Latest News

April 9, 2018

Bengal Govt forms committee to commemorate 100 years of Bengali cinema

Bengal Govt forms committee to commemorate 100 years of Bengali cinema

The State Government has formed a committee for commemorating 100 years of Bengali cinema. Chief Minister Mamata Banerjee is the patron of the 18-member committee.

The committee is comprised of senior film personalities from the Bengali film industry, with Soumitra Chatterjee as the chief advisor and Goutam Ghose as the chairman.

The committee will chalk out a plan to organise various programmes to celebrate 100 years of Bengali cinema. The committee will prepare a calendar of events to gift a unique programme on the completion of a century of Bengali cinema.

It may be mentioned that the initiative of the Chief Minister has taken the Kolkata International Film Festival (KIFF) to new heights in the past six years. She has made it possible for people from all walks of life to witness the grandeur of the film festival, with steps taken to ensure that it doesn’t remain bound only within Nandan.

বাংলা সিনেমার ১০০ বছর উদযাপন করতে কমিটি গড়ল রাজ্য সরকার

বাংলা সিনেমার ১০০ বছর পূর্তি উদযাপন করতে কমিটি গঠন করল রাজ্য সরকার। এই ১৮ সদস্যের কমিটির মূল উদ্যোক্তা তথা পৃষ্ঠপোষক হলেন মুখ্যমন্ত্রী স্বয়ং।
এই কমিটিতে আছেন বাংলা চলচ্চিত্রের প্রবাদপ্রতিম ব্যাক্তিত্বেরা। সৌমিত্র চট্টোপাধ্যায় যেমন এই কমিটির মুখ্য উপদেষ্টা, তেমন গৌতম ঘোষ হলেন কমিটির চেয়ারম্যান।
এই কমিটি বাংলা সিনেমার ১০০ বছর উদযাপনের উদ্দেশ্যে বিভিন্ন অনুষ্ঠানের পরিকল্পনা করবে। তারা এই অনুষ্ঠানের একটি ক্যালেন্ডার তৈরী করবে।

প্রসঙ্গত, গত ছয় বছরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক সহযোগিতায় কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পেয়েছে এক নতুন মাত্রা। তাঁর উদ্যোগে সকল শ্রেণীর মানুষের কাছে আজ আপন হয়েছে কলকাতা চলচ্চিত্র উৎসব। নন্দনের গণ্ডী পেরিয়ে চলচ্চিত্র উৎসব স্থান করে নিয়েছে জনমানসে।

Source: Millennium Post