March 28, 2017
I believe in religion that teaches you to love all humans: Mamata Banerjee

In a stern message to a section of people who are trying to incite communal tension in the State, Chief Minister Mamata Banerjee today said Bengal is a land of culture and politics of riots has no place here. She urged people to be aware and not pay heed to rumours.
“We believe in religious amity. We do not believe in the politics of riots,” she said.
“I believe in religion that teaches you to love all humans. I participate in Durga Puja, Eid, Christmas as well as Guru Parab. The human body is incomplete without all organs. We must treat all humans equally. A mother can never discriminate between her children,” she added.
The CM said Constitution of India was her guiding principle and it taught her to be tolerant and respectful of people from various backgrounds.
যে ধর্ম সকলকে ভালবাসতে শেখায় আমি সেই ধর্মে বিশ্বাসী: মমতা বন্দ্যোপাধ্যায়
এক শ্রেণীর মানুষ যারা ধর্মের নামে রাজ্যে বিভেদ সৃষ্টি করে বাংলায় অশান্ত পরিবেশ তৈরি করতে চাইছে তাদের কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জলপাইগুড়িতে একটি জনসভায় তিনি বলেন, “আমি জাতি-ধর্মের ভেদাভেদে বিশ্বাস করি না, দাঙ্গার রাজনীতিতে বিশ্বাস করি না। উৎসবের সময় বেশ কিছু মানুষ সমস্যার সৃষ্টি করার চেষ্টা করেন।” তিনি জনগণকে সতর্ক হওয়ার পাশাপাশি গুজবে কান না দেওয়ারও আর্জি জানান।
তিনি বলেন, “যে ধর্ম সকলকে ভালবাসতে শেখায় আমি সেই ধর্মে বিশ্বাসী। বাংলায় দুর্বৃত্তদের কোন জায়গা নেই। এ মাটি সংস্কৃতির মাটি।”
“আমি দুর্গা পুজো, ঈদ, ক্রিসমাস, গুরু পরব সবেতেই যোগদান করি। সব অঙ্গ ছাড়া মানব-শরীর অসম্পূর্ণ। আমরা বিশ্বাস করি সব মানুষ সমান। একজন মা কখনও নিজের সন্তানদের মধ্যে বিভেদ করেন না” মুখ্যমন্ত্রী বলেন।
তিনি আরও বলেন, “ভারতের সংবিধান আমাদের সহনশীল হতে শেখায়। সংবিধানই আমাদের পথ দেখায়।”