সাম্প্রতিক খবর

মার্চ ২৭, ২০১৯

খাকি পোশাকের অপব্যবহার করা উচিত নয়ঃ মমতা বন্দ্যোপাধ্যায়

খাকি পোশাকের অপব্যবহার করা উচিত নয়ঃ মমতা বন্দ্যোপাধ্যায়

লোকসভা নির্বাচনের সময় বাংলা ও ঝাড়খণ্ডের বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসেবে বিএসএফ এর প্রাক্তন ডিরেক্টর জেনারেল কে কে শর্মাকে নিয়োগের তীব্র প্রতিবাদ করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলনেত্রী বলেন, “একজন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা কিভাবে কর্মরত পুলিশের কর্মীদের দায়িত্ব নিতে পারেন? ডিজি হিসাবে তার মেয়াদকালে, তিনি আরএসএস এর একটি অনুষ্ঠানে তিনি নিজের ইউনিফর্ম পরে উপস্থিত ছিলেন,”।

তিনি আরও বলেন, “উনি কি নিরপেক্ষ পর্যবেক্ষক? এইভাবে আমরা বিচার পাব? এটাই কি গণতন্ত্র? আমি এই খাকি পোশাককে সম্মান করি। এর অপব্যবহার করা উচিত নয়। দেশের স্বার্থে ব্যবহার করা উচিত, মানুষের সুরক্ষার স্বার্থে ব্যবহার করা উচিত”।

তিনি আরও বলেন, “আমার মোবাইলও ট্যাপ করা হচ্ছে – আমার আমার কাছে প্রমাণ আছে। এসএমএস, ফোন কল সব কিছুর ওপর নজর রাখছে। কোথাও কোন স্বাধীনতা নেই। সব রাজনৈতিক দলের নেতারা, মিডিয়ার লোকজন সবার ওপর নজরদারি চালাচ্ছে। সব ওপরতলার লোকজনের ওপর নজরদারি চালাচ্ছে। এটাই এখন দেশের অবস্থা।”