নভেম্বর ৬, ২০১৯
সমস্ত শ্রমিকদের নিরাপদভাবে রাজ্যে ফিরিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা রাজ্য সরকারের

সম্প্রতি বাংলা থেকে কাজ করতে যাওয়া কয়েকজন শ্রমিককে নির্মমভাবে খুন করা হয় জম্মু ও কাশ্মীরে। মুখ্যমন্ত্রী তৎপর হয়ে মৃত শ্রমিকদের দেহ ফিরিয়ে এনে পরিবারের হাতে তুলে দেন। পাশাপাশি সেই পরিবারকে এককালীন পাঁচ লক্ষ টাকা ও সরকারি চাকরির দেওয়ার ঘোষণা করেন।
তারপর তিনি জম্মু ও কাশ্মীরে থাকা বাংলার বাকি শ্রমিকদের দ্রুত বাংলায় ফিরিয়ে আনতে উদ্যোগ নেন। গতকাল সকলকে নিরাপদ ভাবে ফিরিয়ে আনা হয়। বাংলায় থেকে সেই শ্রমিকরা যাতে তাদের জীবিকা নির্বাহ করতে পারেন, এজন্য তাদের এককালীন ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা করেন। এছাড়া তাদের বিভিন্ন সরকারি প্রকল্পেও যুক্ত করা হবে বলে জানিয়ে দেন তিনি।
এই বিষয়ে তিনি একটি ফেসবুক পোস্ট করেন।
তাঁর ফেসবুক পোস্টটিঃ–
“আমাদের সরকার জম্মু ও কাশ্মীরে কর্মরত নিরাপত্তাহীনতায় ভুগতে থাকা ১৩৩ জন শ্রমিককে ফিরিয়ে এনেছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে দেওয়ার যাতে করে তারা এখানে জীবিকা শুরু করতে পারে। শীঘ্রই তাদের হাতে এই অর্থ তুলে দেওয়া হবে। এর জন্য প্রয়োজনীয় সকল নির্দেশ পৃথক ভাবে দেওয়া হয়েছে। এর পাশাপাশি সরকারের বিভিন্ন জনসেবামূলক প্রকল্পের আওতায় তাদের নিয়ে আসা হবে যেমন, খাদ্য সাথী, বাংলার আবাস যোজনা ইত্যাদি। আমার মনে হল আপনাদের সকলকে এই খবর জানানো দরকার।”
এই বিষয়ে তিনি ব্যথিত হয়ে একটি কবিতাও লেখেনঃ-