December 28, 2016
Centre suppressing states under financial burden: Bengal Transport Minister

Stating that the Centre is suppressing the state governments under financial burden, the state Transport Minister Suvendu Adhikari on Tuesday once again slammed the draft policy of the Ministry of Railways that recommends investment by the state governments for projects related to suburban rail service.
The Minister said that he would take up the matter with the Chief Minister Mamata Banerjee once she returns from Delhi and sent a reply to the Ministry as they have asked the state governments to comment on the guidelines in the draft policy.
Meanwhile, in connection with better transport facility for people the Transport minister also announced that 50 buses will be plying to Takht Sri Patna Sahib to take pilgrims to the place free of cost on December 31 and January 1. The special arrangement has been made to take the pilgrims to the place on the eve of 350th birth anniversary of Guru Govind Singh. The buses will be plying from Kolkata, Karunamoyee and Dankuni.
The Minister further said that two launches will be operating from Halisahar to Dankuni via Barrackpore and Bansberia to ensure better transport facility to people of the area as they are facing inconvenience as Iswar Gupta Setu was closed to carry out repairing.
যাত্রী পরিবহনের দায় রাজ্য সরকারের ওপর চাপানোর চেষ্টা করছে রেল মন্ত্রকঃ শুভেন্দু অধিকারী
শহর-শহরতলিতে নতুন রেল-প্রকল্পের দায় থেকে মুক্ত হতে চায় রেল। সম্প্রতি চিঠি নিয়ে রাজ্য সরকারকে বিষয়টি জানিয়ে মতামতও জানতে চাওয়া হয়েছে। মঙ্গলবার সেই প্রসঙ্গেই কড়া প্রতিক্রিয়া দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।
তিনিবলেন, “রেল রাজ্য থেকে হাজার হাজার কোটি টাকা আদায় করে। রেল এখন তার দায় এড়িয়ে যেতে চাইছে। যাত্রী পরিবহণের বিষয়টা আমাদের ঘাড়ে চাপাতে চাইছে। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে রেলকে উত্তর দেব। বিষয়টা নেতিবাচক হিসাবেই দেখছি।“
মন্ত্রী আরও বলেন, “ফ্রেইট থেকে হলদিয়াতেই প্রতিদিন দেড় কোটি টাকা পায় রেল। মাসিক হিসাবে ৪৫ কোটি । অথচ এখন যাত্রী পরিবহণের দায় রাজ্যের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে”।
সম্প্রতি রেলের তরফে সমস্ত রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানানো হয়েছে, ভবিষ্যতে যে কোনও সাবার্বান প্রকল্পের দায় রাজ্য সরকারকে নিতে হবে। জমি অধিগ্রহন থেকে প্রকল্পের খরচ কোনও ক্ষেত্রে রেল সাহায্য করবে না।
অন্যদিকে পরিবহণমন্ত্রী ঘোষণা করেন, ডিসেম্বরের ৩১তারিখ ও জানুয়ারী মাসের ১তারিক তীর্থ যাত্রীদের পাটনা সাহিবে সম্পূর্ণ বিনামুল্যে নিয়ে যাবে পরিবহণ দপ্তরের ৫০টি বাস। এই স্পেশ্যাল বন্দোবস্ত করা হয়েছে গুরু গোবিন্দ সিংহর ৩৫০তম জন্মবার্ষিকীতে শিখ সম্প্রদায়ের তীর্থযাত্রীদের সুবিধার্থে। এই বাসগুলি ছাড়বে কলকাতা, করুণাময়ী ও ডানকুনি থেকে।
তিনি আরও ঘোষণা করেন, মেরামতির কাজের জন্য ঈশ্বর গুপ্ত সেতু বন্ধ আছে। তাই দুটি লঞ্চ হালিশহর থেকে বারাকপুর ও বাঁশবেরিয়া হয়ে ডানকুনি যাতায়াত করবে।