April 16, 2016
We are with you through times of crisis and trouble: Mamata Banerjee in Nadia

Mamata Banerjee addressed rallies in Chapra, Ranaghat and Bagdah-Bongaon, all in Nadia district, yesterday.
Salient points from her speeches:
- On the 19th, when the results come out, we will be completing 5 years
- It would also be the time when a fresh government and a fresh term of development are ushered in
- There are parties that want to divide Bengal during elections. That is is the only work they have
- We must remember that the soil of Bengal represents peace, it is our responsibility to preserve that
- Bengal’s soil does not talk of division, we believe in unity and brotherhood
- We belong to the land of Rabindranath Tagore, Vivekandanda and Nazrul. We must never forget that
- There has been all-round development in Nadia, from Karma Tirthas to special scheme for tantis (handloom weavers) and muslin weavers
- The Sabuj Sathi programme has reached all students irrespective of religion and caste
- We have set up numerous educational institutions and Kisan Mandis in Nadia
- Trinamool Congress cannot function without the people
- We are with you through times of crisis and trouble
- Today I have completed campaigning in 12 districts. I want to reach out to every person in Bengal
- How will we function if all our finances are taken away by the Central government for repaying the debts of the CPI(M) government
- Despite the financial constraints, I walk with my head held high
- If we had not formed Trinamool Congress, removing CPI(M) from the State would not have been possible
- The CPI(M) and the Congress has created a syndicate of thieves and robbers
- They have created another syndicate, a ‘syndicate of complaints’, and all they do is submit baseless complaints all day
- BJP believes in divisive politics. The people do not support or believe in such an ideology
- We have stood beside the people in times of floods, drought & accidents, unlike the CPI(M) in the past
আমরা সবরকম সমস্যায় মানুষের পাশে থাকিঃ মমতা বন্দ্যোপাধ্যায়
গতকাল নদিয়ায় তিনটি প্রচারসভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল নদিয়ার চাপরা, রানাঘাট ও বনগাঁ-বাগদাদ -এ তিনটি জনসভা ক্রেন তৃণমূল নেত্রী।
এখানে তার জনসভার বক্তব্যর কিছু বিষয়ঃ
- ১৯ তারিখ যখন ফলাফল বেরোবে, তখন আমরা ৫ বছর পূর্ণ করব, তখন আমরা এক নতুন সরকার তৈরি করব
- নির্বাচনের সময় বিরোধীরা বাংলাকে ভাগ করতে চাইছে, এটাই ওদের কাজ
- আমাদের মনে রাখা উচিত বাংলা শান্তির ভূমি, বাংলাকে রক্ষা করা আমাদের দায়িত্ব
- বাংলার মাটি বিভেদের কথা বলে না, বাংলার মাটি একতার কথা বলে
- আমাদের মাটিতে রবীন্দ্রনাথ, বিবেকানন্দ এবং নজরুল জন্মগ্রহণ করেছেন। আমাদের অবশ্যই সেটা মনে রাখা উচিত
- নদিয়ায় সবরকম উন্নয়ন হয়েছে, কর্মতীর্থ তৈরি হয়েছে, তাঁত ও মসলিনের জন্য নতুন প্রকল্প চালু হয়েছে
- সব ধর্মের সব জাতির ছাত্রছাত্রীরা এখন সবুজ সাথী প্রকল্পে সুবিধা পাচ্ছে
- আমরা নদিয়ায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান এবং বেশ কিছু কৃষক বাজার তৈরি করেছি
- জনগণ ছাড়া তৃণমূল কংগ্রেস কিছুই নয়, আমরা সবরকম সমস্যায় মানুষের পাশে থাকি
- আজ আমার ১২টি জেলার প্রচার শেষ। আমি বাংলার সব মানুষের কাছে পৌঁছতে চাই
- যদি কেন্দ্রীয় সরকার আমাদের থেকে সব টাকা নিয়ে নেয় তাহলে আমরা কিভাবে উন্নয়ন করব
- যদি আমরা তৃণমূল কংগ্রেস তৈরি না করতাম তাহলে সিপিএমকে বাংলা থেকে দূর করা সম্ভব হত না
- আজ বিরোধীরা সিন্ডিকেট নিয়ে নতুন অভিযোগ এনেছেন এবং আগে তারা যেসব অভিযোগ জমা করেছেন সবকটাই ভিত্তিহীন
- বিজেপি বিভেদের রাজনীতিতে বিশ্বাস করে, মানুষ এই ধরনের নীতিকে সমর্থন করে না
- সিপিএম যা করত আমরা তা করি না, আমরা ক্ষরা, বন্যা, যে কোন দুর্ঘটনায় বাংলার মানুষের পাশে থাকি