Latest News

May 11, 2017

Only Bengal can stop the intolerance playing out in the name of religion in the country: Mamata Banerjee

Only Bengal can stop the intolerance playing out in the name of religion in the country: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee graced the Buddha Jayanti celebration on Rani Rashmani Avenue, Kolkata as chief guest today.

A good news for all State Government employees is that this year onwards, the occasion has become a gazetted holiday.

Bengal is known for its secular society, where people of every religion celebrate their festivals with equal fervour. The Chief Minister expressed as much through her speech at the function.

 

Salient points of the Chief Minister’s speech:

  • The Buddha had spoken of right vision, right work, right memory and the right way to die
  • It is evident from the Eight-fold Path of the Buddha that he is not only a religious preacher but a philosopher as well
  • Everyone has to be involved for establishing peace
  • Today, it is crucial that we understand the essence behind the path of the Buddha
  • Following a religion does not confer the right to do bad deeds through politics or to butcher people
  • Religion implies love, belief, humanity and keeping away from jealousy and violence
  • What is important is what the people want
  • Religion is not determined by who eats what, wears what, sees what or participates in what events, or by skin colour
  • Those who follow these rules follow fake religion
  • Those who disrespect religion by preaching in the name of fake religions are the fake faces of religion
  • The basic tenets of every religion are the same
  • Like I worship Durga, I participate in Ramzan and Eid
  • Who better than me to maintain religious unity? I have been taught to do that from my childhood
  • Only Bengal can stop the intolerance playing out in the name of religion in the country
  • Religion implies keeping God in one’s heart and not throwing him to the ground
  • Following one’s religion does not imply carrying swords to scare people
  • Following a religion does not imply disrespecting another religion
  • People are questioning my personal details, my gender, my religion from the anonymity of fake accounts
  • I want justice from the people
  • I may be a very bad person, but I still have the right to lead a respectable life
    Who has given them the right to be so arrogant?
  • Those who are indulging in politics of intolerance and of violence, are not of our religion
  • God resides within every one of us, so there is no better philosopher than human beings
  • The essence of India is of tolerance and rebirth
  • In the future, it is Bengal which will show the way
  • The other States may keep quiet, but Bengal simply cannot
  • We only care for Maa-Mati-Manush
  • Our government is ‘by the people, for the people, of the people’
  • We do not believe in ‘government by the dangabaaj, for the dangabaaj, of the dangabaaj’
  • The people’s judgement is the best judgement
  • Keeping my word is the philosophy of my life

 

 

সারা দেশে যে ধর্মের নামে যে অসহিষ্ণুতা চলছে তা একমাত্র নিয়ন্ত্রণ করতে পারে বাংলা: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ কলকাতার রাসমণি রোডে বুদ্ধ পূর্ণিমার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এবছর থেকে রাজ্য সরকারের কর্মচারীদের বুদ্ধ পূর্ণিমায় ছুটি থাকবে।

বাংলা সব ধর্মের সমন্বয়ের স্থান। এখানে সব ধর্মের উৎসব সমান সমারোহে পালন করা হয়। এদিনও এই বার্তাই দিলেন মুখ্যমন্ত্রী।
তাঁর বক্তব্যের কিছু বিষয়ঃ

  • সম্যক দৃষ্টি, সঠিক কর্ম, সঠিক স্মৃতি ও সঠিক সমাধির কথা বলেছিলেন বুদ্ধদেব
  • বুদ্ধদেবের অষ্টাঙ্গিক মার্গ থেকে বোঝা যায় তিনি শুধু ধর্ম প্রচারক নয় তিনি ছিলেন দার্শনিক
  • সব মানুষকে নিয়ে একত্রে শান্তি প্রতিষ্ঠা করতে হবে
  • বৌদ্ধ সত্ত্বার যে পরম জ্ঞান তা আজকের দিনে খুব প্রয়োজন
  • ধর্ম মানে রাজনীতির নামে কুকর্ম করা নয়, মানুষ মারার কসাইখানা নয়
  • ধর্ম মানে ভালবাসা, বিশ্বাস, মানবতা, ধর্ম মানে হিংসা-দ্বেষ দূর করা
  • মানুষ যেটা গ্রহণ করবে সেটাই বড় কথা
  • কোন মানুষ কি খাবে, কি পরবে, কি দেখবে, কে কোথায় জন্মগ্রহণ করবে, কার কি গায়ের রঙ এটা দেখে ধর্ম দেখে হয় না
  • ওগুলো নকল ধর্ম
  • ছদ্মবেশী ধর্মের নামে যারা ধর্মকে অশ্রদ্ধা করেন তারা ধর্মের কলঙ্কিত রূপ
  • আমার ধর্মের সাথে অন্য ধর্মের কোন পার্থক্য নেই
  • আমি যেমন দুর্গা পুজোয় যাই, রমজানেও যাই, ঈদেও যাই
  • সবার সাথে সমন্বয় রক্ষা করা আমার থেকে বেশি আর কে করে?ছোটবেলা থেকে এই শিক্ষাই পেয়েছি
  • সারা দেশে যে ধর্মের নামে যে অসহিষ্ণুতা চলছে তা একমাত্র নিয়ন্ত্রণ করতে পারে বাংলা
  • ধর্ম মানে হৃদয়ের উপলব্ধি, দেবতাকে হৃদয়ের রাখা, তাঁকে মাটিতে ফেলে দেওয়া নয়
  • ধর্ম মানে রাস্তায় তরোয়াল নাচিয়ে লোককে ভয় দেখানো নয়
  • ধর্ম মানে অন্য ধর্মকে অশ্রদ্ধা করা নয়
  • Fake account এর নাম কতগুলো গ্রুপ তৈরী করে বলা হচ্ছে জন্ম বৃত্তান্ত কি, বাবা-মা কে, আমি হিন্দু না মহিলা না পুরুষ
  • এমনকি আমাকে হিজরা পর্যন্ত বলেছে। আমি মানুষের কাছে বিচার চাই
  • হয়তো আমি সবচেয়ে খারাপ মানুষ কিন্তু একজন সাধারণ মানুষ হয়ে বাঁচার জন্য প্রয়োজনীয় সম্মান আমি নিশ্চয়ই পেতে পারি
  • এত ঔদ্ধত্য, এত অহংকার ওদের কে দিল?
  • ধর্মকে নিয়ে যারা কলঙ্কের রাজনীতি করছে গুন্ডাগিরি করছে তারা আমাদের ধর্মের কেউ নয়
  • মানুষের মধ্যেই দেবতা আছেন, তার চেয়ে বড় দার্শনিক আর কেউ নেই
  • ভারতবর্ষের মাটি সহনশীলতার, বাংলার মাটি নবজাগরণের মাটি
  • আগামী দিনে বাংলাই ভারতবর্ষকে পথ দেখাবে
  • অন্যান্য রাজ্যগুলি ভয়ে চুপ থাকতে পারে কিন্তু বাংলা কখনো চুপ থাকবে না
  • যত কঠিন পরিস্থিতিই আপনারা তৈরী করুন, We do not care
  • মানুষের বিচার সবচেয়ে বড় বিচার
  • কথা দিয়ে কথা রাখা আমার জীবনের ধর্ম