December 21, 2016
Bengal CM inaugurates numerous projects for East Midnapore district

Bengal Chief Minister Mamata Banerjee inaugurates and lays the foundation stones for a bouquet of developmental processes for East Midnapore district at Kolaghat today. She also addresses a public meeting.
Among the projects to be inaugurated by the Chief Minister today includes a power sub-station, Kisan Bazars, a marketing hub, a fire station, solar powered irrigation projects, government offices, a host of road projects and CCTV control room for Digha.
The Bengal Chief Minister also lays foundation stones for numerous projects including a college, a power station, road projects, river-bank renovation projects, a hostel and godowns for agicultural produces.
She also distributes benefits like cuclys under Sabuj Sathi, Geetanjali, Shikshashree, equipment for fishermen, agricultural machinery and scholarships and grants.
Here are some excerpts of her speech:
We conducted the last administrative review meeting of the year today
We will conduct a state-level administrative meeting in Kolkata on 6 January
A new division is coming up in Midnapore regions for better governance
A new road project has been taken up to connect south Bengal with north Bengal
We have sanctioned a 90 km long 3 lane expressway from Nandakumar to Henria
From marketing centres to polytechnics, we are taking several development initiatives for East Midnapore
We will modernise Kolaghat thermal power station in a phase wise manner
পূর্ব মেদিনীপুরে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন, শিলান্যাস ও পরিষেবা প্রদান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
পাওয়ার সাব স্টেশন, কিষাণ বাজার, মার্কেটিং হাব, দমকল কেন্দ্র, সৌরচালিত ক্ষুদ্র সেচ প্রকল্প, সরকারি ভবন, রাস্তা সহ সিসিটিভি কন্ট্রোল রুম ইত্যাদি বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী।এছাড়া একটি কলেজ, একটি পাওয়ার সাব স্টেশন, রাস্তা, নদীর পাড় সংস্করণ, ছাত্রাবাস সহ বিভিন্ন সেচ প্রকল্পের শুভ শিলান্যাসও করেন তিনি।
সবুজ সাথী প্রকল্পে ছাত্র-ছাত্রীদের সাইকেল, গীতাঞ্জলি, শিক্ষাশ্রী, কৃষক বার্ধক্য ভাতা, মৎস্যজীবীদের তাদের প্রয়োজনীয় সরঞ্জাম, বিভিন্ন কৃষি যন্ত্রপাতি, স্কলারশিপ ইত্যাদি পরিষেবাও প্রদান করেন মুখ্যমন্ত্রী।
এদিন সভামঞ্চ থেকে তিনি জানান, আজকের এই বৈঠক এই বছরের শেষ প্রশাসনিক বৈঠক। কলকাতায় আগামী ৬ জানুয়ারি একটি রাজ্য স্তরের প্রশাসনিক বৈঠক হবে।
তিনি জানান পূর্ব মেদিনীপুরে অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। পূর্ব মেদিনীপুর সহ ৪টি জেলা মিলে গড়া হয়েছে মেদিনীপুর ডিভিশন।উত্তর ও দক্ষিণবঙ্গকে যুক্ত করার জন্য একটি নতুন সড়ক প্রকল্পের কাজ শুরু হয়েছে।
এছাড়া, নন্দকুমার থেকে হেঁড়িয়া পর্যন্ত ৯০ কিমি দীর্ঘ একটি রাস্তার কাজ শুরু হবে খুব শীঘ্রই। মার্কেটিং সেন্টার থেকে পলিটেকনিক কলেজ সহ অনেক উন্নয়নমূলক কাজ হয়েছে। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র ফেজ অনুযায়ী আধুনিকীকরণ করা হবে।