January 12, 2018
Centre’s interference in judiciary dangerous for democracy: Mamata Banerjee

Bengal Chief Minister Mamata Banerjee today expressed her anguish on the recent developments about the Supreme Court.
Reacting to the comments by four senior Hon’ble Judges of the Supreme Court about the affairs of the Court, the Chief Minister said it made her sad as a citizen.
She maintained that judiciary and media are the pillars of democracy and that interference by the Centre in the workings of judiciary is dangerous for democracy.
Her tweets:
We are deeply anguished with the developments today about the Supreme Court.
What we are getting from the statement of the four senior Hon’ble Judges of Supreme Court about the affairs of the Court makes us really sad as citizens.
Judiciary and Media are the pillars of democracy. Extreme interference of Central Government with Judiciary is dangerous for democracy.
বিচারবিভাগে কেন্দ্রের হস্তক্ষেপ গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক: মুখ্যমন্ত্রী
সুপ্রিম কোর্টের কার্যকলাপ সম্বন্ধে আজ চার চারজন প্রবীণ বিচারপতির সাংবাদিক বৈঠকের প্রেক্ষিতে উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন দেশের নাগরিক হিসেবে আজ খুবই দুঃখিত তিনি।
মুখ্যমন্ত্রী আরও বলেন, বিচারবিভাগ ও সংবাদমাধ্যম গণতন্ত্রের স্তম্ভ এবং কেন্দ্রের হস্তক্ষেপ গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।
মুখ্যমন্ত্রীর টুইটার পোস্ট:
সুপ্রিম কোর্ট সম্বন্ধে চারজন প্রবীণ বিচারপতির মন্তব্য খুবই উদ্বেগজনক। দেশের নাগরিক হিসেবে আজ খুবই দুঃখিত আমরা।
বিচারবিভাগ ও সংবাদমাধ্যম গণতন্ত্রের স্তম্ভ। বিচারবিভাগ কেন্দ্রের হস্তক্ষেপ গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক।