December 23, 2016
Bengal CM inaugurates 2nd Biswa Bangla Lok Sanskriti Utsav

Bengal Chief Minister Mamata Banerjee today inaugurated the Biswa Bangla Lok Sanskriti Utsav at Rabindra Sadan complex. The festival will continue till January 1, 2017.
The 2nd edition of the festival is being held at the Madhusudan Mancha complex. The festival is showcasing folk art, and holding exhibitions on folk culture and handicrafts.
Besides promoting folk music and folk dance from different parts of the State, food from different parts of Bengal is an added attraction at the festival.
Bengal Chief Minister Mamata Banerjee has always given priority to promoting the rich cultural heritage of the State which flow through folk culture. Recently several artistes instrumental in reviving folk music like Pata Chitra Gaan and Bhawaiya have been felicitated with Sangeet Samman.
The State has also instituted the Lok Prasar Prakalpa, a scheme wherein artistes performing folk music are provided with monthly stipends and are included in performances to promote different social and developmental schemes.
দ্বিতীয় বিশ্ব বাংলা লোক সংস্কৃতি উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
আজ বিশ্ব বাংলা লোক সংস্কৃতি উৎসবের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবীন্দ্র সদন প্রাঙ্গণে এই উৎসবের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।
উৎসবটি হবে মধুসূদন মঞ্চে। সময় দুপুর ৩টে থেকে রাত ৮টা। এই নিয়ে দ্বিতীয় বার লোক সংস্কৃতি উৎসবের আয়োজন করল রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ। লোকশিল্পীদের আঁকা সহ তাদের হাতের কাজ প্রদর্শিত হবে এই প্রদর্শনীতে।
রাজ্যের বিভিন্ন জায়গার লোকশিল্পীদের গান, নাচ সহ রকমারি খাবারেরও সম্ভার থাকছে এই প্রদর্শনীতে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য লোকসংস্কৃতিকে চিরকাল অগাধিকার দিয়ে এসেছেন। সম্প্রতি বাংলা সঙ্গীত মেলায় পটচিত্র গান ও ভাওয়াইয়ার বেশ কয়েকজন শিল্পী সম্মানিত হয়েছেন।
এছাড়া লোক শিল্পীদের জন্য রাজ্য সরকার নতুন লোক প্রসার প্রকল্প চালু করেছে। এই প্রকল্পে লোকশিল্পীদের মাসিক ভাতা দেওয়া হয় এবং বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়।