সাম্প্রতিক খবর

মার্চ ১৮, ২০১৯

গরিবদের জন্য প্রকল্পগুলি চালু না থাকলে তারা সমস্যায় পড়বে: মমতা বন্দ্যোপাধ্যায়

গরিবদের জন্য প্রকল্পগুলি চালু না থাকলে তারা সমস্যায় পড়বে: মমতা বন্দ্যোপাধ্যায়

আজ নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ

অনেক প্রকল্পগুলো আজকের করা নয়, এগুলো চলছে।

সমব্যাথী প্রকল্পে মৃতের বাড়ির লোক ২ হাজার টাকা করে পায়, অন্তিম সংস্কারের জন্য।এই প্রকল্প ১ বছর আগে থেকে চলছে। কাজেই আমি মুখ্যসচিবকে বলছি, এই প্রকল্পটা আটকালে গরীব মানুষগুলোর স্বার্থক্ষুন্ন হবে। এটা আমরা নির্বাচন কমিশনের কাছে জানাচ্ছি। এটা তো রাজনৈতিক লোকেরা দিয়ে দিচ্ছেনা, এটা তো সরকার জনগণকে দেয়।

১০০ দিনের কাজ, বন্ধ তো হয়নি। হসপিটালে বিনামূল্যে চিকিৎসা, সেটা তো বন্ধ হয় না। কৃষক বন্ধু নামে যে প্রকল্পটা আমরা চালু করেছি, এগুলো সরকারের আগেই ঘোষিত প্রকল্প। এগুলো আটকালে জনগণের ক্ষতি হবে। আমরা চাই এগুলো লোকেরা পাক। এবিষয়ে নির্বাচন কমিশনের সাথে আলোচনা করব। আমরা নির্বাচনের নামে সব কাজ যদি বন্ধ রেখে দিই, তাহলে জনগণ সবচেয়ে বেশী ভুক্তভোগী হবে।

পেনসন প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্প, এর সাথে চিকিৎসারও ব্যাপার আছে, সাংবাদিকদের জন্য মাভৌ প্রকল্প, কোনও সাংবাদিক অসুস্থ তার চিকিৎসার জন্য অনুমতি নেবে? এটা তো হয় না।

আবার চা বাগানের জন্য প্রকল্প, খাদ্যসাথী প্রকল্প, এগুলো জনগণের জন্য প্রকল্প। নির্বাচনে কখনও জনগণ সম্পর্কিত ব্যাপার নষ্ট হয় না। যেমন আজকে আমি আলোচনা করলাম প্রাকৃতিক দুর্যোগ নিয়ে। নির্বাচন চলুক আর নাই চলুক, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ তার সাহায্য পাবে। সেটা সরকার দেবে, সরকারের আধিকারিকরা দেবে।

সরকারি কোনও আধিকারিক যদি প্রাকৃতিক দুর্যোগে মারা যান, সেখানে তার পরিবারের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব আছে। জনগণের স্বার্থসম্বলিত বিষয়গুলো দেখা আমাদের সকলের কর্তব্য।