November 19, 2017
State Govt inks MoU with UK body for skill development of healthcare professionals

For skill development of healthcare professionals employed with the Bengal Government, a Memorandum of Understanding (MoU) has been signed between the State Government’s Institute of Health and Family Welfare and the United Kingdom’s Department of Health’s Health Education England.
According to a communiqué, the initiative to sign the agreement was taken to ‘strengthen the collaborative relationship to support skill development of healthcare professionals in Bengal and the UK’, after ‘recognising the common healthcare challenges the two countries face and as well as the value of learning in a global context’.
The MoU will ensure sharing of expertise on education and training of healthcare professionals, including review, and upgradation, wherever required, of existing educational programmes, and development of new ones.
According to Health Department officials, the agreement will facilitate acquiring of best practices in healthcare education and practices by doctors of Bengal. in fact, it will be beneficial for both as it will be a continuous process of knowledge sharing.
Source: Millennium Post
স্বাস্থ্যকর্মীদের দক্ষতা বিকাশের লক্ষ্যে ইউকের সাথে মৌ স্বাক্ষর রাজ্যের
রাজ্য সরকারের স্বাস্থ্য কর্মীদের দক্ষতা বিকাশের জন্য ইউকের সাথে মৌ স্বাক্ষর করেছে রাজ্য সরকার। এই চুক্তিটি হয়েছে রাজ্যের ‘ইন্সটিটিউট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার’ এর সাথে ইউকের স্বাস্থ্য দপ্তরের ‘স্বাস্থ্যশিক্ষা ইংল্যান্ড’ এর।
বাংলা ও ইউকের সম্পর্ক আরও সুদৃঢ় করতে এবং স্বাস্থ্যক্ষেত্রের সাথে যুক্ত কর্মীদের দক্ষতা বিকাশের জন্যই এই উদ্যোগ। এই দুই দেশে স্বাস্থ্যপরিষেবা প্রদানের ক্ষেত্রে যে প্রতিকূলতা আছে তার মূল্যায়ন করে আন্তর্জাতিক স্তরে দুই দেশের সহযোগিতা আরও বাড়ানোও লক্ষ্য এই চুক্তির।
এই মউয়ের ফলে স্বাস্থ্যকর্মীদের দক্ষতা ও অভিজ্ঞতা আদান প্রদানের সুযোগ বাড়বে। এর ফলে বর্তমান স্বাস্থ্যশিক্ষার পরিকাঠামো যেমন উন্নীত করা যাবে তেমনই ভবিষ্যতে আরও নতুন কর্মসূচী চালু করার সুযোগও পাওয়া যাবে।