মে ১৫, ২০১৮
প্রধানমন্ত্রীর মন্তব্য হতাশার প্রকাশ: তৃণমূল

নির্বাচন ঘিরে যেসব মৃত্যু, হিংসা বিশৃঙ্খলা তৈরি হয়েছে তার অধিকাংশই ঘটিয়েছে প্রধানমন্ত্রীর দল।(বিজেপির রাজ্য সভাপতি বলেছেন, “আমরা ওদের দেখাব হিংসা কি”)বিজেপি আগে নিজের দলকে সামলাক।
কর্ণাটকের নির্বাচনের ফলাফলই ওদের হতাশার কারণ।সবকিছু না জেনে এই ধরনের মন্তব্য করা কোন প্রধানমন্ত্রীকে মানায় না।
ওনার জানা উচিত পঞ্চায়েত নির্বাচনে বিজেপির গুন্ডাবাহিনী তৃণমূলের ১০জন কর্মীকে হত্যা করেছে। কোন বিজেপি কর্মীর মৃত্যু হয়নি। বুধবার আবার ৫৬৮টি বুথে পুননির্বাচন হবে। তাহলে কেন ভুয়ো খবর ছড়ানো হচ্ছে?এটা খুবই দুর্ভাগ্যজনক – পার্থ চট্টোপাধ্যায়(তৃণমূলের মহাসচিব)।