November 16, 2017
State Govt’s loans to self-help groups to total Rs 1,000 cr in current fiscal

The Cooperation Department of the Bengal Government, in a bid to extend further support to self-help groups (SHG), has planned to increase the total amount that will be given to them as loans by the end of the current fiscal year (2017-18) to Rs 1,000 crore, which is an increase by around Rs 400 crore compared to the previous fiscal.
The higher amount of loan will help SHGs to increase the volume of their business as well as bring more people from the rural parts of the state under the self-help groups. At present, there are around 2 lakh SHGs in the state, totalling 20 lakh members.
The Trinamool Congress Government, over the last six years of its existence, has taken several steps to ensure better functioning of the self-help groups to improve the rural economy of the state and thus, empower the rural populace, especially women. At present, most of the 2 lakh SHGs are successful in their own areas of business and many of them have also received international acclaim.
Source: Millennium Post
চলতি অর্থবর্ষে স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ১০০০ কোটি টাকা ঋণ দেবে রাজ্য
স্বনির্ভর গোষ্ঠীগুলির বিকাশের লক্ষ্যে চলতি অর্থবর্ষে আগের বছরের তুলনায় ৪০০ কোটি টাকা বেশী ঋণ দেবে রাজ্য সরকার। ফলে ঋণের মোট পরিমাণ হবে ১০০০ কোটি টাকা।
এই অতিরিক্ত ঋণ স্বনির্ভর গোষ্ঠীগুলিকে তাদের ব্যাবসার পরিধি আরও বাড়াতে সাহায্য করবে। পাশাপাশি, আরও মানুষকে স্বনির্ভর গোষ্ঠীর সাথে যুক্ত হয়ে স্বনির্ভর হতে সাহায্য করবে।
তৃণমূল কংগ্রেস গত ৬ বছরে অনেক পদক্ষেপ নিয়েছে যাতে স্বনির্ভর গোষ্ঠীগুলি আরও ভালো ভাবে কাজ করতে পারে। গ্রামীণ অর্থনীতিতে স্বনির্ভর গোষ্ঠীগুলির ভূমিকা অপিরিসীম। বিশেষ করে মহিলাদের স্বনির্ভর হওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে এই গোষ্ঠীগুলি।