May 29, 2017
Banning sale of cows for slaughter encroaches into State powers – is undemocratic, unethical: Mamata Banerjee

Chief Minister Mamata Banerjee today held a press conference at Nabanna after a cabinet meeting.
During the press meet, Mamata Banerjee attacked the Central Government for its one-sided decision on banning the sale of cows for slaughter. She termed it an attempt to encroach into State powers, and that it was undemocratic and unethical.
She said that such decisions are destroying the federal structure of the country, and that they are attempts to pare down the powers of the States.
She said, “The Central Government runs according to its own laws and the State Government, according to it’s own”.
She also mocked the decision to have Aadhaar cards for cows as a highly impractical one.
She said that the decision has spiked the relationship between the Centre and the States, because “the Centre is acting according to its whims and fancies”.
She asked rhetorically, “Are they to decide who eats what, who wears what?” and warned the Centre to not to interfere in the federal structure laid down by the Constitution of India, because such interferences would be challenged in court.
She said that like the Central Government, the State Government is also brought into power by the people. “Governments may come, Governments may go, but democracy will live on for ever”.
“Federal structure is the pillar of our democracy; if you destroy it, you destroy the heritage”.
On these decisions mocking the federal structure, she said, “All the secular political parties are united”.
The ban on cow meat also discriminates on religion: “All religions are one and the same for me – the law cannot discriminate”. “Now there is interference by the Centre in people’s day-to-day matters”
She also said that the Centre is stopping money for schemes which are due to Bengal.
গবাদি পশু আইন নিয়ে কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের
আজ মন্ত্রীসভার বৈঠকের পর নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকারকে আক্রমন করে তিনি বলেন, গরু নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত একতরফা, এটা অসাংবিধানিক।
তিনি বলেন, কেন্দ্রের এই একতরফা সিদ্ধান্তে দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ধ্বংস হচ্ছে ও এই প্রক্রিয়ার মাধ্যমে রাজ্যের ক্ষমতা খর্ব করার চেষ্টা করা হচ্ছে।
কেন্দ্রীয় সরকার তাদের নিয়ম অনুযায়ী চলে, রাজ্য সরকার তার নিজের নিয়ম অনুযায়ী চলবে। এদিন তিনি কেন্দ্রের অযৌক্তিক গরুর আধার কার্ডের সিদ্ধান্তকেও কটাক্ষ করেন। তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক নষ্ট হচ্ছে, আইন খুব পরিষ্কার তাও আমাদের ওপর জোর করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে।
“যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমাদের গণতন্ত্রের স্তম্ভ। এটাকে ধ্বংস করলে হেরিটেজকে ধ্বংস করা হবে।” যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোর পরিপন্থী এই সব কেন্দ্রের সিদ্ধান্তের ব্যাপারে তিনি বলেন, সব ধর্মনিরপেক্ষ পার্টি একত্রিত হয়েছে।
তিনি বলেন, “আমার কাছে সব ধর্ম সমান। কে কি খাবে, কি পরবে সেসব কি ওনারা ঠিক করবেন?” বিভিন্ন প্রকল্পের জন্য এরাজ্যের পাওনা টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না।