Latest News

November 4, 2017

Light-and-sound show at Eco Park to depict the history of Bengal

Light-and-sound show at Eco Park to depict the history of Bengal

Eco Park in Kolkata now hosts a brand-new light-and-sound show. The show depicts the history of Bengal. It is being held from September at the recently-inaugurated Sculpture Garden inside the park.

The daily 45-minute light-and-sound shows are held at 5 PM, 6 PM and 7 PM. Tickets are priced at Rs 30. The narrations are held in Bengali and English.

The park has 12 sculpted panels, each depicting a famous person or an event from the glorious history of Bengal. Coloured light formations are projected onto the panels and a pre-recorded soundtrack is played, containing music and voice.

Besides the relief sculptures, there are portraits of 52 well-known people as well as a few life-size statues.

বাংলার ইতিহাস জানতে ইকো পার্কে লাইট অ্যান্ড সাউন্ড শো

লাইট অ্যান্ড সাউন্ড শো এর মাধ্যমে বাংলার ইতিহাস জানতে ইকো পার্কে ভিড় জমাচ্ছে কলকাতার পড়ুয়ারা। সেপ্টেম্বরেই উদ্বোধন হয়েছে ‘ভাস্কর্য উদ্যানে বাংলার ইতিহাস’ নামে ঐ পার্কটির। ইকো পার্কের মুখোশ উদ্যানের পাশেই এক একর জমিতে তৈরি হয়েছে ওই পার্ক। পার্কে ঢোকার পর থেকে একটা টাইমলাইন ধরে এগিয়ে যেতে হয়। ইতিহাসের এক একটি পর্বকে নিয়ে বিভিন্ন জোনে ভাগ করা হয়েছে গোটা পার্কটিকে।

আলোর খেলা আর দুই ভাষ্যকার মধুমন্তী মৈত্র ও সতীনাথ মুখোপাধ্যায়ের পাঠে জীবন্ত হয়ে উঠেছে পলাশির যুদ্ধ, সিপাহী বিদ্রোহের কাহিনি। বাংলার মনীষীদের নিয়ে করা প্যানেল শুরু হয়েছে চৈতন্যদেবকে দিয়ে আর শেষ হয়েছে সত্যজিৎ রায়কে দিয়ে। পার্কে মোট ১২ টি প্যানেল রয়েছে। দেওয়ালের উপর রিলিফ ওয়ার্ক করে ফুটিয়ে তোলা হয়েছে এক একটি টাইম ফ্রেম।

একটি প্যানেল শুরু হচ্ছে সতী-দাহ দিয়ে। তারপরেই আসছেন রাজা রামমোহন রায় ও তাঁর কর্মকাণ্ড। এই প্যানেল শেষ হচ্ছে সতীদাহ বিল পাশ করানোর জন্য বিলেতে গিয়ে মেনিনজাইটিসে ভুগে তাঁর জীবনাবসানে। এছাড়াও রয়েছেন ৫২ জন মনীষীর পোর্ট্রেট এবং বেশ কয়েকটি প্রমাণ মাপের মূর্তি। ১৩ জন নবীন শিল্পীর হাতে প্রাণ পেয়েছে এই ভাস্কর্য উদ্যান।

ইকো পার্ক সূত্রে খবর, প্রতিদিন ৩টি করে শো করা হচ্ছে। সূর্যাস্তের পর যেহেতু এই শো করতে হবে তাই বিকেল ৫ টা থেকে শুরু করা হচ্ছে এই শো। একেকটি শো চলে ৪৫ মিনিট করে। প্রথম শো বিকেল ৫ টায়, পরেরটি সন্ধ্যে ৬ টায় এবং শেষটি সন্ধ্যে ৭ টায়। এই শো দেখতে আলাদা করে টিকিট কাটতে হবে, মাথা পিছু খরচ ৩০ টাকা।

Source: Ei Samay