congress workers. They have destroyed their homes, attacked families of Congress workers. Even after all this, the Congress is together with the CPI(M) now,’ he said.
The young firebrand MP further added, ‘Bengal wants development. And the people of Bengal have witnessed the development brought about by Mamata Banerjee in the last 5 years and that is the reason why the people will vote for Trinamool and bring us back to power.’
৩৪ বছরে কি উন্নয়ন হয়েছে তার ১০ শতাংশের হিসেব দিতে পারলে রাজনীতির আঙিনায় আসব না – অভিষেক বন্দ্যোপাধ্যায়
গতকাল বিধাননগরের করুণাময়ীতেও একটি নির্বাচনী প্রচার করেন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। করুনাময়ীর জনসভা থেকে বাম-কংগ্রেসের জোটকে তীব্র ভাষায় আক্রমণ করেন।
এদিন তিনি বলেন, “সিপিএম ৩৪ বছরে কি উন্নয়ন করেছে, তার ১০ শতাংশের হিসেব দিতে পারলে রাজনীতির আঙিনায় আসব না”।
অভিষেক বলেন, “সিপিএমের হাতে অত্যাচারিত হয়েছে কংগ্রেস। হাজার হাজার কংগ্রেস কর্মীকে হত্যা করেছে সিপিএম। তারপর সেই সিপিএমের সঙ্গেই হাত মিলিয়েছে কংগ্রেস”।
তিনি আরও বলেন “বাংলার মানুষ উন্নয়ন চান। গত ৫ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত তৃণমূল সরকারের আমলে রাজ্যের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে এবং সেজন্যই মানুষ আবার তৃণমূলকে ভোট দেবে”।