জুন ৩০, ২০১৯
কালীঘাটেও হবে স্কাইওয়াক

দক্ষিণেশ্বরের মত করে সাজবে কালীঘাট। মন্দির সংস্কার হচ্ছে। পুরো ধেলে সাজছে মন্দির চত্ত্বর। এখানেও স্কাইওয়াক হবে। এর জন্য প্রকল্প রিপোর্ট তৈরী হচ্ছে।
পুরমন্ত্রী বিধানসভায় বলেন, দক্ষিণেশ্বর ও তারকেশ্বর মন্দির সংলগ্ন এলাকার উন্নয়ন হচ্ছে। দক্ষিণেশ্বরে ৬৩ কোটি ১০ লক্ষ টাকা দিয়ে স্কাইওয়াক করা হয়েছে। দুই কোটি ৪৮ লক্ষ টাকা দিয়ে ভোগ ঘর তৈরী কড়া হয়েছে। মা সারদা ঘাটের জন্য ৮ কোটি ১০ লক্ষ এবং নদীঘাট উন্নয়নে প্রায় ১০ কোটি খরচ হয়েছে। তারকেশ্বর মন্দির উন্নয়নে ৫ কোটি ৯২ লক্ষ টাকা খরচ হয়েছে। আলোকসজ্জা ও আনুশাঙ্গিক উন্নয়নে ৪ কোটি টাকা খরচ হয়েছে।
এর পাশাপাশি, তারাপীঠে ৩ কোটি এবং কঙ্কালীতলায় ২ কোটি ৯২ লক্ষ টাকা খরচ হয়েছে। মন্ত্রী বলেন, দক্ষিণেশ্বরে স্কাইওয়াকের সময় রানী রাসমণির একটি মূর্তি দেন মন্দির কমিটির লোকজন। সেটি স্থাপনের জায়গা দেখছে কামারহাটি পুরসভা।
তিনি আরও বলেন, যদি সব মন্দির কমিটি বা ট্রাস্ট এক জায়গায় আসে এবং একমত হয় তাহলে পুরোহিত ভাতা দেওয়া যেতে পারে।