May 14, 2017
On Mother’s day, Mamata Banerjee dedicates poem to all mothers

Today is Mother’s Day. The second Sunday of May is celebrated the world over as a tribute to the mother who selflessly devotes all her life to the well-being of her child.
On this occasion, Chief Minister Mamata Banerjee has conveyed her greetings through social media to all mothers.
She has also written a poem titled ‘Maa’, dedicated to all mothers.
The poem is reproduced below.
Maa
Jotoi dekhi totoi jani
Maa amader aswosto bani
Ofuronto maayer bhalobasa
Amader jogar banchar asha
Mayer mukh sworgosukh
Bhuliye deye sokol dukh
Maayer bodon molin hole
Sob hoye jay golmele
Oshustho holey maayer hath
Snehobhora bhalobasar chhap
Duhshomoye maayer anchol
Aral kore bipod sokol
‘Maa’ je moder ‘Maa’
Momottwobhora hasi niyei onuprerona dao maa
Maa jar nei se boro ekla,
Byathar somoy jay na dukkhoke bhola
Maayer dak asol dak
Pichu dakleo ashirbaad
Maa ke jara bhalobase na
Sneho ki jinish tara jane na
Maayer mon sontaner dhon
Maa je moder maa
Jotoi dekhi totoi bhabi
Swad tobu mete na
মাতৃ দিবসে সকল মায়েদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী
আজ আন্তর্জাতিক মাতৃ দিবস। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার মাতৃ দিবস পালিত হয়।
মাতৃ দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় সকল মায়েদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এই উপলক্ষে তিনি একটি কবিতাও লিখেছেন। কবিতাটির নাম ‘মা’।
‘মা’
যতই দেখি ততই জানি
মা আমাদের আশ্বস্ত বাণী
অফুরন্ত মায়ের ভালোবাসা
আমাদের জোগাড় বাঁচার আশা।
মায়ের মুখ স্বর্গ সুখ,
ভুলিয়ে দেয় সকল দুখ,
মায়ের বদন মলিন হলে
সব হয়ে যায় গোলমেলে।
অসুস্থ হলে মায়ের হাত,
স্নেহভরা ভালোবাসার ছাপ
দুঃসময়ে মায়ের আঁচল,
আড়াল করে বিপদ সকল
‘মা’ যে মোদের ‘মা’,
মমত্বভরা হাসি নিয়েই অনুপ্রেরণা দাও মা।
মা যার নেই সে বড় একেলা,
ব্যাথার সময় যায় না দুঃখকে ভোলা,
মায়ের ডাক, আসল ডাক
পিছু ডাকলেও আশীর্বাদ।
মা কে যারা ভালোবাসে না,
স্নেহ কি জিনিস তারা জানে না,
মায়ের মন, সন্তানের ধন,
মা যে মোদের মা,
যতই দেখি ততই ভাবি
স্বাদ তবু মেটে না।