Latest News

May 19, 2017

Celebrations across Bengal mark six years of State Government

Celebrations across Bengal mark six years of State Government

Trinamool Congress started the celebrations of its sixth consecutive year in power today with a grand display of tableaux at Nabanna.

Two tableaus, one titled Ekatai Sampriti (‘unity leads to harmony’), were taken out from the State secretariat, Nabanna at 1.01 pm and simultaneously from the district capitals too. The time of 1.01 pm was chosen because at that moment on May 20, 2011 Mamata Banerjee was sworn in as Chief Minister for the first time. The slogan, Ekatai Sampriti has been coined by Mamata Banerjee herself.

One tableau has the slogan along with the names of the State Government’s developmental schemes. Besides Ekatai Sampriti, it also have a handful of other slogans, all coined by the Chief Minister – Bangla Hobe Biswasera (‘Bengal would be the world’s best’), Unnoyoner Pothe Manusher Sathe (‘With the people on the path of development’), Ashun Sobai Mile Sapath Kori (‘let us all pledge together’) and Gorber Bangla Gori (‘let us create a Bengal we can be proud of’).

The other tableau hosts some of the artistes getting benefits under Lok Prasar Prakalpa, who, through cultural programmes, would spread the message of development and harmony.

These tableaus would travel all over the State, from the hills to the plains. They are meant to highlight the fact that in this atmosphere of social and political instability across the nation, Bengal is a role model of peace.

Also, from May 26 to June 20, in all the districts, three-day celebrations would be organised centering on exhibitions and sales (including handicrafts), cultural programmes and various competitions, in which the party wants to involve everyone, right from students.

The artistes covered under Lok Prasar Prakalpa would also be a part of these three-day programmes, where they would spread the benefits of developmental schemes like Kanyashree, Yuvashree, Khadya Sathi, etc.

 

তৃণমূল সরকারের ৬ বছর পূর্তি উপলক্ষে বিশেষ ট্যাবলো

তৃণমূল কংগ্রেস সরকারের ক্ষমতায় আসার ছ’বছর পূর্তি উপলক্ষে জেলায় জেলায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর দেওয়া ‘একতাই সম্প্রীতি’ নামে ২ টি ট্যাবলো নবান্ন সহ প্রতিটি জেলা সদর থেকে পরিক্রমায় বেরোয়। এই ২ টি ট্যাবলোর আনুষ্ঠানিক সূচনা করেন পার্থ চট্টোপাধ্যায় ও অমিত মিত্র।

২০১১ সালে এই দিন দুপুর ১টা ১১ মিনিটে রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই দিন ও সময়কে স্মরণীয় করে রাখতেই এই আয়োজন।

আজ থেকে গোটা রাজ্যে অনুষ্ঠানের সূচনা হল। প্রথম পর্যায়ে অনুষ্ঠান শেষে আবার তিনদিন করে এক একটি জেলার সদর শহরের প্রেক্ষাগৃহেও অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানের থিম বা নামকরণ করা হয়েছে, ‘একতাই সম্প্রীতি’।

দেশ জুড়ে যে সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা তৈরী হয়েছে তার মাঝে দাঁড়িয়ে রাজ্যের সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। পাশাপাশি তৃণমূল সরকার ৬ বছরের শাসনকালে রাজ্যবাসীর জন্য যে উন্নয়নমূলক কাজ করেছে, তার সুফল সাধারণ মানুষের কাছে তুলে ধরা।

একটি ট্যাবলোয় সাম্প্রদায়িক সম্প্রীতি সহ উন্নয়নমূলক প্রকল্পগুলি প্রদর্শিত হবে। ট্যাবলোর গায়ে স্লোগান থাকবে – বাংলা হবে বিশ্বসেরা, উন্নয়নের পথে মানুষের সাথে, আসুন সবাই মিলে শপথ করি, গর্বের বাংলা গড়ি। প্রতিটি স্লোগান মুখ্যমন্ত্রীর নিজের লেখা। অন্য ট্যাবলোটিতে লোকপ্রসার প্রকল্পের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মানুষের কাছে উন্নয়ন ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেবেন। প্রায় ৩২০জন লোকশিল্পী এই অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকবেন। প্রতিদিন ছ’টি করে অনুষ্ঠান হবে। কন্যাশ্রী, যুবশ্রী, সমব্যথী, সবুজশ্রী, এসবের প্রচার করা হবে। এই অনুষ্ঠানে স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা নিজেদের হাতে তৈরী জিনিসের প্রদর্শনী ও বিক্রি করবেন।

এক মাস ধরে সারা রাজ্যব্যাপী, পাহাড় থেকে সমতল সর্বত্র এই ট্যাবলো ২টি পরিক্রমা করবে। এই উপলক্ষে গোটা রাজ্যে অনুষ্ঠান চলবে ২৬ জুন পর্যন্ত।