Latest News

January 30, 2018

Bengal Panchayat Dept presents success of Ushar Mukti Scheme through coffee table book

Bengal Panchayat Dept presents success of Ushar Mukti Scheme through coffee table book

The success of the Ushar Mukti Scheme, being implemented by the Bengal Government’s Panchayats and Rural Development Department, in transforming fallow land to cultivable land, has been showcased through a coffee table book, titled Transforming Land and Lives.

The scheme is being implemented through the Mahatma Gandhi National Rural Employment Guarantee Act (MGNREGA) Scheme in Jhargram, Purulia, Bankura, Birbhum, Paschim Medinipur and Purba Bardhaman districts, covering 55 blocks, 472 gram panchayats and more than 2,000 watershed areas. The total area under the project will be around 14 lakh hectares.

The book is being done by the department. The book will have 110 pictures, of which 15 will be full-page pictures. The success stories will have an English and a Bengali version on each page. The 70 to 80-page book will be accompanied by an eight to 12-page ‘brief folder’, which will be added to the book jacket.

Two examples of success stories are the large mixed-fruit orchards which have been planted at Keshavpur village in Dunishol gram panchayat and at Duttakeshavpur village in Punishol gram panchayat, both in Bankura district’s Onda block.

 

অনাবাদী জমিকে ফসলি করার উপাখ্যান নিয়েই মলাটবন্দি হচ্ছে ‘ঊষার মুক্তি’

এ রাজ্যে অনাবাদী, রুক্ষ জমিতে ফসল ফলানো ১০০ দিনের প্রকল্পের অন্যতম কর্মসূচি। ‘ঊষার মুক্তি’ নামে এই কর্মসূচির সাফল্যকে মলাটে মুড়ে বইয়ের আকারে প্রকাশ করছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর। বইয়ের নাম দেওয়া হয়েছে ‘কফি টেবিল বুক’।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনায় আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে বাঁকুড়ার ওন্দা ব্লকের অভাবনীয় সাফল্যকে ঘিরেই আবর্তিত হবে পঞ্চায়েত দপ্তরের এই প্রয়াস। এরপর জঙ্গলমহলের রুক্ষ অনাবাদী পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও বীরভূমের বিভিন্ন ব্লকে অনাবাদী জমি কীভাবে ফসলি হয়ে উঠেছে, তার বিবরণও সাধারণ মানুষের সামনে তুলে ধরার পরিকল্পনা রয়েছে।

অনাবাদী, রুক্ষ জমিতে কীভাবে ফসল ফলানো হয়েছে, ইংরেজি ও বাংলায় লেখা সেরকম ২০টি প্রতিবেদন দিয়েই তৈরি হচ্ছে বইটি। এই বইয়ে রাখা হচ্ছে ১১০টি ছবি, যার মধ্যে ১৫টি থাকছে পাতাজুড়ে। বইয়ের প্রতি পাতায় থাকছে একটি ইংরেজি ও একটি বাংলায় লেখা সাফল্যের ‘গল্প’। ৭০ থেকে ৮০ পাতার এই বইয়ের সঙ্গে থাকছে ৮ থেকে ১২ পাতার একটি ‘ব্রিফ ফোল্ডার’ও। কফি টেবিল বুকের জন্য তৈরি সুদৃশ্য জ্যাকেটের সঙ্গেই থাকবে এই ব্রিফ ফোল্ডারটি।

Source: Bartaman