Latest News

December 15, 2016

Bengal Chief Minister to resume her district visits from December 19

Bengal Chief Minister to resume her district visits from December 19

Bengal Chief Minister Mamata Banerjee will hold administrative review meetings in Bankura and East Midnapore districts next week. She will inaugurate a bouquet of projects during the district tour.

On December 19, she is scheduled to attend a public meeting at Fulkushna in Bankura where she will be inaugurating various projects and will also launch Sabuj Shree scheme for the district.

She will also visit Mukutmanipur where she would be holding the administrative review meeting for Bankura district.

The Chief Minister is also scheduled to take a stock of the development projects in East Midnapore district. She is slated to visit Digha and Mandarmani to take stock of the progress of various tourism projects.

The administrative meeting for East Midnapore district is scheduled take place in Digha. She will return to Kolkata thereafter.

MLAs and senior officials from each district will be present in these administrative review meetings.

 

১৯ ডিসেম্বর আবার জেলা সফর শুরু করবেন মুখ্যমন্ত্রী

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহে পূর্ব মেদিনীপুর ও বাঁকুড়া জেলায় প্রশাসনিক বৈঠক করবেন। তাঁর এই জেলা সফরে মুখ্যমন্ত্রী একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন।

১৯শে ডিসেম্বর তিনি বাঁকুড়া জেলার ফুলকুশনায় একটি জনসভায় যোগ দেবেন। ওখানে তিনি নানা প্রকল্পের উদ্বোধন করবেন; একইসঙ্গে তিনি শুভ সূচনা করবেন বাঁকুড়া জেলার জন্য সবুজশ্রী প্রকল্প। বাঁকুড়া জেলার মুকুটমনিপুরে প্রশাসনিক বৈঠকও করবেন তিনি।

মুখ্যমন্ত্রী এরপর পূর্ব মেদিনীপুর যাবেন ওই জেলায় নানা প্রকল্পের কাজের অগ্রগতির খতিয়ান নিতে। তিনি দিঘা ও মন্দারমনিতেও যাবেন বিভিন্ন পর্যটন প্রকল্পের অগ্রগতি দেখতে। দিঘাতেই পূর্ব মেদিনীপুরের প্রশাসনিক বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর; এরপর তিনি কলকাতা ফিরে আসবেন।

এই প্রশাসনিক বৈঠকগুলিতে জেলার বিধায়ক ও আধিকারিকরা উপস্থিত থাকবেন।