সাম্প্রতিক খবর

নভেম্বর ৭, ২০১৯

কেবল, তারের জঞ্জাল কেটে দেবে পুরসভা

কেবল, তারের জঞ্জাল কেটে দেবে পুরসভা

অব্যবহৃত কেবল লাইন ও ইলেকট্রিক তার সময়মতো না সরালে কলকাতা পুরসভা কেটে দেবে। কলকাতার রাস্তায় বিপজ্জনক ভাবে পড়ে–থাকা ইলেকট্রিক এবং কেবল লাইনের তার একটা বড় সমস্যা। পুর–অধিবেশনে এই সমস্যা সমাধানে প্রস্তাব আনা হয়। জবাবে কলকাতার মহানাগরিক জানান, এ ব্যাপারে বিভিন্ন কেবল সংস্থার সঙ্গে বৈঠকে বসা হবে।

অব্যবহৃত কেবল লাইনের তার সরিয়ে ফেলার জন্য সময় বেঁধে দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে তার না সরালে পুরসভা নিজের উদ্যোগে সেই তার কেটে দেবে। ইলেকট্রিকের তার থেকে বিপদ এড়াতে রাস্তার ধারে ইউটিলিটি টানেলের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হবে। পাইলট প্রজেক্ট হিসেবে ৫৯ ওয়ার্ডে ধাড়াপাড়ায় ইউটিলিটি টানেলের কাজ শুরু হয়েছে।

নিউ টাউনের মতো তারের জঞ্জালমুক্ত করে তোলার পরিকল্পনা রয়েছে। মহানাগরিক বলেন, টালি নালা সংস্কার দ্রুত শুরু হবে। কেন্দ্রের হ্যাম মডেল ইতিমধ্যেই ব্যর্থ। কেন্দ্র টাকা না দিলে রাজ্য সরকার নিজ উদ্যোগে টালি নালা সংস্কারের কাজ শুরু করবে।

সৌজন্যেঃ আজকাল