Lok Sabha

January 4, 2018

Idris Ali speaks about various demands for his constituency

Idris Ali speaks about various demands for his constituency

FULL TRANSCRIPT

Madam, I am deeply grateful to you for giving this opportunity to speak.

আমি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞ, কারন তিনি ভারতের সব থেকে জনপ্রিয় নেত্রী, তার জন্যই আমি আজ এখানে আসতে পেরেছি।

আমি বেশী সময় নেব না। আমি চাইছি, through you hon Speaker Madam, যে আমার ক্ষেত্র (Constituency) বসিরহাটে বেশীরভাগ আদিবাসী, দলিত, scheduled caste, মুসলিম বাস করেন। সুন্দরবন এলাকাতে একটাও বিমানবন্দর নেই। একটা বিমানবন্দর যাতে সুন্দরবন এলাকায় তৈরী হয়, আপনার কাছে সেই আবেদন জানাচ্ছি।

বাংলাদেশ সীমান্তে অবস্থিত হাসনাবাদ থেকে সামশেরগঞ্জ পর্যন্ত একটা ট্রেন লাইনের দাবি জানাচ্ছি।