সাম্প্রতিক খবর

ফেব্রুয়ারি ৭, ২০২২

আমি চাই উত্তরপ্রদেশ থেকে বিজেপি বিদায় নিক: মমতা বন্দ্যোপাধ্যায়

আমি চাই উত্তরপ্রদেশ থেকে বিজেপি বিদায় নিক: মমতা বন্দ্যোপাধ্যায়

লখনৌ রওনা হওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাঁর বক্তব্যের কিছু অংশঃ 

  • সমাজবাদী পার্টির পক্ষে বিধানসভা ভোটে প্রচার করতে উত্তরপ্রদেশে যাচ্ছি। অখিলেশ আমাকে আমন্ত্রণ জানিয়েছেন।
  • আমি চাই উত্তরপ্রদেশ থেকে বিজেপি বিদায় নিক। সপা জিতুক। সপার হাত শক্ত করতে উত্তরপ্রদেশ যাচ্ছি। তাই তৃণমূল উত্তরপ্রদেশে কোন প্রার্থী দেয়নি
  • আমি শেষ পর্যায়ের ভোটের আগে বারাণসী যাব
  • পাঞ্জাবকে আমি খুবই পছন্দ করি। ওখানে আমি যাব। স্বর্ণমন্দিরেও যাব। যখন পাঞ্জাব জ্বলছিল, তখন আমি পুরো পাঞ্জাব ঘুরেছিলাম। পাঞ্জাবে আমরা লোকসভা ভোট লড়াই করতে ইচ্ছুক
  • দেশকে সঠিক দিশা দেখাতেই আমার এই সফর
  • আর গোয়া নিয়ে প্রশ্ন করছিলেন তো? গোয়া সামবডি ইজ ডুয়িং! সো আই অ্যাম নট। আই অ্যাম গোয়িং টু আদার প্লেসেস। ফর গ্রেটার ইন্টারেস্ট।
  • আমরা চেয়েছিলাম সব রাজ্যেই বিজেপি-র বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই হোক। কিন্তু সকলে তা চায়নি।
  • বিমানবন্দরের সম্প্রসারণ আমিও চাই। আমি চাই নতুন বিমান বন্দর হোক। কিন্তু হাজার একর জমি চাইলেই তো আর পাওয়া যায় না।
  • আমি জোর করে জমি নিতে পারব না। এটা আমার সরকারের নীতি।
  • বাগডোগরায় জমি দেওয়া হয়েছে। ওটা কেন আন্তর্জাতিক বিমানবন্দর করা হচ্ছে না।
  •  অণ্ডাল বিমানবন্দর বিহার এবং ঝাড়খণ্ডের মানুষও ব্যবহার করে। ওটাকে কেন আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ঘোষণা করছে না কেন্দ্রীয় সরকার।