অক্টোবর ২৯, ২০১৯
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হাবে আরও নতুন ১২০০ কর্মসংস্থান

যেসব প্রযুক্তিবিদ কলকাতায় কাজ করতে আগ্রহী তাঁদের জন্য সুখবর। প্রযুক্তি জগতের নামী সংস্থা পিডব্লিউসি কলকাতায় খুলবে তাঁদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সেন্টার অফ এক্সসেলেন্স।
এই নতুন কেন্দ্রে কাজ পাবে ১২০০ প্রযুক্তিবিদ। এর ফলে পিডব্লিউসির কর্মী সংখ্যা বেড়ে হবে ৭ হাজার। কলকাতায় ইন্টারনেট অফ থিংস ল্যাবের পর এরকম উদ্যোগ এ দেশে এই প্রথম।
পিডব্লিউসি এজন্য ১০০ কোটি টাকা বিনিয়োগ করছে। কলকাতায় পিডব্লিউসির নবনির্মিত ৬০ হাজার বর্গফুটের দপ্তরে বাণিজ্য সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে। এই কেন্দ্রগুলি ইউকে, আমেরিকা, মধ্য প্রাচ্য, রাশিয়া এবং ইউরোপের বাণিজ্যিক সংস্থাগুলির সঙ্গে কাজ করবে।