Latest News

May 8, 2017

We will lodge a strong protest: Partha Chatterjee on the discrepancy in the standards of NEET questions

We will lodge a strong protest: Partha Chatterjee on the discrepancy in the standards of NEET questions

Today afternoon, Patha Chatterjee, the State Education Minister addressed a press conference at Nabanna.

In it, he criticised the Centre over the difference in the standard of questions set for Bengali-medium students, vis-à-vis the English questions.

“The manner in which the Centre is attacking Bengal and its talents, and acting against the interests of the students of the State, is condemnable”.

He said, “They (the Centre) said there will be one exam but the Bengali question paper is much more difficult than the English paper”.

So, “students of ICSE and CBSE boards are at a position of advantage over Bengali boards” since the “exam is conducted in English”.

He further said, “The Centre tried to do the same thing for the engineering entrance exam but we opposed the move. In the name of one exam, how could they have two different question papers for different languages?”

“This is the Centre’s tactic to deprive Bengal and neglect the talent of the State. Bengal cannot be deprived like this”.

He stated, “We will not bow down to this. We are writing to the CBSE on this issue. We will lodge a strong protest”.

 

NEET ইস্যুতে কেন্দ্রের কড়া সমালোচনা রাজ্য সরকারের

NEET ইস্যুতে কেন্দ্রের কড়া সমালোচনা রাজ্য সরকারের। আজ দুপুরে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নবান্নে এক সাংবাদিক সম্মেলন করে বলেন বাংলার মেধাকে আটকে দিতেই কেন্দ্র এই কৌশল নিয়েছে।

তিনি বলেন, “কেন্দ্র যেভাবে বাংলার মেধা ও বাংলার ছাত্রছাত্রীদের ওপর আক্রমণ করছে এককথায় তা নিয়ে নিন্দার কোন ভাষা নেই। বলা হল অভিন্ন পরীক্ষা হবে কিন্তু দুরকম প্রশ্নপত্র হল” তিনি আরও বলেন, “ইংলিশের চেয়ে বাংলার প্রশ্নপত্র অনেক বেশি কঠিন”।

“ICSE/CBSE বোর্ডের ছাত্রছাত্রীরা অনেক বেশি সুবিধা পাবে বঞ্চিত হবে বাংলা বোর্ডের ছাত্রছাত্রীরা। একই কায়দায় ইঞ্জিনিয়ারিং করারও চেষ্টা করেছিল, আমরা চিঠি দিয়ে বলেছিলাম এই সিদ্ধান্ত ভুল, আমরা মানব না। অভিন্ন প্রশ্নপত্রের নামে দু ধরনের প্রশ্নপত্র করে তা যে কাজ করলেন তা নিঃসন্দেহে বাংলাকে বঞ্চিত করার কৌশল,” বলেন শিক্ষামন্ত্রী।

“বাংলাকে বঞ্চিত করার কৌশল ঠিক করেছে কেন্দ্রীয় সরকার। এভাবে বাংলার মেধাকে আটকে রাখা যাবে না। বাংলাকে বঞ্চিত করা যাবে না। আমরা এই কৌশলের কাছে মাথা নত করব না। আমরা CBSE বোর্ডকে চিঠি দেব। এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”