February 9, 2018
Bengal has one of the lowest losses due to GST: Dr Amit Mitra

It is an accepted fact now that the hurried implementation of Goods and Services Tax (GST) by the Central Government across the country has led to massive inconveniences for the business community as well as huge losses for the government due to confusion regarding the tax rates.
Chief Minister Mamata Banerjee was the first leader of national stature to speak out against GST, as she was with demonetisation earlier.
On February 7, while reacting to the Budget discussions in the Assembly, Finance Minister Dr Amit Mitra said that despite the rushed implementation, losses due to GST in Bengal were lower than in many other states because the digitial infrastructure was already in place. And the digital infrastructure is the result of the e-governance initiative of the Trinamool Congress Government, for which Bengal has bagged several awards, including from the Central Government.
To prove his statement about low loss, he gave out the numbers: Rs 589 crore for Bengal during the September-October 2017 period, compared to Rs 2,000 crore for Karnataka, Rs 1,132 crore for Gujarat and Rs 1,054 crore for Bihar.
Earlier, Dr Mitra had said that the Union Government has not fulfilled its commitment for reimbursing the loss on account of the introduction of GST. Bengal has lost Rs 1,850 crore on this count, of which Rs 850 crore was yet to be compensated.
Source: The Statesman
জিএসটি তে সব থেকে কম ক্ষতি হবে বাংলারঃ অমিত মিত্র
এটি এখন সকলের কাছে পরিষ্কার কেন্দ্রীয় সরকারের অপরিকল্পিত ভাবে জোর করে চাপিয়ে দেওয়ার গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের ফলে সারা দেশের ব্যাবসায়ীরা বিপর্যস্ত। কারন, তারা এখনও পরিষ্কার ভাবে জানেন না কোন জিনিসে কত শতাংশ কর ধার্য করেছে কেন্দ্র। এর ফলে ব্যাবসায়ীদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার-ও।
বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নোটবাতিলের বিরুদ্ধে দেশের মধ্যে যেমন প্রথম প্রতিবাদে নেমেছিলেন, এক্ষেত্রেও তার অন্যথা হয় নি।
বিধানসভায় জবাবী ভাষণে অর্থমন্ত্রী বলেন, এই হঠকারী জিএসটি প্রণয়ন স্বত্বেও যেহেতু বাংলায় ইতিমধ্যেই ডিজিটাল পরিকাঠামো বর্তমান, বাংলার ক্ষয়ক্ষতি অন্যান্য অনেক রাজ্যের তুলনায় কম হয়েছে। আর এই পরিকাঠামো সম্ভব হয়েছে তৃণমূল কংগ্রেস সরকারের ই-গভর্ন্যান্স উদ্যোগের ফলে। এই উদ্যোগের ফলে রাজ্য সরকার প্রচুর পুরস্কার পেয়েছে কেন্দ্রের থেকে।
তাঁর কথার প্রমাণ স্বরূপ তিনি তথ্য দিয়ে বুঝিয়ে দেন, সেপ্টেম্বর-অক্টোবর ২০১৭ তে রাজ্য সরকারের ক্ষতি হয়েছে ৫৮৯ কোটি টাকা, যখন কর্ণাটক রাজ্যের ক্ষতি হয়েছে ২০০০ কোটি টাকা ও গুজরাটের ১১৩২ কোটি টাকা ও বিহারে ১০৫৪ কোটি টাকা।
এর আগে আমিত মিত্র বলেছেন কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির ক্ষতিপূরণের কোনও ব্যবস্থা করেনি. বাংলার এই বাবদ ১৮৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে, যার মধ্যে ৮৫০ টাকা ক্ষতিপূরণ এখনও পাওয়া বাকি।