Latest News

May 3, 2017

Statement from Mamata Banerjee on World Press Freedom Day

Statement from Mamata Banerjee on World Press Freedom Day

The press and the media are important pillars of a democracy. The pen is mightier than the sword. Even television channels and the digital media have all become powerful tools of communication all over India and the world.

Nowadays in our country it has been observed that the media cannot play a completely impartial and effective role because of the political circumstances. In a democratic setup, this is not acceptable to the people.

Freedom of the press must continue. News must always be impartial and bold, so the reader/viewer/internet user always gets justice. This is freedom.

We congratulate the press and the media. Let them hold their heads high and do their profession proud.

 

‘World Press Freedom Day’ তে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি

সংবাদমাধ্যম গণতন্ত্রের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। কলম তরবারির থেকেও শক্তিশালী। এখন টেলিভিশন চ্যানেল ও ডিজিটাল মিডিয়া সারা ভারত ও বিশ্বজুড়ে সংবাদের এক শক্তিশালী মাধ্যম।

আজকাল দেখা যাচ্ছে যে আমাদের দেশে সংবাদমাধ্যম পুরোপুরি নিরপেক্ষ এবং কার্যকরীভাবে কাজ করতে পারছে না, দেশের রাজনৈতিক পরিস্থিতির জন্য। গণতান্ত্রিক পরিকাঠামোয় এটি মানুষের কাছে গ্রহণযোগ্য নয়।

সংবাদমাধ্যমের স্বাধীনতা বজায় থাকুক। খবর সবসময় হোক নিরপেক্ষ এবং নির্ভীক, যাতে পাঠক/দর্শক/ ইন্টারনেট ব্যবহারকারীদের সঙ্গে ন্যায় হয়। এটাই স্বাধীনতা।

আমরা সংবাদমাধ্যম অভিনন্দন জানাই। তারা যাতে মাথা উঁচু করে নিজেদের কাজ গৌরবের সঙ্গে করে যেতে পারে।