সাম্প্রতিক খবর

জুন ২৫, ২০১৯

সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য 'ঐক্যশ্রী' স্কলারশিপ

সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য 'ঐক্যশ্রী' স্কলারশিপ

পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের (বৌদ্ধ, খ্রীষ্টান, জৈন, মুসলিম, শিখ ও পারসিক) মেধাবী ও দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য ‘ঐক্যশ্রী’ স্কলারশিপ পোর্টাল চালু করলো পশ্চিমবঙ্গ সংখ্যালঘু উন্নয়ন ও বিত্ত গমন। অনলাইন স্কলারশিপের্ আবেদনের শেষ তারিখ ১৫.০৯.২০১৯।

স্কলারশিপ দেওয়া হবে তিনটি পর্যায়ে

প্রি-ম্যাট্রিক স্কলারশিপ (প্রথম থেকে দশম শ্রেণীর জন্য)

  • পশ্চিমঙ্গে অবস্থিত স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের ১ম শ্রেণী থেকে ১০ম শ্রেণীতে পাঠরত ছাত্রছাত্রী
  • শিক্ষার্থীর পারিবারিক আয় ২ লক্ষ টাকার মধ্যে
  • স্কলারশিপ পরিমান বছরে ১,১০০ টাকা থেকে ১১, ০০০ টাকা পর্যন্ত (প্রকৃত খরচ সাপেক্ষে)

পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ (মাধ্যমিকত্তোর শ্রেণীর জন্য)

  • পশ্চিমঙ্গে অবস্থিত স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক, আই টি আই, ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর, এম ফিল, বি এড প্রভৃতি কোর্সে পাঠরত ছাত্রছাত্রী
  • শিক্ষার্থীর পারিবারিক আয় ২ লক্ষ টাকার মধ্যে
  • স্কলারশিপ পরিমান বছরে ১০,২০০ টাকা থেকে ১৫, ২০০ টাকা পর্যন্ত (প্রকৃত খরচ সাপেক্ষে)

মেরিট কাম মিনস স্কলারশিপ (পেশাদারী বা কারিগরি পাঠ্যক্রমের জন্য)

  • যে সমস্ত ছাত্রছাত্রী স্নাতক/ স্নাতকোত্তর স্তরে পাঠরত পশ্চিমঙ্গের স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলির অধীনে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কারিগরি পেশাগত কোর্সে পাঠরত। পশ্চিমবঙ্গে বাইরে ও ভেতরে বসবাসকারী যে সমস্ত ছাত্রছাত্রী IIT, IIM, NIT, NIFT, IIFT ইত্যাদি তালিকাভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করছে
  • তালিকাভুক্ত প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা টিউশন ফি এর টাকা পাবে ( www.wbmdfc.org – তে উপলব্ধ প্রতিষ্ঠানের তালিকা অনুসারে)
  • শিক্ষার্থীর পারিবারিক বার্ষিক আয় ২.৫০ লক্ষ টাকার মধ্যে
  • স্কলারশিপ পরিমান বছরে ২২, ০০০ টাকা থেকে ৩৩,০০০ টাকা পর্যন্ত (প্রকৃত খরচ সাপেক্ষে)

কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশাবলী:

  • আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের অধিবাসী হতে হবে
  • প্রথম শ্রেণী ব্যতিরেকে শিক্ষার্থীকে বিগত চুড়ান্ত পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর পেতে হবে
  • একজন শিক্ষার্থী শুধুমাত্র একটি স্কলারশিপ পাওয়ার যোগ্য
  • দূরনিয়ন্ত্রিত শিক্ষায় পাঠরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে না
  • একটি আবেদনের জন্য শুধুমাত্র একটি মোবাইল নম্বরের মাধ্যমেই রেজিস্ট্রেশন করতে হবে। তবে প্রি-ম্যাট্রিক স্কলারশিপের ক্ষেত্রে একটি মোবাইল নম্বরের মাধ্যমে সর্বোচ্চ দুটি আবেদন করা যাবে
  • অনলাইন আবেদনপত্রের প্রিন্ট আউটের সাথে নিজের ব্যাঙ্কের বইয়ের ফটোকপি যাতে অ্যাকাউন্ট নম্বর, আই এফ এস কোড আছে অ বার্ষিক পারিবারিক আয়ের স্বঘোষণা বিদ্যালয়ে জমা দিতে হবে

যোগাযোগের মাধ্যমঃ

বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইটে – www.wbmdfcscholarship.gov.in
হোয়াটস অ্যাপ নম্বর – ৮০১৭০৭১৭১৪
টোল ফ্রি নম্বর – ১৮০০-১২০-২১৩০
টেলিফোন – ০৩৩-৪০০৪-৭৪৬৮৭৪৬৯