সাম্প্রতিক খবর

মার্চ ২৭, ২০১৯

২০১৯ সালের লোকসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

২০১৯ সালের লোকসভা নির্বাচনের ইস্তাহার প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

আজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১৯ সালের লোকসভা নির্বাচনের জন্য দলের ইস্তাহার প্রকাশ করেন। তিনি বলেন যে আগামী দিনে সংযুক্ত ভারত গড়ার লক্ষ্যে নানা দল একসাথে একটি অভিন্ন কর্মসূচি তৈরী করবে। দলীয়ভাবে তৃণমূল ইস্তাহারের মাধ্যমে দলের অভিপ্রায়
প্রকাশ করল।

বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, অল চিকি ভাষায় প্রকাশিত হয়েছে এই বছরের ইস্তাহার। দার্জিলিং থেকে জঙ্গলমহল, কৃষি থেকে শ্রমিক, মহিলা থেকে অনগ্রসর শ্রেণী, সম্প্রীতি সহ নানা বিষয়ের উল্লেখ আছে এই ইস্তাহারে।

নোটবন্দি নিয়ে বিচারবিভাগীয় তদন্ত, মুক্তমনে জিএসটি-র পর্যালোচনা, ১০০ দিনের কাজের প্রকল্পটিকে ২০০ দিনের কাজের প্রকল্পে রূপায়িত করা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থাকে আরো সমৃদ্ধ করতে, প্ল্যানিং কমিশনের একটি নতুন মডেল নির্ধারণ করা, কৃষকদের অর্থনৈতিক সুরক্ষা এবং জীবিকা নির্বাহের সুবন্দোবস্ত করা সহ নানা বিষয় তুলে ধরা হয়েছে এই ইস্তাহারে।

ইস্তাহারের বাংলা সংস্করণ পড়তে ক্লিক করুন এখানে।

ইস্তাহারের ইংরেজি সংস্করণ পড়তে ক্লিক করুন এখানে।