April 25, 2016
Mamata Banerjee addresses campaign rallies in Kolkata

Mamata Banerjee addressed two rallies in Kolkata today – on Shakespeare Sarani and in Patuli.
The focus of her speeches at both the venues was development. She stated that the main objective of the Trinamool Congress was to work for the people of Bengal.
Mamata Banerjee said that today was an auspicious day as after the day’s polls, Trinamool had achieved the halfway mark.
Slamming the Opposition, she said, “The Opposition has no issue. They are only spreading lies and canards. The CPI(M), Congress and BJP are cowards. They do not trust people. They are afraid.”
“The dalals of Delhi will not gain from the Bengal polls. The ABP group and the Congress-CPI(M) alliance have started a whisper campaign against the Trinamool,” she added
আজ কলকাতায় নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
আজ কলকাতার প্রচার করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শেক্সপিয়ার সরণি এবং পাটুলিতে দুটি জনসভা করেন নেত্রী।
এদিনও তার প্রচারের হাতিয়ার ছিল উন্নয়ন। তিনি বলেন মানুষের জন্য কাজ করাই তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্য।
এদিনের জনসভা থেকে তিনি ঘোষণা করেন যে আজ একটি শুভ দিন, আজকের নির্বাচন থেকেই তৃণমূল সংখ্যা গরিষ্ঠতা পেয়ে গেছে।
এদিন ও তিনি বিরোধীদের কড়া নিন্দা করে বলেন, “বিরোধীরা শুধু কুৎসা, অপপ্রচার ও মিথ্যাচার করে বেড়াচ্ছে। সিপিএম-কংগ্রেস-বিজেপি কাপুরুষ, ওরা ভয় পেয়েছে, মানুষকে ওরা বিশ্বাস করে না।
তিনি আরও বলেন, দিল্লির দালালরা বাংলার নির্বাচন থেকে কোনভাবেই লাভবান হবে না। এবিপি গ্রুপ আর কংগ্রেস তাদের ‘হুইসপার ক্যাম্পেন’ শুরু করে দিয়েছে তৃণমূলের বিরুদ্ধে।