Latest News

April 8, 2016

Mamata Banerjee files her nomination from Bhowanipore constituency

Mamata Banerjee files her nomination from Bhowanipore constituency

Trinamool Congress Chairperson Mamata Banerjee on Friday filed her nomination papers for the state assembly elections from the Bhowanipore constituency in South Kolkata district.

A large number of supporters chanted slogans as Banerjee, flanked by several party leaders, undertook a road show on her way to the office of the District Election Officer, Kolkata.

The Trinamool Congress supremo was flanked by Subrata Bakshi as she went through the paperwork at the Alipore Survey Building in South Kolkata.

আজ মনোনয়ন পত্র জমা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে আজ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মনোনয়ন জমা দিলেন। তিনি দক্ষিণ কলকাতার ভবানীপুর কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আলিপুরের সার্ভে বিল্ডিং-এ মনোনয়ন পত্র জমা দেন তৃণমূল নেত্রী। তার সঙ্গে উপস্থিত ছিলেন দলীয় নেতা সুব্রত বক্সী।

আজ একটি রোড শো করে তিনি সার্ভে বিল্ডিং-এ মনোনয়ন পত্র জমা দিতে যান। সেই সময় প্রচুর সমর্থক তাকে স্লোগানের মাধ্যমে তাকে অভিনন্দন জানান।